![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
শোন ছেলে!! তোমাকে নিয়ে দু’লাইন কবিতা লিখেছি
তার মানে এই নয় যে আমি তোমার প্রেমের পুকুরে ডুবসাঁতার দিচ্ছি।
সমুদ্রের কাছে যাইনি কখনো
তাই হয়তো তোমার চোখে উন্মাতাল নীল খুঁজেছি;
কোন কোন মেঘলা দিনে তোমার হাসিতে
ঝলমলে রোদের গন্ধ খুঁজেছি;
তুমি ‘রিমঝিম’ ডাকতেই হয়তো বুকের মাঝে অবিরাম বরষা,
চোখে চোখ রাখলেই শহরের পিচঢালা রাস্তারা সব ময়ূরাক্ষী নদী।
শোন ছেলে!!
তার মানে এই নয় যে আমি তোমার প্রেমের পুকুরে ডুবসাঁতার দিচ্ছি।
জানি তুমি আঙ্গুল ছোঁয়ালেই বারোমাস কৃষ্ণচূড়ার ফাগুন;
জানি তুমি পারো, মধ্যদুপুরে এনে দিতে পারো
জারুল ফোটা কোন জোৎস্নারাত;
তোমার বুকের আকাশ নীল ডাকঘরেই
প্রতিরাতে রেখে আসি আত্মসমর্পণের খোলা চিঠি।
শোন ছেলে!!
তার মানে এই নয় যে আমি তোমার প্রেমের পুকুরে ডুবসাঁতার দিচ্ছি।
তুমি আমার কাছে শুধুই কবিতার উপাদান,
যেমনটা প্রাচীন কোন দালানের নোনাধরা দেয়ালের আঁকিবুঁকি,
পাতাঝরা কোন জীর্ণ গাছের অসহায় ভঙ্গিমা,
যেমনটা নিষ্ঠুর এই শহরের ভাঙ্গাচোরা শিরোনামহীন ফুটপাত,
কিংবা বাতাসে ডানামেলা ধুলোর বিন্দু!!
শোন ছেলে!! ভেবোনা আমি তোমার প্রেমের পুকুরে ডুবসাঁতার দিচ্ছি।
তুমি আমার কাছে শুধুই কবিতার উপাদান, শুধুই……!
© শিখা (২৬শে জুলাই, ২০১৭)
২| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৩:১৮
টুকী_ঝা বলেছেন: আমার জানালার বাইরে পূর্ণচাঁদের জোৎস্না আর এই মাঝরাত্রে লুপে চলছে এটি সঙ্গে আপনার লেখা!
"ছেলে"র জায়গাটিতে 'মেয়ে'টিকে বসিয়ে হয়ত এই ত্রিবিধের সন্নিপাতে শুধুই ভেসে গেলাম!
কৃতজ্ঞতা জানবেন।
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৫০
শিখা রহমান বলেছেন: টুকী_ঝা আপনার নামটা বেশ মজার। আমার কবিতা আপনাকে জোৎস্না রাতে সঙ্গ দিতে পেরেছে জেনে ভালো লাগলো। শুভকামনা।
৩| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:০৮
খায়রুল আহসান বলেছেন: শিরোনাম, ছবি এবং কবিতা- সব কিছুই খুব সুন্দর হয়েছে। সব কিছু নিয়েই একটা সুন্দর, পরিপূর্ণ প্রেমের কবিতা।
জানি তুমি পারো, মধ্যদুপুরে এনে দিতে পারো
জারুল ফোটা কোন জ্যোৎস্নারাত;
তোমার বুকের আকাশ নীল ডাকঘরেই
প্রতিরাতে রেখে আসি আত্মসমর্পণের খোলা চিঠি - পংক্তিগুলো অসাধারণ লাগলো আমার কাছে।
কবিতায় ভাল লাগা + +
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩
শিখা রহমান বলেছেন: খায়রুল আহসান আপনার মন্তব্য মানেই মন ভালো আর মন আলো। এতো সুন্দর করে গুছিয়ে মন্তব্য করেন; পড়েই বোঝা যায় যে আপনি খুব মন দিয়ে খুঁটিয়ে পড়েছেন। যে কোন লেখকের জন্যই আপনার মতো পাঠক পাওয়া ভাগ্যের ব্যাপার।
অনেক অনেক ধন্যবাদ। আপনার মন্তব্য বরাবরেই মতোই অনুপ্রেরণাদায়ক। শুভকামনা।
৪| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি সুন্দর ভালোবাসা কাব্য!!
মুগ্ধতা শুধু মুগ্ধতা ভরা কথামালায়।
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪
শিখা রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।
৫| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: শোনো মেয়ে, আমি তোমার কবিতা পড়েছি-
তার মানে এই না যে আমি তোমার প্রেমের পুকুরে ডুব সাঁতার দিচ্ছি।
তুমি আমার লেখার উপাদান।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৬
শিখা রহমান বলেছেন: রাজীব নুর সেই ভালো। কেউ আমার লেখার প্রেমে পড়লেই চলবে। আর আপনার মতো গুণী লেখকের লেখার উপাদান হতে আমি খুব খুব রাজী
পড়ার জন্য আর মজার মন্তব্যটার জন্য ধন্যবাদ। শুভকামনা।
৬| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখার উপাদান। এতটা ... কেন। কেন ভালো বাসা নয়।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫০
শিখা রহমান বলেছেন: সেলিম আনোয়ার মন খারাপ করে দিলাম মনে হচ্ছে। তো কবি ঠিক করে বলুনতো আপনার লেখার উপাদান কি আজ পর্যন্ত কেউ হয়নি? লেখার সময়ে, লেখার পরে যখন কবিতাটাকে ভালোবাসেছেন তখন নিশ্চয়ই সেই মানুষটাকেও একটু হলেও ভালোবেসেছেন।
পড়ার জন্য কৃতজ্ঞতা আর শুভকামনা থাকলো।
৭| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর !!!
মন ছোঁয়া লেখা।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫২
শিখা রহমান বলেছেন: মনিরা সুলতানা জানেন নীরা, মাঝে মাঝে মনে হয় "আমার লেখারা নীরার মন ছুঁয়েছে। আমি কি কোন পাপ করতে পারি?" আপনার মন্তব্য পেলেই মন ভালো হয়ে যায়। কোথাও আপনি আমাকে বুঝতে পারেন, ঠিক ঠিক যেমনটা আমি বোঝাতে চাই।
অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন। শুভকামনা।
৮| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১২:৫৫
জাহিদ অনিক বলেছেন:
জানিনা কবিতাটি কিভেবে লিখেছেন, তবে কথাটা সত্য, কবিরা সব সময় কবিতার উপাদান খোঁজে।
একেকটা প্রেম হয়ত একেকটা ক্যারেক্টার !
লেখায় ভালো লাগা
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭
শিখা রহমান বলেছেন: জাহিদ অনিক কবিতা তেমন কিছু ভেবে লেখা হয় না। হুটহাট মনে এলে লিখে রাখি। গল্প যেমন অনেকদিন ধরে মাথায় বয়ে বেড়াই, কবিতা ঠিক তেমনটা নয়; ক্ষণিকের ভাবনা, হারিয়ে যাওয়ার আগেই লিখে রাখা। কবিতা বা গল্প যেটাই হোক, মানুষ আমার কাছে লেখার উপাদানই। মানুষ দেখতে ভালো লাগে। মানুষের মতো আশ্চর্য আর অভিভুত আমাকে কিছুই করে না।
ধন্যবাদ পড়ার জন্য। কবিদের ভালোলাগা আমার মতো আনাড়ীর কবিতায়, মন ভাল হয়ে গেলো। শুভকামনা।
৯| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:২৪
মলাসইলমুইনা বলেছেন: প্রিয় শিখা রহমান: এই কবিতা ভালো লাগার উপাদান অনেক |তাই ডুব সাঁতার দিয়ে নয় প্রত্যক্ষ্য ভাবেই উচ্চস্বরে কবিতায় ভালোলাগা জানিয়ে দিলাম অনেক অনেক ....|
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০০
শিখা রহমান বলেছেন: মলাসইলমুইনা ঘাটে বসে বসে ভালোলাগা জানাচ্ছেন তাহলে আপনার লেখায়, কবিতা পড়লে অবশ্য আমি ভালোলাগায় ডুব দেই। সাঁতার জানিনা, তাই বুঝতেই পারছেন কি অবস্থা!! মাঝে মাঝে ভালোলাগায় দমবন্ধ!!
ধন্যবাদ বরাবরের মতোই সুন্দর আর উতসাহব্যঞ্জক মন্তব্যের জন্য। ভালো থাকবেন। শুভকামনা।
১০| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:০৯
ওমেরা বলেছেন: আপু আপনার কবিতা পড়ে আজকে বুঝতে পারলাম কবিরা কেন বার বার প্রেমে পরে!
আসলে কবিতার প্রেম প্রকৃত প্রেম নয় !
খুব সুন্দর হয়েছে আপু ধন্যবাদ নিবেন আপু ।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৬
শিখা রহমান বলেছেন: ওমেরা অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য। এটা তোমার প্রথম মন্তব্য তাই না? এত্তো ভালোবাসা আর ভালোলাগা। তুমি করে বললাম। আশাকরি কিছু মনে করোনি। 'আপু' বললে তাই 'তুমি' বললাম।
আমি কিন্তু জাত কবি নই। মাঝে মাঝে কবিতার ভূত মাথায় চাপে তাই প্রেম প্রেম ভাব আসে। তবে "কবিরা কেন বার বার প্রেমে পরে!" সেটা কবিরাই ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় তোমার ধারণাই ঠিক!!
ভালো থেকো। শুভকামনা আর ভালোবাসা।
১১| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে++
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৮
শিখা রহমান বলেছেন: শাহরিয়ার কবীর মন্তব্য করা হয় না সময়ের অভাবে। আপনি কিন্তু দারূন কবিতা লেখেন। আমার ভালোলাগা আর মুগ্ধতা থাকলো আপনার সব কবিতায়।
অনেক ধন্যবাদ আর শুভকামনা।
১২| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি যে এত সুন্দর কবিতাও লিখতে পারেন জানা ছিল না! আশা করি আরও বেশি বেশি লিখবেন?
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৭
শিখা রহমান বলেছেন: সম্রাট ইজ বেস্ট মন থেকে বলেছেন, কবিতাটা ভালো লেগেছে বলেই বলেছেন জানি। তারপরেও একটু লজ্জা লাগছে জানেন। কবি বলে দাবী করার স্পর্ধা আমার নেই। কবিরা আমার কাছে অন্যরকমের মানুষ; শব্দ দিয়ে তারা ইন্দ্রজাল তৈরী করেন। আমার সেই ক্ষমতা নেই। তারপরেও এই হঠাত পাওয়া কবিতা 'সম্রাট' কবির ভালো লেগেছে জেনে আমি অভিভূত।
আমিতো প্রতিদিনই কিছু না কিছু লিখি। কবিতা খুঁজতে গিয়ে দেখি গোটা পঞ্চাশেক কবিতা আর একশোর ওপরে ছোটগল্প লেখা হয়ে গেছে। মাঝে মাঝে দেবো। তবে আমার বেশীরভাগ কবিতাই প্রেমের কবিতা, খুব ছেলেমানুষী কবিতা। বন্ধুরা বলে কবিতায় আমি এখনো কিশোরী।
ভালো থাকবেন। শুভকামনা আর কৃতজ্ঞতা প্রিয় কবি।
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৩
আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান ,
গানের একটা কলি দিয়েই শুরু করি -----
আমার না যদি থাকে সুর
তোমার আছে, তুমি তা দেবে
এরি নাম প্রেম ....।
কারো কাছে তেমন একটা সুর খুঁজতে গিয়ে মোমবাতির শিখার মতো নরম আলো জ্বালিয়ে গেলেন কবিতায় । শুধু সুন্দরই নয়,
অপরূপা হয়ে উঠেছে কবিতাটি । যেমন চিত্রকল্পে, তেমনি আবেগে ।
আর উপস্থাপনার ষ্টাইলটাও এমন টলটলে যে তার ভেতরে ডুব সাঁতার দিলেই তবে এর সোয়াদ লেগে যাবে শরীরে ।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৭
শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস আপনি যে মন্তব্যের যাদুকর তা কি জানেন? লেখায় যখনই আপনি মন্তব্য করেছেন কোথাও আলোরা কোমল হলুদ পাপড়ি মেলেছে। মন্তব্য পড়ার সময়ে হদয়ে লক্ষ প্রজাপতির ডানার ঝংকার। এমন সুন্দর করে কিভাবে যে বলেন!! বার বার পড়েও মন ভরে না। মন খারাপ লাগলেই আপনার মন্তব্যগুলো পড়ে নেবো, পড়ে নেইও।
ভালো থাকবেন। অনেক ভাগ্যবান আমি যে আপনি আমার লেখা পড়েন এবং এমন সব যাদুকরী শব্দমালা উপহার দেন। লেখালেখির কাছে এর চেয়ে বেশী আমার পাওয়ার বা চাওয়ার কিছু কখনোই ছিলো না।
কৃতজ্ঞতা, ভালোলাগা, মুগ্ধতা, আর একটু ঈর্ষাও থাকলো শুভকামনার সাথে।
১৪| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৬
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা গল্পের মত আপনার প্রতিমন্তব্যগুলোও খুব সুন্দর হয়ে থাকে। মূল পোস্টের চেয়ে সেগুলোও কম আনন্দ দেয় না।
অন্তর হতে বিকশিত, অন্তর ছোঁয়া....
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩১
শিখা রহমান বলেছেন: খায়রুল আহসান আপনাদের মতো গুণী লেখক, কবিরা আমার ব্লগে এসে লেখা পড়েন, সময় নিয়ে মন্তব্য করেন। আমি আসলেই কৃতজ্ঞ, আর অভিভূত। আপনারা কেউ কখনো কোনদিন খুব সুন্দর কিছু বলেছিলেন সেটা মনে করেই অনেক রাতের গভীরে, সারাদিনের ক্লান্তি ঝেড়ে ফেলে লিখতে বসি।
অনুপ্রেরণার জন্য, সাথে থাকার জন্য অশেষ ভালোলাগা আর কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
১৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬
অবলাল রশ্নি বলেছেন: প্রেমে পড়লুম, কবিতার
১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৬
শিখা রহমান বলেছেন: অবলাল রশ্নি ধন্যবাদ। কবিতার প্রেমে পড়লে কবির লেখা সার্থক!!
শুভকামনা। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৮ রাত ২:১১
শিখা রহমান বলেছেন: বিজন রয় আর খায়রুল আহসান আপনাদের অনুরোধে কবিতা দিলাম। আমার বালখিল্য কবিতারা সাধারণত প্রেমের কবিতা। পড়ে জানাবেন কেমন লেগেছে। শুভকামনা।