নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা মুলতুবি

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬



এই মুহূর্তগুলো এমন তীব্র,
যতোক্ষণ তুমি কাছে,
আশেপাশে ছড়িয়ে রেখেছো
তোমার হাসি, শেষ বিকেলের নীলাভ গাল।

যতোক্ষণ তোমার পুরুষালী গন্ধ বাতাসে,
আমি উন্মাতাল।
ওই ঝাকড়া চুলে বন্দী বুকের বাতাস,
আমার বন্দরে দশ নম্বর বিপদ সংকেত!!

তুমি কাছে এলেই সুগন্ধী মোম আমি,
লোডশেডিংয়ের স্বপ্ন দেখি।
এলাচ গন্ধে ভরে ওঠে শরীর,
তুমি কাছে এলেই কাঁপতে থাকে শিখা।
রোদের হলুদ গন্ধ জ্বলে পুড়ে ছাই,
স্ফুটনাংকে আমি
গলে যেতে যেতে ভয়ঙ্কর সুন্দর ভালোবাসি।

তুমি কাছে এলেই খুন হয়ে যাই।
আততায়ী যুবক...
তুমি আসবে বলেই
আত্মহত্যা রেখেছি মুলতুবি।

© শিখা রহমান
(ছবি অন্তর্জালে সংগৃহীত)

মন্তব্য ৬২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

নজসু বলেছেন: উপস্থিত।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

শিখা রহমান বলেছেন: নজসু আপনিতো দেখি বারবার ফার্স্ট হয়েই চলেছেন। আমার ক্লাসে বাঁধাধরা ফার্স্ট বয়। :)

এখন হোমওয়ার্কের অপেক্ষা!! দেখি কবিতার ব্যাপারে কি বলেন।

আমি কিন্তু আসলেই পড়াই, যদিও নাম ডাকা হয় না। তবে আপনার এই "প্রেজেন্ট প্লিজ" ভালো লেগেছে।

২| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

শিখা রহমান বলেছেন: হাসান জাকির ৭১৭১ আপনি সম্ভবত আমার ব্লগে প্রথম এসেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ ও ব্লগে স্বাগতম।

আশা করি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা সতত!!

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লাগল শিখাপু।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০

শিখা রহমান বলেছেন: মোস্তফা সোহেল আপনার ভালোলাগা বড় পাওয়া আমার জন্য। প্রথম লাইকের জন্য আন্তরিক ধন্যবাদ।

পাশে থাকার জন্য ও অনুপ্রাণিত করার জন্য শুভকামনা নিরন্তর।

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

বাকপ্রবাস বলেছেন: খুুব সুন্দর। কাজের ভীষণ ব্যস্ততার মাঝে কবিতাটা আমাকে খুব শান্তি দিয়েছে।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১২

শিখা রহমান বলেছেন: বাকপ্রবাস কবিরা যখন এভাবে বলেন তখন আসলেই মন আলো হয়ে যায়। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

"কাজের ভীষণ ব্যস্ততার মাঝে কবিতাটা আমাকে খুব শান্তি দিয়েছে।" --- শুনে অভিভূত হলাম।

শুভকামনা কবি। ভালো থাকুন সবসময়।

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২২

ওমেরা বলেছেন: আপু কবিতা আমি খুব বুঝি না , এই কবিতার ভাষাটা সহজই মনে হল।
আমি কঠিন পাথর গলেটলে যাব না।

ধন্যবাদ আপু।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

শিখা রহমান বলেছেন: ওমেরা মনি আমিও কবিতা তেমন বুঝি না, তবে কবিতা পড়তে ভালো লাগে। আমার এলোমেলো কবিতারা তাই সহজ সরল আবেগীই হয়।

ভালোবাসা পাথরেও ফুল ফোটায়। পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা।

৬| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: কবিতায় গভীরতা আছে। শিল্প আছে।
বোন যুবকদের বাদ দেন। সব ভন্ড। সব।
দেশকে ভালোবাসুন।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

শিখা রহমান বলেছেন: রাজীব এই সহজ সরল কবিতায় গভীরতা আর শিল্প খুঁজে পেয়েছেন শুনে ভালো লাগলো।

যুবকদের ভালোবাসলে দেশকে ভালোবাসা যাবে না এমন কথা তো নেই। 8-|
দেশকে ভালোবাসি আর দেশের যুবকদেরও ভালোবাসি। :)

পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা।

৭| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

সাত সাগরের মাঝি ২ বলেছেন: পড়লাম কিছুটা

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

শিখা রহমান বলেছেন: সাত সাগরের মাঝি ২ আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। ভাগ্যিস পুরোটা পড়েননি!! :)

৮| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোলাগা রেখে গেলাম কবিতায়

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

শিখা রহমান বলেছেন: আব্দুল্লাহ্ আল মামুন লেখায় আপনাকে পেয়ে ভালো লাগলো।

আপনার ভালোলাগা আমার জন্যে বড় পাওয়া। শুভকামনা কবি।

৯| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার.....

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স ধন্যবাদ মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য। কবি নইতো তাই কেউ কবিতা ভালো বললেই অভিভূত হয়ে যাই। গল্প যতোখানি মন দিয়ে লিখি, কবিতা তেমন শ্রম দেই না। হঠাত কিছু কথা লিখে রাখাই আমার কবিতা।

আপনার ভালো লেগেছে শুনে মন আলো হয়ে গেলো। শুভকামনা প্রাচীন পক্ষী। ভালো থাকুন, পাশে থাকুন।

১০| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

তারেক ফাহিম বলেছেন: ভাবছি প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষা দিবো, নাহ হলোনা।

কবিতা ভালো করে বুঝি না, অন্যের মন্তব্যগুলো আঁকারে কিছু বলবো তাও হলোন।
বেশ হয়েছে, সুন্দর হয়েছে, এগুলোতো কমন ;)

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

শিখা রহমান বলেছেন: তারেক ফাহিম আমার কবিতার ভাষা তো কখনোই তেমন কঠিন হয় না। :) বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় তো!!

প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষা দেবার দরকার কি? আপনি পাঠক। যাই মনে হবে তাই লিখবেন, আর তাতেই এ প্লাস।

আপনি কিন্তু আসলেই পাঠক হিসেবে গোল্ডেন জিপিএ পেয়েছেন, অন্তত আমার কাছে। সবসময় পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা। শুভকামনা রইলো।

১১| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: উৎসর্গিত মানুষটি আসলেই সৌভাগ্যবান।


মন ও মনন উজার করে লেখা এ কবিতাটি যে কাউকেই মুগ্ধ করবে। কবিতার প্রতিটা শব্দ যেন তার প্রশংসায় পঞ্চমুখ। কঠিন লোডশেডিং, আত্মহনন সবই তার জন্য মেনে নেয়া পবিত্র, এমনটা শুধু নির্মল ভালবাসায়ই সম্ভব।
কবিতায় প্লাস+++

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

শিখা রহমান বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম কবিতা যে কাউকে উৎসর্গ করেছি বা করতেই হবে তা কিন্তু নয়। :) তবে যদি কাউকে করেই থাকি, তাকে আপনার কথা জানিয়ে দেবো।

অনেক ধন্যবাদ খুব সুন্দর মনছোঁয়া মন্তব্যের জন্য। মন্তব্য পড়েই বোঝা যাচ্ছে যে কবিতাটা আপনাকে ছুঁয়ে গেছে, আর সেজন্য আসলেই নিজেকে ভাগ্যবান মনে করছি।

শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায়।

১২| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

হাবিব বলেছেন: কবিতা অনেক ভাল লাগল++

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

শিখা রহমান বলেছেন: হাবিব পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি আমার প্রিয় লাইনগুলো কোট করেছেন দেখে ভালো লাগলো।

শুভকামনা ও আন্তরিক ধন্যবাদ পাশে থাকার জন্য।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

বিজন রয় বলেছেন: বাতাসে শুধু পুরুষালী গন্ধ ভাসে, তাইতো?
আর মেয়েলী নেশা, আসক্তি, সুগন্ধী ভাসে না, তাইতো?

এই কবিতাটি রাতদুপুরে পড়লে কেমন অনুভূতি হবে তাই ভাবছি।

কবিতার নামটি যত গাম্ভীর্যময় কবিতার ভিতর ততটা পৌঁছাতে পেরেছে কি?

আমার মন্দভাগ্য আপনাদের সাথে অনেক কথা বলার মতো সময় আমার হাতে নেই, তাই এখন চলে যাচ্ছি।
তবে যেদিন সময় আসবে সেদিনগুলোতে চিনতে পারবেন তো? তখন কথা বলবেন তো?

হুমমমমমমমমমম??

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০২

শিখা রহমান বলেছেন: বিজন বাতাসে পুরুষালী গন্ধ ভাসে, আর কবিতায় মেয়েলী নেশা, আসক্তি, সুগন্ধী!!

"এই কবিতাটি রাতদুপুরে পড়লে কেমন অনুভূতি হবে তাই ভাবছি।" --- রাতদুপুরে পড়ে জানবেন, আর জানাবেন না হয়।

"কবিতার নামটি যত গাম্ভীর্যময় কবিতার ভিতর ততটা পৌঁছাতে পেরেছে কি?" --- আমিতো কবিতা এলোমেলো লিখে রাখি আর ব্লগে পোস্ট করার সময়ে হুট করে নাম দেই। নাহ!! কবিতা গভীর নয় তা জানি। নামটা হয়তো ঘটনাচক্রে গভীর হয়ে গেছে।

"তবে যেদিন সময় আসবে সেদিনগুলোতে চিনতে পারবেন তো? তখন কথা বলবেন তো?" --- আপনার মতো একজন আশ্চর্য সুন্দর মানুষের সাথে কথা বলবো না কেন বলুনতো?

হুউউউউ...চিনে নেবো কথা দিচ্ছি।

শুভকামনা কবি। ভালো থাকুন কবিতাদের সাথে।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেই আততায়ী যুবকের দেখা পেয়েছেন কি ?

স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত আত্মহত্যা মুলতবীই থাকুক।
+++++++

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

শিখা রহমান বলেছেন: মাইদুল সেই আততায়ী যুবকের সন্ধানেই তো কবিতা লেখা। :)

"স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত আত্মহত্যা মুলতবীই থাকুক।" --- অবশ্যই!! এই কবিতা কেবলমাত্র আততায়ী যুবকের সন্ধানের বিজ্ঞাপন।

প্লাসের জন্য কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর!!

১৫| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা !! উন্মাতাল ভালবাসা পাগল হয়ে খুঁজুক বদ্ধ বুকে এলাচের গন্ধ। কবিতায় মুগ্ধতা ++
শুভকামনা প্রিয় আপুকে।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

শিখা রহমান বলেছেন: পদাতিক খুব সুন্দর মন্তব্যে মনটা আলো করে দিলেন বরাবরের মতোই।

আপনার মুগ্ধতা আমার জন্য বড় পাওয়া। আপনাকেও অফুরন্ত শুভকামনা প্রিয় লেখক।

১৬| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

মনিরা সুলতানা বলেছেন: উফফফ !! মারাত্মক লেখা শিখা রহমান।
খুব কাছে খুব ভাঁজে খুন হবো বলেই না অমন !!!

ভালোবাসা কবি।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১

শিখা রহমান বলেছেন: নীরা "খুব কাছে খুব ভাঁজে খুন হবো বলেই না অমন !!!" --- ভালোবাসা যে অমনই!!

ভালোবাসায় থেকো আর ভালোবাসায় রেখো কবিতার মেয়ে। শুভকামনা সতত!!

১৭| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় একরাশ ভালো লাগা।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

শিখা রহমান বলেছেন: মাহমুদুর রহমান আপনার মন্তব্যে মন ভালোলাগায় ছেয়ে গেলো।

শুভকামনা নিরন্তর। পাশে থাকার জন্য ধন্যবাদ।

১৮| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১১

নজসু বলেছেন: টিফিনের পরে এলাম আমি। :)
আমি বরাবর কবিতার ক্লাশে ফার্স্ট হতে চাই।

সুলতানা শিরীন সাজি আপা এমন একটা নাম যা মনে করলেই আমার চোখের সামনে
জীবন্ত একটা কবিতা ভাসে। কবিতার শব্দেরা আমার আত্মার সাথে মিশে যায়।
সাজি আপার কবিতাগুলো কেন যে আমি বারবার পাঠ করি জানিনা।
এর পরেই মনে দোলা দেয় নাজনীন খলিল আপার কবিতা।
তাদের কবিতা অনেকদিন হলো পাঠ করা হয়না।
জানি, কারও সাথে কারও তুলনা করা ঠিক নয়।
তবুও কেন যেন আপনার কবিতায় তাদের কোথায় যেন খুঁজে পাই।

.................................................
এবার আসি কবিতার প্রসঙ্গে।
মনের মানুষ কাছে থাকলে জীবনে আর কি লাগে।
এই একটা লাইনই হতো আপনার কবিতার জন্য বলা।

আপনার কবিতা পাঠে মনে হচ্ছে- ভালোবাসার মানুষ পাশে থাকলে
ভালো থাকার জন্য, অনেক গুলো মানুষের প্রয়োজন হয় না।

রোমান্টিকতায় ভরপুর একটা কবিতা। কবিতার বাক্য, শব্দ এমন কি বর্ণগুলোতে আনন্দের ফোয়ারা ছুটছে যেন।
বধ করতে উদ্যত প্রেমিক যখন কাছে আসে তখন আত্মহত্যা মুলতুবি থাকতেই পারে। স্বাভাবিক।

একরাশ ভালো লাগা।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২০

শিখা রহমান বলেছেন: নজসু হুউউউ...আপনি কবিতার ক্লাসে ফার্স্ট!! :)

নাজনীন খলিল আপার কবিতা পড়া হয়ে ওঠেনি। তবে সুলতানা শিরীন সাজি আপুর একটা লেখা সেদিন পড়লাম। খুবই সুন্দর লেখেন। আশ্চর্য কি জানেন উনি আমার আগের কবিতাটায় মন্তব্য করেছেন যে ওনার নাকি মনে হয় আমাদের অনেকদিনের চেনাজানা। আমারও ওনার লেখা পড়ে মনে হয়েছে যে এই কথাগুলো, এই শব্দমালা আমার কথাই বলছে। আপনি ঠিকই বলেছেন, হয়তো কোথাও আমাদের মিল আছে, চিন্তায় বা মননে।

"রোমান্টিকতায় ভরপুর একটা কবিতা। কবিতার বাক্য, শব্দ এমন কি বর্ণগুলোতে আনন্দের ফোয়ারা ছুটছে যেন।
বধ করতে উদ্যত প্রেমিক যখন কাছে আসে তখন আত্মহত্যা মুলতুবি থাকতেই পারে। স্বাভাবিক।"
--- কি সুন্দর করে বললেন নজসু!! আপনি আসলেই ফার্স্টবয়।

ভালোবাসা আর শুভকামনা রইলো। ভালো থাকুন ভালোবাসায়।


১৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতায় কবির হৃদয় নিংড়ানো আত্মকথন খুব সুন্দর ভাবে কবিতায় ফুটে উঠেছে।। :-B
সহজ ও সুন্দর কবিতা খানি ভালো লিখেছেন আপু।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

শিখা রহমান বলেছেন: কবীর সুন্দর ও কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার কবিতাতো সবসময়েই সহজ। :) তবে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো।

ভালো থেকো ভালোবাসায়। শুভকামনা অফুরন্ত!!

২০| ১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০০

সোহানী বলেছেন: অসাধারন শিখা....

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

শিখা রহমান বলেছেন: সোহানী আপু ব্যস্ততার মাঝে সময় করে পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

ভালোবাসা ও শুভকামনা প্রিয় আপু।

২১| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষ বিকেলের নীলাভ গাল

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

শিখা রহমান বলেছেন: শেষ বিকেলের নীলাভ গাল, আর ঘাড়ের কাছে থমকে থাকা রোদের গন্ধ!!

ধন্যবাদ প্রিয় কবি।

২২| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আততায়ী যুবকের জন্য শুভেচ্ছা রইল। এমন কবিতা পড়ে প্রশংসা না করে পারা যায়? অসাধারণ লিখেছেন!

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

শিখা রহমান বলেছেন: সম্রাট কবিদের প্রশংসা পাওয়া মানেই আকাশে পাখা মেলা, বুকের ভেতরে প্রজাপতিদের ঝিলমিল ওড়াওড়ি।

ধন্যবাদ কবিসম্রাট। সবসময়ে পাশে থেকে উৎসাহ দেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

ভালোবাসা ও শুভকামনা। ভালো থাকুন কবিতায়, ভালোবাসায়,

২৩| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

নীল আকাশ বলেছেন: কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা, মন্দলাগা, ব্যথা বেদনা গুলো কাউকে বলার মত কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর রয়ে যায় কিছু কিছু স্মৃতি - এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে। - হুমায়ূন আহমেদ
চমৎকার কবিতা, আততায়ী ভালোবাসা! দারুন !
বিরহে, আবেগ কি খুন হয়ে যাবে শীতল দুচোখের আজন্ম ভালোবাসার অভিসারে?
শুভ কামনা রইল!

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

শিখা রহমান বলেছেন: নীল আপনার কোট করা কথাগুলো খুবই সুন্দর আর সত্যি!! আজ হুমায়ূন আহমেদের জন্মদিন। ভালো থাকুন উনি আকাশবাড়িতে।

সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকুন ভালোবাসায়। শুভকামনা প্রিয় ব্লগার-লেখক-কবি।

২৪| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

সামিয়া বলেছেন: অতিরিক্ত ইমোশনাল অতিরিক্ত রোমান্টিক, সুন্দর।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

শিখা রহমান বলেছেন: ইতিমিতিমনি তুমি তো আমাকে জানোই। আমি একটু "অতিরিক্ত ইমোশনাল অতিরিক্ত রোমান্টিক" আর আমার কবিতারাও তেমনই। অবশ্য আমার ভালোবাসাও খুব আবেগী, খুব ছেলেমানুষ। গল্পে আমি অন্য কেউ, গল্পে আনি বাস্তবতা। কিন্তু কবিতায় কেবলই আমি, আর কেবলই আবেগ।

পড়ার জন্য এত্তো ভালোবাসা। ভালো থেকো ভালোবাসায়।

২৫| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

জাহিদ অনিক বলেছেন:
কিছু সময়ের দাবী- কিছু আবদার রক্ষা করতে হয়। হয়ত নিজের জন্যই, মৃত্যুর সময়টা পিছিয়ে দিতে হয়।

কবিতাটি বেশ আবেগপ্রহণ কিন্তু একটা সূক্ষ্ম বিষদাও যেন আছে কোথায়।
আত্মহত্যা মুলতুবি- ভালো লেগেছে শিখা আপু।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

শিখা রহমান বলেছেন: জাহিদ কবিদের চোখ এড়ানো কঠিন। কবিতায় "একটা সূক্ষ্ম বিষাদও যেন আছে কোথায়।' --- আসলেই আছে কিন্তু। খুন হওয়ার অপেক্ষা হলেও সেতো অপেক্ষাই। আর অপেক্ষায় কোথাও না কোথাও বিষাদ থেকেই যায় কবি।

কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া। ভালো থেকো প্রিয় কবি, ভালোবাসায় থেকো।

২৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:






পুরুষালীতে নিজেকে সোপর্দ! আত্মহত্যা মূলতুবি! মুলতুবিই থাক, নয়তো সেই পুরুষালীর কী হবে!

সুন্দর কবিতা। ভাল লেগেছে।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

শিখা রহমান বলেছেন: কথাকথিকেথিকথন সুন্দর কাব্যিক মন্তব্যে একরাশ ভালোলাগা।

পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা কবি। ভালো থাকুন কবিতায় আর ভালোবাসায়।

২৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩০

এস এম ইসমাঈল বলেছেন: আত্মহত্যা মুলতুবি রাখার জন্য কবিকে অনেক ধন্যযোগ। তা নাহলে যে হারিয়ে যেতো ব্লগে আমার সবচেয়ে প্রিয় কবি।
“গভীর অনুরাগে আমি,
অনুভবে তোমায় ভাবি,
এ কেমন ভালবাসা ওগো কবি?”
আমি খুব ভীতু একটা মানুষ, কল্পনাতে উড়াই ফানুশ।
ভয় পাই এজন্য যে শিখা অধিক উত্তপ্ত হয়ে আবার না আগ্নেয়গিরি হয়ে যায়।
কবিতায় ++++++++++++++
আত্মহত্যা মুলতুবি রাখার জন্য কবিকে অনেক ধন্যযোগ। তা নাহলে যে হারিয়ে যেতো ব্লগে আমার সবচেয়ে প্রিয় কবি।
“গভীর অনুরাগে আমি,
অনুভবে তোমায় ভাবি,
এ কেমন ভালবাসা ওগো কবি?”
আমি খুব ভীতু একটা মানুষ, কল্পনাতে উড়াই ফানুশ।
ভয় পাই এজন্য যে শিখা অধিক উত্তপ্ত হয়ে আবার না আগ্নেয়গিরি হয়ে যায়।
কবিতায় ++++++++++++++
নিন এবার ডাবের পানি খেয়ে মন শান্ত করুন। আমার আপু কিনতু খুব ভাল ছবি আঁকতে পারে, তাই সাথে নিয়ে এলাম। কারন একা আসতে সাহস পাচ্ছিলাম না। হা হা হা।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

শিখা রহমান বলেছেন: এস এম ইসমাঈল আপনার মন্তব্যে অভিভূত হলাম। মোটেও চিন্তিত হবেন না। আমি আশা করছি আরো বেশ কিছুদিন আপনাদের এইসব আবোল তাবোল কবিতা আর গল্প লিখে জ্বালাবো। :P

পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর!!

২৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪২

এস এম ইসমাঈল বলেছেন:

নিন এবার ডাবের পানি খেয়ে মন শান্ত করুন। আমার আপু কিনতু খুব ভাল ছবি আঁকতে পারে, তাই সাথে নিয়ে এলাম। কারন একা আসতে সাহস পাচ্ছিলাম না। হা হা হা।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

শিখা রহমান বলেছেন: বাহ!! আপনার আপুনি তো খুবই মিষ্টি দেখতে। ওকে আমার আদর দেবেন।

কবিতায় উন্মাদনা সাজে, মন শান্তই আছে। ডাবের পানির জন্য ধন্যবাদ।

আপনাকে ও আপনার আপুনিকে অফুরন্ত শুভকামনা। ভালো থাকুন সবসময়।

২৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

বিজন রয় বলেছেন: উত্তর দিচ্ছেন না যে! কোন সমস্যা?

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

শিখা রহমান বলেছেন: হুউউউউ...সমস্যাতো আছেই বিজন। সময়ের সমস্যা। রাতদুপুর ছাড়া সময় করে উঠতেই পারি না। একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। মন্তব্যের উত্তর দিতে দেরী হওয়ার জন্য দুঃখিত।

"আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা।" --- এখন বলুন কবি কি বলতে চান!!

৩০| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: বেশতো!!!

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

শিখা রহমান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। শুভকামনা কবি।

৩১| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

ডট কম ০০৯ বলেছেন: ভাল লেখনী। এইটা আরো ভাল হইছে।

৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

শিখা রহমান বলেছেন: ডট কম ০০৯ আগের কবিতা খুঁজে পড়ার জন্য ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

ভালো থাকবেন সবসময়। দেখা হবে কবিতায়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.