নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

নন্দিনী আর শুভঙ্কর (পাগলামির পঙক্তিমালা - ১)

০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫১


- এই ছেলে..
- আরেহ!! এযে মেঘ না চাইতেই সুনামি...কেমন আছো সিনোরিটা?
- ব্যস্ত? ইশশ!! ভারী তো সুনামি...কাউকে তো একটু ডুব সাঁতার কাটতেও দেখি না..
- তুমি এলে আমি কখনোই ব্যস্ত নয় মেয়ে!! আমার পৃথিবী থমকে যায়। ডুবসাঁতার? হাসালে...ডুবে গেছি কবেই!! আর জানবেই বা কি করে? হুরপরীদের আবার বুদ্ধি কম!

- ভালো হবে না কিন্তু? চলে যাবো...
- আর কতোই বা খারাপ হবে? যাওয়ার আগে একটা কথা ছিলো যে...
- সেই অনাদিকালের কথাটা বুঝি? যেটা শোনার অপেক্ষায় থাকি...সেই কথাটা?
- কোন কথা শোনার অপেক্ষায় থাকো মেয়ে?
- আশ্চর্য!! ঐযে বললে না একটা কথা আছে, সেইটা...
- হুম্মম...কিন্তু কি কথা তুমি কি করে বুঝলে?
- বুঝে ফেলেছি তাই বলবে না বুঝি?
- আগেতো শুনি!!
- আমি শোনার অপেক্ষায় থাকি...তুমি শুনবে কেন? তুমি বলবে...আমি শুনবো...
- বলতেই যে চাইছি...তবে আমি কিন্তু পুরোনো কথা বলি না...সব টাটকা শব্দ, বুকের রক্তমাখা!!
- হুউউউ...বন্ধক রেখে সুদ আদায়ের কোন উপায় নেই দেখছি...
- এই যে মেয়ে...ভালোবাসি ভালোবাসি ভালোবাসি...
- হুউউউ...এছাড়া কি আর তোমার কোন কথা আছে?
- আরেকটা কথা আছে...
- শুনছি তো...
- শুধু তোমাকেই ভালোবাসি...

- ভালোবাসা এত্তো সহজ বুঝি?
- এতোই সহজ, তবে সরল নয় কিন্তু...
- সেতো কল্পনাকে ভালোবাসা ছেলে...আমাকে নয়...
- তুমিতো কল্পনা নও...আসো যে প্রতি রাতে...
- শেহেরজাদীর গল্পকে ভালোবেসেছো তুমি, তাকে নয়।
- শেহেরজাদীকে ভালোবাসি বলেই তার গল্পদের ভালোবাসি। বালক নই মেয়ে...পুরুষ রূপকথায় ভোলে না, তার রাজকন্যা চাই...
- চেনো বুঝি আমাকে তুমি?
- চিনি তো...চুপচাপ একাকী রাতজাগা এক কিশোরী, যার মনখারাপের সাক্ষী থাকে ভেজা বালিশ। সেই মেয়েটা যে শ্রাবণ নামলে বৃষ্টিজলে ভেজার সময়ে মিশিয়ে দেয় চোখের নোনা জল...তুমি তো সেই মেয়েটা যে রূপটান শেষে আয়নায় তাকালে দেখো কষ্টের জলছাপ...চিনিতো তোমায়...তোমার সাথে আমার চেনা ছায়াপথে...বহুদিন পথ হেঁটেছি পাশাপাশি...

- তুমি না অসহ্য!!
- তুমিও অসহ্য...তবে অসহ্য ভাললাগা!!
- আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছো?
- আল্লাদ তোমার একার সম্পত্তি বুঝি? আল্লাদ করা আমারও মৌলিক অধিকার।
- তোমারটাই মৌলিক অধিকার...আমারটা যৌগিক!!
- হবেইতো...আমার ভাবনাটা খাঁটি...একদম নিখাদ ভালবাসা!!
- এইইই শোন...
- বলো সিনোরটা...আমার রাজকন্যা!!
- তুমি বড় হবে কবে বলতো?
- শোন মেয়ে...
মন সাবালক হোক, অনুভূতিরা নাবালকই থাকুক!!
ঝুমকোর দোলায়, নূপুরের শিঞ্জনে আটকে থাকুক প্রেমিক হৃদয়,
ঝাকঁড়া চুলের ফাঁকে ধরা পড়ুক গেরুয়া বিকেল, আর
রুক্ষ নীলাভ গালে চোরকাঁটার জংগলে দিক হারাক প্রেমিকা মন।
ঘোর বরষা দিনে কাজল ঘেরা চোখের চাহনিতে আকাশকে ভুলে
বুকের মাঝে ঝলকে উঠুক বজ্র-বিদ্যুত,
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কাকভেজা অপেক্ষাকে দেখে
বৃষ্টিজল উপেক্ষা করে পথে নামুক ভালোবাসারা।
মেঘের কোমল আশ্রয় দিক কারো বুকের কাশবনে,
আঙুল ছোঁয়ায় রক্তে জাগুক ময়ুরাক্ষী নদীর স্রোত,
রাত গহীনে এলোমেলো কথায় ফুটুক লক্ষকোটি জারুল ফুল।
হাজার বছর, অনন্তকাল পেরিয়ে এলেও
প্রেমের বয়স থমকে না হয় থাকুক সেই আঠেরোতেই!!

- বাহ!! আমার কবিতা আমাকেই দিচ্ছো?
- তুমি যে সত্যি বলো...তুমি কবি!!
- সবাইয়ের কবি নই কিন্তু, কারো কারো...
- ‘কারো’টা দু’বার হয়ে গেলো যে...দ্বিতীয় ‘কারো’টা করাত হয়ে কাটছে...
- খালি ফাজলামি তোমার!!
- ফাজিলের বুঝি মন থাকতে নেই?
- সবার সাথেই তুমি এমন...
- হা হা হা...এবারে সত্যি তুমি ছোট্ট মেয়ে...
- মানে কি?
- ওই যে মেয়েলী মেয়েলী আল্লাদী কথাখানি!! সবাইকে নাগো মেয়ে...শুধু রাজকন্যাকেই বলি...
- এইসব মনরাখা কথা তুমি সবাইকেই বলো...আমার মন অন্য কোথাও রেখো ছেলে!!
- চারপাশে তুমি আর তুমি...আশেপাশে যাকেই বলি না কেন সেতো তোমাকেই বলা!!

- ইশশ!! কবে যে তোমার সাথে কথায় জিততে পারবো?
- সে আশা ছেড়ে দাও সিনোরিটা।
- অবশ্য আমার হারতেই ভালো লাগে।
- আর আমার হারাতে...
- তুমি বোকা!!
- সে ছিলাম বটে। আজকাল নিজেকে বুদ্ধিমান মনে হয়...
- কেন বলতো?
- নইলে কি আর রাজকন্যা আমার কাছে ইচ্ছে করে হারে...
- আমি তোমার কল্পনায় গড়া রাজকন্যা ছেলে...তুমি চাইলেই আছি, আর না চাইলেই নেই!!
- নাহ!! আমার রাজকন্যা জলজ্যান্ত...তাকে রোজ দেখি।
- প্লিজ!! বোলো না যে স্বপ্নে দেখো...
- নাহ তেমন নয়। চোখ বুজলেই তাকে দেখি আর চোখ খুললেও। চাইলেই তাকে দেখি।

- তুমি না আসলেই অসহ্য!!
- সেতো তুমিও...অসহ্য ভালোলাগা...তারও বেশী কিছু!
- তার বেশী আর কি হয়?
- যখন অসহ্যও অভ্যেস হয়ে যায়...তখন চলে অভ্যেসের চর্চা! সে এক আজব নেশা...এই নেশা থেকে কোন মুক্তি নেই। মুক্তি পেতেও চাই না...হারাতে চাই কেবল।
- মরতে সাধ হয় ছেলে?
- মরেও কি আর তেমন সুখ? বিলীন হয়ে যেতে সাধ হয়...কবিতার শেষ কথা হতে বড় সাধ হয়। ও তুমি বুঝবে না মেয়ে!!
- তোমার সাথে কথা বুনতে ভালো লাগে ছেলে। তুমি কথায় কথায় হেঁয়ালি করো আর সে হেঁয়ালির জালে হারাতেও ভালো লাগে।
- শুনেই কেমন যেন ভালো লাগলো...ওম ওম জ্বর আসার আগের সময়!! এখন বুক ধুকপুক করছে...অস্থির লাগছে।
- ইশশ!! কথাইতো বুনছি...হৃদয়ে স্টিচ নয়!!
- কথা বুনতে বুনতে আরেকটু হলেই যে হৃৎপিণ্ড সেলাই হয়ে যাচ্ছিলো।
- ধ্যাত!! তুমি না একটা যা তা!!
- হুম্মম...তোমার যা ইচ্ছে তা লেখার খাতা!! মেয়ে কথা শুধু কি মুখেই বলি?
- উহুউউ...আঙ্গুলে টাইপ করে অক্ষরে...
- তার চেয়েও বেশী... আঙ্গুলের নিয়ন্ত্রণতো তোমার হাতে...কথাগুলো যে সব হৃদয় থেকে আসে...

- তুমি না...
- একটা যা তা...তাইতো? একদম!!
- উহুউউ...একটা পাগল!!
- হুম্ম...এখন বিশ্বাস করতে শুরু করেছি জানো?
- কি?
- এই কি তবে পাগল হবার লক্ষণ? পাগলদের কি এমনি লাগে প্রথম প্রথম? তবে পাগল হওয়ার মতো সুখ আর কিছুতেই নেই। আমি পাগলই হবো মেয়ে...
- লক্ষণগুলো বলতো শুনি…তারপরে রোগ নির্ণয়!!
- ঘুমাতে দাওনা, খেতে দাওনা, জিরুতে দাও না, ভাবতে দাও না, আবার না ভাবতেও দাও না…আরো লক্ষণ চাই?
- তুমি না…এমন করে বুঝি কেউ বলে?
- কবিতা জানি না, সংলাপ জানি না, গুছিয়ে কথা বলতে পারি না…শুধু পাগলের প্রলাপ বকি!! তবে একটা কথা খুব জানি...তোমার মনের ঐ কাঁচভাঙ্গা হাসি টের পাই না ভেবেছো? সে হাসো...আমি ওই তাচ্ছিল্যের হাসিও ভালোবাসি।

- ভাগ্যিস বোঝো না ঝড়ের গতিপথ...
- ঝড়ে উড়ে যাচ্ছি। গন্তব্য জানি না...গতিপথ বোঝার সুযোগ কই মেয়ে? উল্টে পাল্টে ডুবে ভেসে কোথায় চলেছি কে জানে?
- পাগল হয়েই ছাড়বে তবে?
- এভাবেই বুঝি লোকে পাগল হয়? দারুণ তো...পাগল হবোই হবো তবে।
- এতো ইচ্ছে পাগলামি।
- ইচ্ছে নয় মেয়ে...নেশা...মাতলামি!!
- কেমন সে নেশা ছেলে?
- এ এক আশ্চর্য নেশা...বোঝাতে পারবো না। যার হয় শুধু সেই জানে...
- কথার নেশা?
- কথা, দেখা, ফিসফাস, অদেখা, আড়াল, চুলের সুগন্ধ, বুকের তিল, ঠোঁটের বাঁক, আঁচলের রং...আরো কতো কি!!
- ইশশ!!
- তাইতো...

- শোন ছেলে...ঘুমাতে যাও তো...আজকের পাগলামির কোটা শেষ...
- যেতে ইচ্ছে করছে না...তবে ভয় লাগে পাগলামির রেশন কার্ড না বাতিল হয়ে যায়।
- সব পাগলামি একদিনে খরচ করতে দেবো না আমি। একটু একটুই সই...আমার সারাজীবনের পাগল চাই।
- অভিনন্দন মেয়ে...পেয়ে গেছো তোমার পাগল!! তবে পাগল হলেও আমি ধনী। সুইস ব্যাংকে পাগলামির একাউণ্ট আছে...প্রতিদিন অঢেল পাগলামি করেও ফুরাবে না দেখো।
- উহহহ!! তোমাকে নিয়ে যে কি করবো সেটাই ভেবে পাই না...রাখবো নাকি ফেলে দেবো সেই দোটানায় থাকি। সব দায়, সব ঝামেলা আমার ঘাড়েই চাপে।
- যেমনটা তোমারটা চাপে আমার ঘারে?
- কবে শুনি?
- কবে না শুনি?
- একটা দায়ের কথা শুনি?
- ওই যে...তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ!!

- আবার??
- কোটা শেষ বুঝি? আজকের?
- তোমাকে রাত জাগিয়ে রাখতে কষ্ট হয় ছেলে।
- অতলে ডোবাতে বুঝি কষ্ট হয় না?
- সে আমি জেনে বুঝে করিনি ছেলে। তুমি যে হঠাতই ঝাঁপ দিলে।
- ঝাঁপ না দিয়ে উপায় কি?
- উপায় নেই বুঝি? কতোদিন তোমার চোখে চোখ রাখিনি অতল!!
- রেখেই বা ছিলে কবে?
- বাতাসকে জিজ্ঞেস করে জেনে নিও সে ঝড় হয়েছিলো সেই কবে...
- সে ঝড় কি আর তোলা যায় না? সিডর কিংবা তিতলী?
- বাতাস যে দিক বদলেছে ছেলে...
- কি অনায়াসে কথাটা বললে!! আমার জানালা কিন্তু খোলাই আছে...তুমি জানোও না বাতাস দিক বদলানোর সময়ে কি ঝড় তুলে লন্ডভন্ড করে দিয়েছে আমায়...

- আজ তোমার কি হয়েছে বলতো? বড্ড পাগলামি করছো?
- আমিই কি জানি ছাই!! পাগল মানুষ...হা হা হা!!
- শুভঙ্করদের এমন পাগল হলে চলে? তাদের যে ঝড় রোদ জল সব উপেক্ষা করে গড়ির মোড়ে অন্তহীন অপেক্ষায় থাকতে হয়।
- ভুল বললে!! শুভঙ্কররাই পাগল হয়। সাতমহলা বাড়ির যে মালিকের ঘরে তুমি জোছনা হয়ে ঝরো, সে তোমার জন্য পাগল হবেনা কখনোই। আমি পাগল হই বলেই যে তুমি নন্দিনী!!

© শিখা রহমান

বিঃদ্রঃ এই ব্লগে আমার চেনা একজনই পাগল আছে। এই পাগলামি তাকেই দিলাম। যার বোঝার সে বুঝে নিক, যার খোঁজার সে খুঁজে নিক। ভালো থেকো পাগলামিতে আর ভালোবাসায়।

মন্তব্য ৫৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরিইইই, এত্ত ত্বরা শ্যাষ!!
আরিকটু চললে কিইবা বাপু ক্ষতি ছিলো?
মুগ্ধতা আর মুগ্ধতা............

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০০

শিখা রহমান বলেছেন: পাগলের মন বোঝা দায়!! চাইলেই কি আর সে কথার জাল বোনে? চাইলেই কি আর সে কথা শোনে?

তার পাগলামির প্লাবন শুধু ভাসাতে জানে, ডোবাতে জানে। পাগল বলেই হয়তো সে জানে না যে তার পাগলামি কতোখানি উথাল পাথাল করায় কাউকে!!

মন্তব্যের জন্য ভালোবাসা ছেলে। শুভ পাগলামি।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৯

হাবিব বলেছেন: আমি কার জন্য পথ চেয়ে রবো...........

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৮

শিখা রহমান বলেছেন: হাবিব আপনি কারো জন্য পথ চেয়ে ছিলেন নাকি? B:-)

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৩

হাবিব বলেছেন: পাগলামির কোটা শেষ............??????

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১০

শিখা রহমান বলেছেন: হাবিব লেখায় শেষ করতেই হলো। নাহলে পাগলেরা যে অনন্তকাল ঝি ঝি পোকার মতো গুণগুণিয়ে কথা বলতেই থাকে। আপাতত পাগলামির মৌমাছি মগজেই গুণগুণ করুক!!

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৫

হাবিব বলেছেন:




গানে তো শুনছিলাম তিন পাগলের মেলা হয়......!
এখানে তো দেখছি দুই পাগলেই মেলা বসিয়েছেন.......!!

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১২

শিখা রহমান বলেছেন: হাবিব তিন পাগলে মেলা হয়, কিন্তু পাগলামির পঙক্তিমালা দুজন পাগলেই লিখতে হয়। :)

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ সকাল। শুভকামনা নিরন্তর!!

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাগল হলেও ছোড়ার এলেম আছে মাইরি। ঠাস ঠাস ছোড়া কয়েছে জবর :P
ছোড়ার পাগলামো আমায়ও উথালপাথাল করেছে.......

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২০

শিখা রহমান বলেছেন: সে ছেলে ভাবে পাগল হলেও তালে একদম ঠিক :P কথার মারপ্যাচে একদম ধরাশায়ী করে দিতে পারে। সে হচ্ছে মুষ্টিযোদ্ধা পাগল =p~

তুমি তো এমনিতেই একটু পাগল আছো। লেখা দিয়ে সাঁকো নাড়ানোর কথা মনে করিয়ে দিলাম কি? #:-S

এইই ছেলে...ভোরবেলাতেই লেখাটা পড়ার জন্য এত্তো ধন্যবাদ। শুভ সকাল। ভালো থেকো ভালোবাসায় আর পাগলামিতে।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

হুমম্‌ বলেছেন: চমৎকার, ভারি মিষ্টি একটা লিখা পড়লাম অনেকদিন পর :)

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০০

শিখা রহমান বলেছেন: হুমম্‌ শুভ সকাল!! আপনাকে আমার লেখায় প্রথম পেলাম। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা নিরন্তর। ভালো থাকুন সবসময়।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

বলেছেন: আমি পাগল হই বলেই যে তুমি নন্দিনী --------ওয়াও ++++




মুগ্ধ মোর হিয়া!!

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১১

শিখা রহমান বলেছেন: ল সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শেষের দুটো সংলাপ আমারও প্রিয়।

শুভ সকাল!! ভোরেই কবির মন্তব্যে দিনটা আলো হয়ে গেলো।

প্লাসের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর!!

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩

রাজীব নুর বলেছেন: আহা বেশ বেশ----

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

শিখা রহমান বলেছেন: রাজীব মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর!!

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩

রাজীব নুর বলেছেন: আহা বেশ বেশ----

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

শিখা রহমান বলেছেন: রাজীব পড়ার জন্য আবারো ধন্যবাদ।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫২

হাবিবহাসান বলেছেন: দারুন প্রকাশ

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

শিখা রহমান বলেছেন: হাবিবহাসান আপনাকে আমার লেখায় প্রথম পেলাম। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা নিরন্তর। ভালো থাকুন সবসময়।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২০

মোস্তফা সোহেল বলেছেন: শীত সকালে চা খেতে খেতে লেখাটা পড়তে মন্দ লাগেনি।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

শিখা রহমান বলেছেন: সোহেল ব্যস্ততার কারণে উত্তর দিতে দেরী হয়ে গেলো। :(

শীতের সকালে চায়ের সাথে আমার সামান্য লেখা আপনাকে সঙ্গ দিয়েছে শুনে ভালো লাগলো।

পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর। ভালো থাকুন সবসময়।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

নীল আকাশ বলেছেন: অনাদিকাল কাল থেকে যেটা শোনার অপেক্ষায় থাকি.........
কিংবা যেটা শোনার জন্য প্রতিটা মেয়ের মন সারা জীবন তৃষিত হয়ে থাকে......
সাত সকাল বেলা কথোপকথন পড়তে ভালো লাগল।
শুভ সকাল আর শুভ কামনা রইল।
ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

শিখা রহমান বলেছেন: নীল সুন্দর মনকাড়া মন্তব্যে ভালোলাগা রইলো।

শুভ সকাল!! ব্যস্ততার কারণে উত্তর দিতে দেরী হয়ে গেলো। :(

সুন্দর কাটুক সারাটা দিন। শুভকামনা অফুরন্ত!!

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২১

রাফা বলেছেন: হ্যালো ........শি.রহমান ।আমি কিন্তু আদালতে কেস ঠুকে দিবো।এই কথপোকথন কোথায় পেলেন আপনি !! এই সংলাপ'তো আমার আর তার..! জাস্ট কিডিং :P

ধন্যবাদ,মিষ্টি কিছু সংলাপের জন্য-শি রহমান।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

শিখা রহমান বলেছেন: রাফা ঠুকে দিন আদালতে কেস!! :) "এই সংলাপ'তো আমার আর তার..! " --- বুঝতেই পারছেন কিভাবে পেয়েছি। :P

আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য "শি.রহমান"এর ধন্যবাদ। ভালো থাকুন সবসময়। শুভকামনা সতত!!

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী বলব! ভাষা হারিয়ে ফেললাম!! সংলাপের ভেতর এমনভাবে ডুবে গিয়েছিলাম যে মনে হচ্ছিল কোন দুর্দান্ত রোমান্টিক মুভি দেখছি!!! নাহ, তা-ও নয়; কোন মুভিতেই এমন সংলাপ রচয়িতা খুঁজে পাওয়া যাবে না। এমন সংলাপ শুধু একজনের ভেতর থেকেই বের হয়ে আসতে পারে। আর সে একজন আপনিই। অভূতপূর্ব!

আপনার জানামতে এই ব্লগে পাগল যদি একজনই থাকে তাহলে বলব সেই পাগল ঈর্ষার পাত্র।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০২

শিখা রহমান বলেছেন: সম্রাট আপনি যখনই মন্তব্য করেন ভালোলাগার সাথে সাথে আমাকে অভিভূত করে দেন।

এই সামান্য লেখায় আপনি এভাবে ডুবে যেতে পেরেছেন শুনে আপ্লুত হলাম। মনে মনে কোন কল্পনার মানুষের সাথে কথা বলতে আমার বেশ লাগে। এমন সংলাপময় লেখা আমার বেশ কয়েকটা আছে। :)

"আপনার জানামতে এই ব্লগে পাগল যদি একজনই থাকে তাহলে বলব সেই পাগল ঈর্ষার পাত্র।" --- প্লিজ তাকে ঈর্ষা করবেন না!! বেচারা মনে হয় আমার বকবকানিতেই একটু পাগল পাগল হয়ে গেছে। :P

পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা কবিসম্রাট। ভালো থাকুন সবসময়। শুভকামনা সতত!!

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রিয়জনের সংস্পর্শে প্রতিটা মূহুর্ত হয়ে ওঠে রঙিন,প্রাণব্ন্ত.....
সময়ের অদৃশ্য কাটা থমকে যায়......

দৈনন্দিন জীবনের কথাও হয়ে ওঠে মধুময়.....
খুনসুঁটিতে কেটে যায় মূহুর্তের পর মূহুর্ত.....

প্রিয়জনের কথায় বিষন্ন মনটা ভালো হয়ে যায়....
বহুদিন থাকে এ ভালোলাগা.....

চলুক না এ পাগলামি....

বরাবরের মতোই মুক্তোর ন্যায় এ ঝরঝরে লেখায় ভালোবাসাটুকু রেখে গেলাম.....

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স কি সুন্দর কাব্যিক মন্তব্য!!

আজকাল কাব্যদেবী মনে হচ্ছে আপনার ওপরে ভর করেছে। যা বলছেন তাই যে কবিতা হয়ে যাচ্ছে।

আপনাকেও এমন মনকাড়া মন্তব্যের জন্য ভালোবাসা ও শুভকামনা। ভালো থাকুন প্রাচীন পক্ষী।

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর সংলাপময় গল্প।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

শিখা রহমান বলেছেন: মোঃ মাইদুল সরকার পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

ভালো থাকুন সবসময়। শুভকামনা সতত!!

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই যে মেয়ে...ভালোবাসি ভালোবাসি ভালোবাসি...
- হুউউউ...এছাড়া কি আর তোমার কোন কথা আছে?

.........................................................................
হ্যাঁ আছে, আমি পাগলদের সবরকম চিকিৎসা করি
তবে ভালো হয়ে যাবার পর, সে আর কবিতা পড়ে না ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল আপনার কাছে থাকে আমার পাগলটাকে দুরে রাখতে হবে দেখছি। :||

পাগল না হলে ভালোবাসা যায় না। কেউ কেউ পাগলই থাকুক না হয় আজীবন।

মজার মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন সবসময়।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

ফয়সাল রকি বলেছেন: এটা কি আধুনিক কবিতা? বেশ রোমান্টিক তো!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

শিখা রহমান বলেছেন: ফয়সাল রকি ভালোবাসার চেয়ে সুন্দর কোন কবিতা কি হয়!! রোমান্টিক লেগেছে শুনে ভালো লাগলো।

পড়ার জন্য ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন সবসময়।

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: ছবিটা বেশ সুন্দর।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১০

শিখা রহমান বলেছেন: রাজীব ধন্যবাদ। ছবিটা আমারও বেশ ভালো লেগেছে। :)

২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! এমন কথা যে আপনি কি করে লিখেন !! বয়সটা বড্ড বেড়ে গেছে। কুড়ি বছর আগে পেলে যা হোক কিছু একটা করে ফেলতাম এই সংলাপটি পড়ার পরে , হা হা হা। চমকেরও চমক !!

শুভকামনা প্রিয় আপুকে।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

শিখা রহমান বলেছেন: পদাতিক আপনার মন্তব্য পড়ে আমিও হাসলাম। :)

আহা!! এমন কথা যে আপনি কি করে লিখেন !! --- প্রেমে যে পড়েছে একবার হলেও সে এমন কথা লিখতেই পারে।

বয়সটা বড্ড বেড়ে গেছে। কুড়ি বছর আগে পেলে যা হোক কিছু একটা করে ফেলতাম এই সংলাপটি পড়ার পরে --- প্রেমে পড়ার কি কোন বয়স আছে? প্রেমের বয়স সবসময়ে যে আঠেরোতেই থমকে থাকে। :)

মন্তব্যে ভালোলাগা রইলো। আপনাকেও অফুরন্ত শুভকামনা।

২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩

মনিরা সুলতানা বলেছেন: মধু মধু !!
আমার সব সময় ই এমন কথোপকথন অনেক ভালো লাগে ; সাথে যদি হয় প্রিয় প্রিয় কবি' র!!!! তাহলে তো কথাই নাই।
ভালোলাগা।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

শিখা রহমান বলেছেন: নীরা তুমি আমার কবিতার মেয়ে!! তুমি যে আমার সব কথোপকথনেই থাকো মেয়ে। :)

এত্তো ভালোবাসা রইলো। ভালো থেকো ভালোবাসায় আর কবিতায়।

২২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান,




"ভালোবাসি... ভালোবাসি...." যে অনাদিকাল থেকেই জলে-স্থলে একই সুরে বাঁশি বাজিয়ে যায়! তাইতো পাতার মর্মরে ওঠে তার ধ্বনি! বৃষ্টির জলে বেজে যায়, টাপুর-টুপুর! গহীন রাতে আকাশের বুকে লক্ষ জারুল ফুল ফোটে নক্ষত্র হয়ে!
হাযার বছর ধরে পৃথিবীর পথে পথে হেটে কেউ লিখে চলে পাগলামির পংক্তিমালা! সময় গড়িয়ে গড়িয়ে মহাকালে মেশে, মেশেনা শুধু ভালোবাসা, ঠায় দাঁড়িয়ে থাকে আঠারোর দরজায়....................

ভালোবাসা আসলেই একটা পাগলামী অথচ কিছুতেই আমরা তা ছেড়ে যেতে পারিনে যেমন এখানে আমার এক কবিতাতেও কেউ পারেনি----কতোদিন পরে !

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২১

শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস আপনার এই মন্তব্যটাও যে একটা কবিতা!!

কিভাবে যে এমন করে লেখেন, প্রতিটা লেখাকে এমন করে অনুভব করেন? আপনি আসলেই মন্তব্যের যাদুকর। আপনার মন্তব্য মানেই একরাশ মুগ্ধতা।

"ভালোবাসা আসলেই একটা পাগলামী অথচ কিছুতেই আমরা তা ছেড়ে যেতে পারিনে"--- পুরো লেখাটাকে এক বাক্যে কি সুন্দর করে বলে দিলেন। আপনার কবিতাটা পড়ে নেবো নিশ্চয়ই।

পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালোলাগা ও শুভকামনা নিরন্তর!!

২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

এনসিয়েন্ট মেরিনার বলেছেন: সাতমহলা বাড়ির যে মালিকের ঘরে তুমি জোছনা হয়ে ঝরো, সে তোমার জন্য পাগল হবেনা কখনোই। আমি পাগল হই বলেই যে তুমি নন্দিনী!!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২

শিখা রহমান বলেছেন: এনসিয়েন্ট মেরিনার আপনাকে আমার লেখায় প্রথম পেলাম।

লেখার সবচেয়ে প্রিয় সংলাপটাই আপনি মন্তব্যে এনেছেন। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা নিরন্তর। ভালো থাকুন সবসময় প্রাচীন নাবিক।

২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ জন্মদিন !:#P !:#P !:#P

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স অনেক অনেক ধন্যবাদ।

ব্যস্ততার কারণে উত্তর দিয়ে দেরী হয়ে গেলো। ক্ষমা করবেন। :(

ভালো থাকুন প্রাচীন পক্ষী।

২৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: প্রথমতঃ তোমাকে ......শেষ পর্যন্ত তোমাকে চাই।। কথোপোথনে, তারই কি প্রকাশ কি নি!!
জন্মদিনে ফুলেল শুভেচ্ছা রইলো।।
ভাল থাকুন, সর্বদা।।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

শিখা রহমান বলেছেন: সচেতনহ্যাপী আপনাকে আজকাল লেখায় মাঝে মাঝে পেয়ে ভালো লাগছে। পাগল না হলে কি আর ভালোবাসা যায়? প্রথম থেকে শেষ পর্যন্ত অসম্ভবকে চেয়ে যাওয়াই যে ভালোবাসা।

শুভেচ্ছার জন্য ধন্যবাদ। ব্যস্ততার কারণে উত্তর দিয়ে দেরী হয়ে গেলো। ক্ষমা করবেন। :(

আপনিও ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর!!

২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্যস্ততা জীবনেরই অংশ......

মনে হয় আপনার কথাই ঠিক...

আমার উপর কাব্যদেবীর অভিশাপ লেগেছে B-))

একটা সাধারণ ইংরেজি কবিতা লিখেছি....

সময় পেলে দেখতে পারেন....

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স "মনে হয় আপনার কথাই ঠিক...

আমার উপর কাব্যদেবীর অভিশাপ লেগেছে B-)) "
--- আমি কি তবে অভিশপ্ত? :(

আপনার কবিতা কখনোই সাধারণ নয়। অবশ্যই পড়ে নিচ্ছি।

সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন কাব্যময় প্রাচীন পক্ষী।

২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: না না.. আপনি অভিশপ্ত হবেন কেন??

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স বিজয় দিবসের শুভেচ্ছা।

দুষ্টামি করছিলাম একটু। ঐ যে বললেন কাব্যদেবীর অভিশাপ তাই বললাম। আমিও একটু আধটু কবিতা লেখার চেষ্টা করি কিনা। :P

ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর!!

২৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

ফয়সাল রকি বলেছেন: আবৃত্তি করতে পারলে মন্দ হতো না। তোলা থাকলো, সুযোগ পেলে একবার চেষ্টা করে দেখবো।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

শিখা রহমান বলেছেন: ফয়সাল রকি তাই? আবৃত্তি করতে পারলে প্লিজ পোস্ট করে দেবেন।

আগাম ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা সতত!!

২৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: ইশ, এই পাগলামির পংক্তিমালা যে এই পাগলীটাকে আরও পাগল করে দিচ্ছে আপু :((

২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

শিখা রহমান বলেছেন: কথার ফুলঝুরি! হলেই না হয় একটু পাগল!! পাগলামি থেকেই যে ভালোবাসা হয় আর কবিতা!!

অনেক ধন্যবাদ পড়ার জন্য আর এত্তো ভালোবাসা। ভালো থেকো মিষ্টি কবি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.