![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
মাঝে মাঝে খুব ইচ্ছে করে হাসিখুশী একটা লেখা লিখি। ছোট্টবেলার মস্ত ঘের দেয়া ফুলকো নরম শাদা জামাটার মতো, যেটা পড়লে নিজেকে রাজকুমারী মনে হতো। অথবা জ্যামিতি বক্সে রাখা সতেজ গন্ধমাখা কোমল ইরেজারের মতো। ইচ্ছে করেই লেখার সময়ে ভুল করতাম…খাতায় ঘষলেই কি সুন্দর মনভালো করা গন্ধ!!
বুকের ভেতরঘরের তোরঙ্গ খুলে বসি। অন্ধকার হাতড়ে খুঁজে বেড়াই লুকিয়ে থাকা কথাদের। দেরাজের কোনে নিষিদ্ধ ইচ্ছের বোনা মাকড়শা জাল। হিসেবের খতিয়ান খুলে দেখি ভুল, পাপ, হারিয়ে ফেলা স্বপ্নদের। রোজ খুলে না দেখলেও কালেভদ্রে উঁকি দিয়ে জেনে নিই গোপন কথাদের ডানা গজালো কিনা, কষ্টগুলোতে শ্যাওলার প্রলেপ পড়ল কতখানি, কাগজের ত্বক সময়দোষে ঠিক কতটা খসখসে হল।
গোপন অভিসার শেষে হালকা কাজলের আভাস, ঠোঁটে ঝাপসা গোলাপী আভা রয়ে যায়। আয়নার সামনে মুখোশ খুলে রাখলেও রূপটান রয়েই যায়। সব কথাদের তাই অক্ষরে বন্দী করা হয় না। অযত্নের আভিজাত্যে সে কথাগুলো ফিরে যায় বুকের দেরাজে। ছড়িয়ে পড়ে রাস্তায়, গলির মোড়ে, রাতের আড্ডায়, বারান্দায়, খোলা ছাদে, ছায়াপথে, নক্ষত্রের পতনে। স্বপ্নদের কাঁধে হাত দিয়ে তুলে দেই কোনো দূরপাল্লার ট্রেনে।
মাঝে মাঝে খুব ইচ্ছে করে হাসিখুশী একটা লেখা লিখি। সেই লেখাটায় ঋতুমতী দিনের অস্বস্তি থাকবে না, অতৃপ্তি থাকবে না, বা নিঃসঙ্গতার বেদনা, বা নিজেকে হারিয়ে ফেলার কষ্ট। তুলতুলে নরম শরীর। কোলে নিলে সব অসুখ সেরে যায়। এক মাথা কোঁকড়া চুল। নরম টোপা টোপা হাতে গলা জড়িয়ে ধরতেই বালিশময় রজনীগন্ধার গন্ধ।
অথচ রজনীগন্ধা ভুলে সেই স্বপ্নপোড়ার ছাইগন্ধেই বার বার ফিরে আসি। দুঃখী গল্পগুলোর কাছেই বারংবার ছুটে যাই। মনখারাপ হবে, জেনে বুঝেই। ভেঙ্গে যাওয়া স্বপ্ন, হারিয়ে ফেলা ভালোবাসা, ফেলে আসা কৈশোর। আনন্দ যে বৃষ্টিদিন…অতলস্পর্শী দুঃখ ছাড়া জলে ভেজার সুখ কোথায়?
অতৃপ্তির মধ্যে একরকম তৃপ্তি থাকে, যেমনটা খুব ভালোবাসা মনকে পোড়ায়। পেয়ে ফেলা সবকিছুই বড় আটপৌরে, পেতে পেতে তা ক্লিশে হয়ে যায়। যা পাই না তার জন্য ভাঙ্গাচোরা আস্তানা খুঁজে ফেরা, কল্পনার ঘোড়ার লাগাম ছোটানো। অতৃপ্তি নিয়েই যে স্বপ্ন দেখা সাজে।
আসলে এই গল্পগুলো পাওয়া আর না পাওয়ার ভেতরকার মন কেমন। ঘুমিয়ে পড়া, জেগে ওঠা। মনখারাপ নয়, অস্থিরতা!!
সত্যি বলছি…মাঝে মাঝে খুব ইচ্ছে করে হাসিখুশী একটা লেখা লিখি। কিন্তু বড় অস্থির আমি...আর বড্ড স্বার্থপরও।
তারচেয়ে বরং সবার মন অস্থির হোক!!
© শিখা রহমান
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩০
শিখা রহমান বলেছেন: রাজীব এটি একটি একদম "জটিলতা মুক্ত" হাসিখুশী লেখা।
জীবন আসলেই সুন্দর আর বেঁচে থাকা অসম্ভব সুন্দর!!
আপনিও ভাল থাকুন সবসময়। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৬
বিজন রয় বলেছেন: পড়ে গেলাম, সময় কম, পরে কথা হবে।
শুভ দুপুর!
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৩
শিখা রহমান বলেছেন: বিজন অভিজ্ঞতা বলে আপনি যখন বলেন "পড়ে গেলাম, সময় কম, পরে কথা হবে।" তখন লেখাটা মোটামুটি আর আপনি ফিরে আসছেন না।
তারপরেও পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা ও শুভরাত্রি!!
৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে।
রাজীব ভাইয়ের সাথে সহমত, সহজ সরল প্রাণবন্ত একটি লেখা।
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৬
শিখা রহমান বলেছেন: জুনায়েআপনাকে বেশ কিছুদিন পরে লেখায় পেয়ে ভালো লাগলো।
"সহজ সরল প্রাণবন্ত" কিনা বলতে পারছি না তবে এটা হচ্ছে আমার বকবকান্তি, যা ইচ্ছে তাই লিখে যাওয়া!! আপনি এই লেখাটাকে 'কবিতা' বলেছেন দেখে মন আলো হয়ে গেলো।
শুভকামনা কবি। সুন্দর মন্তব্যের জন্য ভালোলাগা রইলো।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫
মাহমুদুর রহমান বলেছেন: লেখাগুলো বেশ প্রাঞ্জল।
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯
শিখা রহমান বলেছেন: মাহমুদুর রহমান আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা। পাশে থাকার জন্য ধন্যবাদ।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর লেখা। যখন অপ্রাপ্তিগুলো বটবৃক্ষের মত হৃদয়কে আগলে ধরে তখন হাসিখুশি একটা লেখা খিখা কঠিন হয়ে উঠে বৈকি।
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩
শিখা রহমান বলেছেন: কথাকথিকেথিকথন আপনাকে অনেক অনেক দিন পরে লেখায় পেলাম। মন্তব্য পেয়েই মন ভালো হয়ে গেলো।
হাসিখুশী লেখা আসলেই আমার জন্য কঠিন। ওই যে শেলী বলে গেছেন না "our sweetest songs are those that tell of saddest thought"!!
শুভকামনা। ভালো থাকুন। মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো আশা করছি।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৬
ফোয়ারা বলেছেন:
হাসিখুশির বকবকান্তি হৃদয়ের চঞ্চলতার খোরাক।
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮
শিখা রহমান বলেছেন: ফোয়ারা আমার লেখায় স্বাগত!! এইটা কিন্তু আসলেই আমার "বকবকান্তি" লেখা। তেমন না ভেবে যা খুশী তাই লিখে যাওয়া।
মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো আশা করছি। শুভকামনা। ভালো থাকুন সবসময়।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭
হাবিব বলেছেন:
প্রথমেই প্রিয়তে রাখিলাম।
তারপর আপনার সমস্ত ব্লগ বাড়ি তন্ন তন্ন করে
খুঁজে খুঁজে আপনাকে জানার চেষ্টা করিলাম। অদ্ভুত লেখনি শক্তি আপনার।
মুগ্ধ না হয়ে উপায় নেই। এভারেও তার অন্যথা হয়নি।
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২
শিখা রহমান বলেছেন: হাবিব স্যার আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম!!
আপনি ব্লগবাড়ি খুঁজে আমাকে জানার চেষ্টা করেছেন জেনে অভিভূত হলাম, আর সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনার মুগ্ধতা আমার জন্য বড় পাওয়া।
মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো আশা করছি। শুভকামনা নিরন্তর!!
৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০
শায়মা বলেছেন:
আপুনি
আর আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে আমার খুব খুব গোপন দুঃখগুলোকে নিয়ে লিখি.... ঠিক তোমার ছোট্টবেলার মস্ত ঘের দেয়া ফুলকো নরম শাদা জামাটার মতো, যা অনেক অভিমানে আমার চাওয়া হয়নি এই পৃথিবীর পরম আপন কোনো মানুষটির কাছেও... জ্যামিতি বক্সে রাখা সতেজ গন্ধমাখা কোমল গোলাপী কিংবা হালকা সবজেটে ইরেজারটার কথা আমারও মনে পড়ে। সাথে সাথেই মনে পড়ে তার সাথে জড়িয়ে থাকা নীলাভ বিষাক্ত চাপা দেওয়া কষ্টের সেই অদৃশ্য পেয়ালাটার কথাও । ইচ্ছে করেই লেখার সময়ে ভুল করিনি আমি, শেষ হয়ে গেলে যেন আর কখনও চেয়েও না পাওয়ার বেদনায় না ভাসি সেই ভয়েই....
বুকের ভেতরঘরের তোরঙ্গটা খুব যতনে তালাবদ্ধ করে রেখেছি আমি। বহু দিনের অব্যবহারে মনে হয় মরচেই পড়ে গেলো তাতে। হিসেবের খতিয়ানে তুলে রাখা ভুল, পাপ, হারিয়ে ফেলা স্বপ্নদেরকে ফেলে আজ আমি নিজেই রচনা করেছি আমার স্বেচ্ছাবন্দী স্বপ্নজগৎ। খাঁচা খুলে উড়িয়ে দিয়েছি গোপন কথা বলে চলা ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীদেরকে।
সেই গোপন অভিসার শেষে হালকা কাজলের আভাস, ঠোঁটে ঝাপসা গোলাপী আভায় ধরা পড়বার ভয়। আয়নায় বার বার পরখ কে নেওয়া মুখোশের সাজ। কোনো কথাই অক্ষরে বন্দী করা হয় না আমার। বহু যত্নে লুকিয়ে রাখি সেসব বুকের দেরাজে..... স্বপ্নপোড়া ছাইগন্ধ ধুয়ে মুছে তুলে রাখি ছাইদানীটা সাজানো ঝকঝকে শোকেসের কোনে...... দুঃখী গল্পগুলোর কাছ থেকে পালিয়ে বেড়াই।
মাঝে মাঝে খুব ইচ্ছে করে আমার খুব খুব গোপন দুঃখগুলোকে নিয়ে লিখি.... ছোট্টবেলার মস্ত ঘের দেয়া ফুলকো নরম শাদা জামাটার মতো, যা অনেক অভিমানে আমার চাওয়া হয়নি এই পৃথিবীর পরম আপন কোনো মানুষটির কাছেও...
যেটা পড়লে নিজেকে রাজকুমারী মনে হত হয়তো তার বদলে আমি দুঃখী কঙ্কাবতীর কথা দু ডানায় বয়ে নিয়ে উড়ে চলি অজানা অচিনপাখি হয়ে অচিন কোনো দেশের পানে .....
দুঃখগুলোকে আমার লেখা হয় না.......
যে দুঃখগুলো লিখলে সবাই কাঁদবে.... আমার দুঃখগুলো ছুঁয়ে যাবে তাদের কোমল অথবা কঠিন হৃদয়ের তারে....কিন্তু সেসব লিখতে গিয়ে আমি নিজেই ভীত হয়ে পড়ি বারবার.... ভয় হয় যে দুঃখগুলোকে পাষান চাপা দিয়ে আজ আমি হাসিখুশি লেখাগুলি লিখতে পারছি সেসবই হয়তো ম্লান হয়ে যাবে সেই উপমাবিহীন দুঃখগুলোর কাছে.....
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৫
শিখা রহমান বলেছেন: শায়মা মনি তোমাকে কতোদিন পরে আমার ব্লগে দেখলাম, এক বছরের ওপরে হবে। ভালো আছো আশা করি।
তোমার মতো স্বপ্ন জগত তৈরীর আশ্চর্য ক্ষমতা তো সবার থাকে না। আর শুধু সৃষ্টিশীলতার আনন্দ ছাড়া লেখালেখির কারণ প্রত্যেকেরই আলাদা। জীবনের এতো দীর্ঘ পথ পেরিয়ে এসেছি যে নিজেকে খুঁজে পেতে হলে দুঃখের পাথর সরাতেই হয়। প্রিয় মুখেদের সুখস্মৃতির সাথে সাথে তাদের হারানোর ব্যথাও যে হাত পেতে নিতেই হয়। জীবনের পথচলায় ভুলগুলো ফিরে না দেখলে, ভুলের দায়ভার স্বীকার না করলে যে সামনে আগানো আমার জন্য কঠিন। লেখালেখি আমার জন্য নিজেকে খুঁজে ফেরা, স্বীকারোক্তি, জবানবন্দী, অন্তহীন অন্তর্যাত্রা!!
ভালো থেকো তোমার সুন্দর স্বপ্নদের নিয়ে। হাসিখুশী লেখাদের মাঝে তোমার দুঃখেরা বিলীন হয়ে যাক!!
ভালো থেকো ভালোবাসায় প্রিয় শায়মামনি।
৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২
পদাতিক চৌধুরি বলেছেন: আহারে !! গোপন কথা গুলি আর রবে না নিভৃত বা গোপনে । শৈশবের সেই অব্যক্ত কথা গুলি বড় মধুর । অব্যক্তদের কোলাজ বেশ ভালো লাগলো।
শুভ কামনা প্রিয় আপুকে ।
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৮
শিখা রহমান বলেছেন: পদাতিক পূজার সময় সুন্দর কেটেছে আশা করি।
গোপন কথা গুলো নিভৃতে নেই তো, কবেই ছড়িয়ে গেছে আমার গল্পে-কবিতায়!! যার ইচ্ছে সে খুঁজে নিক অথবা শুধুই গল্প-কবিতা ভেবে পড়ে নিক।
আপনাকেও কৃতজ্ঞতা সবসময় পাশে থাকার জন্য। শুভকামনা সতত!!
১০| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩
আরোহী আশা বলেছেন: অসাধারণ লেখনি আপনার। মুগ্ধতায় ভরে গেলো মন ।
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯
শিখা রহমান বলেছেন: আরোহী আশা আমার লেখায় স্বাগত!! আপনার সুন্দর মন্তব্যে আমারও মন মুগ্ধতায় ভরে গেলো।
আশা করি মাঝে মাঝে ব্লগে আপনাকে পাবো। শুভকামনা।
১১| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
নিজকে নিয়ে লিখতে চাইলে, আপনার জীবনের ঘটনাগুলোকে সহজ করে লিখুন; আজকে, কিছু লেখা হয়নি, লেখার ভাবনা নিয়ে কথা হয়েছে মাত্র!
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১
শিখা রহমান বলেছেন: নিজেকে নিয়ে তো লিখি সবসময়েই। আজ কিছু লিখতে চাইনি তো।
শুভকামনা ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
এমন বদদোয়া কে কবে দেখেছে?
সুখি মানুষের জামা! গল্পটা মনে আছে? রাজার হার মড়মড় রোগ! কিংবা সেই সাধারণ মুচি! যে সারাদিন খেটে খুঁটে অতি অল্প আয়েও অতি সূখি ছিল! প্রতিবেশী ধনী তাঁকে যখন ডেকে নিয়ে সোনার মোহর দিল- ব্যাস তার সূখ গেল উড়ে!
নির্ঘুম রাত, একবার এখানে একবার ওখানে মোহর লুকায়! আবার ঘুমের ঘোরে স্বপ্ন দেখে মোহর চুরি যাবার! আতংকে জেগে ওঠা!
তারপর জ্ঞান জাগ্রত হলে ফিরিয়ে দিয়ে আবার আগের মতো অল্প খুশিতেই গলা ছেড়ে গান গাওয়ার সূখ ফিরে পাওয়া!
প্রতীকি গল্পগুলো আমাদের চেতনাকে শানিত করে ইশারায়। বস্তুগত নয়, ভাবের গহনে। হাসিখুশি দিন নিত্যই বিরাজে। আশাপাশে, একটু খোলা চোখে চাইলেই পাওয়া যায় কত অল্পতে কত বেশি খুশীর বন্যা। অর্থনৈতিক নয় কেবল, অনুভবের দৃষ্টিভঙ্গিই সৃজন করে সুখ- অসুখের!
রূপটানে হালকা কার্যকারণ সূত্রের রৈখিক প্রশ্নের সুবিন্যাসেই বদলে যেতে পারে অবস্থান! কথাদের আগল খুলে দিয়ে নিজেতে নিজে ডুবে কথার ফেনিল জলে তুলে আনো মোহাবিষ্টতার মুক্তো! সময়ের ঢেউয়ে চড়ে অতীত বর্তমান আর ভবিষ্যতের টাইম মেশিনে হোক ইচ্ছা ভ্রমন!
অত:পর কেবলই একটা ছবি বা একটা নামের অবস্থিতি কর্ম বা স্মৃতির ভারে বহমান। এ পারে। জন্মান্তরের চক্র মুক্ত না হলে অবিরাম ভুবন পরিক্রমায় কে জানে ওপারে কোন আলো বা অন্ধকারের যাত্রা অন্তহীন চুরাশির চক্রে আটকে?!
সবার মন প্রশান্ত হোক। শুভকামনা অন্তহীন
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৮
শিখা রহমান বলেছেন: বিদ্রোহী আর কারো না হোক লেখা পড়ে আপনার মন যে অস্থির হয়েছে সেটা আপনার মন্তব্য দেখেই বুঝতে পারছি। বাপস!! আপনার মন্তব্যটা তো মনে হয় লেখাটার চাইতেও বড়!!
অস্থিরতা ছাড়া কে কবে সৃষ্টি করতে পেরেছে বলুন তো? এই লেখাটা অনেকটার দীঘির মতো। জলে যে মুখ দেখবে সে নিজেকেই দেখবে। লেখাটায় বিভিন্ন মন্তব্য দেখলেই বুঝতে পারবেন কে লেখাটাকে নিয়ে কিভাবে ভেবেছেন। ওই যে বললেন না প্রতীকি গল্পগুলো আমাদের চেতনাকে শানিত করে ইশারায়। বস্তুগত নয়, ভাবের গহনে।"
সুন্দর এবং সুচিন্তিত মন্তব্যে মুগ্ধতা!! আমার সামান্য লেখা যে আপনাকে এতো ভাবিয়েছে সেটাই লেখার সার্থকতা।
আমি অবশ্য এখনো চাইছি আপনার মন অস্থির হোক আর আমরা সুন্দর কবিতা উপহার পাই!! ভালো থাকুন অস্থিরতা নিয়ে।
১৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব এটি একটি একদম "জটিলতা মুক্ত" হাসিখুশী লেখা।
জীবন আসলেই সুন্দর আর বেঁচে থাকা অসম্ভব সুন্দর!!
আপনিও ভাল থাকুন সবসময়। মন্তব্যের জন্য ধন্যবাদ।
এই রকম পোষ্ট আরও দিবেন আশা করি।
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২১
শিখা রহমান বলেছেন: রাজীব আবার ফিরে এসে প্রতি প্রতিমন্তব্য করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
এই রকম পোষ্ট আরো দেবার চেষ্টা করবো। শুভকামনা আপনাকে।
১৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাজি ভাইয়ের মতে এটা যদি লিখার প্রারম্ভিকতা হয়, তাহলে ভালই হয়েছে।
হাসিখুশী লেখা চলতে থাকুক ননস্টপ।
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৫
শিখা রহমান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই আমার এত্তো ধৈর্য নেই ননস্টপ লেখা দেবো। এটা শুধুই একটা লেখা, আত্মবিশ্লেষণ বলতে পারেন। ঐ যে শব্দ নিয়ে খেলতে ভালো লাগে, তাই খেলতে খেলতে লেখা।
পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা।
১৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নির্মল সকল চিন্তারা সবসময় সুন্দর । যদি না মননে অসুখ ধরে। হারিয়ে যাওয়া ক্ষনগুলো আর ফিরে পাওয়া যায় না স্মৃতির আদলে হয়তো আওড়ানো যায়। সুখ হউক সবসময়ের সাথী।
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮
শিখা রহমান বলেছেন: সুজন খুব খুব সুন্দর মন্তব্যটায় মুগ্ধতা আর ভালোলাগা। আপনি আমার লেখাটার মর্মার্থ বুঝতে পেরেছেন।
শুভকামনা। আপনিও ভালো থাকুন সবসময়।
১৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪
কাতিআশা বলেছেন: খুবই ভাল লেখেন আপু!..মুগ্ধ হয়ে গেলাম!
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩১
শিখা রহমান বলেছেন: কাতিআশা আমার লেখায় স্বাগতম!! আমি আপনার কয়েকটা স্মৃতিচারণ লেখা পড়েছি, যদিও সময়ের অভাবে মন্তব্য করা হয়ে ওঠেনি। আপনিও কিন্তু বেশ লেখেন...যে কয়টা পড়েছি ভালো লেগেছে।
আশা কর ব্লগের পথে মাঝে মাঝে দেখা হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।
১৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: তারচেয়ে বরং সবার মন অস্থির হোক!!
এত্তো অস্থিরতা কিসের
মুগ্ধতা রইলো
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স বাহ!! আমি একা একা অস্থির হয়ে লিখবো আর বাকীরা খালি পড়বে? পাঠকেরাও একটু অস্থির হোক আমার সাথে।
আপনারটা সত্যিকারের হাসিখুশী মন্তব্য হয়েছে কিন্তু!! ভালোলাগা আর শুভকামনা রইলো।
১৮| ২৭ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:২৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: যেখানে ছোটবেলা ভীড় করে থাকে,
সেখানে হাসি থাকে। আনন্দ থাকে। প্রজাপতি থাকে । জুতার বাক্সে জমানো পুতির মালা, বাহারী কলম। জমানো টিকিটের ডাইরী।
আরো কত কি।
সুন্দর লেখাটা।
অতৃপ্তি নিয়েই যে স্বপ্নদেখা সাজে ---------এটুকু পর্যন্ত্য লেখাটা থামলে ভালো হতো।
বাকিটা নাহয় লেখকের ইচ্ছেকথা র মত কিছু হয়ে থাকলো।
শুভেচ্ছা রইলো শিখা। দেখা হবে আবার লেখাতে।
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৭
শিখা রহমান বলেছেন: সাজি আমার ব্লগে স্বাগতম!! আর প্রথম মন্তব্যেই মন কেড়ে নিলেন।
আসলে এটা একটা বকবকান্তি লেখা। হুটহাট শব্দ নিয়ে খেলতে খেলতে নিজের কিছু ভাবনা লিখে রাখা। "বাকিটা নাহয় লেখকের ইচ্ছেকথা র মত কিছু হয়ে থাকলো।" -- একমত!!
আপনাকেও শুভেচ্ছা। নিশ্চয়ই দেখা হবে আবারো লেখাতে!!
১৯| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২
নীল আকাশ বলেছেন: মনের জানালার ছিটকিনিটা বড়ই অশক্ত
পুরোনো স্মৃতি যখন তখন হানা দিয়ে করে হৃদয় তপ্ত,
কপালের কালো টিপে আজ ঘুঁণ ধরেছে
ঘুঁণ ধরেছে লাল টুকটুকে সিঁথির সিঁদুরে,
জীবনটাকে মাপতে বসি সময়ের পাল্লা পাথরে
কি পেলাম আর কি পেলাম না গুনতে থাকি একটা একটা করে.........
শুভ সকাল, শিখা আপু......। দারুন হয়েছে লেখাটা..........
ভালো থাকবেন....
২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৬
শিখা রহমান বলেছেন: নীল খুব সুন্দর করে বললেন "মনের জানালার ছিটকিনিটা বড়ই অশক্ত
পুরোনো স্মৃতি যখন তখন হানা দিয়ে করে হৃদয় তপ্ত,
কপালের কালো টিপে আজ ঘুঁণ ধরেছে
ঘুঁণ ধরেছে লাল টুকটুকে সিঁথির সিঁদুরে,
জীবনটাকে মাপতে বসি সময়ের পাল্লা পাথরে
কি পেলাম আর কি পেলাম না গুনতে থাকি একটা একটা করে......... " মুগ্ধতা আর মুগ্ধতা!!
শুভ রাত্রি নীল। আপনিও ভালো থাকুন সবসময়।
২০| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৩
এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর লেখায় একরাশ ভালোলাগা।
২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৭
শিখা রহমান বলেছেন: এস এম ইসমাঈল আপনার মন্তব্যেও একরাশ ভালোলাগা।
পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর!!
২১| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৯
তারেক ফাহিম বলেছেন: ছেলে বেলার পুরোনো স্মৃতি (ভুল) গুলো যখন বড় হয়ে বুঝতে পারি নিজেকে নিজে গাধা বলতে ইচ্ছে করে তবে কিছুটা হলেও অস্বস্তির সুখ পাওয়া যায়
২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩
শিখা রহমান বলেছেন: তারেক ফাহিম " ছেলে বেলার পুরোনো স্মৃতি (ভুল) গুলো যখন বড় হয়ে বুঝতে পারি নিজেকে নিজে গাধা বলতে ইচ্ছে করে।" --- কেন বলুনতো? ছোটবেলা অনেক কিছু জানতাম না ভেবে ভালোই লাগে তো। জীবনটা অনেক সরল আর নিষ্পাপ ছিলো।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন। অন্তহীন শুভকামনা।
২২| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯
আখেনাটেন বলেছেন: সত্যি বলছি…মাঝে মাঝে খুব ইচ্ছে করে হাসিখুশী একটা লেখা লিখি। কিন্তু বড় অস্থির আমি...আর বড্ড স্বার্থপরও। --সত্য কথন। লেখাটি পড়েও তাই মনে হল।
অাশা করি শীঘ্রই সত্যিকারের হাসিখুশি লেখা পাব আপনার থেকে সেই 'আমড়া আমড়াই তো'র মতো।
২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৭
শিখা রহমান বলেছেন: আখেনাটেন রম্য রচনা আমার বড্ড কঠিন লাগে। মানুষকে হাসানো ভীষন কঠিন। আপনার মতো লেখার ক্ষমতা আমার নেই। আপনি বরং লিখে দেবেন আমার হয়ে।
ভালো থাকুন। সত্যকথনটা পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা।
২৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: হাসিখুশি লেখা পড়লে নিজেও হাসিখুশি হয়ে যাই! হাসিখুশি ছাড়া জীবনে বাকি সব মিথ্যা !!
আপনার কবিতা ,গল্প লেখার প্রতিভায় সন্মোহিত ও সন্মান করি । শুভ কামনা রইরো আপু ।।
২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০
শিখা রহমান বলেছেন: কবীর "হাসিখুশি ছাড়া জীবনে বাকি সব মিথ্যা !! " --- একমত
হাসিখুশী থেকো সবসময়। ভালো থেকো ভালোবাসায়। শুভকামনা প্রিয় কবি। আমি কিন্তু তোমার কবিতার ভক্ত।
২৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২
শায়মা বলেছেন: এক যুগ পরে আসলাম বুঝি!!!
কত যুগে কত রূপে এসেছি আমি বারবার তোমার ধরায়!!!!!!!!
তুমি জানো নাই তুমি জানো নাই
তুমি জানো নাই .......
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬
শিখা রহমান বলেছেন: শায়মামনি আমার ধরায়তো তুমি থাকোই ধরা...কিন্তু ব্লগে এলে কিনা সেটা মন্তব্য না পেলে জানার উপায় নেই রে!!
আবারো মন্তব্যের জন্য ভালোবাসা। প্রিয় গানটার জন্য ধন্যবাদ।
ভালো থেকো ভালোবাসায়, আনন্দে থেকো। শুভকামনা অফুরন্ত!!
২৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯
রাফা বলেছেন: হাসি আর খুশী দুই বোন ,কাজেই ঐ সময়ের সব কিছুই তাদের মতই হবে ।একই সময়ের আবর্তে বন্দী তাদের জিবনের ভাবনা।
বেশি ভালো হয়নি লেখা।তবে প্রচেষ্টার জন্য ধন্যবাদ।
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮
শিখা রহমান বলেছেন: রাফা লেখা ভালো করার চেষ্টা করবো অবশ্যই। এই ক্ষুদ্র প্রচেষ্টা পড়ে যে আপনি মন্তব্য করেছেন সেজন্য ধন্যবাদ। শুভকামনা।
২৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনারটা সত্যিকারের হাসিখুশী মন্তব্য হয়েছে কিন্তু!! ভালোলাগা আর শুভকামনা রইলো।
থ্যাংকু
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আপনি আসলেই হাসিখুশী ফিরে এসে আবারো মন্তব্যের জন্য ভালোলাগা জানবেন।
শুভকামনা নিরন্তর। হাসিখুশী থাকুন সবসময়।
২৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৭
নীল আকাশ বলেছেন: নীল খুব সুন্দর করে বললেন "মনের জানালার ছিটকিনিটা বড়ই অশক্ত
পুরোনো স্মৃতি যখন তখন হানা দিয়ে করে হৃদয় তপ্ত,
কপালের কালো টিপে আজ ঘুঁণ ধরেছে
ঘুঁণ ধরেছে লাল টুকটুকে সিঁথির সিঁদুরে,
জীবনটাকে মাপতে বসি সময়ের পাল্লা পাথরে
কি পেলাম আর কি পেলাম না গুনতে থাকি একটা একটা করে......... " মুগ্ধতা আর মুগ্ধতা!![/sb
আপু, আপনার লেখাটা পড়ে কি জানি মনে হলো, আপনার এই পোষ্টে বসে একটানে লিখে দিলাম। আমার কাজই তো হলো সব উল্টা পাল্টা লেখা! এটা আর নতুন কি? আর এটা পড়ে আপনি বললেন মুগ্ধতা আর মুগ্ধতা, আমার তো লজ্জায় মরি মরি অবস্থা! হায় খোদা!
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৩
শিখা রহমান বলেছেন: নীল আপনি যে কারণে যে ভাবেই লিখুন না কেন, মুগ্ধ হয়েছি বলেই বলেছি। আমার এলেবেলে লেখা থেকে যদি হঠাত এমন "সব উল্টা পাল্টা লেখা" লেখা হয় তবে তাই হোক!!
শুভকামনা আর পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
২৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪
নজসু বলেছেন: যিনি যত হাসি খুশি-সুখী জীবন যাপন করেন
তিনি তত দীর্ঘজীবী হন।
সব সময় হাসি-খুশি থাকতে চেষ্টা করি আমরা।
তবে চাইলেই কী সেটা সবসময় সম্ভব?
কোথায় যেন পড়েছিলাম-জীবন নিয়ে কৃতজ্ঞ থাকতে হবে।
আমরা যে কত ভালো আছি তা হয়ত আমরা নিজেরাই জানিনা।
আমরা ভাবি যে জীবনে সব কিছুই আমাদের প্রাপ্য।
তাতো হতে পারে না।
অপ্রাপ্তিও থাকে।
আপনার লেখার প্রতিটা শব্দে কবিতার মাদকতা মেশানো।
মুগ্ধতা নিয়ে গেলাম।
০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৬:৪১
শিখা রহমান বলেছেন: নজসু খুব সুন্দর মন্তব্যেটার জন্য অনেক ধন্যবাদ। "সব সময় হাসি-খুশি থাকতে চেষ্টা করি আমরা।
তবে চাইলেই কী সেটা সবসময় সম্ভব?" --- আসলেই!! তবুও হাসিকান্নার দোলাচলেই জীবন কেটে যায়।
আমার লেখাতে কবিতার মাদকতা খুঁজে পেয়েছেন শুনে মন আলো হয়ে গেলো। আপনাকেও একরাশ ভাললাগা র মন্তব্যে মুগ্ধতা।
ভালো থাকুন সবসময় হাসি-কান্না, প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে। শুভকামনা নিরন্তর!!
২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন! আপনি যাই লিখেন না কেন, হাসি খুশীর গল্প, দুঃখের গল্প কিংবা কবিতা- সবকিছুই পাঠকের মনে রেখাপাত করে যায়, সেটা পাঠকের মন্তব্য থেকেই বোঝা যায়। আর এ লেখাটাকে নিয়েও আপনি ১২ নং প্রতিমন্তব্যে ঠিকই বলেছেন- "এই লেখাটা অনেকটার দীঘির মতো। জলে যে মুখ দেখবে সে নিজেকেই দেখবে। লেখাটায় বিভিন্ন মন্তব্য দেখলেই বুঝতে পারবেন কে লেখাটাকে নিয়ে কিভাবে ভেবেছেন।"
তারচেয়ে বরং সবার মন অস্থির হোক!! - হোক, অস্থিরতা থেকেই তো নতুন কিছু সৃষ্টি হয়। আর তার পরে আসে প্রশান্তি!!!
অনেকগুলো হৃদয়-মন ছোঁয়া মন্তব্য/প্রতিমন্তব্য পড়লাম, সেগুলোতে 'লাইক'। বিশেষ করে ৮ নং মন্তব্য ও প্রতিমন্তব্য- দুটোই খুব ভাল লেগেছে।
পোস্টে প্লাস + +
১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
শিখা রহমান বলেছেন: খায়রুল আহসান বিজয় দিবসের শুভেচ্ছা। অনেকদিন পরে লেখায় আপনার মন্তব্য পেলাম।
বরাবরের মতোই সুন্দর আর সুচিন্তিত মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আপনি ঠিক আমার লেখাটা্র উদ্দেশ্য বুঝতে পেরেছেন। ওই যে বললেন "তারচেয়ে বরং সবার মন অস্থির হোক!! - হোক, অস্থিরতা থেকেই তো নতুন কিছু সৃষ্টি হয়। আর তার পরে আসে প্রশান্তি!!! " --- সেটাই বলতে চেয়েছিলাম যে অস্থিরতা ছাড়া আমি কিছু লিখতে পারি না।
আপনি সবসময়েই লেখার মন্তব্য ও প্রতিমন্তব্যগুলো মন দিয়ে পড়েন। অনেক ধন্যবাদ সময় দেবার জন্য।
পাশে থাকার জন্য ও পোস্টে প্লাসের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
ভালো থাকুন প্রিয় ব্লগার ও কবি-লেখক। অফুরন্ত শুভকামন।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: আসলেই জটিলতা মুক্ত একটি লেখা।
সহজ সরল প্রানবন্ত।
ধন্যবাদ বোন আপনাকে।
ভালো থাকুন।
আমার চিৎকার করে বলতে ইচ্ছা করে- লাইফ ইজ বিউটিফুল।