![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
এই মেয়ে!!
আমার ‘ক্লিওপেট্রা,
ভালোবাসা মানে কি জানো?
খুবই সহজ…'শুধু 'তুমি'।
'তুমি' আর 'তুমি'। স্রেফ 'তুমি'।
আমার 'তুমি', আমার সারাবেলা।
কি প্রচন্ড সে ভালোবাসা জানো?
সকাল নেই, বিকেল নেই, সাঁঝ নেই, রাত্রি নেই, দুপুর নেই…
কেবল ভালোবাসি আর ভালোবাসি।
বিরতিহীন ক্লোজডোর ভালোবাসা।
অফিস ডেস্কে বসে ভালোবাসি।
কিবোর্ডে খটাখট করতে করতে ভালোবাসি।
বসের বিরক্তিকর লেকচার শুনতে শুনতে ভালবাসি।
সুন্দরী রিসেপশনিস্টকে গুড মর্নিং
কিংবা সায়োনারা বলতে বলতে ভালোবাসি।
হাবা সাবঅর্ডিনেটকে হাসিচ্ছলে ধমকাতে ধমকাতে ভালোবাসি।
বুক ভরা নিকোটিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে ভালোবাসি।
ক্যাফেটেরিয়ায় স্যান্ডউইচ কিংবা রোল চিবোতে চিবোতে ভালোবাসি।
অসহ্য ট্রাফিক জ্যামে বিরক্ত হতে হতে ভালোবাসি।
ক্লান্তি ছাপিয়ে সিঁড়ি ভাঙ্গতে ভাঙ্গতে ভালোবাসি।
লিফটের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোবাসি।
ঘরে ঢুকে কাপড় ছাড়তে ছাড়তে ভালোবাসি।
ইয়োগার আসনে মেডিটেশন করতে করতে ভালোবাসি।
আনমনে স্যুপের চামচ নাড়তে নাড়তে ভালোবাসি।
টিভির রিমোর্ট এলোমেলো চাপতে চাপতে ভালোবাসি।
বিছানায় গড়াতে গড়াতে ভালোবাসি।
অবাধ্য চোখদুটো বুজতে বুজতে ভালোবাসি।
ভাবতে ভাবতে ভালোবাসি,
আবার না ভেবেও ভালোবাসি।
আদতে ভালোবাসা সে অক্সিজেন।
বাঁচার ভারি সুখ.......
© শিখা রহমান
সিরিজের আগের পংক্তিমালারাঃ
নন্দিণী আর শুভঙ্কর (পাগলামির পংক্তিমালা - ১)
বিঃ দ্রঃ একদা অন্তর্জালের নিঝুমপুর নামের এক অলীক শহরে জয় নামের চল্লিশ ছুঁই ছুঁই এক সদ্যজাত যুবক ভালোবেসে ফেলেছিল অরণী নামের এক বিদ্যুৎশিখাকে।
যখন দেখা তখন দু’জনেই সংসারী। বসবাস দুই গোলার্ধে আর মাঝখানে অনতিক্রম্য সমুদ্র। দিগন্তরেখা পেরিয়ে ক্ষুদেবার্তায় চলতে থাকে টুকটাক আলাপচারিতা, নুন হলুদের গন্ধ মাখা দাম্পত্যের মাপজোখ আর স্বপ্নমাখা পাগলামি।
ওদের কখনোই কোন গল্প ছিলো না। কিছু একান্নবর্তী স্বপ্ন ছিলো। শুধু পরষ্পরকে সাথে নিয়ে বেঁচে থাকা ছিলো...সেই খাপছাড়া কবিতার মতো, পংক্তিমালায় অন্ত্যমিল নেই। অথচ স্রোতস্বিনী অন্তহীন বয়ে চলার ছন্দ আছে।
ঐ দুজনের গোপন ভালোবাসাবাসির আর পাগলামির নিত্যসঙ্গী ছিলাম আমি। জানতে চেয়েছিলাম কৌতুহলী হয়ে একবার “কেমন করে দেখা হল, দেখা হয় তোমাদের?” অরণী হেসে উঠে বলেছিলো “যেমন করে বিদ্যুৎশিখার সঙ্গে আকাশের দেখা হয়, হঠাৎ করে চমকে যাওয়ার মতো। এখানে ওখানে রাস্তা ঘাটে তো প্রায়ই দেখতে পাই ওকে, যেমন করে ছায়া দেখে তার অবয়বকে।“
ওদের দুজনের শুধু ছিলো, শুধুমাত্র রয়ে গেছে হৃদিভরা একরাশ পাগলামি!! তাদের আবীর মাখানো কথোপকথনগুলো লিখে রাখতে ইচ্ছে হলো অনেক আলোকবর্ষ পেরিয়ে এমনই হঠাত দেখা হয়ে যাওয়া কোন জয় আর অরণীর জন্যে!! “যারা ভালোবাসে, ভালোবেসে জ্বলে, জ্বলে পৃথিবীর দিগন্তকে রাঙিয়ে দেয় ভিন্ন এক গোধূলি-আলোয়, তাদের সকলেরই অনেক আপন-কথা, গোপন-কথা রয়ে গেছে এর ভিতরে।“
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭
শিখা রহমান বলেছেন: স্রাঞ্জি সে আপনাকে আবারো ব্লগে পেয়ে ভালো লাগছে।
আপনি সাধারণত নীরব পাঠক। মন্তব্য যখন করেছেন তখন বুঝেই নিচ্ছি যে এই পাগলামির পঙক্তিমালা (জয়ের কথাগুলো) আপনার হৃদয় ছুঁয়ে গিয়েছে।
"এই কবিতাটি বিদ্যুৎতের মত হৃদয়টাতে চমকে উঠল। শিহরিত হলো পড়তে পড়তে।" --- মন্তব্য পড়ে ভালোলাগায় আচ্ছন্ন হলাম। আর কবিতাটা সার্থক মনে হলো।
ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়। শুভকামনা সতত!!
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার 'তুমি', আমার সারাবেলা।
কি প্রচন্ড সে ভালোবাসা জানো?
...................................................................................
ভালবাসা ভালবাসা ভালবাসা ...........তুমি
ভালবাসি ভালবাসি ভালবাসি ...........আমি
হৃদয় থেকে প্রস্ফুটিত গোলাপ ...........আমাদের ।
....................................................................................
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল সুন্দর কাব্যিক মন্তব্যে ও ছবিতে ভালোলাগা রইলো।
"আমার 'তুমি', আমার সারাবেলা।
কি প্রচন্ড সে ভালোবাসা জানো?" --- লাইন দুটো আমারও পছন্দের।
পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়। শুভকামনা সতত!!
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০
নজসু বলেছেন:
অরণীর জবাবটা তো চমৎকার ছিলো।
মন ভরে গেলো কবিতা পাঠে।
সময় সুযোগ মতো আবার আসবো।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
শিখা রহমান বলেছেন: নজসু এটা কিন্তু জয়ের কথামালা। অরণীর জবাব পাগলামির পংক্তিমালা - ৩ য়ে পোষ্ট করে দেব।
ব্যস্ততার মাঝেও সময় করে পড়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আবার আসার অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন সবসময়। শুভকামনা ফার্স্ট বয়!!
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: জয় ও অরণীর পাগলামির পংক্তিমালায় একরাশ মুগ্ধতা । যে আলোকচ্ছটায় তারা আলোকবর্ষ দূর থেকেও আমাদের অন্তরে রিনরিন করে বেজে উঠুক । ভালোবাসার পরশে সিক্ত হোক আমাদের কাব্যিক মন ও আমাদের আপনজনও।
শ্রদ্ধা ও ভালোবাসা প্রিয় আপুনিকে।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
শিখা রহমান বলেছেন: পদাতিক আপনি যে কিভাবে এমন সব সুন্দর শব্দমালা খুঁজে পান? আপনার মন্তব্যগুলো কবিতার মতোই ছন্দময় আর আবেগী।
বরাবরের মতোই মন্তব্যে অভিভূত ও অনুপ্রাণিত হলাম।
আপনাকেও অফুরন্ত শুভকামনা ও পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার ব্লগে প্রচন্ড ভালোবাসার আহব্বান আছে
তা কি জানা আছে ???
...................................................................................
শঙ্খচিল ঘুড়ে বেড়ায় সারাদিন
ভালবাসার টানে !!!
...................................................................................
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল তাই বুঝি? সময়ের অভাবে আপনার ব্লগে যাওয়া হয়নি। একটু উঁকি দিলাম। হৃদয় ও হৃৎপিণ্ড বিষয়ক পোস্ট দেখলাম। সময় করে পড়তে হবে।
"শঙ্খচিল ঘুড়ে বেড়ায় সারাদিন
ভালবাসার টানে !!!" --- আমার ব্লগে ভালোবাসার টানে আসার জন্য এত্তো ধন্যবাদ।
ভালোলাগা আর শুভকামনা নিরন্তর!!
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৪
হাবিব বলেছেন: আলাদা করে আর সুন্দর বলে কি হবে..।
আপনার কবিতা আপনার মতোই
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
শিখা রহমান বলেছেন: হাবিব তবে কি ধরে নেবো কবিতা সুন্দর লাগেনি?
আমার কবিতা আমার মতোই??? কবিতাটা কেমন হয়েছে বললে বুঝে নিতাম না হয় আমি কেমন।
পাশে থাকার জন্য ধন্যবাদ ও শুভকামনা কবি।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: সায়োনারা বলতে কি জাপানি ভাষার বিদায় বুঝিয়েছেন?
সময় নিয়ে পড়ে মন্তব্য করবো...
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স হুউউউউ...সায়োনারা বলতে জাপানি ভাষার বিদায় বুঝিয়েছি। খেয়াল করার জন্য ধন্যবাদ।
মন্তব্যের অপেক্ষায় থাকলাম। শুভকামনা সতত!!
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
আরোগ্য বলেছেন: পুরো কবিতা ভালোবাসায় সিক্ত। খুব সুন্দর হয়েছে।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০১
শিখা রহমান বলেছেন: আরোগ্য কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ও সুন্দর মন্তব্যে মন ভালো করে দেয়ার জন্যে ভালোলাগা।
ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর!!
৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: প্রকৃত ভালোবাসার জন্য উপলক্ষ লাগে না......
প্রিয়জনের সাথে প্রতিটি মূহুর্তই রঙিন, প্রাণবন্ত....
পাহাড়ী ঝরণার ধারার মতোই এ ভালোবাসা অনন্ত প্রবাহমান.....
অম্লজানের মতোই জীবন সুধা......
তাই তো ভালোবাসা বেঁচে থাকে... জীবনের প্রতিপাঠে..... সদা সর্বদা
মনোলোভা কথামালায় একরাশ মুগ্ধতার আবেশ দিয়ে গেলাম....
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আপনি আসলেই কবি। এমন সুন্দর ঝর্নার মতো প্রানবন্ত এক ঝাঁক শব্দদের উপহার দেবার জন্য এত্তো ভালোলাগা আর মুগ্ধতা।
আপনার মন্তব্যে আবেশিত হলাম। ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়।
ফিরে এসে মন্তব্য করার জন্য একরাশ ভালোলাগা রইলো। শুভকামনা নিরন্তর!!
১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯
মিথী_মারজান বলেছেন: ইশ্! আপু!!!
যেমন সুন্দর পংক্তিমালা ঠিক ততটাই সুন্দর পেছনকার ভালোবাসার গল্প।
আমিও আপনাকে ভালোবাসি আপু।
আপনার লেখা পড়তে পড়তে, শব্দের জাদুতে আচ্ছন্ন হতে হতে আপনাকে ভালোবাসি।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
শিখা রহমান বলেছেন: মিথীমনি ইশশ!! তুমি না থাকলে আমার শহরে ভালবাসার জারুল ফুল ফোটে কই? ভাগ্যিস!! তুমি ভালোবাসো...
তোমার মতো এমন করে আমাকে আর কেই বা ভালোবাসে আর কেই বা বোঝে? তোমাকেও ভালোবাসি শব্দের যাদুতে ফুল ফোটানো মেয়ে!!
এত্তো এত্তো ভালোবাসি। ভালো থেকো ভালোবাসায় আর কবিতায়।
১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
শিখা রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব। শুভকামনা সতত!!
১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
মাহমুদুর রহমান বলেছেন: শেষ কথাটা মন ছুঁয়ে গেল।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১২
শিখা রহমান বলেছেন: মাহমুদুর রহমান সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায়। শুভকামনা নিরন্তর।
১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিশেষ দ্রষ্টব্যে যে কথাগুলো লিখেছেন সেগুলোই আসলে কবিতার মূল বিষয়। এই লাইনগুলোও একটা কবিতা। এত সুন্দর করে শব্দের গাঁথুনী দিয়ে পাঠকদেরকে বিহবল করে দেওয়া একমাত্র আপনাকেই মানায়। প্লাস।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২১
শিখা রহমান বলেছেন: সম্রাট বরাবরের মতোই মন্তব্যে ভালোলাগা রইলো।
বিশেষ দ্রষ্টব্যের কথাগুলো পত্রীর কথোপকথন কাব্যগ্রন্থের ভূমিকার আদলে লিখেছি। যেহেতু কবিতাগুলো দুজন নির্দিষ্ট মানুষের মাঝে, সেজন্য তাদের গল্পটা বলা দরকার ছিলো।
আপনার গল্পটা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। আপনার ভালোলাগা আমার জন্য অনেক বড় পাওয়া।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা কবিসম্রাট!!
১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
শায়মা বলেছেন: জয় আর অরনীকেও এইখানে পড়তে পড়তে ভালোাবাসি...
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫
শিখা রহমান বলেছেন: শায়মামনি জয় আর অরনীকে ভালোবাসার জন্য ধন্যবাদ।
আর তোমাকে ভালোবাসার তো এত্তো এত্তো কারণ। শুধু জানি ভালোবাসি, ভালোবাসি তোমাকে।
এত্তো ভালোবাসা আর আদর থাকলো। শুভকামনা গুণী মেয়েটা!!
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইয়াত্ত ভালোবাসা!!!
ছোড়ার এনার্জিও মাইরি...........
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪
শিখা রহমান বলেছেন: কি করি আজ ভেবে না পাই আসলেই কাজ নাইতো তাই এত্তো এনার্জি!! একটাই কাজ তার, ভালোবাসা আর ভালোবাসা।
পড়ার জন্য (তুমি কবিতা পড়তে চাও না জানি ) আর মন্তব্যের জন্য ভালোলাগা পাগল!!
ভালো থেকো ভালোবাসায় আর পাগলামিতে। শুভকামনা নিরন্তর!!
১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন: জয় আর অরনীকেও এইখানে পড়তে পড়তে ভালোাবাসি...
আমিও কপিক্যাট হয়ে হয়ে ভালোবাসি....
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯
শিখা রহমান বলেছেন: কি করি আজ ভেবে না পাই তুমি কপিক্যাট শুধু না, একদমই আল্লাদী বিল্লী একটা!!
কপি না করলে ভালবাসতে পারো না বুঝি? কবিতায় এত্তো অনীহা
১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
কথার ফুলঝুরি! বলেছেন: আপু আমি তোমার লেখাটি পড়ছিলাম, শুরু করার পর ঠোঁটের কোনে এক চিলতে হাসি, আর পড়তে পড়তে যতই সামনে যাচ্ছিলাম সেই হাসিটা আরও গাড় হচ্ছিলো, শেষ হল একরাশ মুগ্ধতা নিয়ে । এত ভালো লেগেছে কবিতা সাথে নিচের লেখাটা যে আমি ভাষা খুজে পাচ্ছিনা যেন কি বলবো ।
কবিতাটার ভালোবাসাবাসির মাঝে আমি আমার নিজেকেই খুজে পেলাম আপু, কারন আমিও যে আমার বিশেষ কবিকে এভাবেই সারাক্ষণ ভালোবাসতেই থাকি । শুধু এই মেয়ের জায়গায় এই ছেলে হবে আমি ঠিক এই থিমে একটি কবিতা লিখবো আপু, যদিও আপনার মতো চমৎকার তো হবেনা কিন্তু তবুও লিখবো, খুব ইচ্ছে হচ্ছে !
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
শিখা রহমান বলেছেন: কথার ফুলঝুরি! লেখায় পেয়ে ভালো লাগলো। কথার এমন মিষ্টি আলো আলো ফুলঝুরি কার না ভালো লাগে?
তোমার কবিতাটা এমন ভালো লেগেছে জেনে মন ভরে গেলো। পাগলামির পংক্তিমালা যেহেতু সিরিজ হবে ভাবছি, তাই দুই চরিত্রকে পাঠকের সাথে পরিচয় করিয়ে দিতেই হয়।
"কবিতাটার ভালোবাসাবাসির মাঝে আমি আমার নিজেকেই খুজে পেলাম আপু, কারন আমিও যে আমার বিশেষ কবিকে এভাবেই সারাক্ষণ ভালোবাসতেই থাকি ।" --- কবিতাটা সার্থক মনে হলো।
আর প্লিজ কবিতাটা লিখে ফেলো। লিখলে জানিও। পড়ে নেবো অবশ্যই।
ভালোলাগা আর ভালোবাসা মিষ্টি ফুলঝুরি। ভালো থেকো ভালোবাসায় আর কবিতায়।
১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালবাসা এমনিতো হয়
ক্ষণে ক্ষণে হারাবার ভয়
.............................।
তবুও ভালবাসা বেঁচে থাকুক।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
শিখা রহমান বলেছেন: মোঃ মাইদুল সরকার সুন্দর মন্তব্যের জন্য একরাশ ভালোলাগা।
হুউউউউ...তবুও ভালবাসা বেঁচে থাকুক।
পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়। শুভকামনা নিরন্তর।
১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো আপি
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
শিখা রহমান বলেছেন: কাজী ফাতেমা ছবি কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া।
পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়।
শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০০
স্রাঞ্জি সে বলেছেন:
দিনরাত্রির ক্লান্তিহীন ভালবাসার যেন অক্সিজেন না ফুরিয়ে যায়।.....
কবিতার চরণগুলোও যেন আমাকে প্রেমে আচ্ছন্ন করে পেলেছে.....
এই কবিতাটি বিদ্যুৎতের মত হৃদয়টাতে চমকে উঠল। শিহরিত হলো পড়তে পড়তে।