![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
মেঘের বাটি উপুড়। আকন্ঠজল দুঃখ নামে আকাশ থেকে। বৃষ্টিজলে ভালোবাসা মিশে থাকে। অন্তর্বর্তী দূরত্ব মুছে যায়। যে সম্পর্কগুলো ‘আপনি’ ‘তুই’ থেকে ‘তুমি’ হতে হতে জীবনের স্লেট থেকে মুছে গেছে, জল পড়তেই অদৃশ্য কালিতে ফুটে ওঠে। ভিজে শহরে রিক্সার রঙ্গীন প্লাস্টিকে মুড়ে থাকে উষ্ণ ভালোবাসা।
’বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান…” দুপুরবেলায় ঝুম বৃষ্টি...শিল পড়ছে...টুপটাপ!! এদিক ওদিক তাকিয়ে বেণী দোলানো ছোট্ট মেয়েটা খপ করে মুখে পুরে দেয় আকাশের আইসক্রীম..মিষ্টি নয়, আবার মিষ্টিও!! রূপোর মল টুংটাং...ঘাসের ওপরে ভেজা পায়ে কিশোরীবেলা ফিরে আসে। জলের ঐন্দ্রজালিক নক্সা সত্য-মিথ্যে, অতীত-বর্তমান একই সুতোয় বুনে চলে।
বৃষ্টি নামলে পথে নেমো মেয়ে!! ইট-কাঠ-কংক্রিটে নয়, মনের নিঝুমপুরে বৃষ্টি নামিও। কখনো কখনো মিথ্যে মায়াজালকে প্রশ্রয় দিয়ে দেখো…নিরাশ্রয় হবে না…বৃষ্টির হয়ে কথা দিচ্ছি!!
© শিখা (২৮শে এপ্রিল, ২০১৮)
বারান্দাটা নিজের বাড়িতেই একঘরে। মিশতে চায় না, নাকি মিশতে পারে না কে জানে!!
ব্যস্ত শহরে তবুও এই বারান্দা টুকুই নিজস্ব রয়ে গেছে। ভেঙ্গে দেয়া কোন কোন ছাদ বারান্দা হয়ে বেঁচে আছে। গরাদের ফাঁক ফোকরে সে আকাশ দেখে আর হারিয়ে যাওয়া চিলেকোঠা খুঁজে বেড়ায়।
বারান্দা সব দেখে। দেখে কারো বদলে যাওয়া...হুডতোলা রিক্সায় অন্য কারো সুঠাম কোমরে কারো হাত, অন্য কারো ঠোঁটে ঠোঁট রাখা। রাত জেগে দেখে মোবাইলে কথা বলায় মগ্ন কাউকে, দেখে চোখে চোখে পড়লে এড়িয়ে যাওয়া!!
কাঁচের চুড়িপরা রিনিক ঝিনিক হাতের আঙ্গুল শক্ত করে আঁকড়ে ধরে বারান্দার খাঁচা। আঙ্গুলেরা লোহার গরাদ নয়, আঁকড়ে ধরে হৃৎপিণ্ড। কালসিটে পড়া হৃদয় ফিসফিসিয়ে বলে “এভাবেই কি চলে যেতে হয়? মুছে ফেলে সব নির্জনতা আর দুপুরের গল্প...এইভাবেই কি ভুলে যেতে হয় পুরোনো ঠিকানা? এভাবেই? এতো সহজেই?”
বারান্দা জানে অর্থহীন অকারণ অপেক্ষা...জমিয়ে রাখে সেই গল্পগুলো যা আর কখনোই বলা হবে না। একদিন অজান্তেই না বলা গল্পেরা খুঁজে নেবে নতুন মোড়, পেছনে পড়ে থাকবে সেই পুরনো হাসি কান্নারা...
না বলা গল্পেরা হারিয়ে যাবে...আর বারান্দা পড়ে থাকবে একা এবং একা...একঘরে!!
© শিখা (২৯শে নভেম্বর, ২০১৭)
১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
শিখা রহমান বলেছেন: কাওসার চৌধুরী সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। কখনো কখনো ছবি দেখে মনে হয় এই ছবিটার কিছু গল্প আছে। এই এলোমেলো ছোট্ট লেখাগুলো ছবিগুলোর জন্যই লেখা।
শুভকামনা। ভালো থাকবেন।
২| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:০৫
অর্ধ চন্দ্র বলেছেন: ভালো লাগলো,
১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
শিখা রহমান বলেছেন: অর্ধ চন্দ্র ধন্যবাদ পড়ার জন্য। আমার ব্লগে স্বাগতম। শুভকামনা।
৩| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:১৩
জাহিদ অনিক বলেছেন:
কবিতার মত !!!
১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
শিখা রহমান বলেছেন: জাহিদ আমার দৌড় ওই 'কবিতার মত!!' পর্যন্তই। কবিতা লেখা আমার খুব ভালো আসে না।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। ভালো থাকবেন প্রিয় কবি।
৪| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:২২
ভুয়া মফিজ বলেছেন: বৃষ্টির কথায় মন খারাপ হয়ে গেল, দেশের ঝুম বৃষ্টি দেখি না - অনেক অনেক বছর হয়ে গেল ।
বারান্দা-কথন অন্যরকম ভালো লাগলো।
দু'টোই অসাধারন!!!
১১ ই মে, ২০১৮ রাত ৮:০০
শিখা রহমান বলেছেন: মফিজ দেশের বৃষ্টি মতো এমন সুন্দর বৃষ্টি আসলেও কোথাও দেখিনি। আপনি সময় পেলে কোন এক বৃষ্টিভেজা দিনে পড়ে দেখতে পারেন। দেশের বৃষ্টির জন্য কোন এক প্রবাসীর কষ্ট!!
সামান্য লেখাগুলো আপনার এতো ভালো লেগেছে দেখে মন আলো হয়ে গেলো। কখনো কখনো ছবি দেখে মনে হয় এই ছবিটার কিছু গল্প আছে। এই এলোমেলো ছোট্ট লেখাগুলো ছবিগুলোর জন্যই লেখা।
শুভকামনা। ভালো থাকবেন সবসময়।
৫| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:৫১
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
১১ ই মে, ২০১৮ রাত ৮:০১
শিখা রহমান বলেছেন: প্রামানিক পড়ার জন্য ধন্যবাদ। অনেকদিন পরে আপনার মন্তব্য পেলাম। ভালো আছেন আশাকরি।
শুভকামনা।
৬| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! খুব সুন্দর অভিব্যক্তি। খুব ভাল লাগলো আপু। আমার বরং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়পর বৃষ্টি ছোট গল্পটি মনে পড়ে গেল।
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
১১ ই মে, ২০১৮ রাত ৮:০৪
শিখা রহমান বলেছেন: পদাতিক চৌধুর ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আপনার শেষ লেখাটা খুব ভালো লেগেছে, আদিম মানুষদের নিয়ে।
লেখা দুটো ছবিগুলোর জন্য লেখা। মনে হলো ছবিগুলোর হয়তোবা এমন কিছু বলার আছে। মাঝে মাঝেই ছবি দেখে এমন লেখা হয়।
ভালো থাকবেন। শুভকামনা। আর পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।
৭| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:০৭
Sujon Mahmud বলেছেন: নান্দনিক
১১ ই মে, ২০১৮ রাত ৮:০৬
শিখা রহমান বলেছেন: Sujon Mahmud ধন্যবাদ পড়ার জন্য। আমার ব্লগে স্বাগতম। শুভকামনা।
৮| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:১৬
অর্থনীতিবিদ বলেছেন: অভিব্যক্তিগুলো সুন্দর, শৈল্পিক ও নান্দনিক।
১১ ই মে, ২০১৮ রাত ৮:০৮
শিখা রহমান বলেছেন: অর্থনীতিবিদ আমার ব্লগে স্বাগতম। কাব্যিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা ও ভালো থাকবেন।
৯| ১১ ই মে, ২০১৮ রাত ৮:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
গল্প ভালো লিখেছেন+
১১ ই মে, ২০১৮ রাত ৮:১৩
শিখা রহমান বলেছেন: শাহরিয়ার কবীর ধন্যবাদ। 'ছবিদের গল্প' লিখতে ভালো লাগে কখনো কখনো।
শুভকামনা। ভালো থাকবেন কবি।
১০| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর লিখেছেন।
১২ ই মে, ২০১৮ বিকাল ৩:০৫
শিখা রহমান বলেছেন: রাজীব নুর পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা।
১১| ১২ ই মে, ২০১৮ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্টে আবার আসলাম। এসে দেখলাম মন্তব্যের উত্তর দেন নি।
১২| ১২ ই মে, ২০১৮ সকাল ১১:০৯
সামু পাগলা০০৭ বলেছেন: ইউনিক একটা থিম! চমৎকার শিখা আপু।
১২ ই মে, ২০১৮ বিকাল ৩:০৭
শিখা রহমান বলেছেন: সামু পাগলা০০৭ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আসলে অনেক সময়েই কোন কোন ছবি দেখে এতো ভালো লাগে যে শব্দরা গল্প বেঁধে দাঁড়িয়ে যায়। আমার ব্লগে স্বাগতম।
শুভকামনা। ভালো থাকবেন।
১৩| ১২ ই মে, ২০১৮ সকাল ১১:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
(ছবিদের গল্প। লিখেছেন শিখা রহমান সর্বাধিক লাইক প্রাপ্ত)
শিখা আপা??? কখন????
@কাওসার চৌধুরীবলেছেন: বাহ! চমৎকার অভিব্যক্তি।
@অর্ধ চন্দ্রবলেছেন: ভালো লাগলো,
@জাহিদ অনিকবলেছেন:কবিতার মত !!!
@ভুয়া মফিজবলেছেন:..... অসাধারন!!!
@প্রামানিকবলেছেন: ভালো লাগল।
@পদাতিক চৌধুরিবলেছেন: বাহা! খুব সুন্দর অভিব্যক্তি।
@Sujon Mahmudবলেছেন: নান্দনিক
@অর্থনীতিবিদবলেছেন:অভিব্যক্তিগুলো সুন্দর, শৈল্পিক ও নান্দনিক।
.........
আমি যদি সত্যি কথা বলি সবাই আমাকে ঠ্যাঙাবে!!
লাইক দিয়েছি, গিফ্ট চাই।
১২ ই মে, ২০১৮ বিকাল ৩:১১
শিখা রহমান বলেছেন: নিজাম "ছবিদের গল্প। লিখেছেন শিখা রহমান সর্বাধিক লাইক প্রাপ্ত)
শিখা আপা??? B:-) কখন????" আমিও জানতে চাইছি কখন? B:-) লাইকের সংখ্যাতো খুব বেশী না।
না বললেও আপনার সত্যি কথা আমি বুঝতে পেরেছি।
লাইক দেবার মতো লেখার জন্য আপনার উচিত লেখককে গিফট দেয়া।
শুভকামনা। ভালো থাকবেন।
১৪| ১২ ই মে, ২০১৮ রাত ১১:৪১
মিথী_মারজান বলেছেন: আপু!
রিমঝিম বৃষ্টির মত এক পশলা স্মৃতিকে উসকে দিলেন অঝোর ধারায়।
প্রতিটি লাইনেরই কি সুন্দর সব বিশ্লেষণ!
আপনার চিন্তাশক্তি আর দৃষ্টিভঙ্গী দুটোই ঈর্ষনীয়।
আর ভালোবাসার আঁচড়ে ছবি আঁকেন সবসময় তাই প্রতিটা অনুভূতি এত সহজে হৃদয় ছুঁয়ে যায়।
খুব সুন্দর ছবি গল্প!
ভালোলাগলো আমার জারুল ফুলের বেগুনী রঙে আঁকা প্রতিটি ছবি।
অনেক অনেক ভালোবাসা প্রিয় জারুল ফুল আমার।
১৪ ই মে, ২০১৮ দুপুর ২:৩৬
শিখা রহমান বলেছেন: মিথীমনি "ভালোবাসার আঁচড়ে ছবি আঁকেন সবসময় তাই প্রতিটা অনুভূতি এত সহজে হৃদয় ছুঁয়ে যায়।" হয়তো তাই কিন্তু তুমিও যে ভালবাসা নিয়ে পড়ো তাই আমার সামান্য লেখাও তোমার কাছে অসামন্য হয়ে ধরা পড়ে।
অনেক ভালোবাসা মিষ্টি মিথীমনি। তোমার ভালো লাগলে আসলেই মনটা আলো হয়ে যায়। এত্তো আদর আর ভালো থেকো।
১৫| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৫০
সুমন কর বলেছেন: অনুভূতির প্রকাশ ........ভালো লাগল।
১৪ ই মে, ২০১৮ দুপুর ২:৩৩
শিখা রহমান বলেছেন: সুমন কর পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা। ভালো থাকবেন কবি।
১৬| ১৪ ই মে, ২০১৮ দুপুর ২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৪ ই মে, ২০১৮ দুপুর ২:৪০
শিখা রহমান বলেছেন: ধন্যবাদ কবি। পড়ার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
১৭| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৬
আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান ,
বলতেই হয় , অনবদ্য ।
মুক্তগদ্যের মতো মনের নিঝুমপুরে বৃষ্টির ঐন্দ্রজালিক নকশা এঁকে গেলেন । এখানে গল্পের কাহিনী নেই , অথচ বৃষ্টির মতোই অবিরল ধারায় কতো কথাই যে বলে গেছে তা !
উড়নচন্ডী মনের এলোমেলো ভাবনাগুলো বৃষ্টিধারা হয়ে যেন নিঃসঙ্গ এক বারান্দার সব নির্জনতাকে ধুঁইয়ে দিয়ে গেছে ।
আর তাতে খোলতাই হয়েছে তার অপেক্ষার অর্থহীন সাতকাহন । গরাদের ফাঁকে গলে বৃষ্টিজলের ধারা যেন খুব সহজেই কারো চলে যাওয়ার শব্দগুলোকে সরসর ধ্বনিতে সরব করে তুলেছে ! বলে গেছে সবচেয়ে গোপন কথাটি --- এভাবেই কি চলে যেতে হয় ..... এতো সহজেই ! !!!!!!!!!!
১৫ ই মে, ২০১৮ রাত ২:২৫
শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস আপনার মন্তব্যগুলো ঘোর তৈরী করে, এমনই কাব্যিক, এমনই সুন্দর সব শব্দমালা!! আপনার এই মন্তব্যটা আমার লেখার চাইতেও সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ মন্তব্যটার জন্য।
মন্তব্যের আর কথার যাদুকর!! শুধু আপনার মন্তব্য পেতে পারি ভেবেই অনেকসময় ব্লগে লেখা দিতে ইচ্ছে করে।
শুভকামনা। আপনার শব্দে, মন্তব্যে ঝলমলিয়ে উঠুক ব্লগ আর লেখক-কবিদের মন। ভালো থাকবেন অনেক।
১৮| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৬
জাহিদ অনিক বলেছেন:
লেখক বলেছেন: জাহিদ আমার দৌড় ওই 'কবিতার মত!!' পর্যন্তই। কবিতা লেখা আমার খুব ভালো আসে না।
একদম ভুলবোঝাবুঝি।
আপনার লেখাটা অনেকটা ভাবের উপরে এবং মুক্ত। কোন গদ্য বা পদ্য ফর্মেটে নেই। তবুও পড়ে কেন যেন কবিতার ভাবের মতই মনে হয়েছে। এই প্রসঙ্গে খায়রুল আহসান ভাইএর একটা কথা না বললেই নয়, "কবিদের সব ধরনের লেখা পড়লেই বোঝা যায় এটা কোন কবির লেখা"
ভালো থাকুন
১৮ ই মে, ২০১৮ দুপুর ২:১৯
শিখা রহমান বলেছেন: জাহিদ আমি কিন্তু ভুল বুঝিনি বা অভিমান করে উত্তরটা লিখনি। গদ্য না মুক্তছন্দে লেখা গদ্য কবিতা আমার কাছে যতো সহজে ধরা দেয়, কবিতা দেয় না। কবিতা লেখা হয় আচমকাই। শুধুই লিখে রাখা, ভুলে যাওয়ার আগেই, অনেক বছর পরে কোন এক দিনে পড়ার জন্য। কবি হতে হলে কবিতা নির্মাণের পেছনে শ্রম দেয়া উচিত। আমি আসলে বলতে চেয়েছি আমি ঠিক কবিতার ক্ষেত্রে শব্দ শ্রমিক নই, গদ্যের ক্ষেত্রএ যতোখানি।
শক্তিকে উদ্ধৃত করে বলতে হয় "কবিতা একটা কন্টিনিউয়াস প্রসেস, গদ্য খুব কম্পার্টমেন্টাল ব্যাপার।.....গদ্য ও পদ্য-র মধ্যে আকাশ পাতাল তফাত। গদ্যকার হল মজুর , কবি হল শিল্পী। তবে মজুরও কখনো শিল্পী হয়ে ওঠে | যেমন রাজমিস্ত্রী আর্কিটেক্ট হয়। তবে গদ্যশিল্পী হয়ে ওঠাটা একটা বড় পরিশ্রমসাপেক্ষ।........পদ্য লিখতে কি শ্রম নেই ? আধুনিক কবিকে যথেষ্ট শ্রম করতে হয়- মানসিক শ্রম। একটি সার্থক পদ্য লিখতে গিয়ে তাকে তছনছ হয়ে যেতে হয় | এটা সবচেয়ে বড় কথা, তার সেই মানসিক ওলটপালট অবস্থাকে মাত্র কিছু কিছু শব্দের মধ্যে দিয়েপদ্যে গড়ে তুলতে হয়।"
কোন একদিন যদি "তছনছ" হয়ে যেতে পারি তবেই নিজেকে 'কবি' ভাববো। আপাতত কবিতার কাছাকাছি আছি, এতেই সুখ।
শুভকামনা। ভালো থাকবেন কবি।
১৯| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৪৭
জাহিদ অনিক বলেছেন:
বাহ !! চমৎকার করে বলেছেন তো !
হয়ত এরকমভাবে আমি ভাবিই নি।
ধন্যবাদ
২০| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪১
নীহার দত্ত বলেছেন: ভালো লাগল মুক্তগদ্য
১৯ শে মে, ২০১৮ রাত ২:৫৮
শিখা রহমান বলেছেন: নীহার দত্ত আমার ব্লগে স্বাগতম। ধন্যবাদ পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য। আপনার নাম দেখে বার বার কিরীটী রায়ের কথা মনে পড়ছে। নীহাররঞ্জন দত্ত আমার প্রিয় লেখকদের একজন।
শুভকামনা। ভালো থাকবেন।
২১| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ ++
১১ ই জুন, ২০১৮ রাত ১:৫১
শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ আমার ব্লগে স্বাগতম!! আপনার মুগ্ধতায় অনুপ্রাণিত হলাম।
শুভকামনা। আশা করি আমার ব্লগে আপনাকে কখনো কখনো পাবো।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৮ দুপুর ১:০২
কাওসার চৌধুরী বলেছেন: বাহ! চমৎকার অভিব্যক্তি। আপনি সাধারন একেকটা বিষয়কে কি অসাধারনভাবে উপস্থাপনা করেন। অবাক লাগে আমার। একটি জড় বারান্দা তার কত স্মৃতি, কত অভিব্যক্তি! আছে একজোড়া কৌতুহলী সদাজাগ্রত আঁখি।
খুব ভাল লাগলো পড়ে।