![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আছে মানুষের
কিছু নেই
একটা প্রাণহীন দেহ
একটা পরাধীন আত্মা
আর অদৃশ্য সুতোয় অভিনয়
বাহিরটা মানুষ মানুষ
ভিতরের পুরোটাই অবক্ষয়
ছন্দ থাকলে সেটা কবিতা নয়
কবিতা এখন সেটাই যেটা গদ্যময় |
কি আছে মানুষের
কিছু নেই
সময়টা হাতে নেই
জীবনটা হাতে নেই
দিন শেষে
না আছে জয়, না আছে পরাজয়
.......................................?
সবাই মানুষ হতে পারেনা
তারপরও কেউ কেউ হয়তো মানুষ হয় |
কি আছে মানুষের
কিছু নেই
ক্ষুধার্ত পেটটা আছে
সেটা ভরাবার খাদ্য নেই
চোখ আছে, দেখার শক্তি নেই
হারাবার আছে অনেক কিছু
দেবার মতো মনটা নেই |
কি আছে মানুষের
কিছু নেই
অহংকার আছে, বিনয় নেই
লোভ আছে, বিবেক নেই
একটা জড় পদার্থের
ঠাঁই দাঁড়িয়ে থাকার শক্তি আছে
মানুষের তাও নেই |
কি আছে মানুষের
কিছু নেই
তাল নেই, ল নেই
শব্দ নেই মেরুদন্ড নেই
কুকুরকে বিশ্বাস আছে
মানুষকে তাও নেই |
কি আছে মানুষের
কিছু নেই
সেই ভরা যৌবন নেই
মায়াবী প্রকৃতির মতো চোখ নেই
আছে শুন্যতা
শাখা প্রশাখা
আর শকুনির সাথে সখ্যতা |
©somewhere in net ltd.