![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
ভালোবাসা চাইলে কবিতা লেখা শিখে নাও ছেলে।
বুকের গভীরে বহুদিনের সযত্ন লালিত ইচ্ছে
কোন এক কবিকে ভালোবাসবো আমি।
বই মেলায় ভীড় ঠেলে দুরু দুরু বুকে
তোমার অটোগ্রাফের অপেক্ষা।
পরনে লাল শাদা গরদের শাড়ী,
কপালে মস্ত লাল টিপে দিনান্তের সূর্য ধরা।
রৌদ্রজ্বলা শীতের দ্বিপ্রহরে ধুলোর ঝড়ে
আকাশ পালিয়ে আসা একটুকরো সিঁদুরে মেঘ।
উফফফ!! সে কি ভীষণ ধড়ফড়ানি আর লজ্জা,
তুমি তাকাতেই বুকের মাঝে সাঁওতালি মাদল।
নাম জানতে চাইলে না…
লিখলে “বহ্নিশিখাকে…”
আনমনে আঙ্গুল ছুঁয়ে যেতেই একটু কি কেঁপেছিলো
তোমার হাত? অথবা তোমার বুক?
পরের দিন মেলায় তোমার চোখ কি খুঁজেছিলো
বহ্নিকে? মনে ছিলো তাকে?
জেনে নাও কবি!!
তোমার কবিতায় তন্ন তন্ন করে,
প্রতি পঙক্তিতে, আবেগের মন্থনে,
শব্দমালার ঘূর্ণিতে আমি
খুঁজেছি বহ্নিশিখাকে,
রৌদ্রস্নাত কোন এক রক্তজবাকে।
খুঁজতে খুঁজতেই ভালোবেসেছি তোমাকে,
মরেছি কবির কাছে, কবিতার কাছে।
কথা দিচ্ছি ছেলে…
একবার কবি হয়ে দেখো
কবিতায় ঠিক ঠিক ভালোবাসা খুঁজে নেবো।
© শিখা (২রা জুন, ২০১৮)
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:১৪
শিখা রহমান বলেছেন: আখেনাটেন আমি কিন্তু আসলেই সব কবিতা ও কোন কোন কবিকে ভালোবাসি কবিতার কাছে আমার অনেক অনেক ঋণ!! কবি ভাই ও কবি বোনদের সবাইকেই আগাম ঈদ মোবারক।
মজার মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা। আর আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা।
২| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:১১
ফেনা বলেছেন: বোধয় ভালবাসা দষ্টি সীমায়থাকে না। থাকে মনের অন্তরালে সীমাহীন গন্তব্যের অনুভুতির শিখা-য়।
কবিতা ভাল লেগেছে।
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:১৮
শিখা রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলেই ভালোবাসা দৃষ্টি সীমায় আবদ্ধ থাকে না। কবিতে নয় কবিতাতেই ভালোবাসা রয়ে যায়।
আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা। ভালো থাকবেন।
৩| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:২৪
পবন সরকার বলেছেন: দারুণ! কবি এবং কবিতার প্রতি ভালোবাসা।
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:২৮
শিখা রহমান বলেছেন: পবন কবিতাকে সত্যি ভালোবাসি। কবিদের আমার এই ধূলোমাটির পৃথিবীর মানুষ মনে হয় না। কবিরা স্বপ্নের কারিগর, শব্দের যাদুকর।
পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা। ভালো থাকবেন কবি।
৪| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৩৬
মীর সাজ্জাদ বলেছেন: ভীষণ রোমান্টিক হয়েছে। সব মেয়ে যদি আপনার মত চিন্তা করে তাহলে হয়তো সব ছেলেই একদিন কবি হয়ে যাবে। ভালো লাগলো।
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৪৩
শিখা রহমান বলেছেন: মীর সাজ্জাদ মানুষ আমি একটু বেশীই ভাবুক আর রোমান্টিক কবিতা লিখলে তাই হয়তো বেশী রোমান্টিক হয়ে যায়।
ভালোবাসাতো কবিতার মতোই। যে ভালোবাসে সে কবিতাও লেখে, ছাপার অক্ষরে না হোক জীবনেে ছত্রে লেখে। সেই হিসেবে সব প্রেমিক প্রেমিকারাই কবি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা। ভালো থাকবেন।
৫| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৩৬
লাবণ্য ২ বলেছেন: চমৎকার !
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৪৫
শিখা রহমান বলেছেন: লাবণ্য পড়ার জন্য ধন্যবাদ। আপনার নামটা দেখলেই রবি ঠাকুরের "শেষের কবিতা"র কথা মনে পড়ে যাচ্ছে।
শুভকামনা ও ভালো থাকবেন লাবণ্যময়ী।
৬| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৪৮
মিথী_মারজান বলেছেন: ওয়াও!
কি সুন্দর একটা কবিতা!
কবিদের কাছে আপনাকে যেতে হবেনা আপু।
কবিরাই নিজস্বার্থে আপনাকে খুঁজে নিবে।
কোন কবি কখন বা কিভাবে আপনাকে নিয়ে লিখেছে সেটা জানিনা, তবে আপনি নিজে অবশ্যই একটা সম্পূর্ণ কবিতা।
কৃষ্ণচূড়ার মত জলন্ত বহ্নিশিখা আর জারুল ফুলের মত স্নিগ্ধ একটা কবিতা আপনি।
অনেক অনেক ভালোবাসা প্রিয় জারুল ফুল আমার।
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৫৬
শিখা রহমান বলেছেন: মিথীমনি কবিতা এমনই যে সবাই নিজেকে তার মাঝে খুঁজে পায়। ভালোলাগার প্রিয় সব কবিতাইতো আমি মনে মনে ভেবে নেই যে আমার জন্যই লেখা।
"কোন কবি কখন বা কিভাবে আপনাকে নিয়ে লিখেছে সেটা জানিনা, তবে আপনি নিজে অবশ্যই একটা সম্পূর্ণ কবিতা।
কৃষ্ণচূড়ার মত জলন্ত বহ্নিশিখা আর জারুল ফুলের মত স্নিগ্ধ একটা কবিতা আপনি।" অন্য কবির কথা জানি না তবে কবি মিথী মারজান যে তার ভালোবাসার সব কবিতা আমার জন্য লিখে দিয়েছে সেতো বুঝতেই পারছি। তুমি না বড্ড পাগলী আর মিষ্টি মিথীমনি!! তোমার ভালোবাসা আমি হাত পেতে নিলাম আর কবিতাও।
অনেক আদর আর ভালোবাসা মিষ্টি কবি মিথীমনি। ভালো থেকো আর ভালোবেসো
৭| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালবাসা ভালবাসা
থাক তুমি কোথায়
এ হৃদয়ের ব্যাথায়...........।
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৫৯
শিখা রহমান বলেছেন: মাইদুল "ভালবাসা ভালবাসা
থাক তুমি কোথায়
এ হৃদয়ের ব্যাথায়..........." ঠিক বলেছেন। ব্যথা না হলে ভালোবাসা টের পাওয়া যায় না যে!!
কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা কবি।
৮| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:০১
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! প্রিয় আপুর কবিতা লেখার হাতটা চমৎকার। অনেক ভাল লাগা আপু।
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:০৪
শিখা রহমান বলেছেন: কাওসার বরাবরের মতো আপুকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমি কিন্তু কবিতায় তেমন ভালো নই। তারপরেও গল্পের ফাঁকে ফাঁকে বালখিল্য কবিতা দেই যাতে ব্লগে একটু বৈচিত্র্য আসে।
পড়ার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা ও ভালো থাকবেন।
৯| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: আহ কি আবেগ !!!
কি আকুতি !!!!
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:০১
শিখা রহমান বলেছেন: রাজীব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা ও ভালো থাকবেন।
১০| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবি বলে হৃদয়ের কথা,কবি বলে প্রকৃতির কথা এবং মানুষের কথা।একারণে
কবি হতে ইচ্ছে করে কিন্তুু কবিদের দিকে এই সমাজের মানুষ একটু বাঁকা নজরে তাকায়....
কবিতা ভালো লিখেছেন আপু++
আপনি আপনার কাঙ্ক্ষিত কবিকে খুঁজে পান
এই আশা, ব্যক্ত করে আমি আমার মন্তব্য শেষ করছি,
কবিরা দীর্ঘজীবী হোক
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:০৬
শিখা রহমান বলেছেন: শাহরিয়ার সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ। "কবি হতে ইচ্ছে করে কিন্তুু কবিদের দিকে এই সমাজের মানুষ একটু বাঁকা নজরে তাকায়...." সুন্দরী রমনীদের বাঁকা নজর একটু না হয় সহ্য করলেনই!! কষ্ট না করলে কি আর রাধা মেলে
"আপনি আপনার কাঙ্ক্ষিত কবিকে খুঁজে পান
এই আশা, ব্যক্ত করে আমি আমার মন্তব্য শেষ করছি" কাঙ্খিত কবিতো অনেক। কবিতার মেলায় যারে দেখি তারেই লাগে ভালো
কবিরা ও কবিতা দীর্ঘজীবী হোক সেই কামনা আমারও। পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন কবি।
১১| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:০৭
শিখা রহমান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকবেন কবি।
১২| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:৪৫
জাহিদ অনিক বলেছেন:
বুকের ভেতরে সাঁওতালি মাদল বাজার উপমা, কি দারুণ।
দুর্দান্ত কবিতা, ছেলেরা যেন আপনার থেকে এসে শিখে যায় প্রেম করার নিয়মকানুন।
কবিতাটা ভালো লাগলো।
০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২১
শিখা রহমান বলেছেন: জাহিদ সুন্দর ও সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। "ছেলেরা যেন আপনার থেকে এসে শিখে যায় প্রেম করার নিয়মকানুন।" ছেলেদের কিন্তু মেয়েদের কাছে থেকেই ভালোবাসার নিয়ম শেখা উচিত। ভালোবাসার মানুষের প্রত্যাশা না বুঝলে যে ভালোবাসাই হয় না।
প্রিয় কবি যখন বলে "দুর্দান্ত কবিতা," তখন কিন্তু আসলেই আনন্দে বুকের ভেতরে সাঁওতালি মাদল বাজে।
শুভকামনা। ভালো থাকবেন কবি।
১৩| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৫:০৩
মনিরা সুলতানা বলেছেন: এত এত মিষ্টি করে লিখো তুমি !!!!
একদম বুকের খুব গহীনে যা থাকে ঝিরঝির ফল্গুধারা-
তুলে আনো কবিতায়!
ভালোবাসা কবি!
০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২৬
শিখা রহমান বলেছেন: নীরা এই কথাটা ঠিক বলেছো যে আমি যা মনে হয় তাই লিখে ফেলি কবিতায়, হুটহাট আচমকা। খুব ভেবে কবিতা লেখা হয় না বলেই হয়তো আবেগটা বড্ড কাঁচা থাকে।
কবিতাগুলোও কেন যেন মনে হয় একটু কাঁচা, একটু বালখিল্য মনে হয় আমার নিজের কাছে। তারপরেও নিজের জন্যেই লিখে রাখি। নিজের জন্য তুলে রাখা কবিতাগুলো তোমরা এমন ভালোবেসে পড়ো দেখে আসলেই অভিভূত হই।
তোমার মতো নন্দিত কবির ভালোবাসা আমার জন্য অনেক বড় পাওয়া। ভালো থেকো নীরা। এত্তো ভালোবাসা আর শুভকামনা।
১৪| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৭
প্রামানিক বলেছেন: কবিরা শব্দ দিয়ে স্বপ্ন বোনে। কবিরা শব্দের কারিগর। চমৎকার কবিতা। ধন্যবাদ
০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৪৩
শিখা রহমান বলেছেন: কবিতার কাছে আমার অনেক অনেক ঋণ!! কবিদের আমার এই ধূলোমাটির পৃথিবীর মানুষ মনে হয় না। কবিরা স্বপ্নের কারিগর, শব্দের যাদুকর।
আপনাকে অনেকদিন পরে ব্লগে দেখলাম। আশাকরি ভালো আছেন। কবি, কবিতাকে ও আপনাকে শুভকামনা।
১৫| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৬
আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান ,
একটু কঠিন করে বলি -- বইমেলার প্রায় সব কবিরাই সিজনাল কবি । এদের কবিতার লাইন শুধু একজনের জন্যেই বদলে বদলে যাওয়া ঋতুর মতোই শব্দাবেগে, ভাবাবেগে জর্জরিত । এমন ভালোবাসা ক্ষনেকের , স্বল্পায়ুর । তাই মেলা শেষ, কবির দেখা নেই আর । তাই বছরান্তে একবার কবিতা লিখলেই যে মেলার কবিদের ভালবাসা পাওয়া হয়ে যাবে, এমন নিঃশ্চয়তা নেই ।
ভালোবাসা চাইলে ছেলেকে হতে হবে চিরকালের কবি । যে কবির বুকে সাঁওতালি মাদল, ছৌঁ এর রঙিন নেশা ভর করে উঠবে ক্ষনেক্ষনে । সকাল সন্ধ্যা শব্দের ঘূর্ণিতে ভাসিয়ে নিয়ে যাবে ভালোবাসার সাম্পান ।
০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৪৮
শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস বরাবরের মতো সুচিন্তিত মন্তব্য। আমিও চেষ্টা করছি একটু কঠিক করেই প্রতিমন্তব্য করার।
কবি ভালোবাসা চাইলে কবিতা লিখতেই হবে। আর কবিকে ভালোবাসবো এমনতো বলিনি। বলেছি কবিতায় ভালোবাসা খুঁজে নেবো। ভালোবাসা কবিতার জন্য, যার ভগ্নাংশ কবির হয়তোবা। চিরায়ত ভালোবাসা কবির জন্য নয়, কবিতার জন্য।
"ভালোবাসা চাইলে ছেলেকে হতে হবে চিরকালের কবি। যে কবির বুকে সাঁওতালি মাদল, ছৌঁ এর রঙিন নেশা ভর করে উঠবে ক্ষনেক্ষনে । সকাল সন্ধ্যা শব্দের ঘূর্ণিতে ভাসিয়ে নিয়ে যাবে ভালোবাসার সাম্পান।" কথাগুলো খুব সুন্দর!!
শুভকামনা। ভালো থাকবেন আর ভালোবাসা রইলো আপনার কবিতাদের জন্য।
১৬| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ আপু আপনাকে। পাশাপাশি মনিরা আপুর কমেন্টটি আমারও।
অনেক অনেক শুভ কামনা আপনাকে।
০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৪৯
শিখা রহমান বলেছেন: পদাতিক সবসময় মন্তব্যে উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন। শুভকামনা।
১৭| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৭
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কবির কাছে আপনার যাওয়া লাগবে না, আপনার কবিতা কবিদের টেনে হিচড়ে আপনার কাছে নিয়ে আসবে। বাব্বা!! দুর্দান্ত হয়েছে
০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৫০
শিখা রহমান বলেছেন: "কবির কাছে আপনার যাওয়া লাগবে না, আপনার কবিতা কবিদের টেনে হিচড়ে আপনার কাছে নিয়ে আসবে।" কবিদের চাচ্ছি না কিন্তু, কবিতা এলেই হবে।
মন্তব্যটা পড়ে মজা লেগেছে। ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।
১৮| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৯
বিজন রয় বলেছেন: ছেলে, মেয়ে আর কবির মধ্যে পার্থক্য কি?
কবি তো কবিই, তার আবার ছেলে আর মেয়ে কি?
আমার দেখছি কবিতা লেখা বন্ধ করে প্রেম করতে হবে!!
০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৫৮
শিখা রহমান বলেছেন: বিজন আপনি দেখছি আমার এলেবেলে কবিতা পড়ে বেশ মাথা খাটিয়েছেন।
কবিতার শব্দমালার পেছনে যে মানুষটা কলম ধরে আছেন তিনি মেয়ে না ছেলে সেটা অবশ্যই তার কবিতায় উঠে আসে। জীবনানন্দ মেয়ে হলে নিশ্চয়ই আর সুরঞ্জনা বা বনলতাদের প্রেয়সী ভাবতেন না।
"আমার দেখছি কবিতা লেখা বন্ধ করে প্রেম করতে হবে!!" সেটা আপনার নিজস্ব সিদ্ধান্ত।
তবে কবিকে কিন্তু প্রেম করতে বলা হয়নি। কবিকে বলা হয়েছে ভালোবাসা চাইলে কবিতা লিখতে। কবিতা লেখা বন্ধ করলে ভালোবাসা পাওয়ার পথ বন্ধ। বলেছি কবিতায় ভালোবাসা খুঁজে নেবো। ভালোবাসা কবির জন্য নয়, কবিতার জন্য।
শুভকামনা। ভালো থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।
১৯| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৬
বৃষ্টি বিন্দু বলেছেন: কবির এমন কবিতায় ভালোবাসা যেন ছুঁয়ে দিল অন্তঃপুরের আমিকে।।।
০৬ ই জুন, ২০১৮ রাত ১:০০
শিখা রহমান বলেছেন: বৃষ্টি বিন্দু্ প্রিয় কবি-ছড়াকারের ভালোলাগা অনেক বড় পাওয়া। মন্তব্যের জন্য এত্তো ধন্যবাদ।
শুভকামনা। ভালো থাকবেন কবি।
২০| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"ভালোবাসা চাইলে কবিতা লেখা শিখে নাও ছেলে।"
আমার কবিতা শেখারও দরকার নাই, ভালোবাসারও দরকার নাই! আমি বিদ্রোহী হব!!
জালিবেত নিয়ে আসেন, ওটার দর্শন করে চলে যাই!!
১। লেখক?
আপনি আমাকে আপনি আপনি বলা বাদ দিবেন! আমি তুমি বলার মানুষ পাচ্ছি না!!
এমনিতেই ব্লগে শায়মা আপা নাই! কেমন জানি খালি খালি লাগছে!
২। পোস্টের এই মরা ছবিটা কার আঁকা??
৩। "লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।"
-- ও মাস্টার আপা? ফক্কিকারি কি??
০৬ ই জুন, ২০১৮ রাত ১:১৩
শিখা রহমান বলেছেন: নিজাম তুমি যে কবিতা পড়বে না সেটা জানা কথা। মিথীমনি শুনলে খুব খুশী হবে। ভালোবাসা ভাগাভাগি করতে হবে না।
১। কেউ অনুরোধ না করলে বা আমাকে 'তুমি' করে না বললে, বিনা অনুমতিতে 'তুমি' বলতে একটু সংকোচ হয়। বললে তাই এখন থেকে 'তুমি' করে বলবো। শায়মা ফিরে এলে কি আবার আপনি করে বলবো?
২। যতো দোষ, গুগল ঘোষ!! আমি নির্দোষ
৩। "ফক্কিকারি" মানে হচ্ছে ধোঁকাবাজি, ফাঁকিবাজি এইজন্যেই তো আমি তোমার প্রিয় আপা।
ঝগড়ার মাঝে সময় করে আপুর ব্লগে আসার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।
২১| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
সাওতালী মাদলে মাতাল মনে
একটু ছোঁয়াছুঁয়ির শিহরন...
ধ্বক করে ওঠে বুকের ভেতর!
আহ! কবি ও কবিতায় এমন সমপর্ণ!
কে কবে করেছে এমন?
দারুন কবি! মুগ্ধতার সাথে তো শেষ প্যারায় হার্টবিট বাড়িয়ে দিলেন ক্ষনিকের জন্য
হা হা হা
+++++
০৬ ই জুন, ২০১৮ রাত ১০:০৫
শিখা রহমান বলেছেন: বিদ্রোহী "সাওতালী মাদলে মাতাল মনে
একটু ছোঁয়াছুঁয়ির শিহরন...
ধ্বক করে ওঠে বুকের ভেতর!
আহ! কবি ও কবিতায় এমন সমপর্ণ! "
প্রিয় কবির এমন মন্তব্য যে আমারও হার্টবিট বাড়িয়ে দিলো ক্ষনিকের জন্য
শুভকামনা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন কবি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৭
আখেনাটেন বলেছেন: খুঁজতে খুঁজতেই ভালোবেসেছি তোমাকে,
মরেছি কবির কাছে, কবিতার কাছে। -- কবি ভাইদের জন্য তো ঈদের আগেই ঈদের আমেজ নিয়ে আসলেন শিখাপা।