নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

জলাবর্ত

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬



বৃষ্টি নামলেই সব খুলে দেই;
চুলের বাঁধন, চোখের কাজল,
ঠোঁটের লালিমা, শাড়ির আঁচল।

জলের সাথে কোন আড়াল রাখি নাতো!!
জলের ভ্রমণ কোমরের বাঁকে বাঁকে,
অসূর্যস্পর্শ্যা শঙ্খশাদা উরুর ফাঁকে,
সুডৌল গোড়ালিতে, মসৃণ পিঠের ঝলকে।

কানের লতিতে, চোখের পল্লবে
জলের ঝুমকো দোলে।
বৃষ্টি জেনে যায় বুকের খাঁজের গোপন সুগন্ধ,
নিতম্বের লালচে বাদামী তিলের স্থানাঙ্ক।

বৃষ্টি নামলেই
বাদামীরঙা ঝাঁ চকচকে যৌবন দ্রবীভূত,
খানাখন্দ, রাস্তা, শহর পেরিয়ে বয়ে
চলে নদীতে, সমুদ্রে...
মেঘ হয়ে সে ঝরে পড়ে কোন একদিন
তোমার শহরে।

পার্কের বেঞ্চিতে চুপচাপ বসে তুমি,
অথবা আনমনে ফুটপাতে,
হঠাত বরষা ভেজায় তোমায়।
নিঃশব্দে জল ঝরে ঝাঁকড়া চুল বেয়ে,
চোখের ঘন পল্লবে।
ওই তপ্ত সিসা ঠোঁটে
নিকোটিনের গন্ধ মেখে জল
বাষ্প হয়ে ওড়ে।

সুরঞ্জন!! তুমি জানবেও না কখনো,
জলাবর্তে ছুঁয়ে যাই তোমায় বারংবার,
খুব সংগোপনে!!

© শিখা রহমান

মন্তব্য ৭৪ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৯

বিজন রয় বলেছেন: এত দিন কোথায় ছিলেন!!!!
সেটা আগে বলুন।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭

শিখা রহমান বলেছেন: নববর্ষের শুভেচ্ছা প্রিয় বিজন।

আপনার প্রশ্ন শুনে নিজেকে বনলতা সেন মনে হচ্ছে। :) আর একই প্রশ্নতো আমি আপনাকেও করতে পারি।

ব্যস্ত ছিলাম, এই পৃথিবীতেই ছিলাম, শুধু ব্লগে ছিলাম না। অবশ্য আপনার সাথে দেখাতো এই ব্লগেই হয়। আপনি জানতে চাইতেই পারেন।

ভালো আছেন আপনি?

২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

বিজন রয় বলেছেন: সুরঞ্জন জল বা বৃষ্টি হলে নায়িকার বুঝি অমন হতে হয়!!

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

শিখা রহমান বলেছেন: উহুউউউউ...সুরঞ্জনেরা দূরে থাকে বলেই নায়িকার জল বা বৃষ্টি হতে হয়।

মন্তব্যের জন্য আর লাইকের জন্য একরাশ ভালোলাগা।

ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়। শুভকামনা নিরন্তর!!

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

চাঁদগাজী বলেছেন:


সারছেন, এরপর ব্লগারেরা বৃষ্টি হয়ে জন্ম নিতে চাইবেন

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

শিখা রহমান বলেছেন: চাঁদগাজী ব্লগাররা আর কবিরা তো কল্পনার রাজ্যে যে কোন কিছুই হতে পারেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা সতত!!

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯

তারেক ফাহিম বলেছেন: বৃষ্টি ভালোবাসার এই আরও একটি কারণ তাহলে :P


০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩

শিখা রহমান বলেছেন: তারেক ফাহিম আপনি লক্ষ্য করেছেন যে আমি বৃষ্টি ভালোবাসি? :P আসলেই বৃষ্টি খুব ভালোবাসি আর বৃষ্টিতে ভিজতেও। কি কারণ বা কে কারণ সেটা পাঠক নিজের মতো বুঝে নিক। :)

আপনি অনেকদিন আমার পাশে ব্লগে পথ চলেছেন। আমাকে অনেকখানিই লেখা দিয়ে চিনে ফেলেছেন দেখে ভালোলাগা ছুঁয়ে গেলো।

ভালো থাকুন সবসময়। নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা সতত!!

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

শিখা রহমান বলেছেন: কাজী ফাতেমা ছবি মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

ভালো থাকুন সবসময়। নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা সতত!!

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

ডার্ক ম্যান বলেছেন: https://www.youtube.com/watch?v=LAEILV1BOCU এই গানটির কথা মনে পড়ল ,
আপনার বইয়ের খবর কি ?????

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

শিখা রহমান বলেছেন: ডার্ক ম্যান খুব পছন্দের একটা গানের লিঙ্ক দেবার জন্য ধন্যবাদ। আমার কবিতা আপনাকে এমন সুন্দর একটা গান মনে করিয়ে দিয়েছে দেখে ভালো লাগলো।

আমার বইতো বইমেলায় বের হবে। পহেলা ফেব্রুয়ারীর আগে কোন খবর নেই। আরেকবার পোস্ট দিয়ে মনে করিয়ে দেব মাসের শেষে। :)

আপনার নিকটা ভালো লেগেছে। কেন যেন শুনলেই অন্ধকারে একাকী বসে থাকা একজন মানুষকে মনে পড়ে যায়।

অন্ধকারের মতো বিষণ্ণ সুন্দর মানুষ ভালো থাকুন সবসময়। নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা সতত!!

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯

বিজন রয় বলেছেন: জলাবর্ত পড়ে আমার মাথা ঘুর্ণাবর্তে পড়ল।
এখন ঠিক করবে কে?

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০০

শিখা রহমান বলেছেন: বিজন "জলাবর্ত পড়ে আমার মাথা ঘুর্ণাবর্তে পড়ল।" --- কেন বলুনতো? B:-)

"এখন ঠিক করবে কে?" ---তবে কবিতা পড়ে মাথা ঘুর্ণাবর্তে পড়লে ঠিক না করাই ভালো। কখনো না হয় ঝড়ের সাথে পথ হেঁটেই দেখলেন।

ভালো থাকুন ঘুর্ণাবর্তে, কখনোবা জলাবর্তে!! শুভকামনা কবি।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

জাহিদ অনিক বলেছেন:
জলের বিশেষ ধর্ম আমার কাছে, জল পিপাস মেটায় এবং জল সবকিছু পবিত্র করে।
কবিতাটিও তাই- পিপাসা মেটায় এবং সুন্দর ও পবিত্র।
জলজ উদ্ভিদ যেন প্রাণ ফিরে পেয়েছে কবি'র হাতের ছোয়ায়।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

শিখা রহমান বলেছেন: জাহিদ নতুন বছরের প্রথম পোষ্টেই প্রিয় কবির মন্তব্য আর এমন দারুণ কিছু কথা!! বছরটা আসলেই ভালো কাটবে মনে হচ্ছে। :)

কবিতাটা "সুন্দর ও পবিত্র" মনে হয়েছে আর কবির তৃষ্ণা নিবারণ করেছে শুনে মন আলো হয়ে গেলো। "জলজ উদ্ভিদ যেন প্রাণ ফিরে পেয়েছে কবি'র হাতের ছোয়ায়।" --- কি দারুণ কথা গুলো!! এত্তো এত্তো ভালোলাগা আর মুগ্ধতা।

ভালো থেকো প্রিয় কবি। দেখা হবে কবিতায়।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

ঋতো আহমেদ বলেছেন: মা-কে বলেছি আজ 'কেন যে আমার নাম রেখেছো ঋতো, 'জল' রাখলেই হোতো!' ;)

দারুণ হয়েছে শিখা'পু !! +++

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

শিখা রহমান বলেছেন: ঋতো আপনার নামটা কিন্তু খুব সুন্দর আর অনন্য। তবে "জল" নামটাও আপনাকে মানাতো। আপনার মাঝে শব্দের, কবিতার, চিন্তার প্রবাহমনতা আছে।

কবিতা ভালো লেগেছে জেনে মন আলো হয়ে গেলো। প্লাসের জন্য ধন্যবাদ।

নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা সতত!! দেখা হবে কবিতায়।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

বাকপ্রবাস বলেছেন: '' বৃষ্টি নামলেই সব খুলে দেই,'' এইজন্যই সিইসি ক্যামরা নিষিদ্ধ করেছে............. :D
কবিতা খুব সুন্দর হয়েছে

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

শিখা রহমান বলেছেন: বাকপ্রবাস নববর্ষের শুভেচ্ছা কবি।

" '' বৃষ্টি নামলেই সব খুলে দেই,'' এইজন্যই সিইসি ক্যামরা নিষিদ্ধ করেছে............. :D " --- পড়ে অনেকক্ষণ হাসলাম। :) :) তবে না করলেই পারতো। =p~

কবিতা ভালো লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম। শুভকামনা নিরন্তর!! দেখা হবে কবিতায়।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ নব্ববর্ষ।
কবিতাটি চমৎকার রূপক বর্ণনা ও নিপুন কথন। সিক্ত বচনে কবিতা তার প্রাণকে করেছে আরো সজিব। কবিতা কি যেনো বলতে চায় পাঠক ভিতরের সুরের মূর্ছণায় যদিও ব্যাথিত হবে তবে কবিতা সেতো অনবদ্য বলে যাওয়া জীবনে কোন গল্প।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২

শিখা রহমান বলেছেন: আপনাকেও শুভ নববর্ষ সুজন।

"কবিতাটি চমৎকার রূপক বর্ণনা ও নিপুন কথন। সিক্ত বচনে কবিতা তার প্রাণকে করেছে আরো সজিব।" --- আন্তরিক কৃতজ্ঞতা। অনুপ্রাণিত হলাম। আপনি কবিতায় জীবনের গল্প খুঁজে পেয়েছেন দেখে মন ভালো হয়ে গেলো।

নতুন বছরের ব্লগের পথে পাশাপাশি পথ চলবো আশাকরি। আপনি সবসময় মন্তব্যে উৎসাহিত করেন সেজন্য একরাশ ভালোলাগা।

শুভকামনা অফুরন্ত। দেখা হবে গল্পে বা কবিতায়।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

শিখা রহমান বলেছেন: শুভ নববর্ষ রাজীব। মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভকামনা অফুরন্ত। দেখা হবে গল্পে বা কবিতায়।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লাগল শিখাপু।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭

শিখা রহমান বলেছেন: মোস্তফা সোহেল মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

ভালো থাকুন সবসময়। নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা সতত!!

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: বৃষ্টির মতোই প্রকৃত ভালোবাসা শুচি, পরিশুদ্ধ.....
প্রেমের ঝড়, বৃষ্টির ফোঁটার ন্যায় দেহমন ছুঁয়ে যায়....
সে ছোঁয়া বড়ই স্নিগ্ধ, মোহময়....

তাই তো জীবনের সাথে মিশে যায় প্রকৃতি...
প্রিয়জনের জন্য আকুল হয় হৃদয়.....

চিত্ররূপময় মনোলোভা কবিতায় একরাশ বৃষ্টিমাখা মুগ্ধতা.....

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আপনি প্রতিটা মন্তব্যে মুগ্ধ করছেন কথার জালে, শব্দের ছন্দে। মন্তব্যের প্রতিটা লাইনই কবিতা, প্রতিটা লাইনই কোট করার মতো।

অনেক অনেক ধন্যবাদ এমন মনোমুগ্ধকর কাব্যিক মন্তব্যের জন্য।

ভালো থাকুন প্রাচীন পক্ষী ভালোবাসায় আর কবিতায়। এত্তো ভালোলাগা আর শুভকামনা।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩

হাবিব বলেছেন:




শিখাআপু.....
কোথায় ছিলেন এতোদিন?
ভালো আছেন তো?

আর হ্যাঁ, কবিতার কথা কি আর বলবো,
আপনি তো কবিতারই মানুষ........

পোস্টে লাইক এবং ++++

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯

শিখা রহমান বলেছেন: শুভ নববর্ষ হাবিব।

ভালো আছি, একটু ব্যস্ততা ছিলো। আপনি ভালো আছেন আশাকরি।

নিশ্চয়ই এর মাঝে অনেকগুলো দারুণ কবিতা লিখে ফেলেছেন। সময় করে পড়ে নিতে হবে।

"আর হ্যাঁ, কবিতার কথা কি আর বলবো,
আপনি তো কবিতারই মানুষ........"
--- শুনে লজ্জিত আর অভিভূত হলাম। কবিরা যখন এমন বলে তখন মন আসলেই আকাশে ডানা মেলে। ধন্যবাদ কবি। আপনি আমার দিনটা আলো করে দিলেন।

পোস্টে লাইক ও প্লাসের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ভালো থাকুন প্রিয় কবি। দেখা হবে কবিতায়।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

বলেছেন: কি দারুণ উপলব্ধি,

জলের সাথে মানুষের আজন্ম জলাজলি
জলের সাথে তৃষ্ণা মেটাই,তৃপ্ত হই
এই জলেই ভেজাই অঙ্গ
জলেই ভাসি পদ্ম হয়ে।

কবিতা ১০ বার পড়লুম -- শব্দের গাঁথুনি নয় যেন নকশি কাঁথার বুনন।

নববর্ষের শুভেচ্ছা কবি ও কবিতায়।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭

শিখা রহমান বলেছেন: ল নতুন বছরের শুভেচ্ছা কবি। :)

"জলের সাথে মানুষের আজন্ম জলাজলি
জলের সাথে তৃষ্ণা মেটাই,তৃপ্ত হই
এই জলেই ভেজাই অঙ্গ
জলেই ভাসি পদ্ম হয়ে।"
--- খুব সুন্দর বলেছেন!!

কবিতাটা আপনি এতোবার পড়েছেন শুনে অভিভূত হলাম। কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া।

শুভকামনা নিরন্তর!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪

রাকু হাসান বলেছেন:

প্রথম চারটি স্তবক দারুণ লাগছে । সবচেয়ে বেশি ভালো লাগছে এই লাইনটা'কানের লতিতে চোখের পল্লবে ,জলের ঝুমকো দোলে ...

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮

শিখা রহমান বলেছেন: রাকু নতুন বছরের শুভেচ্ছা রইলো।

প্রথম চারটি স্তবক দারুণ লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা নিরন্তর!! ভালো থেকো ভালোবাসায় ও কবিতায়।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

পদাতিক চৌধুরি বলেছেন:

আবারো সুরঞ্জন!!

" জলাবর্তে ছুঁয়ে যায় তোমায় বারংবার
খুব সঙ্গোপনে !! " আহা!! ভাবনা কাকে বলে ! পোস্টে লাইক।।

নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রিয় আপুনিকে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫২

শিখা রহমান বলেছেন: পদাতিক আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা।

হুউউউউ...আবারো সুরঞ্জন!! :) আমার কবিতায় সুরঞ্জন আর রুদ্র ঘুরেফিরেই আসে।

পোস্টে লাইকের জন্য ও সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

শুভকামনা নিরন্তর!! ভালো থাকুন ভালোবাসায় ও গল্পে-কবিতায়।

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লিখেছেন। আরো ভালো লিখতে হবে।।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫

শিখা রহমান বলেছেন: সেলিম আনোয়ার নতুন বছরের শুভেচ্ছা কবি। :)

ধন্যবাদ পড়ে গঠনমূলক মন্তব্যের জন্য। চেস্টা করবো ভালো লিখতে, চেস্টা করিও।

শুভকামনা নিরন্তর!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি জানি,
সুরঞ্জনেরও হয়তো কিছু একান্ত সংগোপন দমবন্ধ ক্ষন আছে
জলও দাগ রেখে যায়........

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৮

শিখা রহমান বলেছেন: কি করি আজ ভেবে না পাই "সুরঞ্জনেরও হয়তো কিছু একান্ত সংগোপন দমবন্ধ ক্ষন আছে
জলও দাগ রেখে যায়........
" --- কি সুন্দর কথাগুলো!! ভাবতে ভালো লাগে যে জলও সুরঞ্জনকে কারো কথা মনে করিয়ে দেয়।

নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থেকো ভালোবাসায় আর জলাবর্তে।

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

মুক্তা নীল বলেছেন: খুব একা আনমনে সংগোপনে যখন একা বসে থাকি, জানি বৃষ্টি হয়ে তুমি আমাকে ছুঁয়ে যাও আমার সমস্ত স্মৃতিগুলোকে। আপা, এক কথায় অসাধারণ। বৃষ্টির সাথে আমারও স্মৃতিময় দিন গুলো মনে করিয়ে দিলেন। ভালো থাকবেন। শুভেচ্ছা.......

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

শিখা রহমান বলেছেন: মুক্তা নীল "খুব একা আনমনে সংগোপনে যখন একা বসে থাকি, জানি বৃষ্টি হয়ে তুমি আমাকে ছুঁয়ে যাও আমার সমস্ত স্মৃতিগুলোকে।" --- খুব সুন্দর করে কবিতার মর্মকথাটা বলেছেন।

কবিতা আপনাকে স্মৃতিকাতর করেছে শুনে লেখা সার্থক মনে হলো।

নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন ভালোবাসায় ও কবিতায়।

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
জলাবর্তের ঘুর্ণাবর্তে
চলছে জীবন
যাপিত ক্ষন, যখন যেমন
ডুব সাতারে হংস মিথুন
জলে থেকেও জলের দাগহীন - -

কচু পাতায় জলের সৌন্দর্য বিস্ময়কর
অথচ কত ক্ষনিকের অবস্থান
ছুঁয়ে দিয়ে গড়িয়ে পড়ে যে জল
তার কোন প্রত্যাশা নেই

জল হয়ে যাও, প্রত্যাশাহীন
জলের ধর্মে জলাবর্তনে! :)

একরাশ ভাল লাগা রইল :)

++++







০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী নতুন বছরের শুভেচ্ছা। বছরের শুরুতেই প্রথম পোস্টে আপনার দারুন কবিতা কমেন্ট পেয়ে মন ভালো হয়ে গেলো।

"জল হয়ে যাও, প্রত্যাশাহীন
জলের ধর্মে জলাবর্তনে!"
--- জল প্রত্যাশাহীন হলেও প্রেম নয় আর তাই জলাবর্তনে বার বার ছুঁয়ে যাওয়া, ছুঁয়ে থাকা।

অফুরন্ত শুভকামনা। প্লাসের জন্য ধন্যবাদ। প্রিয় কবি ভালো থাকবেন ভালোবাসায় ও কবিতায়।

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: বৃষ্টির মতই অসাধারন কবিতা। বৃষ্টি আমার অনেক অনেক পছন্দ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭

শিখা রহমান বলেছেন: কথার ফুলঝুরি! নতুন বছরের শুভেচ্ছা ও এত্তো ভালোবাসা। মন্তব্য পেয়ে মন ভালো হয়ে গেলো।

অফুরন্ত শুভকামনা। ভালো থেকো ভালোবাসায় ও শ্রাবণে!!

২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

মাহের ইসলাম বলেছেন: খুব ভালো লাগল।

আচ্ছা, একটা ছাতা সাথে থাকলে কেমন হতো ?
আপনার না থাকুক, কেউ একজন যদি ছাতা ধরতে চায়, আপনার মাথার উপর ?

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১০

শিখা রহমান বলেছেন: মাহের আপনার মন্তব্য পড়ে জয় গোস্বামীর কবিতা মনে পড়লো।

"এইখানে এসে প্রেম শেষ হল। শরীর মরেছে।
তোমার হাত ধরে আমি দাঁড়িয়েছি বৃষ্টির ভিতরে
গাছ থেকে জল পড়ছে, বৃষ্টিছাট ছুটে আসছে গায়,
'ভিজে যাবে'---তুমি বলছ, 'সরে এসো ছাতার তলায়'
আমাদের একটাই ছাতা। তাতে দুজনেরই চলে যায়।
আরও কালো করে এল, গাছে ডানা ঝাপটায়।
দুজনে দাঁড়িয়ে আছি। দুজনে দাঁড়িয়ে থাকব।
যতদিন পাশে থাকা যায়।"

মন্তব্যে অনুপ্রাণিত হলাম। নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন ভালোবাসায় ও কবিতায়।

২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

চিত্রাভ বলেছেন: তেজ বা তাপ --- বৃষ্টি -- জল -- প্রাণ সৃষ্টি ! এই জল মহাবিশ্বের এক অনন্য উপাদান -- অনেক অনেক আগে ভারতবর্ষে প্রাচীনকালে মানুষ এই সত্য উপলব্ধ করেছিল -- সামগান -- উদ্গীত -- উপনিষদ এর প্রমাণ পাওয়া যায় -- এই প্রাণময় বিশ্ব- ব্রহ্মাণ্ডে জল এক অসাধারণ বস্তু যা জড় ও চেতনকে আপনকরে মহাকাশে অনন্ত অসীমে ছড়িয়ে আছে ।

আপনার আরও সাফল্য আশা করি । শুভেচ্ছা নিন ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

শিখা রহমান বলেছেন: চিত্রাভ আমার ব্লগে আপনাকে স্বাগতম। নতুন বছরের শুভেচ্ছা রইলো।

খুব সুন্দর ও সুচিন্তিত মন্তব্যটার জন্য একরাশ ভালোলাগা ও মুগ্ধতা।

আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

শুভকামনা সতত!!

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৫

রাফা বলেছেন: অসাধারণ কবিতা লিখলেন কিভাবে !! প্রতিটি শব্দ উচ্চারণের সাথে সাথে শিহরণ অনুভব করেছি।এটাকেই মনে হয় সংযোগ স্থাপন করা বলে।অর্থাত লেখক/লেখিকার সাথে তার পাঠকের সংযোগ।আর শব্দের প্রয়োগে মনে হয়েছে এর পরে এটাই হওয়ার কথা ছিলো।

অনেককককককক ধন্যবাদ,শি.রহমান।মনে আচড় কাটার কবিতা।এমন কবিতা বার বার ,প্রতিবার পড়ার পরেও আবেদন ফুরায়না।আবারো ধন্যবাদ,শি.রহমান।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

শিখা রহমান বলেছেন: রাফা নতুন বছরের শুভেচ্ছা নেবেন। বছরের প্রথম পোস্টেই আপনার এমন উচ্ছাসময় মন্তব্য পেয়ে মন অনেককককককক ভালো হয়ে গেলো।

কবিতা, শব্দেরা যে আপনার মন ছুঁয়ে গেছে এতে লেখাটা সার্থক মনে হলো। আবারো বলছি মন্তব্যটা অনেক অনেক দিন অনুপ্রেরণা যোগাবে। আর আপনার "শি.রহমান" ডাক না শুনলে বছরের শুরুটা সুন্দর হতো না। :)

ভালো থাকবেন ভালোবাসায় ও কবিতায়। অফুরন্ত শুভকামনা। পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ।



২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: ধুর শিখা আপু! তুমি একটু বেশিই ভালো লেখো না? যাও খেলব না! :)

যে ছবিটা সিলেক্ট করেছ সেটা ভীষনই সুন্দর। আর প্রতিটি লাইন কল্পনার এক জগতে নিয়ে যাচ্ছিল, শেষে এসে একটু প্রেমময় ধাক্কা! অবশ্যই লাইক পোস্টে।
বিদ্রোহী ভৃগুর কমেন্টেও লাইক।

আপু, ভালো থেকো অনেক।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২১

শিখা রহমান বলেছেন: আরেহ ব্লগের পাগলী মেয়েটাকে অনেক অনেক দিন পরে দেখলাম। তোমাকে খেলতেই হবে যে!! একা একা অনেকদিন ব্লগে দৌড়ে বেড়াচ্ছি।

ভালো আছো আশা করি। নতুন বছরের শুরুতেই তোমাকে লেখায় ও ব্লগে দেখে মন খুশী হয়ে গেলো।

ছবি আর কবিতা তোমাকে কল্পনার জগতে নিয়ে গিয়েছে শুনে খুব ভালো লাগলো। লাইকের জন্য ভালোবাসা।

তুমিও ভালো থেকো পাগলী মেয়েটা। অনেক আদর আর শুভকামনা।

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: বৃষ্টি সৌভাগ্যবান বটে........কবিতায় ভালোলাগা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩

শিখা রহমান বলেছেন: সাদা মনের মানুষ মন্তব্যে ভালোলাগা আর আপনাকে নববর্ষের শুভেচ্ছা।

ভালো থাকুন সবসময়। শুভকামনা সতত!!

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

অব্যক্ত কাব্য বলেছেন: অতটা চায়নি পথিক,
চেয়েছিলো আরো কিছু কম!

মন্তব্য করতে গিয়ে বারবার হিনমন্যতায় ভোগী,
না জানি কবিতার অবমূল্যায়ন হয়!

জাস্ট অসাধারন

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০

শিখা রহমান বলেছেন: অব্যক্ত কাব্য নতুন বছরের শুভেচ্ছা আপনাকে।

আপনার মন্তব্যে অভিভূত এবং একটু লজ্জিত হলাম। আপনি কবি এবং পাঠক। আপনি পড়েছেন ও সময় নিয়ে মন্তব্য করেছেন আমার কবিতায়। এ ব্যাপারটাই আমার ও আমার কবিতার জন্য সম্মানজনক। মন্তব্য করেছেন বলেই জানি কবিতাটা সার্থক হয়েছে।

ভালো থাকবেন অব্যক্ত কাব্যের কবি। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর!!

৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮

মনিরা সুলতানা বলেছেন: আহা সুরঞ্জন !
কতকিছু অজানা তার।
জল ছোঁয়ার গল্প জলের খেলা ভালো লেগেছে।

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩

শিখা রহমান বলেছেন: সুরঞ্জনেরা যদি জানতো ভালোবাসার কথা, তবে কি আর এমন কবিতা লেখা হতো? :)

ভালো থেকো কবিতার মেয়ে। এত্তো ভালোবাসা আর শুভকামনা। নতুন বছরের শুভেচ্ছা রইলো।

৩১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান,



কবিতায় আর ছবিতে অর্গল খুলে দেয়ার ঘাই হরিণীর ডাক! মনে হলো জলের কণক আভায় তারে সাজিয়ে গেলেন থরে বিথরে!

আসলে জলের মতো পেলব, কোমল, স্বচ্ছ আর কি আছে ? কার আছে তারই মতো বুকের ভেতরে একাধারে উষ্ণ ওম আর শীতলতা, তারই মতো কঠিন বরফ হৃদয় ? নেই । জলের মতো আর কেউ নেই । তাই তো বৃষ্টির জলকে রাত্রির মতো অপর্যাপ্ত নিবিড় কৃষ্ণ কেশভার বেয়ে বেয়ে, কম্পমান বুকের উপত্যকার সংগীত শুনিয়ে শুনিয়ে, বুলন্দ নাভীর ঘূর্ণাবর্ত ছুঁয়ে, জংঘার তুমুল ত্রিকোন পেরিয়ে, কদলীবৃক্ষের মতো প্রজ্জ্বল উরুর রেখাপথ ধরে বইয়ে দিতে হয়! সে জলাবর্তের দীর্ঘায়িত ক্রন্দন শুধু একা একা কথা কয় মাচির কানে কানে ! আকুতিময় এ জলের ঘূর্ণি ভাঙাচোরা মনের খিড়কি খুলে মিছেমিছি জোছনা খুঁজে মরে। দেখেনা কেউ...........

চমৎকার চিত্রকল্পে সাজানো পংক্তিমালা।

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস আপনার মন্তব্য পড়ে অনেকক্ষণ ঘোরে থাকি জানেন কি? কি দুর্দান্ত একটা মন্তব্য!! আমার কবিতায় এই মন্তব্য দেখে কবিতা লেখা সার্থক মনে হলো। মুগ্ধতা, মুগ্ধতা আর কেবলই মুগ্ধতা!!

"আসলে জলের মতো পেলব, কোমল, স্বচ্ছ আর কি আছে ? কার আছে তারই মতো বুকের ভেতরে একাধারে উষ্ণ ওম আর শীতলতা, তারই মতো কঠিন বরফ হৃদয় ? নেই । জলের মতো আর কেউ নেই ।" --- অসম্ভব সুন্দর কথাগুলো। আপনার এই মন্তব্যটা একটা আস্ত কবিতা।

নতুন বছরের শুভেচ্ছা মন্তব্যের যাদুকর। পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ। আপনার পাশে থাকেন বলে ব্লগের পথ হাঁটা অদ্ভুত ভালোলাগায় ছেয়ে থাকে।

শুভকামনা নিরন্তর!!

৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

নীল আকাশ বলেছেন: প্রিয় আপু,
আপনার কবিতাটা আগেই পড়েছি। ব্যস্ততার জন্য সেইদিন মন্তব্য করতে পারি নি।
স্বচ্ছ জলের মতো কবির ভাবনা গুলি ফুটে উঠেছে প্রতিটা লাইনে লাইনে......
চমৎকার কবিতা। পড়লে মনটা একদম অন্য রকম হয়ে যায়।
বেশ কিছুদিন ব্লগে দেখি না? খুব ব্যস্ত দিন কাটাচ্ছেন মনে হয়.......
ভালো থাকুন সব সময়।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫

শিখা রহমান বলেছেন: প্রিয় নীল নতুন বছরের শুভেচ্ছা প্রথমেই। সময় করে ব্যস্ততার মাঝেও মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। বরাবরের মতোই সুন্দর ও সুচিন্তিত মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

আসলেই একটু ব্যস্ত সময় যাচ্ছে। চেস্টা করছি কাজের ফাঁকে ব্লগে একটু সময় দিতে। অল্প সময়ের জন্য এলেও আপনার ও আরো কিছু প্রিয় ব্লগারদের সাথে দেখা হয়ে মন ভালো হয়ে যায়।

আপনিও ভালো থাকুন সমসময়ে। পাশে থাকার কন্য আন্তরিক কৃতজ্ঞতা। শুভকামনা সতত!!

৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬

ফয়সাল রকি বলেছেন: কান গরম হয়ে গেলো যে! +++

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

শিখা রহমান বলেছেন: ফয়সাল রকি কবিতার ঘোর থাকুক না হয় কিছুক্ষণ!!

নববর্ষের শুভেচ্ছা আর পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর!!

৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বাহ বাহ, কবিতা না, যেন জলজ্যান্ত এক নৃত্যের খেলা।

মুগ্ধ না হয়ে থাকা যায় না!

বিপুল প্লাস আপু++++

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

শিখা রহমান বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইলো তাজুল।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম আর আপনার মুগ্ধতা মন ছুঁয়ে গেলো।

বিপুল প্লাসের জন্য এত্তো ধন্যবাদ। শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭

ফয়সাল রকি বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
সময় পেলে আমার ব্লগ থেকে একটু ঘুরে আসবেন।
ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

শিখা রহমান বলেছেন: ফয়সাল রকি সময় করে অবশ্যই আপনার ব্লগবাড়িতে বেড়িয়ে আসবো। ভালো থাকুন সবসময়।

৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

মিথী_মারজান বলেছেন: ওহ্! আপু!!!
কবিতাটা কত সুন্দর আপনি নিজেও জানেন না।
ইচ্ছা করছে, পোষা পাখির মত যত্ন করে দুহাতের মুঠোয় নিয়ে কবিতাটিকে বুকে চেপে রাখি কিছুক্ষন।


১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০

শিখা রহমান বলেছেন: মিথীমনি কবিতাটা কতো সুন্দর তা না জানলেও চলবে কারণ তোমার ভালোবাসা কেমন সুন্দর তা বুঝতে পারি। তুমি যে আমার সবই সুন্দর দেখো, সবই ভালোবাসো মেয়ে!!

"ইচ্ছা করছে, পোষা পাখির মত যত্ন করে দুহাতের মুঠোয় নিয়ে কবিতাটিকে বুকে চেপে রাখি কিছুক্ষন।" --- ঠিক এমন একটা আদুরে কথা শোনার জন্য আমি লিখতে পারি এক পৃথিবী!!

জারুল ফুলের ভালোবাসা আর এত্তো আদর মিষ্টি কবি।

৩৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

ইসিয়াক বলেছেন: হৃদয় দোলানো ।
মন ভোলানো ।
মুগ্ধতা ! প্রিয়তে ,আবার পড়বো .....অনেকবার।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬

শিখা রহমান বলেছেন: ইসিয়াক প্রিয়তে রাখার জন্য অশেষ কৃতজ্ঞতা। মন্তব্যে অনুপ্রাণিত ও অভিভূত হলাম।

নববর্ষের শুভেচ্ছা রইলো। শুভকামনা সতত প্রিয় কবি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.