নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

অঙ্ক ভুল

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩২



ছোটবেলায় পাটীগণিতের সরল অঙ্ক মনে আছে ছেলে?
সেই যে অঙ্কখাতার চৌখুপী কাটা পাতার
এ মাথা থেকে ও মাথা রেললাইনের মতো মস্ত জটিল অঙ্ক!!
যোগ বিয়োগ গুণ ভাগ আর প্রথম দ্বিতীয় তৃতীয় ব্রাকেটের
বেড়াজাল কেটে ধাপে ধাপে এগোনো…
সবশেষে খুব সহজ উত্তর!
মনে আছে ছেলে?

আমাদের সম্পর্কটাও কিন্তু ওই সরল অঙ্কের মতোই;
বড্ড জটিল কিন্তু সমাধানের পরে উত্তরটা সহজ!!
আমরা বন্ধু।
খুব একাকী দু’জন মানুষ…
খুচরো সব একঘেয়েমি সরিয়ে,
আটপৌরে জীবনের স্বপ্ন-পোড়া-ছাই ঝেড়ে ফেলে,
দিনশেষে পাশাপাশি চুপচাপ বসে থাকা।
উত্তরটা খুব সহজ, তাই না?

দুঃখকষ্ট গুলোকে ভাগ করে, ভালোলাগা গুণ করে,
অভিমানকে বিয়োগ করে আর লুকোনো ইচ্ছেগুলোকে যোগ করে…
সমাজিক সম্পর্কের সব ব্রাকেটের নিয়ম মেনে
লম্বা হিসেবনিকেশ শেষে আমরা শুধুই বন্ধু।

সরল অঙ্কের জানা উওর…আকাশ আর রিমঝিম।
আকাশের উঠোনে রিমঝিম বাজনা তুললেও
রিমঝিম আকাশকে কখনোই ছুঁতে পারে না।
স্তেফানের মুঠিবন্ধ হাতে অঙ্কের সমাধান শেষে
পড়ে থাকে তামার পান্না, ঠাকুরণের অশ্রুজল।

জানো ছেলে!! প্রতিদিন অঙ্ক কষার সময়ে হৃৎপিণ্ডের ধুকপুকুনি নিয়ে,
নিঃশ্বাস চেপে অপেক্ষা করি।
প্রতীক্ষায় থাকি কোন একদিন হয়তো হিসেবে ভুল হবে …
হয়তো রিমঝিম নামবে আকাশের বুকে…
হয়তো স্তেফানের হাতে মুঠিবন্ধ থাকবে ঠাকুরণের চঞ্চল আঙ্গুল।

এইইই শোন...চলো না কোন একদিন দুজনে মিলে অঙ্ক ভুল করি?

© শিখা (২২শে অক্টোবর, ২০১৭)

মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! অঙ্ক করতে গিয়ে হোকনা একটু হিসেবের গড়মিল।বেশ ভাল লাগলো আপু। আমিও যে এমন অঙ্ক না মেলাতে কত চেষ্টা করেও পারিনি।

শুভ কামনা আপনাকে।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৪

শিখা রহমান বলেছেন: পদাতিক চৌধুরি হুউউউ....ঠিক বলেছেন। অঙ্কের উত্তর সঠিক হলেও কখনো কখনো হিসেবে গড়মিল থেকেই যায়।

আমার 'সরল' কবিতা পড়ার জন্য ধন্যবাদ। গল্প লিখতেই ভালো লাগে অথচ সময় পাচ্ছি না।

ভালো থাকবেন। ব্লগের পথে দেখা হবে নিশ্চয়ই।

২| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাহ্! অঙ্ক ভুল করার জন্য এত হা-পিত্যেশ! আপনি তো দেখি দারুণ মজার মানুষ!! ;)
আপনার লেখা পড়ার আনন্দই আলাদা। সবসময় ডিফারেন্ট ফ্লেভার!!!
দারুণ কবিতা!!!!
প্লাস।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩

শিখা রহমান বলেছেন: সম্রাট ইজ বেস্ট ভুল থেকে যদি দারুন কিছু হয় তবে ভুলই হোক। :)

আমার কবিতা ভালো লেগেছে জেনে মন এত্তো ভালো হয়ে গেলো। কবিদের ভালোলাগা বড় পাওয়া আমার মতো আনাড়ি কবির (মতান্তরে অকবি = কবি কবি ভাব - কবিতা) জন্য।

শুভকামনা ও শুভরাত্রি। ভালো থাকবেন। আপনার নতুন কবিতার অপেক্ষায় থাকলাম কবিসম্রাট।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩

সৈয়দ তাজুল বলেছেন: ভালো লাগা অফুরান।

প্লাস+++

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

শিখা রহমান বলেছেন: সৈয়দ তাজুল আপনাকেও অফুরন্ত শুভকামনা। ধন্যবাদ পড়ার জন্য ও মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২

কামরুননাহার কলি বলেছেন: এরে আপি আমি তো কত মার খেয়েছি মায়ের হাতে স্যারের হাতে। এ মাথা তেকে ও মাথা পর্যন্ত চলে যেতো লেখার লাইন। আর অঙ্ক তো মাথায় ডুকতো কম। মাথায় থাকতো শুধু চোরামী বুদ্ধি এর বেশি কিছু না।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৬

শিখা রহমান বলেছেন: কামরুননাহার কলি তুমিতো এখনো সরল অঙ্ক করার কথা!! ছোট্ট একটা মিষ্টি মেয়ে!! :)

কবিতা যে অঙ্কের কথা কথা বলেছে সেটা ভুল করলেও মায়ের বা স্যারের হাতে মার খেতে পারো। :( আমি স্কুলের অঙ্কে ভালো ছিলাম কিন্তু কবিতার অঙ্কে ভুল করার চেষ্টামাত্র মায়ের হাতে মার খেয়েছি। =p~

পড়ার জন্য ভালোবাসা আর আদর। ভালো থেকো।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২

মৌরি হক দোলা বলেছেন: আমাদের সম্পর্কটাও কিন্তু ওই সরল অঙ্কের মতোই;
বড্ড জটিল কিন্তু সমাধানের পরে উত্তরটা সহজ!!


এই সহজ উত্তরটা পেতেই খুব জটিল সমস্যার মুখোমুখি হতে হয় সবসময়।

খুব সুন্দর কবিতা! অনেক অনেক ভালোলাগা ও শুভকামনা রইল.....

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯

শিখা রহমান বলেছেন: মৌরি হক দোলা কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ। খুব সুন্দর করে বলেছেন "এই সহজ উত্তরটা পেতেই খুব জটিল সমস্যার মুখোমুখি হতে হয় সবসময়।" আসলেই!!

আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ ও অনেক অনেক শুভকামনা।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সরল অংক যেমন নামে সরল প্যাচে ভরা হিসাব সহজ সমাধান কিন্তু কবিতা আর জীবন সে কিন্তু বড়ই কঠিন।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৩

শিখা রহমান বলেছেন: সুজন আপনার মন্তব্যটা খুব পছন্দ হয়েছে। "সরল অংক যেমন নামে সরল প্যাচে ভরা হিসাব সহজ সমাধান কিন্তু কবিতা আর জীবন সে কিন্তু বড়ই কঠিন।" দারুন বলেছেন। জীবনের হিসেব অঙ্কের ঠিক হলেও সবসময় মেলে না।

সবসময় পড়ার জন্য অফুরন্ত শুভকামনা। ভালো থাকবেন।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০

কামরুননাহার কলি বলেছেন: আপি আমি এখনও অঙ্ক করছি অনেক অঙ্ক করতে হয় আমাকে এই গাদা গাদা অঙ্ক। তবে এখন পারি, এখন অঙ্ক করতে আমার খুব ভালো লাগে।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৬

শিখা রহমান বলেছেন: কামরুননাহার কলি ছোট্ট মেয়েটার অঙ্ক ভালো লাগে শুনে খুশী হলাম। তার মানে মারামারি নেই ঠিক না? :)

ভালো থেকো মিষ্টি মেয়ে। তোমার খাতার আর জীবনের অঙ্কের হিসেব মিলে যাক এই শুভকামনা থাকলো।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এটা সরল কবিতা???? পাঠক হতাশ :(

"সমাজিক সম্পর্কের সব ব্র্যাকেটের নিয়ম মেনে
লম্বা হিসেব নিকেশ শেষে আমরা শুধুই বন্ধু।"
--- আমিও ঐ দলে যোগ দিব।।:)

গান শুনুনঃ
"মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই, মনে নাই,
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে গান গাই........"

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৪

শিখা রহমান বলেছেন: নিজাম :) কখন লেখিকা বলেছে যে এটা সরল কবিতা। সরল অঙ্কের কবিতা জটিল হওয়ারই কথা তাই না। পাঠক হতাশ কারণ আমার মনে হচ্ছে পাঠকের পাঠে মন নেই। দুষ্টু পাঠক!! :-P

অঙ্ক থাক!! মনে হচ্ছে আপনি অঙ্কে ভালো নন। আপনার সাথে আমি অঙ্ক না কষেই বন্ধু। সাত পা হাঁটলেই বন্ধু আর আমরাতো ব্লগে অনেকদিন অনেকটা পথ চললাম। :)

আপনি গান ভালোবাসেন তাই না? সবসময় মন্তব্যে দেখি গান শুনতে বলেন। গান নিয়ে আমার একটা লেখা আছে। পোষ্ট করবো দেখি আপনার জন্য।

ভালো থাকবেন। আর "মনে রবে কি না রবে আমারে"..মনে থাকবে। :)

৯| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২

মোঃ খুরশীদ আলম বলেছেন: জীবনটাইতো একটা অঙ্ক। এখানে ভুল আছে, শুদ্ধ আছে, আছে হাসি-ঠাট্টা আর হিংসা-ভালবাসা।
তবে, অঙ্কের নিয়মে যে অঙ্গ সাজায় সেই হয়তো জীবনে সুখী হয়।
জীবনটাই একটা অঙ্ক, অঙ্কময় জীবন।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭

শিখা রহমান বলেছেন: মোঃ খুরশীদ আলম আমার ব্লগে স্বাগতম। খুব সুন্দর মন্তব্য করেছেন। আসলেই "জীবনটাই একটা অঙ্ক, অঙ্কময় জীবন।"

ভালো থাকবেন। শুভকামনা।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @ ১ নাম্বার প্রতিউত্তরে। ("আমার 'সরল' কবিতা পড়ার জন্য ধন্যবাদ। গল্প লিখতেই ভালো লাগে অথচ সময় পাচ্ছি না।";)

"মনে হচ্ছে আপনি অঙ্কে ভালো নন।"
--- অংক ও পদার্থ। কোচিংয়ে ফার্স্ট(অদিকালের কথা)

গান পোস্ট করলে এই মাসেই করবেন। সামনের মাস থেকে আমি ফুড়ুৎ।

ফির মিলেঙ্গে----

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৩০

শিখা রহমান বলেছেন: নিজাম :) আপনি যে ১ নাম্বার প্রতিউত্তরের কথা বলছেন সেটা বুঝিনি। সরল অঙ্ক করতে গিয়ে মাথা এলোমেলো। আমি ভাবছিলাম কবিতায় বা আপনাকে কখন বললাম 'সরল' কবিতা। 8-|

গান না তো গান নিয়ে একটা লেখা আছে সেটা পোষ্ট করবো। তবে এইমাসে আর পোষ্ট করবো না। আপনি কাজ সেরে ব্লগে ফিরে আসুন, তখন পোস্ট করবো। তাড়াহুড়োর কিছু নেই।

ভালো থাকবেন। মন দিয়ে কাজ করবেন। ব্লগে উঁকিঝুঁকি একদম না!! :)

শুভকামনা।

১১| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৮

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! সুন্দর গাণিতিক ভালোবাসা।
যত যাই কাটাছেড়া হোক, উত্তর সব সময় নির্ভুল আর সহজ

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৩২

শিখা রহমান বলেছেন: জাহিদ অনিক অঙ্কময় জীবন আমার, ভালোবাসার কবিতাও তাই গাণিতিক হয়ে যায়।

পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩২

ইমরান আল হাদী বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৪০

শিখা রহমান বলেছেন: ইমরান আল হাদী আপনার মুগ্ধতায় অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ পড়ার জন্য। শুভকামনা রইলো।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: কবিতার কিছুই হয়নি। তারপরও আপনাকে ধন্যবাদ- আপনি আপনার আবেগের সবটুকু প্রকাশ করেছেন।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৪৩

শিখা রহমান বলেছেন: রাজীব নুর আপনাকেও ধন্যবাদ একটি অকবিতা কষ্ট করে পড়ার জন্য। আসলে আমার হয়তো আপনার মতো উঁচুমানের কাব্যবোধ বা উঁচুমানের কবিতা পড়ার অভ্যাস নেই। তাই এলোমেলো অকবিতা লেখার চেষ্টা করে বেড়াই।

শুভকামনা। ভালো থাকবেন।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসার অংকে বই এর পাতার অংক সবকিছুতেই আমি গোল্লা!!

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৪৫

শিখা রহমান বলেছেন: মনিরা সুলতানা ভালোবাসার অংকে নীরা কখনো গোল্লা পেতে পারে? B:-/ নীরার জন্য সুনীল আছে আর আমিতো আছিই। অনেক অনেক ভালোবাসা কবি।

শুভকামনা। ভালো থাকবেন সুন্দর সব স্বপ্ন নিয়ে।

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৯

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার অভিব্যক্তি। সম্পর্কের সাথে সরল অঙ্কের মিলনটা মন ছুঁয়ে গেল।

মাইন্ড করবেন না, প্রফাইল পিকটা আপনার, নাকি মোনালিসর!!
ছবিটাও কবিতার মতো চমৎকার।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৪৫

শিখা রহমান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা।

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩২

তারেক ফাহিম বলেছেন: আমরা আজও সম্পর্ক হিসেব করতে গিয়ে গড়মিল করি।

সত্যিকারের সরল না কিন্তু সম্পর্কের প্যাচ :(

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯

শিখা রহমান বলেছেন: তারেক ফাহিম ভালোবাসা হিসেব মেনে চলে না। সম্পর্ক সরল অঙ্কের মতো নয় বলেই জীবন আর মানুষ এমন আশ্চর্য সুন্দর!!

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা। ভালো থাকবেন।

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০০

আলভী রহমান শোভন বলেছেন: কবিতায় প্লাস ।

আহা ! গাণিতিক ভালোবাসা ।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩

শিখা রহমান বলেছেন: আলভী রহমান শোভন আপনার ভালোলাগা মন ছুঁয়ে গেলো। অঙ্কের মতো যদি নিয়ম মেনে ভালোবাসা যেত তবে বেশ হতো তাই না?

পড়ার জন্য শুভকামনা। ভালো থাকবেন।

১৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৪

শিখা রহমান বলেছেন: শাহরিয়ার কবীর পড়ার জন্য ধন্যবাদ কবি। শুভকামনা ও ভালো থাকবেন।

১৯| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯

মিথী_মারজান বলেছেন: এই প্রথম একটা এত সুন্দর গড়মিল হিসাবের চমৎকার অংক কবিতা পড়লাম।
অংকের সমীকরণে আমিও অলওয়েজ লাড্ডুগুড্ডু আপু।
আর এমন একটা প্রেশাস বন্ধু থাকাটা আসলেই আশীর্বাদস্বরূপ।
(কবিতাটা কত সুন্দর সেটা নাহয় নাই বললাম তবে আপনার কানে কানে একটা কথা বলি -
শেষের লাইনটা কিন্তু ভীষন রকমের উষ্কানীমূলক!:P
ভাবছি না জানি কতজন কবিতাটা পড়ে এমন করে ভুল অংক কষায় মেতে ওঠে এবার!;))

লাভ ইউ মাই ডিয়ার জারুল ফুল।
আপনার মত এত সুন্দর করে আর কেউ এটা লিখতে পারতো না!


২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫০

শিখা রহমান বলেছেন: মিথী মনি পাটিগণিতের অঙ্কে আমি ভালো। তবে জীবনের অঙ্কের উত্তর মেলানো কঠিন।

"আপনার কানে কানে একটা কথা বলি -
শেষের লাইনটা কিন্তু ভীষন রকমের উষ্কানীমূলক!:P" কানে কানে বলার কি দরকার কবিতায়তো সরাসরিই উস্কানি দিলাম :P

ইশশ রে মিথীমনি....তুমি 'জারুল ফুল' বললে মন ভরে যায়। তোমার মতো এমন সুন্দর করেও কেউ আমাকে ডাকেনি জানোতো?

ভালো থেকো আর ভালোবেসো। অনেক আদর থাকলো মিষ্টি মেয়েটা।

২০| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার লেখার ম্যাচিউরিটি আমাকে মুগ্ধ করছে।

সরল অঙ্ক'র রেজাল্ট তো জানাই, অতএব দিনশেষে আপনারা বন্ধু। অঙ্কে ভুল করতে চাইছেন কেন, বন্ধুত্বের গণ্ডি পেরোনোর জন্য? এটা হয়ে থাকলে বুঝেছি, এটা না হলে বুঝিয়ে দিন :)

স্ত্রী, প্রেমিকা, বোন, মা, খালা ব্লা ব্লা- সবার উপরে কিন্তু বন্ধুত্ব।

সবচেয়ে ভালোলাগার দু লাইন-

স্তেফানের মুঠিবন্ধ হাতে---

শুভেচ্ছা।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫৬

শিখা রহমান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ।

"অঙ্কে ভুল করতে চাইছেন কেন, বন্ধুত্বের গণ্ডি পেরোনোর জন্য?" হুউউউ...ঠিক ধরেছেন :)

মালাকাইটের ঝাবিধ খুব প্রিয় বই। "তামাপাহাড়ের ঠাকুরণ" হতেও ইচ্ছে করে। তাই ওই লাইন দুটো আমারো প্রিয়।

শুভকামনা। ভালো থাকবেন। আর নামে দ্বিধা থাকলেও আপনার লেখা কিন্তু ব্লগে সোনাবীজই বুনে চলেছে।

২১| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান ,




ওয়াও ..... সম্পর্কের সরল অংক । কিন্তু জটিল ।
আমাদের সময়ে পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে করা সব সরল অংকের উত্তর হতো - ১ । এখনকার অংকের উত্তর কতো হয় জানিনে । "১" যে আর হয়না এটা বুঝতে পারি । তাই আপনিও মনে হয় সরল অংকটিকে জটিল বানাতে চাইছেন ইচ্ছেকৃত ভুলে । মিথী_মারজান এর মতোই বলি - এমন ভুলে কেউ আত্মহননের খেলায় মেতে উঠতে পারে ।

অপূর্ব সৌষ্ঠবে গেঁথেছেন কবিতাটিকে । পাটিগনিতকে সঙ্গীতে ভাষান্তর করেছেন চমৎকার মুন্সিয়ানায় ।
বেশ ভালো লাগলো ।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ২:০৩

শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস ক্লাস শেষে ব্লগে এসেই আপনার মন্তব্য দেখলাম। মন ভালো হয়ে গেলো।

আমাদের সময়ে উত্তর ১ হতো দেখে পরীক্ষার সময়ে মেলাতে না পেরে শেষে আন্দাজে ১ লিখে এসেছি। :) হুউউউ...আপনি ঠিক ধরেছেন। সরল অংকটিকে জটিল বানাতে চাইছি বলেই শেষ লাইনে উস্কানি দিয়েছি। :``>>

"অপূর্ব সৌষ্ঠবে গেঁথেছেন কবিতাটিকে। পাটিগনিতকে সঙ্গীতে ভাষান্তর করেছেন চমৎকার মুন্সিয়ানায়।" ---অনেকদিন মনে থাকবে।

ধন্যবাদ আমার আটপৌরে দিনটাকে সুন্দর মন্তব্যে আলো করে দেবার জন্য। শুভকামনা। ভালো থাকবেন কথার জাদুকর।

২২| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৫৩

এজাজ ফারিয়া বলেছেন: অঙ্ক নিয়েও এমন সুন্দর কবিতা হতে পারে?! আপনার কবিতাটি পড়া না হলে জানতামই না।

০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৫৭

শিখা রহমান বলেছেন: এজাজ ফারিয়া ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আসলে জীবিকা অঙ্কের সাথে জড়িত আর তাই কবিতায় গাণিতিক ভালোবাসা চলেই এলো। :)

আমার ব্লগে স্বাগতম। শুভকামনা। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.