নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতার কবি

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯



আমি চাইলেই শব্দের মাদল বাজায় সে,
কৃষ্ণচূড়া ফোটে অসময়ে,
সাঁওতাল যুবকের শরীর ভাস্কর্য হয়ে যায়..
শুধু আমি চাইলেই!!

আমি চাইলেই কাদামাটি সে
কুমারটুলীতে সদ্যগড়া আনকোরা পাত্র।
রৌদ্রজ্জ্বল দিনে মেঘের দল বৃষ্টি হয়ে ঝরে।
বুকের ক্যানভাসে জলরঙা ছবি
আমি চাইলেই!!

ভাবনার প্রজাপতি সব ডানা মেলে ওড়ে
রঙের বাহারে, স্বপ্নের ঠাস বুননে।
মহুয়ার তৃষ্ণা ঠোঁটের গভীরে
অনন্তকালের ডুব চুপ চুপ,
শুধু দুজনে, নিভৃতে কুজনে।

কবির কল্পনা আমি...
জ্যোৎস্নার মায়া, জলের কাঁপন,
ধূলোগন্ধ ঝড়োয়া বাতাস,
ধুতরাফুল ভালোবাসা।
কবির স্বপ্নবিলাস,
কবিতা আমি,
আমাতেই কবিতার বসবাস...

আমি চাইলেই সে কবি,
আমি এলেই কবিতারা আসে।
আমি ছুঁয়ে যাই তাই সে কবি,
আমিই সেই জীবন্ত কবিতা!!

© শিখা রহমান
(ছবি ইন্টারনেটে সংগৃহীত)

মন্তব্য ৭০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

ডার্ক ম্যান বলেছেন: আমি কারো কবিতা লেখার উপলক্ষ হতে চেয়েছিলাম কিন্তু পারি নি ।
ছবিটা সম্ভবত আপনার আঁকা

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭

শিখা রহমান বলেছেন: ডার্ক ম্যান হয়তো কবিতার উপলক্ষ্য হয়েছেন কিন্তু জানেন না। কবিরা কি আর কবিতার পেছনের সব অনুপ্রেরণার রহস্য জানিয়ে দেন!!

উহুউউউউ...আমি এতো গুণী নই। লিখতে ভুলে গিয়েছিলাম যে ছবি ইন্টারনেট থেকে নেয়া। আপনার কথায় মনে পড়লো আর লিখে দিলাম।

ভালো থাকুন অন্ধকারের মানুষ!! অফুরন্ত শুভকামনা।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

স্রাঞ্জি সে বলেছেন:
কবিতার গড়ার কারিগর। শব্দের বুননে কবিতাটা যে কারোর ভাল লাগবে।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

শিখা রহমান বলেছেন: স্রাঞ্জি সে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে কারণ আপনি নীরব পাঠক। মন্তব্যে মন আলো হয়ে গেলো।

ভালো থাকবেন কবিতায়-গল্পে আর ভালোবাসায়। শুভকামনা সতত!!

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: তুমি আছো বলেই তো আমি আছি
তুমি আছো বলেই তো শব্দেরা বাঁচে
তুমি আছো বলেই তো পৃথিবী কাঁপে;
তুমি আছো বলেই তো হিমালয় ছুঁই
আমার বাগানে ফোটে হাসনাহেনা আর জুঁই।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

শিখা রহমান বলেছেন: কাজী আবু ইউসুফ (রিফাত) আমার ব্লগে আপনাকে স্বাগতম ও নতুন বছরের শুভেচ্ছা।

সুন্দর কাব্যিক মন্তব্যে একরাশ ভালোলাগা। আশা করি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা কবির রঙিন ক্যানভাস.....
কালো কালির ছোঁয়ায় আঁকা জীবনের গান.....

কবিতার সাথে কবির সম্পর্কের কথা লিখতে ভাষা ফুরিয়ে যায়....
এ যেন স্রষ্টার সাথে সৃষ্টির মেলবন্ধন.....
শব্দের, আবেগের, অনুভূতির স্রোত...
যে স্রোত আজন্ম বহমান....

চমৎকার বুনোটের কবিতায় মুগ্ধতার পরশ এঁকে দিলাম....

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আপনি ইদানীং মন্তব্যে শব্দের যাদুতে বারংবার অভিভূত করছেন। "চমৎকার বুনোটের কবিতায় মুগ্ধতার পরশ এঁকে দিলাম...." --- আমাকে মুগ্ধ করেছেন সত্যি!!

"কবিতার সাথে কবির সম্পর্কের কথা লিখতে ভাষা ফুরিয়ে যায়....
এ যেন স্রষ্টার সাথে সৃষ্টির মেলবন্ধন....."
--- খুব সুন্দর বলেছেন।

পাশে থাকার জন্য ভালোবাসা। ভালো থাকুন প্রাচীন পক্ষী। শুভকামনা নিরন্তর!!

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: কবিতাটা বড় চমৎকার লিখেছেন।
শুভ কামনা রইলো।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

শিখা রহমান বলেছেন: মাহমুদুর রহমান মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

আপনাকেও শুভকামনা। ভালো থাকুন সবসময়।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯

সাইন বোর্ড বলেছেন: ভাব ও শব্দের বিন্যাস ভাল লাগল ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

শিখা রহমান বলেছেন: সাইন বোর্ড মন্তব্যের জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।

শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

মিথী_মারজান বলেছেন: হুম হুম, খুবই সত্যি কথা।
আপনি অবশ্যই সেই জীবন্ত কবিতা।
এমন সুন্দর কবিতা যে লিখতে পারে সে কি শুধু কবি নাকি!
কবিতাটা খুবই সুন্দর!!!
ঠিক যেন, কবিতা আর কবিতে চোখ বেঁধে ছোঁয়াছুঁয়ি খেলা।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭

শিখা রহমান বলেছেন: মিথীমনি কত্তোদিন পরে তোমাকে ব্লগে আর আমার লেখায় পেলাম। :)

"কবিতাটা খুবই সুন্দর!!!
ঠিক যেন, কবিতা আর কবিতে চোখ বেঁধে ছোঁয়াছুঁয়ি খেলা।"
--- কি সুন্দর করে বললে!! কবিতা আসলেই সহজে ধরা দেয় না। আমি কবিতা নই মেয়ে, সামান্য কবি (হওয়ার চেষ্টায় আছি)।

নতুন বছরের শুভেচ্ছা আর এত্তো ভালোবাসা মিষ্টি কবি। সুন্দর মন্তব্যটার জন্যে অনেক আদর আর ভালোবাসা।

ভালো থেকো ভালোবাসায় আর কবিতায়।



৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: আপনি চালেই যখন সব কিছু হয়, হয়ে যায় তাহ্লে দেশ থেকে সব দুষ্টলোকদের বিদায় করে দেন।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

শিখা রহমান বলেছেন: রাজীব নুর অবশ্যই হয়। চাইছি না যে!! দেশ থেকে সব দুষ্টলোকদের বিদায় করে দিলে আপনাকেও যে বিদেশে যেতে হয়। থাকুন ব্লগ আলো করে।

শুভকামনা নিরন্তর। বরাবরের মতো অপ্রাসংগিক মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২

ফেনা বলেছেন: কবিতাই মুগ্ধতা।
"কবিতার কবি ( প্রতি উত্তর)"
--- ফেনা, উতসর্গঃ কবি শিখা রহমান

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

শিখা রহমান বলেছেন: ফেনা মন্তব্যটা ঠিক বুঝতে পারিনি। আপনি কি কোন উত্তর কবিতার লিঙ্ক দিয়েছেন? মন্তব্যের লিঙ্ক কাজ করছে না।

পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

বাকপ্রবাস বলেছেন: কবিতার শিরোনাম 'কবিতার কবি' আর লিখেছেন 'শিখা রহমান,'

একটা কবিতায় শিরোনামটা মূখ্য থাকে অনেক সময়, আবার কবি এবং কবির জেন্ডারও মূখ্য হতে পারে সেই কবিতা আলোচনায়। কবিতা সুন্তর হয়েছে। কবি যেমনটায় চায় কবিতাও তেমনটা হয়ে যায়, কবিতার প্রতি অগাধ পারঙ্গমতা থেকেই এমনটা হয়। কবিতায় উপজীব্য ভাব ও বিষয় মনে হল তেমনটায়, যেখানে একজনের চাওয়া ও আকাঙ্খায় অন্যের শতভাগ নত হয়ে আসা, সেটা কবি ও কবিতার ক্ষেতে কবি চলে যায় চালকের আসনে আর কবিতা হয়ে উঠে মাঠ। আর জেন্ডার বিচারে যেহেতু কবি এখানে একজন নারী সুতরাং তার ডাকে সাড়া দিয়ে একজন আকাংঙ্খিত অনুরক্ত পুরুষ নিজেকে নুইয়েই দিতে পারে। গোলটা লাগল ছবিতে। ছবিটা একজন প্রেমাশক্ত পুরুষ হলেই ষোলকলা পূর্ণ হত বলে মনে হয়।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

শিখা রহমান বলেছেন: বাকপ্রবাস সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার সামান্য কবিতা ও কবিতার সাথে ছবি নিয়ে আপনি এতো বিশ্লেষন করেছেন দেখে অভিভূত হলাম।

কবিতাটা আমি একজন নারী হয়ে লিখেছি, যে স্পর্ধিত উচ্চারণে কবিকে মনে করিয়ে দিচ্ছে যে সেই কবিতা। কবিতায় আমি কবি নই, সামান্য নারী মাত্র!!

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।




১১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫

শেখ মফিজ বলেছেন: চমৎকার কবিতা ,

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০

শিখা রহমান বলেছেন: শেখ মফিজ আমার ব্লগে আপনাকে স্বাগতম ও নতুন বছরের শুভেচ্ছা।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আশা করি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

ফয়সাল রকি বলেছেন: জীবন্ত কবিতা এভাবেই বারবার কবিতার জন্ম দিতে থাক, শুভ কামনা।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮

শিখা রহমান বলেছেন: ফয়সাল রকি মন্তব্যটা খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।

আপনাকেও শুভকামনা। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

জাহিদ অনিক বলেছেন:
আপনি হয়ত কবিতার উপজীবিতা কিংবা কবিতার খড়ি কাঠ;
নিজেকে পুড়িয়ে প্রতিনিয়ত হচ্ছেন কবি'র কবিতা;
অথবা- কে বলবে অভিন্ন সত্ত্বা বিভিন্ন সময়ে কবিতায় আসে কিনা !

খুব সুন্দর কবিতা প্রিয় কবি শিখা রহমান

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮

শিখা রহমান বলেছেন: জাহিদ মন্তব্যটা এত্তো ভালো লাগলো। কবিদের সব কথাই যে কবিতা হয়ে ওঠে।

কখনো কবি, কখনো কবিতা হয়তো কবিতার উপজীবিতা বা খড়িকাঠ হয়ে ওঠে। নিজেকে পুড়িয়ে যদি কবির কবিতা হতে পারি তো সে আমার পরম সৌভাগ্য। কবিতার আমার প্রথম প্রেম, ভালোবাসার জন্য এটুকু করাই যায়।

মন্তব্যে একরাশ মুগ্ধতা আর প্রিয় কবিকে অশেষ শুভকামনা।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

হাবিব বলেছেন:




কবিতা কেমন হয়েছে তা আজ বলবো না.........
কাল বলবো ইনশাআল্লাহ......

আপনার কাছে একগাদা প্রশ্ন আছে !
কাল বলবো

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

শিখা রহমান বলেছেন: হাবিব আপনার মন্তব্যের অপেক্ষায় থাকলাম। প্রিয় কবির মতামত খুব গুরুত্বপূর্ণ।

প্রশ্ন, তাও একগাদা, শুনে একটু ভয় পাচ্ছি। উত্তর দিতে পারবো কি? খুব কঠিন প্রশ্ন কি?

কালকে বলাই ভালো। আমার শহরে এখন প্রায় রাত দুটো।

শুভরাত্রি ও শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

আরোহী আশা বলেছেন: শিখা আপু, দূর্দান্ত কবিতা..................

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯

শিখা রহমান বলেছেন: আরোহী কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া। মন্তব্যে মন আলো হয়ে গেলো।

শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপুনি,

বরাবরের মতো সুন্দর কবিতা। সময়াভাবে বেশি কিছু বলতে পারলাম না। তবে হৃদয়ের এই অনুরণন বেজে চলুক নৃত্য ক্ষণে। পোস্টে লাইক ++

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় আপুনিকে ।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০

শিখা রহমান বলেছেন: পদাতিক ব্যস্ততার মাঝে সময় বের করে যে কবিতা পড়েছেন ও মন্তব্য করেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ।

বরাবরের মতোই সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম। লাইকের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

ভালো থাকুন ভালোবাসায়। আপনাকেও অফুরন্ত শুভেচ্ছা প্রিয় লেখক।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১

ফেনা বলেছেন: লিংক দিলাম।

কবিতার কবি (প্রতিউত্তর)

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

শিখা রহমান বলেছেন: ফেনা আপনার উত্তর কবিতায় একরাশ মুগ্ধতা। আমি অভিভূত।

কবিতাটি প্রিয়তে নিয়েছি। ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায়।

নিরন্তর শুভকামনা।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,


কবিতা যেন নয়, যেন জীবন্ত প্রেম কাহিনী।
এমন কবিতায় প্লাস না দিলে প্লাসের জীবনের ব্যর্থ যে।


বিপুল ভালোলাগা প্লাস++++++....


০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬

শিখা রহমান বলেছেন: তাজুল "কবিতা যেন নয়, যেন জীবন্ত প্রেম কাহিনী।" --- কবিদের জন্য কবিতা প্রথম প্রেমই যে!!

বিপুল ভালোলাগা প্লাসের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
প্লাসের জীবন এবং আমার কবিতাও সার্থক আপনার প্লাস ও সুন্দর মন্তব্য পেয়ে।

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

মনিরা সুলতানা বলেছেন: সত্যিই তো তাই
তুমি চাইলেই শব্দ বাদল
তুমি চাইলেই স্বপ্ন ছোঁয় মেঘের মাদল!

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

শিখা রহমান বলেছেন: নীরা তুমি আমার কবিতার মেয়ে!!
তুমি পাশে থাকলে শব্দেরা শ্রাবণে ঝরে, ছন্দেরা পোষ মানে...
শুধু তুমি পাশে আছো বলেই!!

এত্তো ভালোবাসা আর শুভকামনা। ভালো থেকো ভালোবাসায় আর কবিতায়।

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

বলেছেন: হে মানবী,
শ্রদ্ধা আর ভালোবাসায় অবনত শিরে
তোমাকেই জানাই শতবারে--
তুমি আমার অমর কবিতা
সোহাগ আর শাসনে--
যুগ থেকে যুগান্তরে,

হে মানবী,
তুমিই সাধনা পবিত্র ইই আবার
তুমিই মরুদ্যানে স্বচ্ছ জলধারা
তুমাতে ডুবে মরি ধ্যানমগ্ন হয়
মেটাতে জন্মের তৃষ্ণার্ত পিপাসা

হে মানবী,
তুমাতে বুনি শব্দ সম্ভাবনার সমন্বয়
তুমিতো বেঁচে থাকার অবলম্বন
তুমিই জীবন্ত কবিতার পাল
শ্বাপদ সত্য কলিকাল।


হা হা ভালোলাগা কবিতায় মুগ্ধতা নিয়ে দূ টুকরো কথা।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪

শিখা রহমান বলেছেন: ল আপনারা কবিরা বারংবার মুগ্ধ ও অভিভূত করছেন আমাকে।
কিভাবে পারেন এমন দুর্দান্ত কবিতা এমন চটজলদি লিখে ফেলতে?

শেষের স্তবকটা খুবই ভালো লাগলো।
আপনি আসলেই কবিতায় গড়া মানুষ!!
কবিরা যা বলেন তা সত্যিই দেখছি কবিতা হয়ে যায়।

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শিখা রহমান,

পোস্টের ছবিটা কিঞ্চিৎ অশ্লীল। আমার লজ্জা লাগে।




পোস্ট পড়ি নি। তবে প্রতিউত্তরটা পড়বো।
(পুনশ্চঃ ব্লগের সব কয়টা আপু ম খ।)

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯

শিখা রহমান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! নতুন বছরের শুভেচ্ছা।

তুমি তো কবিতা-গল্প পড়ো না, কেবল ছবিই দেখো। তোমার জন্য আসলেই অসুবিধা হয়ে গেলো। :)
কিন্তু এই পোস্টের বরাদে জানতে পারলে যে তোমার লজ্জা আছে। সেটাই বা কম কি!! :P

প্রতি উত্তর কবিতাটা খুব সুন্দর হয়েছে। পড়ে নিও। :)

শুভকামনা। ভালো থেকো সবসময়।

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮

শাহারিয়ার ইমন বলেছেন: আপনি চাইলেই কনকনে শীতেও
বসন্তের মত প্রেমের জোয়ার আনা কবিতা
লিখে ফেলতে যে পারেন ,এটাই বুঝালাম । ;)

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

শিখা রহমান বলেছেন: শাহারিয়ার ইমন আপনাকে অনেকদিন পরে ব্লগে ও আমার লেখায় দেখে মন ভালো হয়ে গেলো।
আশাকরি ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা রইলো।

"কনকনে শীতেও বসন্তের মত প্রেমের জোয়ার আনা কবিতা" মনে হওয়াটা পাঠকের গুণেই। মন্তব্যে একরাশ ভালোলাগা!!

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা,

সুন্দর।+ :)

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩

শিখা রহমান বলেছেন: সেলিম আনোয়ার কবি,

ধন্যবাদ। +++ :)

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর উপমায় সাজিয়েছ তুমি কবিতা

ভাল লাগলো

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

শিখা রহমান বলেছেন: রাবেয়া আপু আপনাকে কবিতায় পেয়ে মন আলো হয়ে গেলো। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া।

শুভকামনা সতত প্রিয় আপু ও প্রিয় কবি!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫১

হাবিব বলেছেন: উত্তর চাই.........:::তুমিই কি কবিতা?

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০১

শিখা রহমান বলেছেন: হাবিব দারুণ উত্তর কবিতা লিখেছেন। উত্তর দিতেই হবে কি? :)

আমার মনে হয় প্রতিটা কবিরই কবিতার সাথে নিজস্ব বোঝাপড়া আছে।
প্রেমিক-প্রেমিকার মতোই প্রত্যেক কবিরই নিজস্ব কবিতা আছে।

আপনার ব্লগে যাচ্ছি একটু পরে। মুগ্ধ ও অভিভূত করেছেন কবি।

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৬

ঋতো আহমেদ বলেছেন: মনে হচ্ছিল যেন টলটলে জলের হালকা স্রোতে ভেসে চলেছি কোথাও। দারুণ লেগেছে কবিতা ! ভাব, বিন্যাস ও সমাপন অসাধারণ। +++

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

শিখা রহমান বলেছেন: ঋতো "মনে হচ্ছিল যেন টলটলে জলের হালকা স্রোতে ভেসে চলেছি কোথাও।"---- কবিতা আপনাকে জলের পথচলার অনুভূতি দিয়েছে শুনে ভালো লাগলো।

সুচিন্তিত মন্তব্যে অনুপ্রাণিত ও অভিভূত হলাম। কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া।

ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা সতত!!

২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪

রাফা বলেছেন: শিখা চাইলে কিংবা না চাইলেও পতঙ্গ আত্মহুতি দিয়ে দেয়।তাহলে অন্যকিছু হবেনা এটা কি ভাবা যায়!! খুব খারাপ নয় ,ভালই।

ধন্যবাদ,শি.রহমান।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

শিখা রহমান বলেছেন: রাফা হুউউউউ...আজকাল পতঙ্গেরা খুব চালাক হয়ে গেছে জানেন তো? আত্মহুতি দেয় না সবসময়। অন্যকিছু তাই হতেই পারে। তবে আপনি যখন বলেছেন "খুব খারাপ নয় ,ভালই।" তখন খুব খারাপ হয়নি বুঝে নিলাম। :)

আপনি মন্তব্য করলেই "শি.রহমান" শুনবো ভেবে ভালো লাগতে থাকে।

ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা সতত!!

২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

ইসিয়াক বলেছেন: চমৎকার লিখেছেন

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৯

শিখা রহমান বলেছেন: ইসিয়াক আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকুন ভালোবাসায়। শুভকামনা নিরন্তর!!

২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: তুমি চাইলেই ঝরে পড়তো যুবকের লাশ
জীবন মানে কখনো কখনো সর্বনাশ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

শিখা রহমান বলেছেন: মোঃ মাইদুল সরকার "তুমি চাইলেই ঝরে পড়তো যুবকের লাশ
জীবন মানে কখনো কখনো সর্বনাশ।"
---- বাহ!! খুব সুন্দর কাব্যিক মন্তব্য!!

পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকুন ভালোবাসায়। শুভকামনা নিরন্তর!!

৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি চমৎকার !! ++

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫

শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ অনেকদিন পরে লেখায় আপনার মন্তব্য পেলাম।
নতুন বছরের শুভেচ্ছা থাকলো।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম। প্লাসের জন্য ধন্যবাদ।

ভালো থাকুন ভালোবাসায়। শুভকামনা নিরন্তর!!

৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭

নজসু বলেছেন:




আহা অনেকদিন পর আপনার কবিতা পাঠ করলাম।
হঠাৎ করে ব্যস্ততা বেড়ে গিয়েছিলো আমার।
আপনার লেখাগুলো মিস করেছি।
এক এক করে পাঠ করবো ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭

শিখা রহমান বলেছেন: নজসু নতুন বছরের শুভেচ্ছা থাকলো। কিছুদিন আপনাকে দেখিনি। লেখায় পেয়ে ভালো লাগলো।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন ভালোবাসায়।

শুভকামনা নিরন্তর!!

৩২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩

কাবীর ইসলাম বলেছেন: অনেক বেশি সুন্দর হইসে

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮

শিখা রহমান বলেছেন: কাবীর ইসলাম আমার ব্লগে আপনাকে স্বাগতম ও নতুন বছরের শুভেচ্ছা।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আশা করি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৩৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখানে তো কবির অভাব নেই শুধু অভাব আছে সুন্দর কবিতার। অনেক দিন পর অসাধারণ একটি কবিতা পড়লাম। ভালো লেগেছে সত্যিই ভালো লেগেছে......

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

শিখা রহমান বলেছেন: দেশ প্রেমিক বাঙালী আমার লেখায় আপনাকে স্বাগতম!! আপনার মন্তব্যের আন্তরিকতা মন ছুঁয়ে গেলো।

সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

নতুন বছরের শুভেচ্ছা আর ভালো থাকুন সবসময়, ভালোবাসায় ও কবিতায়। অফুরন্ত শুভকামনা!!

৩৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৩

আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান,



আমি চাইলেই ছুঁয়ে দাও কোরক ঠোট, দৃপ্ত চুম্বন-
ভিজে ওঠে চৈত্রের মাঠ-ঘাট সবই।
আমি চাইলেই বেআব্রু করো কবিতার নাভীমূল,
শব্দের গর্ভসঞ্চার ঘটাও তুমি, কবিতার কবি!

মনে হয় কবিতার কবি অমন করেই বুঝি চেয়েছিলো, জীবন্ত হতে।

শুরুর দুই স্তবক যথেষ্ট পরিপুষ্ট। কিন্তু প্রথম ও দ্বিতীয় আর শেষ স্তবকের কর্তা, চতুর্থ স্তবকে এসে কর্ম হয়ে গেছে তাই কবিতার ঠাঁট যেন ঠিক বজায় থাকেনি, মনে হলো আমার কাছে। অবশ্য আপনার একটা নিজস্ব ব্যাখ্যা তো আছেই বোধহয়!




১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৬

শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস

"আমি চাইলেই ছুঁয়ে দাও কোরক ঠোট, দৃপ্ত চুম্বন-
ভিজে ওঠে চৈত্রের মাঠ-ঘাট সবই।
আমি চাইলেই বেআব্রু করো কবিতার নাভীমূল,
শব্দের গর্ভসঞ্চার ঘটাও তুমি, কবিতার কবি! "
---- কবিতার কবি তেমন চাইলেও সে তো আর আপনার মতো শব্দের যাদুকর নয়। একমাত্র আপনিই পারেন এভাবে বলতে!!

বরাবরের মতোই গঠনমূলক ও সুচিন্তিত মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।
অফুরন্ত শুভকামনা মন্তব্যের যাদুকর ও প্রিয় কবি।

৩৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০

আখেনাটেন বলেছেন: শিখা'পা কবিতা কবি পড়ে আমার তো জ্ঞান হারাবার দশা হয়েছে। এরকম কবিতা নামক... জন্যই কবিরা বুঝি মরিয়া হয়ে থাকে। :D

চমৎকার কবিতার জন্য রাশি রাশি ভালোলাগা।

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯

শিখা রহমান বলেছেন: আখেনাটেন নতুন বছরের শুভেচ্ছা রইলো। আপনাকে অনেকদিন পরে লেখায় পেয়ে ভালো লাগলো।

তবে জ্ঞান হারাবেন না প্লিজ!! মাঝে মাঝে এসে কবিতা বা গল্প পড়ে যাবেন আর তেমন চিন্তা হলে সাথে স্মেলিং সল্ট রাখবেন জ্ঞান ফেরানোর জন্য।

চমৎকার মন্তব্যে মন খুব ভালো করে দেবার জন্য আপনাকেও একরাশ ভালোলাগা।

শুভকামনা নিরন্তর মিশরীয় সম্রাট!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.