![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
ততোদিনে বৃষ্টিও শিখে গেছে ভূগোল
মেঘেরা মেলেছে পরযায়ী ডানা
ততোদিনে ধৈর্য হয়েছে পাথরবাটি
ভাঙচুর জেনে গেছে মানা।
ততোদিনে অরন্যের দাবানল
বরফ শীতল বাগান,
ততোদিনে কথারা মুখোমুখি বসে
ভুলে গেছে সব অভিমান।
ততোদিনে বিস্মৃতির উঠোনে
স্মৃতিদের উচ্ছৃখল এক্কাদোক্কা খেলা,
ততোদিনে ইচ্ছের ইশারাতে
প্রজাপতি ঝিলমিল ডানা মেলা।
ততোদিনে চৌরাস্তার মোড়ে কোলাহল,
অসহ্য ট্রাফিক জ্যাম।
ততোদিনে নিয়নবোর্ডে নতুন মুখেরা সব,
পুরোনোদের ভুলে গেছি নাম।
ততোদিনে রাজনীতি একই আছে,
বদলে গেছে দেয়ালে পোস্টারের মুখ।
ততোদিনে মনখারাপেরা জ্বলে পুড়ে
গিয়েছে শিখে বিরহের সুখ।
ততোদিনে আরোও গোটা কতক
নতুন গান আর নবীন গায়ক।
ততোদিনে হারানো চিঠিরা সব
পেয়ে গেছে ঠিকানা-প্রাপক।
ততোদিনে সোনালী কদম ঝরে গেছে,
নগরীতে কৃষ্ণচূড়ার আগুন,
ততোদিনে সব ঋতু ফিরে গেছে আনমনে,
মনের শহরে থাকে বারোমেসে ফাগুন।
ততোদিনে এগিয়ে গেছে টিকিটবক্সের
লম্বা লাইন, শেষ হয়েছে গল্পগাছা।
ততোদিনে উড়তে গিয়ে কিভাবে যে
নিজের হাতেই তৈরী হলো নিজের খাঁচা।
ততোদিনে বদলে গেছে সমীকরন,
চাওয়া আর পাওয়ার ধরন।
ততোদিনে ছুঁড়ে ফেলা অঙ্কখাতা,
হিসেব যেন পাপের মতোন।
ততোদিনে জ্বর বেড়েছে,
মনের পারদ ঊর্ধ্বগামী।
ততোদিনে জেনে গেছি
তাকেই ভালোবাসি আমি।
© শিখা রহমান
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫
শিখা রহমান বলেছেন: আরোগ্য প্রথম মন্তব্য ও লাইকের জন্য ভালোবাসা।
কবিদের ভাললাগা মানে অনেক বড় পাওয়া। শুভকামনা কবি।
পাশে থাকার জন্য ও মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
হাবিব বলেছেন: অসাধারন...........
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭
শিখা রহমান বলেছেন: হাবিব মন্তব্য ও লাইকে অনুপ্রাণিত হলাম।
পাশে থেকে উৎসাহ দেবার জন্য ভাললাগা ও শুভকামনা অফুরন্ত।
ভালো থাকুন সবসময়, ভালোবাসায় ও কবিতায়।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩১
হাবিব বলেছেন: বিদ্রোহী দা কোথায়? কবিতার প্রতি উত্তর উত্তর কে করবে?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
শিখা রহমান বলেছেন: হাবিব বিদ্রোহী সময় হলে আর ইচ্ছে হলে নিশ্চয়ই কবিতার উত্তর দেবেন।
মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: সময় সবকিছু ধুয়ে মুছে সাফ করে.....
কালের ঘূর্ণাবর্তে বিলিন হয় জীবন.....
কিন্তু চায়ের কাপের ধোঁয়ার মত স্মৃতির রেশ থেকে যায়....
কেউ কি পারে অতীতহীন হতে??
না, পারেনা ! অতীত ডাকবেই....
চিত্ররূপময় কবিতয় ভালোলাগার কথা জানিয়ে গেলাম....
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আপনার মন্তব্যগুলো সবসময়েই মুগ্ধ করে, যতোখানি না শব্দের বিন্যাসে তার চেয়েও বেশী করে মন্তব্যের গভীরতায়।
কি যে সুন্দর করে পুরো কবিতাটার আবেশ তুলে ধরেছেন!! অনেক অনেক ধন্যবাদ। জানেন শুধু এমন কিছু মন্তব্য পাওয়ার লোভেই ব্লগে লেখা দিতে ইচ্ছে করে।
অতীতের মতোই, চায়ের কাপের ধোঁয়ার মতোই আপনার মন্তব্যটার রেশ অনেকদিন থাকবে।
ভালো থাকুন প্রাচীন পক্ষী। আপনার নামটা আমার পছন্দ বেশ!!
শুভকামনা নিরন্তর!! ভালো থাকবেন ভালোবাসায়, আর গল্প-কবিতায়।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
নজসু বলেছেন:
দুপুর ১:২২ মিনিট গোসল খাওয়া দাওয়ার টাইম।
টিফিন আওয়ার ছিলো।
ব্লগে থাকার প্রশ্নই ওঠেনা।
আসছি.......
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
শিখা রহমান বলেছেন: নজসু আপনি অবিসংবাদিত ভাবেই ফার্স্ট বয়। টিফিন আওয়ারে আসলেই বিশ্রাম নেয়া উচিত। রেস্ট না নিলে পরীক্ষায় ভালো করা যায় না।
আপনি অন্যান্য কাজ সেরে আসুন। ব্যস্ততার মাঝেও মন্তব্যে উপস্থিতি জানান দেবার জন্য ভালোবাসা রইলো।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
শিখা রহমান বলেছেন: পাশে থাকার জন্য ও মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। শুভকামনা কবি।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬
আর্কিওপটেরিক্স বলেছেন: আমার নামটা আপনার পছন্দ হয়েছে জেনে আনন্দিত হলাম....
নদীর মতো আপনার এ পথচলায় কূল হয়ে পাশে থাকতে চাই....
ভালো থাকবেন
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স হুউউউ...আপনাকে ভাবলেই যে উঠোনে ডানা মেলে এসে বসে রূপকথায় পড়া কোন প্রাচীন পক্ষী।
আর নদীর পথ চলায় কূল যে সবচেয়ে দরকারি। কূল না থাকলে কে বেঁধে দেবে নদীর গতিবিধি? কে রুখবে জলোচ্ছাস, বন্যা?
আপনিও ভালো থাকবেন। পাশে আছেন জানি। দেখা হবে বয়ে চলার পথে।
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১
রাফা বলেছেন: ততোদিনে রাজনীতি একই আছে ,
বদলে গেছে দেয়ালে পোষ্টারের মুখ।
আমি কিন্তু বদলাইনি......
যাক শেষ পর্যন্ত আমর সাবজেক্ট নিয়ে দুই লাইন হলেও লিখলেন।
নট ব্যাড -ধন্যবাদ,শি.রহমান।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
শিখা রহমান বলেছেন: রাফা আপনার সাবজেক্ট বুঝি রাজনীতি? রাজনীতি নিয়ে ভাবিনা বা মতামত নেই, তাও নয়। তবে রাজনীতি নিয়ে লিখতে হলে অনেক পড়াশোনা দরকার আর সেই জ্ঞান বা প্রজ্ঞা আমার নেই।
আপনার লাইকটা কি শুধুমাত্র এই দুলাইনের জন্য? যাই হোক আপনি যে আমার লেখা পড়েন এতেই আমি অভিভূত। আর আপনার "নট ব্যাড" মন ভালো করে দিলো সত্যি!!
মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার "শি.রহমান" ডাক শুনতে ভালো লাগে।
ভালো থাকুন। এমনটাই থাকুন, বদলে যাবেন না যেন!! শুভকামনা নিরন্তর।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
সামিয়া বলেছেন: তোমার মতনই তোমার কবিতাগুলি ভারী সুন্দর------
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
শিখা রহমান বলেছেন: ইতিমিতিমনি তুমি এমন ভালোবাসো আমাকে যে সবই সুন্দর দেখো মেয়েটা!! সামনে থাকলে এই আদুরে কথাটার জন্য জড়িয়ে ধরতাম ঠিক ঠিক।
ভালোবাসা আর আদর এত্তো এত্তো সুন্দর মেয়েটা।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
হাবিব বলেছেন:
তোমরই জন্য....
বৃষ্টিরা ভূগোলে যদি বিশারদ হয়
সে তো তোমারই জন্য, কেন বুঝছো না?
অরন্যের দাবানলে অভিমানী কান্না!
ধৈর্য্য পরশ পাথরে প্রেমে হোক জয়।
চৌরাস্তার কোলাহল ট্রাফিকের জ্যাম
নিয়নবোর্ডে নতুন মুখেরাও এলে,
তুমি আসবে বলেই যান চলাচলে
ট্রাফিক পুলিশ নিয়ে থামিয়ে দিলাম।
উচ্ছৃঙ্খল এক্কাদোক্কা প্রজাপতি ডানা
রাজনীতি আলোচনা সেথা আজ মানা
নবীন তোমার প্রেমে পেয়েছে ঠিকানা।
কদম ও কৃষ্ণচূড়া উদাসী ফাগুনে
আমি তাই ভুল করি অসমীকরনে
তোমার ভালবাসায় আজো আনমনে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
শিখা রহমান বলেছেন: আরেহ কবি!! আপনি যে কবিতার উত্তরে মুগ্ধ করলেন।
খুব খুব সুন্দর লিখেছেন। ইচ্ছে হলে আপনি আলাদা পোষ্ট দিতেই পারেন। এমন সুন্দর কবিতা অন্যদেরও পড়ার সুযোগ দেয়া উচিত।
ভালোবাসা আর শুভকামনা কবি। আমি অভিভূত ও মুগ্ধ!!
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
হাবিব বলেছেন: নিজের ব্লগে লিখতে খুব ভয় করলো। তাই এখানেই দিলাম।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫
শিখা রহমান বলেছেন: হাবিব ভয় করলো কেন? অবশ্য আপনার অস্বস্তি লাগলে আলাদা করে পোস্ট দেবার দরকার নেই। তবে কবিতাটা অনেক ভালো লেগেছে আর মুগ্ধ হয়েছি সেটা জেনে রাখুন।
ভালো থকুন কবি, ভালোবাসায় আর কবিতায়।
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
হাবিব বলেছেন: তোমরই জন্য..
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
শিখা রহমান বলেছেন: হাবিব কবিতার নামটা ঠিক করে দিন "তোমারই জন্য' হবে। টাইপো আছে।
আলাদা পোস্টের জন্য ধন্যবাদ।
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
হাবিব বলেছেন: অবশ্য আপনার অস্বস্তি লাগলে আলাদা করে পোস্ট দেবার দরকার নেই। ........ অস্বস্তি নারে ভাই....! ভয় ছিলো এতো তাড়াতাড়ি যে লিখলাম তা বুঝি অখাদ্য হবে । বুঝছেন?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
শিখা রহমান বলেছেন: হাবিব কবিদের সব কথাই কবিতা হয়ে যায়। আপনি কবি। কবিতা ছাড়া আর কিছু কি লেখা সম্ভব আপনার পক্ষে!!
ভালো থাকুন। আপনার উত্তর কবিতা যে কি অনুপ্রাণিত করলো তা বলে বোঝানো সম্ভব নয়। একরাশ মুগ্ধতা আর ভালোলাগা।
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন করেই বদলে যায়। বদলানোই যে কবিতা। রদবদলের শব্দ দিয়েই কবি রচিয়ে যায় মহা কাব্য।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
শিখা রহমান বলেছেন: সুজন আপনার মন্তব্যের অপেক্ষায় থাকি জানেন? আপনি সবসময় পাশে থাকেন বলেই পথ চলতে ভালো লাগে।
বরাবরের মতোই সুন্দর মন্তব্যে মুগ্ধতা!! খুব সুন্দর বলেছেন "বদলানোই যে কবিতা।" আসলেই মানুষ বদলায়, সম্পর্ক আর কবিতাও।
ভালোলাগা ও শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায়। দেখা হবে গল্পে-কবিতায়।
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
সবুজের ইবনে বতুতা বলেছেন: .
.
.
.
কবিতা পড়ে আমার
হৃদয় বেয়ে ঝড়ে গেল
এক ফোঁটা কষ্ট,
শরীরের লোম গুলো দাড়িয়ে
শিহরণে জানিয়ে দিল
কবিতায় ভাল-লাগা
রেখে গেলো...!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
শিখা রহমান বলেছেন: সবুজের ইবনে বতুতা আমার লেখায় আপনাকে প্রথম পেলাম। সুন্দর আবেগী মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আমার ব্লগে স্বাগতম। আশাকরি মাঝে মাঝে আপনাকে লেখায় পাবো। শুভকামনা সতত!!
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
মিথী_মারজান বলেছেন: ততোদিনে উড়তে গিয়ে কিভাবে যে
নিজের হাতেই তৈরী হলো নিজের খাঁচা
লাইনদুটোতে এখনো থমকে আছি আপু।
ততোদিনের বুঝতে পারা ভালোবাসার দায় ঠিক যেন এখানটায় বন্দী হয়ে আছে।
দারুন সুন্দর কবিতা।
ছন্দে ছন্দে পড়তে খুব বেশ্ লাগলো!
শীতের কুয়াশা ভেদ করে রোদে ঝলমল করা জারুল ফুলের মত রঙিন একটি কবিতা।
ভালোবাসা প্রিয় জারুল ফুল আমার।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১
শিখা রহমান বলেছেন: মিথীমনি তুমি আসলেই আমাকে পড়তে পারো মেয়ে!! পুরো কবিতায় এই দুটো লাইনই আমার সবচেয়ে প্রিয়। ভালোবাসা কিন্তু আসলেই তাই। নিজের হাতে নিজের খাঁচা তৈরী করা।
জানতো মেয়ে তুমি আদর করে 'জারুল ফুল' ডাকবে বলেই যে লেখা দিতে ইচ্ছে করে।
ভালোবাসা আর আদর এত্তো। ভালো থেকো ভালোবাসায় আর কবিতায়।
পাশে থেকো। তুমি না এলে যে জারুল ফুল ফোটে না।
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
শায়মা বলেছেন: আপু তুমি এই ব্লগের এখনকার সবচেয়ে সুন্দর কবি আমার কাছে....
মাহী ফ্লোরার কবিতা পড়েও একটা সময় এমনই মুগ্ধ হয়েছিলাম আপুনি!
আর তোমার কবিতা পড়ে পড়ে হচ্ছি!
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪
শিখা রহমান বলেছেন: শায়মামনি ব্লগের সবচেয়ে সুন্দর মেয়েটা যখন এমন বলে তখন নিজেকে সত্যি ভালোবাসতে ইচ্ছে করে। তোমার এই কথাটা অনেক অনেক দিন আমার মন ঝলমলে করে দেবে।
ভালো থেকো সুন্দর মনের সুন্দর মেয়েটা। এত্তো ভালোবাসা আর শুভকামনা।
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! মন আদ্র করার কবিতা। ++
শুভকামনা প্রিয় আপুনিকে।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬
শিখা রহমান বলেছেন: পদাতিক বরাবরের মতোই মন্তব্যে অনুপ্রাণিত হলাম। প্লাসের জন্য ধন্যবাদ।
আপনি লেখা দিয়েছেন দেখেছি। ব্যস্ততার জন্য এখনও পড়তে পারিনি।
ভালো থাকুন। আপনাকেও শুভকামনা অফুরন্ত!!
১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান জানি ঢাবির জীবনের কথা মনে পড়ে গেলো। আজও খুব যাই টিএসসি তবে মাঝে মাঝে নিজেকেও অচেনা লাগে নতুন সব মুখের ভীরে, নতুন স্থাপনায়, নয়া পোষ্টারে, নয়া দেয়াল লিখনে, নয়া সব সুখি সুখি সবুজ জুটির দুঃসাহসি কিংবা বেয়ারা চঞ্চলতায়........নিজেকে খুজে বেড়াই হাকীমে, ফুলার রোডে, মল চত্বরে, শহীদ মিনারে, প্রাণের কলাভবনে, অপরাজয় কিংবা ভিসি স্যারের বাসভবনের সামনে..........আহা, চোখ ভিজে যায় মাইরি। স্মৃতির বড্ড যন্ত্রনা গো।
আজকাল প্রায় প্রায় ফুলার রোডের নির্জনতায় ফের কারো হাত ধরে হাঁটতে খুব ইচ্ছে করে। বৃষ্টি কৃষ্ণচূড়া চোখাচোখি সিগারেটের লম্বা দম রেশম চুল মখমল গাল বুনো জিদ ম্যালা ম্যালা কিছু............... বর্তমান ফিরেছে অতীতে কিংবা অতীত মিশেছে বর্তমানে, এমনি সব গল্প।
ধন্যবাদ প্রিয় কবি।
তোমার কাব্য ঠিক এভাবেই ধরা দিয়েছে আমাতে..........
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২
শিখা রহমান বলেছেন: এই ছেলে তুমি তো খুব সুন্দর লেখো!! এমন সুন্দর মন্তব্য অনেক অনেক দিন পাইনি।
"আজকাল প্রায় প্রায় ফুলার রোডের নির্জনতায় ফের কারো হাত ধরে হাঁটতে খুব ইচ্ছে করে। বৃষ্টি কৃষ্ণচূড়া চোখাচোখি সিগারেটের লম্বা দম রেশম চুল মখমল গাল বুনো জিদ ম্যালা ম্যালা কিছু............... বর্তমান ফিরেছে অতীতে কিংবা অতীত মিশেছে বর্তমানে, এমনি সব গল্প।" --- ইশশ!! তোমার সাথে আমিও যে কৃষ্ণচূড়ার ছায়ায় হেঁটে আসলাম। এমন করে কিভাবে লেখো?
আমার কবিতা কেমন সুন্দর তা জানি না। তবে তোমার কাছে এমন সুন্দর করে ধরা দিয়েছে এটা জেনে মন আলো হয়ে গেলো।
ভালোবাসা আর শুভকামনা। দেখা হবে গল্পে-কবিতায়, অথবা কে জানে কোন এক ঘোরলাগা দিনে অতীত বদলে দেয়ার ইচ্ছেতে!!
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন: আপু তুমি এই ব্লগের এখনকার সবচেয়ে সুন্দর কবি আমার কাছে....
আমার মহা সুবিধে হলো গুরুজী আগেভাগেই মনের কথা কয়ে সব সহজ করে দেবেন..........আমি স্রেফ কপিক্যাট
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩
শিখা রহমান বলেছেন: আবারো কপিক্যাট!!
শোন ছেলে ধার করে বললেও ভালোবাসা বুঝে নিলাম।
ভালো থেকো পাগল!!
২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪
জাহিদ অনিক বলেছেন:
অনেকটাদিনের পরে অবশেষে বুঝতে পারা গেল তাও, ভালোবাসা সত্যি বলে কিছু আছে।
কবিতায় মুগ্ধতা শিখা আপু।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫
শিখা রহমান বলেছেন: জাহিদ ভালোবাসা তো আছেই!! আর সেজন্যেই ভালোবাসার কষ্ট আছে, আনন্দ আছে আর কবিতা আছে।
প্রিয় কবির মুগ্ধতা হাত পেতে নিলাম।
ভালো থেকো ভালোবাসায় আর কবিতায়!!
২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
কতদিন পার হয়ে গেল
ততদিন বুঝি শেষ হলোনা আজো?
কতসন্ধ্যা বিষন্নতা বুকে রাতের আঁধারে লুকাল
ততদিন অপেক্ষার প্রহরই দীর্ঘায়িত হলো!
কত ভোর বিনিন্দ্রতার লাল উদয়ের লালিমায় মিশে গেল
তত ক্ষন স্বপ্নরা উদ্বায়ী হয়েই রইল!!!
আজো কই বুঝলে আমায়
শুধু নিজেকে দেখেছো আয়নায়
শুন্যতার প্রতিবিম্বে সত্যের ছায়া খুঁজে
ভাবছো তাই সত্যি? অথচ সপ্ত সমুদ্র আজো দিলেনা পারি!
কত জোছনায় মেতেছো উচ্ছাসে
কত বৃষ্টিতে স্বপ্নময় রতি স্নান
কত উদাসী রাত স্বপ্ন ভাংগার যাতনায় দিয়েছো পারি
গৌতম হলেনাতো আজো!
কতদনি ততদনি ভাবনায় আপাতত বিরতি
আপনার বরাবরের মতো দারুন কাব্যে সাইড ইফেক্ট
ভাললাগা +++++
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২
শিখা রহমান বলেছেন: বিদ্রোহী ব্যস্ততার জন্য উত্তর দিতে ও উত্তর কবিতা দেখতেও দেরী হয়ে গেলো।
সাইড ইফেক্ট যদি এমন দারুণ কবিতা হয় তবে তাই হোক!! ধন্যবাদ অনেক এমন সুন্দর সব কবিতা উপহার দেবার জন্য। শুধু আপনি বলেই পারেন।
আপনি কি কবিতা আলাদা পোস্ট দিয়েছেন? দিয়ে থাকলে দেখে নেবো আর না দিয়ে থাকলে দিয়ে দেবেন কিন্তু। আর উত্তর কবিতা পোস্ট করার জন্য প্লিজ আমার অনুমতির অপেক্ষা করবেন না। আপনার এই সুন্দর কবিতা ব্লগের সবারই পড়ার অধিকার আছে। কবিতা রচনার কারণ তেমন গুরুত্বপূর্ণ নয়, কবিতাটাই প্রধান।
ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর কবি।
২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
মনিরা সুলতানা বলেছেন: ততোদিনে বৃষ্টিও শিখে গেছে ভূগোল
মেঘেরা মেলেছে পরযায়ী ডানা
ততোদিনে ধৈর্য হয়েছে পাথরবাটি
ভাঙচুর জেনে গেছে মানা।
অনেক সুন্দর লেখা, সব চাইতে পছন্দের স্তবক তুলে নিলাম।
ভালোলাগা ভালোলাগা ভালোবাসা।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১
শিখা রহমান বলেছেন: নীরা তোমার মতো শব্দ নিয়ে খেলতে আমি আর কাউকেই দেখিনি। তোমার ভাললাগা আমার জন্য খুব বড় পাওয়া।
তোমাকেও এত্তো ভালোবাসা আমার কবিতার মেয়ে। পাশে থাকো বলেই পথচলা এমন আনন্দময়!!
২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন+++
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩
শিখা রহমান বলেছেন: কবিদের মন্তব্য পেলেই মন ভালো হয়ে যায়। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। প্লাসের জন্য ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর!!
২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত প্রানবন্ত এবং মনোমুগ্ধকর।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫
শিখা রহমান বলেছেন: রাজীব মন্তব্যে অনুপ্রাণিত হলাম। সবসময় পাশে থাকার জন্য ভালোলাগা ও শুভকামনা অফুরন্ত!!
২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫
ক্লে ডল বলেছেন: আপনার লেখায় একটা মিষ্টতা আছে। যা শিখে, পড়ে, চেষ্টা করে অর্জন করা যায় না। কারো কারো এমনি এমনিই থাকে। ঈশ্বর প্রদত্ত।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯
শিখা রহমান বলেছেন: ক্লে ডল আপনার মন্তব্যটাও এমন মিষ্টি!! এত্তো সুন্দর করে কেউ বলেনি তো।
হয়তো আপনি যা বলেছেন তাই ঠিক। এই "ঈশ্বর প্রদত্ত মিষ্টতা" অতিক্রম করতে পারছি কই? মাঝে মাঝে খুব ঈর্ষা হয় অন্যদের খুব কঠিন করে লিখতে পারি না বলে।
ভাগ্যিস আপনার মতো পাঠকেরা সীমাবদ্ধতাকে ভালোবাসার চোখে গুণ হিসেবে দেখেন।
মন্তব্যটা অনেকদিন মনে থাকবে। ভালোলাগা ও শুভকামনা অফুরন্ত কবি।
২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৪
এম এ কাশেম বলেছেন: ততোদিনে বৃষ্টিও শিখে গেছে ভূগোল
মেঘেরা মেলেছে পরযায়ী ডানা
ততোদিনে ধৈর্য হয়েছে পাথরবাটি
ভাঙচুর জেনে গেছে মানা। -------- অসাধারন!!!
অনেক অনেক শুভ কামনা। ,
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১
শিখা রহমান বলেছেন: এম এ কাশেম আমার লেখায় আপনাকে পেয়ে ভালো লাগছে। প্রথম স্তবকটা এতো ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
আশা করি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। আপনাকেও শুভকামনা নিরন্তর!!
২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
চাঙ্কু বলেছেন: ততোদিনে কতকিছু হয়ে গেল!! কোবতে সেইরাম হইছে!!
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩
শিখা রহমান বলেছেন: চাঙ্কু অনেকদিন পরে আপনার মন্তব্য পেলাম।
ভালোবাসা বুঝতে বুঝতে অনেককিছুই হয়ে গেলো তা সত্যি!! কবিতা 'সেইরাম' লেগেছে জেনে ভালো লাগলো।
ভালো থাকবেন সবসময়। শুভকামনা সতত!!
২৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫
নজসু বলেছেন:
কবিতা পড়ছি তো পড়ছিই।
লাইন সংখ্যা একটু বেশি।
লাইন যতো বাড়ছে, কৌতূহল ততো বাড়ছে।
আগ্রহ বাড়ছে তো বাড়ছেই।
ততোদিনে শব্দটা বেশি বেশি আসায় শব্দটা আর কবিতায় চাচ্ছিলাম না।
কিন্তু যখন পাঠ করলাম-
ততোদিনে জেনে গেছি
তাকেই ভালোবাসি আমি।
তখন হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে গেলো। ততোদিনে শব্দটা মধুরতায় ভরে গেলো যেন।
কবিতার শেষে এমন চমক আপনি ছড়া আর কেই বা দিতে পারে।
মন ভালো করা একটা কবিতা।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮
শিখা রহমান বলেছেন: নজসু আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম। কবিতাটা লেখার সময়ে একটু দীর্ঘ হয়ে গেলো। কিন্তু একটানে লিখেছি বলে কাটছাঁট করতে ইচ্ছে হলো না।
লম্বা কবিতার শেষে আপনাকে চমক দিতে পেরেছি জেনে ভালো লাগলো। ভালোবাসার স্বীকারোক্তি এমনই চমকিত করে, এমনই মধুরতায় ভরিয়ে দেয় সবসময়েই।
মন ভালো করা কবিতায় আপনার মন্তব্য মন আলো করে দিলো।
পাশে থাকার জন্য ভালোবাসা ও শুভকামনা। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
৩০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭
উম্মে সায়মা বলেছেন: মিষ্টি ভালোবাসার কাব্যে ভালোলাগা শিখা আপু (ভালোবাসার ইমো হবে)
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১
শিখা রহমান বলেছেন: সায়মামনি তোমার মন্তব্যে ভালোলাগায় মন ভরে গেলো। কবিতা যেমনই হোক, ওই ভালোবাসার ইমো পেয়েছি বলেই খুশী লাগছে।
এত্তো এত্তো আদর আর ভালোবাসা মিষ্টি কবি। ভালো থেকো আর ভালোবেসো মেয়েটা!!
৩১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান,
এতোদিনে জেনে গেছি
কবিতার অন্ত্যমিল
কি করে হয় এতো ঝিলমিল!
এতোদিনে বুঝে গেছি
বদলে যাওয়া মুখ
কি করে হয় মনের অসুখ!
এতোদিনে শিখে গেছি
ভালোবাসা কিছু নয়
কি করে তবুও সে কষ্ট ছড়ায়!
০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪
শিখা রহমান বলেছেন: জী এস আপনার মন্তব্যটা পড়ে আসলেই মন ঝিলমিল করে উঠলো। অন্ত্যমিলের কবিতা আছে আমার মাত্র কয়েকটা। ভাবলাম ব্লগে একটা দেই।
কবিতার অন্ত্যমিল কষ্ট করে মেলালেও ভালোবাসা কিন্তু সেই গোঁজামিলেই চলছে।
মন্তব্যে মুগ্ধতা ও ভালোলাগা। শুভকামনা অফুরন্ত মন্তব্যের যাদুকর!!
৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২
মোস্তফা সোহেল বলেছেন: পড়ে মুগদ্ধ হয়েছি!
শিখাপু আপনার সাথে একটি লেখা শেয়ার করতে ইচ্ছে হল তাই শেয়ার করছি।আশা করি সময় নিয়ে লেখাটি পড়বেন।
https://www.somewhereinblog.net/blog/mostafasohel/30190799
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮
শিখা রহমান বলেছেন: সোহেল আপনার মুগ্ধতা আমার জন্যে বড় প্রাপ্তি।
লেখাটা সময় নিয়ে পড়ে অবশ্যই জানাবো কেমন লেগেছে।
পাশে থাকার জন্য ও মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর!!
৩৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
মোস্তফা সোহেল বলেছেন: taposi
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
শিখা রহমান বলেছেন: লেখাটা সময় নিয়ে পড়ে অবশ্যই জানাবো কেমন লেগেছে
শেয়ারের জন্য ধন্যবাদ।
৩৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
কেন জানি রাতের ঢাকা ঘুরার ইচ্ছে হচ্ছে ।
কবিতাটা হয়ত তাই চেয়েছে ।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০
শিখা রহমান বলেছেন: অপু দ্যা গ্রেট কবিতাটা পড়া মাত্র আপনার। আপনি যা চাইবেন কবিতাটা তাই হবে, তাই চাইবে। রাতের ঢাকা ঘুরতে ইচ্ছে হলে কবিতাকে সাথে নিয়ে ঘুরে আসবেন।
পড়ার জন্য ও সুন্দর একটা মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর!!
৩৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন একটা পোস্ট দিলাম...
একটু দেখবেন
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স অবশ্যই। এক্ষুনি দেখছি।
জানানোর জন্য ধন্যবাদ প্রাচীন পক্ষী।
৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪২
ল বলেছেন: ততদিনে জেনে গেছি
তত্ত্ববিহীন হয় যত লেখা প্রেমের ঋণ ।।।
++++
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০
শিখা রহমান বলেছেন: ল কাব্যিক মন্তব্যে একরাশ মুগ্ধতা!! কবিদের মন্তব্যও যে কবিতা হয়ে যায়।
প্লাসের জন্য এত্তো ধন্যবাদ। ভালো থাকুন প্রিয় কবি।
৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
ডার্ক ম্যান বলেছেন: কি লাভ দাঁড়িয়ে জীবনের মোহনায়
অমীমাংসিত হৃদয়ের বোঝা টেনে ?
তার চেয়ে খোলো অকপটে অনুভব
বেছে নাও প্রিয় স্বপ্নের স্রোতখানি
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
শিখা রহমান বলেছেন: ডার্ক ম্যান অমীমাংসিত হৃদয়ের বোঝা ঝেড়ে ফেলা কখনো কখনো সহজ নয়। কখনো কখনো স্বপ্নের স্রোতে সেই বোঝা নিয়ে সাঁতার কাটতে হয়।
সুন্দর কাব্যিক মন্তব্যটার জন্য এত্তো এত্তো ভালোলাগা রইলো। পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
ভালো থাকুন অন্ধকারের মানুষ। রাতের গহীনে পাশে থাকুক কবিতারা!!
৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮
ডার্ক ম্যান বলেছেন: আপা , এটা রুদ্রের কবিতার লাইন ছিল
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৭
শিখা রহমান বলেছেন: ডার্ক ম্যান ধন্যবাদ। রুদ্র আমার প্রিয় কবিদের একজন। কিন্তু এই কবিতার লাইনগুলো চিনতে পারিনি। অবশ্য ওনার এত্তো এত্তো কবিতা আর সবগুলোই এমন মনছোঁয়া।
ভালো থাকুন অন্ধকারের মানুষ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
আরোগ্য বলেছেন: কবিতায় ভালোলাগা।