![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
রুদ্র...খুব বদলে গেছিস জানিস? খুব!!
প্রবাসী বহু বছর পরে ফিরলে যেমন
চিনতে পারে না তার ছেড়ে আসা শহরতলী,
স্মৃতিতে আঁকা অলিগলি,
বদলটা ঠিক তেমন নয়।
শহরেই থাকা কেউ যখন বুঝতেই পারে না
চোখের সামনেই বদলে যাচ্ছে তার প্রিয় শহর,
চেনা গলি একদিন হঠাত অচেনা,
হারিয়ে যায় কাঠগোলাপের সুবাস, শিউলী ঝরা ভোর,
ফুটবল নিয়ে দৌড়ে বেড়ানো মাঠে আচমকাই মস্ত সাদা দালান,
সেরকমটা বদলে গেছিস।
একসময় দেখা হলেই চায়ের কাপে কথার ঝড়,
ঝড় শেষে চুপচাপ মুখোমুখি বসে থাকা।
ওম ওম চুপকথারা ঠিক পৌঁছে যেত তোর কাছে।
আজকাল তুই এমন ব্যস্ত...
চিলেকোঠায় কত্তো গল্প জমে আছে জানিস?
চায়ের কাপে ঝড় নেই, কথারাও গন্তব্যহীন।
নীরবতার কঠিন দেয়াল,
সেই বিকেল মাখা নিঃস্তব্ধতায়
মনেরা আর আগের মতো পাশাপাশি হাত ধরে কই?
আমরা বন্ধুই ছিলাম, কখনো তার বেশীতো নয়।
কখনো তার বেশী কেউ চাইনিও তো...
প্রেমিক হলে বরং কষ্ট পেরিয়ে যেতাম সহজেই,
কিন্তু তুই যে আমার বন্ধু ছিলি...
আমার কালবোশেখীর ঝড়,
কনফেশন বক্স, মস্ত উঁচু গির্জার ছাদ,
ওড়ার আকাশ অভ্রনীলে, কাটাঘুড়ির বাউলা বাতাস,
আমার চিলেকোঠার একান্ত সব গল্পগুলো,
শোবার ঘরের একলা আপন বারান্দার রোদ।
রুদ্র আজকাল তুই বড্ড ব্যস্ত...
অনুযোগ করছি না।
শুধু বাতাসকে জিজ্ঞেস করে জেনে নিস কতোদিন ঝড় হয় না সে,
ঘড়ির কাঁটা শেষ কবে থেমেছিলো বৃষ্টিদিনের
ঝালমুড়ি আর খুনসুটিতে।
কেবল আমিই জানি আর
এই দূরত্ব জানে কতোখানি কাছাকাছি ছিলাম আমরা।
© শিখা (২৬শে জুলাই, ২০১৮)
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
শিখা রহমান বলেছেন: স্রাঞ্জি সে ধন্যবাদ পড়ার জন্য, সুন্দর মন্তব্যের জন্য আর কষ্ট করে পছন্দের লাইনগুলো উল্লেখ করার জন্য।
এই লাইনগুলো আমারও প্রিয়।
ভালো থাকবেন। শুভকামনা।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কিছু কবিতা শুধু উপলব্ধি করতে হয়। বলার ভাষা থাকেনা। এই কবিতাটাও তেমন
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
শিখা রহমান বলেছেন: আব্দুল্লাহ্ আল মামুন খুব কাছের মানুষদের বদলে যাওয়া আসলেই শুধু উপলব্ধি করা যায়, ভাষায় প্রকাশ করা কঠিন।
শুভকামনা ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এমন সহজ করে কেমন করে
কও কথা হে কবি
ভাবনাগুলো যেন সবারই
গোপন ব্যাথার ছবি
দারুন দারুন ভাললাগা কবি
+++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
শিখা রহমান বলেছেন: বিদ্রোহী আপনি মন্তব্যে এমন চটজলদি ছন্দ কিভাবে যে বাঁধেন!!
আপনার মন্তব্যে বরাবরের মতোই দারুন দারুন ভাললাগা। শুভকামনা প্রিয় কবি।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
সনেট কবি বলেছেন: সুন্দর+++++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
শিখা রহমান বলেছেন: সনেট কবি মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। অনেকদিন পরে আপনাকে লেখায় পেয়ে ভালো লাগলো। শুভকামনা।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
বাকপ্রবাস বলেছেন: ভাল লাগার ছোঁয়া দিয়ে গেলাম।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২
শিখা রহমান বলেছেন: বাকপ্রবাস কবিতাটা আপনার ভালোলাগাকে ছুঁতে পেরেছে জেনে মন ভালো হয়ে গেলো।
পড়ার জন্য একরাশ ভালোলাগা আর শুভকামনা।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর অনুভূতি ।
বিমুগ্ধতা রেখে গেলাম।
শুভেচ্ছা নিয়েন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪
শিখা রহমান বলেছেন: পদাতিক চৌধুরি ভালো আছেন আশাকরি। লেখায় আপনার মন্তব্যে মন ভালো হয়ে গেলো।
আপনাকেও শুভকামনা। ভালো থাকুন সবসময়।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
এ.এস বাশার বলেছেন: মন্তব্য করছি না......শুধু লাইক দিয়ে গেলাম.....
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮
শিখা রহমান বলেছেন: এ.এস বাশার লাইকের জন্য কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
টুটুল বলেছেন: ভালোলাগা যেনো কাশফুলের মতো আলতো একখান ছোঁয়া দিয়ে গেলো অন্তরাত্মা জুড়ে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০
শিখা রহমান বলেছেন: টুটুল আমার ব্লগে আপনাকে স্বাগতম। কবিতাটি আপনার ভালোলাগাকে ছুঁতে পেরেছে জেনে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা। আশাকরি মাঝে মাঝে পাঠক হিসেবে আপনাকে পাবো। ভালো থাকবেন।
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রুদ্র অন্যরকমভাবে বদলে গেছে। এ বদলে যাওয়াটা খুব কষ্টের, কিন্তু বাস্তবতা হলো সব ফ্যান্টাসির হন্তারক।
কিন্তু রুদ্র তো শুধুই বন্ধু, এর বেশি নয়!!
আমাদের কিছু বন্ধু-বান্ধবী আছে। আমরা প্রায়ই দেখি, এমন কিছু কষ্ট আছে যা আমরা বন্ধু-বান্ধবদের মধ্যে খুব সহজেই শেয়ার করছি, কিন্তু বউ-স্বামীরা তার অংশীদার হতে পারছে না। কিন্তু একজন বন্ধু/বী যখন প্রেমিক/কা হয়, তারপর বউ/স্বামী, তখন বোধহয় এই লিমিটেশনটা থাকে না। আমার অভিজ্ঞতা নাই, এমনিতেই মনে হলো
কবিতা অসাধারণ। যে-কোনো প্রেমিক পাঠক এর স্বাদ অনেক বেশি আস্বাদন করবেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০
শিখা রহমান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বরাবরের মতোই সুন্দর আর সুচিন্তিত মন্তব্যের জন্য ভালোলাগা আর ধন্যবাদ।
জানি বাস্তব কল্পনার বিরুদ্ধে এক দীর্ঘ ষড়যন্ত্র।
তাই বলে কি আমি কি একবারও জেনে নিতে চাইব না কি ভয়ঙ্কর সুন্দর এই কল্পনায় বসবাস? --- আমার অন্য একটা লেখার এই লাইন দুটো মনে পড়লো।
আমার অবশ্য মনে হয় জীবনসঙ্গী ভালো বন্ধু হলেও অনেককিছুই শেয়ার করা যায় না। একজন বন্ধুই কেবল কনফেশন বক্স হতে পারেন।
শুভকামনা প্রিয় কবি। ভালো থাকবেন আর অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা।
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
প্রথমকথা বলেছেন: রুদ্র কে নিয়ে খুব সুন্দর লিখেছেন। আপনার রুদ্র থাকুক আপনার মনের মত। রুদ্রের জন্য শুভকামনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১
শিখা রহমান বলেছেন: প্রথমকথা আমার লেখায় আপনাকে স্বাগতম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদা।
শুভকামনা। আপনিও ভালো থাকবেন।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
শুভ্র বিকেল বলেছেন: দারুণ লিখেছেন প্রিয় কবি। শুভেচ্ছা জানবেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২
শিখা রহমান বলেছেন: শুভ্র বিকেল আমার ব্লগে য়াপনাকে স্বাগতম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদা।
আপনাকেও শুভেচ্ছা এবং ভালো থাকবেন।
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: আপনার চিলেকোঠার গল্প গুলো পুষে রাখবেন না।
সব প্রকাশ করুন আমাদের মাঝে। তাতে আপনার ক্ষতি হবে না।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫
শিখা রহমান বলেছেন: রাজীব অনেকদিন পরে সুন্দর একটা মন্তব্য করেছেন। ধন্যবাদ।
আমার গল্প-কবিতাদের আপনাদের সবার সাথে সহভাগ করে নিতেই ব্লগে আসি। ক্ষতির ভয়ে নয়, আসলে চিলেকোঠার গল্পে যে সবার অধিকার থাকে না।
শুভকামনা প্রিয় ব্লগার।
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০
ওমেরা বলেছেন: কবিতাটা পড়ে মনে করতে চাইলাম কে কে আমার কাছ থেকে দুরে চলে গিয়েছে সবার আগে আমার আব্বুর মুখটাই ভেসে উঠল —— তবে আছে তো হৃদয়ের কাছাকাছিই ।
কবিতা ভাল লাগল ধন্যবাদ আপু।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫
শিখা রহমান বলেছেন: ওমেরা মনি প্রিয়তম মানুষেরা যতো দূরেই থাকুক না কেন তারা হৃদয়ের কাছাকাছিই থাকেন।
ভালোবাসা নিও আর ভালোবাসায় থেকো।
১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
মনিরা সুলতানা বলেছেন: বদলে যায় পাল্টে যায়
নিয়ম মেনেই ............
শুধু অনিয়মে থমকে থাকে কিছু স্মৃতি ! খুনসুটি অথবা চায়ের কাপের ভাগাভাগি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭
শিখা রহমান বলেছেন: নীরা আসলেই তাই...শুধু বদলে যাওয়াটাই ধ্রুব!! পাখি উড়ে গেলেও পালক পড়ে থাকে স্মৃতির গন্ধ মেখে।
ভালো থেকো আর ভালোবেসো।
১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২
উম্মে সায়মা বলেছেন: এত সুন্দর অনুভবের প্রকাশ শিখা আপু! +++
ওম ওম চুপকথারা- এ রুপকটি অনেক ভালো লেগেছে।
শুভ কামনা নিরন্তর......
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯
শিখা রহমান বলেছেন: সায়মা মনি এমন করে বলো বলেই মাঝে মাঝে কবিতা লিখে ফেলা হয় জানোতো!!
এত্তো ভালোবাসা আর সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
সামিয়া বলেছেন: অসাধারণ ++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০১
শিখা রহমান বলেছেন: ইতিমিতিমনি মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থেকো। ভালোবাসায় থেকো।
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
অভীক অর্ণব বলেছেন: যে কোন সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় ।
আপনার কবিতার জন্য গোল্ডেন এ প্লাস
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২
শিখা রহমান বলেছেন: অভীক অর্ণব আমার ব্লগে স্বাগতম। প্রথম মন্তব্যেই গোল্ডেন এ প্লাস দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন আর মাঝে মাঝে আপনাকে পাঠক হিসেবে পাবো আশা করছি। শুভকামনা।
১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
জাহিদ অনিক বলেছেন:
শিখা আপু---------- আপনার কবিতা সবসময়েই চমৎকার হয়। যখন প্রেমের কবিতা লিখেন মনে চায় টুপ করে প্রেমে পড়ে যাই- যখন বিরহের কবিতা লেখেন মনে হয় সমস্ত কষ্ট যেন আমার। আর এখন দূরত্বের কবিতা পড়ে মনে হলো ------ আমিই যেন কার থেকে হাজার হাজার কিলো দূরে আছি।
চমৎকার কবিতা।
একটা গানের কিছু কথা মনে পড়ে গেল,
কার কাছে দেওয়া কার কথা, দেওয়ালে হয়েছে লেখাযোখা,
তুই ভয় পেলেই আমি যুদ্ধে নেই, হয়তো তাই রয়েছে ফিরে দেখা,
পকেটে বন্ধী থাক পুরনো বন্ধুতা............,
বালিশে মুখ লুকাখ যতো কথার কথা............।
জানি পাল্টে যায় সময় সবারই, হয়তো নিয়মই তাই হয়তো নয়।
মনও পাল্টে নেয় নিজের ঘর বাড়ি, হয়তো বদলে সে যায় হয়তো নয়।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭
শিখা রহমান বলেছেন: জাহিদ তুমি ব্লগে আমার প্রিয়তম কবি। আমার এলেবেলে কবিতা তোমার মাঝে এমন সব অনুভব তৈরী করে শুনে আসলেই আকাশে উড়ছি।
তোমার এই মন্তব্যটা আমাকে কবিতা লেখায় অনুপ্রেরণা দেবে নিঃসন্দেহে। গানের কথাগুলোও খুবই সুন্দর!!
আমার দিনটা আলোয় ভরিয়ে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। মন্তব্যে একরাশ ভালোলাগা আর মুগ্ধতা!!
ভালো থেকো প্রিয় কবি। ভালোবাসায় থেকো।
১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
ভরপুর আবেগে উথালপাতাল অনুভব সাগর...
চমৎকার!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
শিখা রহমান বলেছেন: ভ্রমরের ডানা আপনাকে লেখায় পেয়ে ভালো লাগলো। সুন্দর মন্তব্যের জন্য ভালোলাগা নেবেন।
ভালো থাকুন। শুভকামনা সতত।
২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫
আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান ,
একজন বদলে যাওয়া বন্ধুর খোঁজে, সকল দুরত্বকে পিছে ঠেলে কাছে থাকার স্মৃতি হাতড়ে বেড়ানো কবিতা ।
তবুও বন্ধু , একজন বন্ধুই; যার জন্যে কবির হাহাকার এই গানের মতো ----
"বন্ধু, জানিনা তুমি কেমন আছো
দিনগুলি কিভাবে কাটাও
শুধু একবার এসে বলে যাও । "
( মান্না দে )
বন্ধু জানিনা তুমি কেমন আছো ....
https://youtu.be/5KdGcXMWlvM?t=6
( ভিডিও লিংক দিতে চেষ্টা করলুম , জানিনে হলো কিনা )
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস মান্না দের এই প্রিয় গানটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিও লিংক কাজ করছে।
জীবন মানুষকে বা সম্পর্ককে পুরো বদলে দেয় না হয়তো। তবে দূরত্ব বদলে দেয় অবশ্যই। সেজন্যেই দূরে থাকল তবুও বন্ধু, একজন বন্ধুই!! আর সেজন্যেই বন্ধুকে খুঁজে ফেরা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
রাতু০১ বলেছেন: অদৃশ্য খাঁচায় বন্দি আমার গুপ্ত সেই সব দিন । অদ্ভুত ভাললাগা এবং শুভকামনা ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮
শিখা রহমান বলেছেন: রাতু০১ অনেকদিন পরে লেখায় আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।
আপনাকেও শুভকামনা। ভালো থাকুন সবসময়।
২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৬
ল বলেছেন: অসাধারণ প্রকাশ।
দুরত্ব জানে কতখানি কাছাকাছি ছিলাম।
ওয়াও গ্রেইট
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪
শিখা রহমান বলেছেন: ল আপনার মন্তব্যে অভিভুত ও অনুপ্রাণিত হলাম। আমার ব্লগে স্বাগতম।
আশা করি মাঝে মাঝে পাঠক হিসেবে আপনাকে পাশে পাবো। শুভকামনা ও ভালো থাকবেন।
২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
রাকু হাসান বলেছেন: শুধু বাতাস কে জিজ্ঞেস করে জেনে নিস কতদিন ঝড় হয় না সে --ওয়াও
দারুণ কবিতাটি এত দিন কেন পড়লাম না
বেশ কয়েকটি কাব্যিক লাইন মন ছুঁয়ে গেছে । অন্নেক ভালো লাগা ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১
শিখা রহমান বলেছেন: রাকু হাসান দেরীতে হলেও পড়ে সুন্দর মন্তব্য তো করেছেন!! ধন্যবাদ। এই লাইনটা আমারও অনেক প্রিয়।
আপনাকেও অনেক ভালোলাগা। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর!!
২৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮
এস এম ইসমাঈল বলেছেন: ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকাটা কষ্টকর, নাকি হারিয়ে যাওয়া বা হটাৎ বদলে যাওয়া বন্ধুকে ফিরে না পাওয়ায় সৃষ্ট দুরত্ব? তোমার এ কবিতা আমায় না ফেরার দেশে চলে যওয়া এক বন্ধুর কথা মনে করিয়ে দিলো। এইতো কদিন আগে তাঁর মৃত্যু বার্ষিকি ছিল। আমি মিঠে খালির খ্যাতিমান তরুণ কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লার কথা বলছি। ঢাকা কলেজে আমরা একসাথেই পড়তাম।এক মাথা অবিন্যস্ত ঝাকড়া চুল আর কাঁধে ঝোলানো পাটের ব্যাগে ওকে সত্যি সত্যিই একজন টিপিক্যাল কবির মতোই মনে হতো। ঐ বয়সেই সে আমাদের কলেজের স্বনামধন্য প্রিন্সিপল শ্রদ্ধেয় ডঃ আলাউদ্দিন আল আজাদ স্যার এর সাথে বেশ সুন্দর সুসম্পর্ক গড়ে তুলেছিল। এতে আমি বেশ অবাক হলাম। একদিন ও আমাকে “অশ্লীল জ্যোৎস্নায়” নামে একটা ছোট্ট কবিতার বই দিল। বইটা পড়ার সময় দেখলাম ওতে রুদ্র আর স্যারের কবিতা। স্যারের কবিতাখানার একটা চরণ আজো আমার মনে আছে, “মন্ত্র বলে দাওনা কিছু লক্ষীটি, মজা পাবে স্বর্গ মত”। রুদ্রের কবিতাটা এখন আর মনে নাই। ভার্সিটিতে গিয়ে রুদ্র ভর্তি হয়েছিল বাংলা বিভাগে আর আমি ইসলামের ইতিহাস বিভাগে। রুদ্রের ডিপার্টমেন্ট ছিল কলা ভবনের অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনের দোতলায়, আর আমি ঠিক তার উপরের তিন তলায়। এর পর সে একটা অপরাজেয় গান লিখেছিল, “আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে, আছো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউল এই মনটারে”। গানটা শুনলেই ওর কথা মনে পড়ে। যাকগে অনেক বক বক করলাম, তুমি কিন্তু কিছু মনে করো না শিখামণি! ভালো থেকো আর এমন সুন্দর সুন্দর কবিতা লিখতে থাকো আর ব্লগে পোষ্ট দাও।
১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৬
শিখা রহমান বলেছেন: এস এম ইসমাঈল আপনার বকবক শুনে মুগ্ধ হলাম। রুদ্র আমার প্রিয়তম কবিদের একজন। কবিতা ভালোবাসি অনেক কবিরই কিন্তু কবিতার সাথে সাথে আজতক একজন কবিকেই খুব ভালো লেগেছিলো। কিশোরী বয়সের একতরফা প্রেম সারাজীবন থাকে। বেঁচে থাকলে ওনার সাথে ঠিক দেখা হতো আমার। ভাবতে ভালো লাগে হয়তো উনিও আমাকে একটু হলেও ভালোবাসতেন। শুধু ওনার জন্যেই আমার অনেক গল্প-কবিতায় রুদ্র নামটা ঘুরে ঘুরে ফিরে আসে।
মাঝে মাঝে এসে বকবক করে যাবেন প্লিজ!! আর আপনার বন্ধুকে নিয়ে স্মৃতিকথা লিখে ফেলুন না। লিখলে আমাকে জানাবেন অবশ্যই।
আপনিও ভালো থাকবেন। কবিতা দিলে এসে পড়ে যাবেন কিন্তু!!
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
স্রাঞ্জি সে বলেছেন:
শহরেই থাকা কেউ যখন বুঝতেই পারে না
চোখের সামনেই বদলে যাচ্ছে তার প্রিয় শহর,
চেনা গলি একদিন হঠাত অচেনা,
হারিয়ে যায় কাঠগোলাপের সুবাস, শিউলী ঝরা ভোর,
ফুটবল নিয়ে দৌড়ে বেড়ানো মাঠে আচমকাই মস্ত সাদা দালান,
সেরকমটা বদলে গেছিস।
দারুণ লাগল এই লাইনগুলো।