নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

রংবাজি!!

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৬



রঙেরও কিন্তু মনখারাপ হয়, মনভালো হয়। খেয়াল করলেই বুঝতে পারবেন কোন রঙ বহুদিন নিঃসঙ্গ। আবার কোন রঙ একেকবার একেকরকম সম্পর্কে জড়িয়েছে আর তুমুল আহত হয়েছে। কোন রঙ কখনোই মদ ছুঁয়ে দেখেনি। অথচ কোন রঙ অষ্টপ্রহরই নেশায় চুর হয়ে থাকে। এসব আপনি একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন।

অত্যন্ত লাজুক রঙগুলো। যতক্ষণ না আপনি তাদের কাছাকাছি যাচ্ছেন, বুঝবেনই না ওরাও কতটা সংবেদনশীল। ওরাও ভিতরে ভিতরে কতটা কবি। তবে একবার আপনার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেলে, ওরা কিন্তু আপনাকে হতাশ করবে না।

এই যেমন নীল রংটাকেই দেখুন। সে একটু বিষণ্ণ, সারাবছরই তার ঘরদোরে স্মৃতিদের আনাগোনা; বড্ড নস্টালজিক। লাল রঙের প্রতি তার বেশ দুর্বলতা আছে। লাল এলেই বেদনায়, লজ্জায় সে বেগুনী হয়ে যায়। লাল রঙ ঝলমলে, হাসিখুশী, তবে একটু ফাজিলগোছের। তার প্রেমভাব প্রবল; যখন তখনই সে প্রেমে পড়ে।

বরঞ্চ বন্ধু হলুদ এলে নীলের মনটা সতেজ হয়ে যায়। সমস্যা যে হলুদের আবার নেশার অভ্যাস আছে। হলুদ এলেই নীলের নেশার ইচ্ছে হয়। দুজনে বোতল খুলে বসে; নীল হলুদের মাতলামিতে চারপাশ লেবুপাতার সবুজে মাখামাখি।

সবচেয়ে গোলমেলে রঙ কালো। কালোর মতো সুবিধাবাদী রঙ আর একটাও নেই। সবার সাথেই তার ওঠাবসা; সবার সাথেই তার মতের মিল। কাউকেই সে ফিরিয়ে দেয় না। একবার কালোর মাঝে হারালে নিজেকে ফিরে পাওয়া দায়। সর্বভোগী, সর্বব্যাপী রঙ। কালোর একদম উল্টো শাদা। সবার সাথেই তার বিরোধ; সব মতের সাথেই অমিল। সর্ববিরোধী, সদাএকাকী রঙ। সব কিছুরই বিরুদ্ধে সে; সবাইকেই সে ফিরিয়ে দেয়।

বাকী রংগুলো এই শাদা আর কালোর টানাটানিতে খুব ঝামেলায় থাকে জানেন? এসব আপনি একটু চেষ্টা করলে বুঝবেনই। শাদাকালোর রংবাজির চোটে বাকীরা একটু গুটিয়েই থাকে। অন্যরা মিলেমিশে ছবি আঁকতে চাইলেও শাদাকালো রাজী নয়।

শাদাতে-কালোতে না মেলালে, অন্য রঙেরা দাগ না কাটলে কি করে ছবি তৈরী হয় বলুন? যারা রঙ ভালোবাসে কিন্তু দাগকে নয়, আমি কিন্তু তাদের দলে নই। ইচ্ছে মতো রঙ গুলিয়ে, এখানে সেখানে দাগ ফেলে তাই জীবনের ছবি এঁকে চলেছি। শাদাকালোর তোয়াক্কা না করে সপাটে রংবাজি করে চলছি।

রঙদের একটু বোঝার চেষ্টা করুন। চেষ্টা করলে দেখবেন আপনিও আমার মতোই রংবাজি করতে পারছেন। :P :)

© শিখা রহমান

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন রংবাজ।। #:-S

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৩

শিখা রহমান বলেছেন: সেলিম আনোয়ার স্বপ্নবাজি ছেড়ে মাঝে মাঝে রংবাজি করতেই হয়। আপনিও করে দেখতে পারেন কবি!! :)

শুভকামনা নিরন্তর!! প্রথম মন্তব্য ও লাইকের জন্য কৃতজ্ঞতা।

২| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




আয় হায় কয় কি ।

আমার পছন্দের রং নীল আর সাদা । তবে আমার যত পোশাক আছে সব কালা । আমি কি তাইলে শংকর ।

বন্ধুরা তো এই উপাধী দিছিলো । আজ সত্য হইয়া গেল ।

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৬

শিখা রহমান বলেছেন: অপু দ্যা গ্রেট আপনার বন্ধুরা তো মহাজ্ঞানী!! আপনি ভাগ্যবান যে এমন সব বন্ধু আছে। :P

আপনার মন্তব্যটা পড়ে অনেক হাসলাম। বিষণ্ণ বৃষ্টিদিনে মন আলো করে দেবার জন্য এত্তো ভালোলাগা রইলো।

ভালো থাকুন ভালোবাসায় আর নীল-শাদায়, কখনোবা কালোতে। শুভকামনা সতত!!

৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২০

আরোগ্য বলেছেন: দারুণ লাগলো রংবাজি।
আমার প্রিয় রং কালো তারপর শাদা।

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯

শিখা রহমান বলেছেন: আরোগ্য নতুন বছরের শুভেচ্ছা আপনাকে।

হুউউউউ...প্রিয় রং যাই হোক না কেন একটু রংবাজি করতেই পারেন তাই না? :) মন শাদা কালো ছাড়াও অন্য রং মাখুক!!

ভালো থাকুন ভালোবাসায়। শুভকামনা সতত!!

৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

হাবিব বলেছেন: কবিতা ছেড়ে রংবাজি করছেন কেন?

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫১

শিখা রহমান বলেছেন: হাবিব মাঝে মাঝে স্বপ্নবাজি ছেড়ে রংবাজি করতেই হয়। :) আর মনে রং না মাখলে কবিতা আঁকবো কিভাবে কবি?

ভালো থাকুন রঙিন মন নিয়ে। শুভকামনা প্রিয় কবি।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৮

আখেনাটেন বলেছেন: রং নিয়ে রংবাজী ।

তবে সাদা রং নিয়ে বলা কথা 'সবার সাথেই তার বিরোধ' মানতে পারলুম না। যতটুকু জানতুম সবাইকে সে আপন করে নেয়। শান্তি সুবাতাস বয়ে আনে সকলের মাঝে। :D

ভালো লাগল ভিন্নধর্মী লেখা।

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৫

শিখা রহমান বলেছেন: আখেনাটেন আমি শাদা রঙের অপটিক্যাল ধর্মের কথা বলতে চেয়েছিলাম। সব কিছুই কেবল শাদা আর কালো করে দেখলে জীবন পুরো দেখা হয় না। নীতির বেলায় শাদা কালো বিভাজন করা যায়, মানুষকে বুঝতে হলে মনে একটু রং মাখতেই হয়।

ভালো থাকুন ভালোবাসার রং মেখে। শুভকামনা মিশরীয় সম্রাট!!

৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১৯

রাফা বলেছেন: বাহ্ রং নিয়ে বেশ ভালো খেলাই খেলে ফেললেন।হুমম রং-এর মিশ্রন ভালোই জানেন দেখছি।ছবি আকাঁর হাত আছে নিশ্চই ?

ছবিটা কি নিজের আকাঁ না গুগোল মামার স্বরণাপন্ন ? ধন্যবাদ,শি.রহমান।

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৭

শিখা রহমান বলেছেন: রাফা হুউউউউ...Jack of all trades, master of none :(

ছবি আঁকাআঁকির অভ্যাস ছিলো একসময়। এখনো আঁকি আনমনে ঠিক যেমনটা আঁকি কবিতা বা গল্প।
রঙের মিশ্রণ আর রং নিয়ে খেলতে আসলেই ভালো লাগে, যেমনটা লাগে শব্দ নিয়ে খেলতে।

ছবিটা আমার আঁকা। :) আপনাকেও অনেক ধন্যবাদ আমার এলোমেলো আত্মকথন পড়বার জন্য আর "শি. রহমান" ডেকে মন ভালো করে দেবার জন্য।

শুভকামনা। ভালো থাকুন রংয়ের মেলায়।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০০

রাজীব নুর বলেছেন: সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই,
জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই।।
সাদা রঙের জামা, সে তো ভালো নয়,
হলুদ না হয় নীলে কেমন জানি হয়!

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

শিখা রহমান বলেছেন: রাজীব নুর গানটা আমার বেশ ভালো লাগে। ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য।

শুভকামনা নিরন্তর!!

৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৮

হাবিব বলেছেন:





কখন যে কোন রঙে তুমি হাজির হবে হৃদ মাজারে!
কখন তুমি সাগর ছেড়ে বলবে যেতে দূর পাহাড়ে!

কখন তুমি বাসবে ভালো অনেক বেশি আপন করে!
কখন তুমি বধূবেশে আসবে আমার কুঁড়েঘরে?

সেই খুঁশিতে চাঁদের আলো আনবো আমি দাওয়াত করে!
সেই আনন্দে বাজবে বাঁশি দূরের গাঁয়ে শহর ছেড়ে!!

সে দিন হবে জ্যোঁৎসা রাতে গল্প কথা ছন্দ তালে,
পাগলা হাওয়া লাগবে তখন আমার ছিন্ন ছেড়া পালে!!!!

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

শিখা রহমান বলেছেন: হাবিব আপনি আমাকে বারবারই মুগ্ধ করছেন কবিতায়, শব্দ আর ছন্দের জালে।

খুবই সুন্দর হয়েছে কবিতাটা। কিভাবে পারেন বলুনতো?
অনেক অনেক ধন্যবাদ আমার সামান্য সব লেখায় এমন দুর্দান্ত সব কবিতা উপহার দেবার জন্য।

"কখন যে কোন রঙে তুমি হাজির হবে হৃদ মাজারে!" --- এই লাইনটা মন ছুঁয়ে গেছে।

ভাল থাকুন প্রিয় কবি ভালোবাসায় ও কবিতায়। কবিতার ডালি নিয়ে পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
শুভকামনা নিরন্তর!!

৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০১

সোহানী বলেছেন: এইটা তুমি কি লিখলা শিখা...... আমি রীতিমত মহা মুগ্ধ!

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

শিখা রহমান বলেছেন: সোহানী অনেকদিন পরে তুমি আমার লেখায়। এত্তো ভালোবাসা জন্মদিনের মেয়ে!!

তুমিও আমাকে, আমার লেখাকে খুব ভালবাসো। তোমার মন্তব্যের আন্তরিকতা মন ছুঁয়ে যায় সবসময়, অনুপ্রাণিত করে।

ভালো থেকো ভালোবাসায়। পাশে থাকার জন্য ধন্যবাদ আর ভালোবাসা।
শুভকামনা সতত!!

১০| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সাদা আর কালোকে একসাথে রীতিমতো ঝগড়া বাঁধিয়ে নতুন রঙ তৈরির চেষ্টা চলছে......


উত্তর দেন তো ;)

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

শিখা রহমান বলেছেন: তাজুল শাদা আর কালো তো এমনিতেই পরষ্পরের মুখ দেখে না। তাদের ঝগড়া বাঁধিয়ে নতুন রঙ তৈরির চেষ্টা বৃথা!!

নতুন রং নিজেকে নিজেই তৈরী করে নিতে হবে। শাদা কালোর ওপরে ভরসা করে থাকলে ছবি আঁকা হবে না।

মন্তব্যের জন্য ভাললাগা আর আপনাকে এত্তো শুভকামনা।

ভালো থাকুন রঙিন মন নিয়ে। শুভকামনা নিরন্তর!!

১১| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭

পবিত্র হোসাইন বলেছেন:



তুমি কি জুলেখা, শিরী, সাবিত্রী, নাকি রজকিনী?
চিনি, খুব জানি
তুমি যার তার, যে কেউ তোমার,
তোমাকে দিলাম না – ভালোবাসার অপূর্ব অধিকার।
-হেলাল হাফিজ

#হিংসা

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫

শিখা রহমান বলেছেন: পবিত্র কবিতাটার জন্য ভালোলাগা আর এত্তো ধন্যবাদ। হেলাল হাফিজ আমার প্রিয়তম কবিদের একজন।

#হিংসা পেয়ে মন ভালো হয়ে গেলো। ভাগ্যিস মাঝে মাঝে হিংসা করেন।
নাহলে আমার মতো সামান্য লেখিকার জীবন বড্ড আটপৌরে হয়ে যায়।

পাশে থাকার জন্য ও হিংসা করার জন্য অনেক ভালোলাগা রইলো।
ভালো থাকুন হিংসায় আর অধিকারহীন ভালোবাসায়। শুভকামনা সতত!!

১২| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: তোমার রঙবাজি তে মুগ্ধ :`>

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮

শিখা রহমান বলেছেন: নীরা তোমার মতো শব্দের রঙে জীবনের ছবি আর আঁকতে পারি কই!! আমিতো তোমার রংবাজিতে অভিভূত।

ভালোবাসা কবিতার মেয়ে। শুভকামনা নিরন্তর।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

ভুয়া মফিজ বলেছেন: আপনারা যারা কবি টাইপের মানুষ, তারা পারেনও বটে। শব্দ নিয়ে খেলা করা আপনাদের কাছে ছেলেখেলা! :)
আপনার লেখায় ইম্প্রেসড হয়ে একটু প্রেম প্রেম চোখে আপনার দেয়া ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো!

আউলানো মাথা নিয়ে এখন শুয়ে পরতে ইচ্ছা করছে, কিন্তু উপায় নাই। :(

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

শিখা রহমান বলেছেন: ভুয়া মফিজ অনেকদিন পরে লেখায় আপনার মন্তব্য পেলাম। নতুন বছরের শুভেচ্ছা থাকলো।

আমি কবি টাইপের মানুষ কিনা তা জানি না তবে শব্দ নিয়ে খেলতে ভালো লাগে। :) আমার এই শব্দের খেলায় আপনি ইম্প্রেসড শুনে খুশী লাগলো।

প্রেম প্রেম চোখেতো যার দিকেই তাকাবেন মাথা চক্কর দিয়ে উঠবে। তারওপরে রংবাজ কবি টাইপ ছবির দিকে প্রেম প্রেম ভাবে তাকিয়েছেন। :P

মজার মন্তব্যের জন্য ভালোলাগা। আশাকরি আউলানো মাথা এতোক্ষণে ঠিক হয়ে গেছে।

ভালো থাকুন ভালোবাসায় ও রংবেরঙয়ে। শুভকামনা নিরন্তর!!

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: পোস্ট পড়তে পড়তে শৈশব, কৈশোরে হারিয়ে গিয়েছিলাম। কেজিতে ছবি আকতে হতো।
তাই রংপেন্সিলের বক্সে সবসময় মৌলিক রঙসহ কয়েকটি রঙ এক্সট্রা রাখতাম।

কাব্যিক উপস্থাপন মুগ্ধ করেছে।

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

শিখা রহমান বলেছেন: জুনায়েদ নতুন বছরের শুভেচ্ছা জানবেন। লেখাটা আপনাকে শৈশব, কৈশোরে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছে জেনে ভালো লাগলো,

সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। মাঝে মাঝে আপনাকে লেখায় পাবো আশা করি।

শুভকামনা সতত!! ভালো থাকুন সবসময়।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ বাহ এযেনো রংচটা খেলা।

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০

শিখা রহমান বলেছেন: সুজন পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ। পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

শুভকামনা সতত!! ভালো থাকুন সবসময়।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৭

বলেছেন: এবার রংঙচটা রংবাজি। দারুণ তো!!

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

শিখা রহমান বলেছেন: ল মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া।

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায়, রঙিন কবিতার ক্যানভাসে।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: রঙে রঙে একাকার হয়ে তৈরী হয় নতুন রঙ....
প্রত্যেকটা রঙই নিজ রূপে, গুণে অনন্য.....
ঠিক যেন জীবনের পটপরিবর্তন....

রঙের মতোই জীবনটা...
মূহুর্তের মধ্যে পাল্টে যায় জীবনের সুর....
যেমনটা হয় রঙের মিলনে....

রঙিন এ লেখায় ভালোলাগার আঁচড় কেটে গেলাম....

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আপনার মন্তব্যে মুগ্ধ হই বারংবার।

"রঙের মতোই জীবনটা...
মূহুর্তের মধ্যে পাল্টে যায় জীবনের সুর....
যেমনটা হয় রঙের মিলনে...."
--- খুব সুন্দর বলেছেন!!

আপনার রঙিন মন্তব্যে একরাশ মুগ্ধতা!! ভালো থাকুন প্রাচীন পক্ষী ভালোবাসায় ও জীবনের রঙে।

শুভকামনা অফুরন্ত। পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ ও ভালোলাগা।

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

নয়া পাঠক বলেছেন: রঙবাজী কইরা আর কদ্দিন চলব.... এত্ত ভালো বিষয়ডারে লইয়া কেউ এমন ফান রঙবাজী করবার পারে আপনের লেহা না পড়লে জানা হইতনা।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪২

শিখা রহমান বলেছেন: নয়া পাঠক আমার ব্লগে আপনাকে স্বাগতম ও নতুন বছরের শুভেচ্ছা।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আশা করি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও রংবাজিতে।

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনিও আমার মতোই রংবাজি করতে পারছেন।
............................................................................
আপনার মনের সাথে রংবাজি করব কোন রং দিয়ে তাড়াতাড়ি বলুন
অন্য কেউ যেন না জানে !!!
....................................................................................

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল ছবি দেখেতো মনে হচ্ছে আপনার জারুল রঙই পছন্দ (কানে কানে বলছি আসুন লাল আর নীল মিলিয়ে রংবাজি করি :) )

পাশে থাকার জন্য ধন্যবাদ আর মন্তব্যে ভালোলাগা।

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও জীবনের রঙে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.