![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
ইচ্ছেরা বেশ ঘুরে ফিরে বেড়াচ্ছিলো,
সন্ধ্যা হতেই ফিরে আসতো মনের খোঁয়াড়ে।
তেপান্তরের মাঠে সামাজিকতার দেয়াল টপকে
হঠাত আসা এক বন্য ঘোড়া
ইচ্ছেদের শোনালো অরন্যের গল্প,
বন্ধনহীনতার আনন্দ, আর
আকাশের কাব্য।
আজকাল ইচ্ছেরা রাত নামলে
মাঝেসাঝেই বাড়ি ফেরে না।
এলোমেলো ঘুরে বেড়ায় নিষিদ্ধ অলিগলিতে,
পানশালায় মাতালামি করে।
সুযোগ পেলেই ইচ্ছেরা আজকাল জুয়ারী,
বাজি ধরে সর্বস্ব খুব অনায়াসে।
ইদানিং ইচ্ছেরা এমন বেপরোয়া,
বড্ড উদাসীন, স্বেচ্ছাচারী!!
মনের পুলিশ হুলিয়া নিয়ে ঘোরে
উচ্ছৃঙ্খল ইচ্ছেদের খোঁজে।
উড়ন্ত চুমুদের গন্তব্য খুঁজে দেখি
ইচ্ছেরা পোষ মেনেছে অন্য কারো।
বুনো ইচ্ছেদের লাগাম আজ
অন্য কারো হাতে,
আমার ইচ্ছেদের পিঠে ঘোড়সওয়ার
রাজকীয় এক আদিম পুরুষ।
© শিখা রহমান
(ছবিঋণঃ গুগুল)
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭
শিখা রহমান বলেছেন: এম. বোরহান উদ্দিন রতন আমার লেখায় আপনাকে স্বাগতম। প্রথম মন্তব্য ও প্রথম লাইকের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
শুভকামনা নিরন্তর!!
২| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫
আরোগ্য বলেছেন: তবে এক্কেবারে সেই আদিম পুরুষের হাতে ইচ্ছের লাগাম দেয়া কি ঠিক? সে কি সবসময় সযত্নে ইচ্ছেগুলোকে আগলে রাখবে?
চমৎকার কবিতা। একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১
শিখা রহমান বলেছেন: আরোগ্য ভালোবাসা ইচ্ছেদের লাগাম ছাড়া করে দেয়। আর ভালোবাসায় বাজি যে ধরতেই হয়। সময়ই বলে দেবে সেই আদিন=ম পুরুষ সযত্নে ইচ্ছেগুলোকে আগলে রাখবে কিনা।
সুন্দর ও সুচিন্তিত মন্তব্যে ভালোলাগা রইলো। পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ।
শুভকামনা সতত!!
৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
শায়মা বলেছেন: ইচ্ছে হল পাগলা জগাই
যখন তখন করতে পারে যা খুশি তাই ....
সেই গানটা মনে পড়ে গেলো আপুনি!
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫
শিখা রহমান বলেছেন: শায়মমনি তোমার মন্তব্য মানেই মন আল আর মন ভালো!!
প্রিয় একটা গান মনে করিয়ে দিলে। পড়ার জন্যে ও মন্তব্যের জন্য ভালোবাসা।
শুভকামনা নিরন্তর!!
৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
সাত সাগরের মাঝি ২ বলেছেন: সুন্দর কবিতা
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭
শিখা রহমান বলেছেন: সাত সাগরের মাঝি ২ মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
শুভকামনা নিরন্তর!!
৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
আরোহী আশা বলেছেন: কবিতায় একরাশ ভালো লাগা রেখে গেলাম
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮
শিখা রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও একরাশ ভালোলাগা রইলো।
পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর!!
৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯
শিখা রহমান বলেছেন: রাজীব "সহজ সরল সুন্দর" মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর!!
৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
বন্ধনহীন ইচ্ছাগুলোর উথাল পাথাল অবস্হা
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১
শিখা রহমান বলেছেন: চাঁদগাজী ঘোড়সওয়ার দিয়েও বাগে আনা যাচ্ছে না, মনে হচ্ছে র্যাব নামাতে হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা সতত!!
৮| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩০
জাহিদ অনিক বলেছেন:
কবিদের কখনো কখনো বেসামাল হতে হয় কবিতার প্রয়োজনে, ছুটতে হয় দ্বিগবিদিক বন্য ঘোড়ার মত। কিন্তু কবি ঠিক জানে নিজেকে চাবুক মেরে ঠিক সে সময়মত সামলে দেবে নিজেকে।
বেপরোয়া কবি ও সচেতন ঘোড় সাওয়ার এর এই মিথষ্ক্রিয়া খুব ভালো লাগে।
চমৎকার কবিতা প্রিয় কবি শিখা রহমান।
কবিতা ও ছবিতা দুইটাই ঝাক্কাস শিখা আপু
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫
শিখা রহমান বলেছেন: জাহিদ তোমার মন্তব্যে মানেই কাব্যকথা। কথার আড়ালে কথা, চিন্তার খোরাক আর কখনোবা কবিতাই!!
"বেপরোয়া কবি ও সচেতন ঘোড় সাওয়ার এর এই মিথষ্ক্রিয়া খুব ভালো লাগে।" --- এই ব্যাপারটা আসলেই উপভোগ্য।
তোমার মন্তব্যটাও কিন্তু অস্থির হয়েছে প্রিয় কবি, ঝাক্কাস কবিতার সাথে মানাইসই।
প্রিয় কবির ভালোলাগা মানেই ইচ্ছেদের আকাশে উড়াল দেয়া। শুভকামনা ও ভালোবাসা কবি।
৯| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৩
ল বলেছেন:
ইচ্ছেরা আজ লাগামছাড়া আদিম পুরুষের খোয়ারে বন্ধি ---
তার সাথে ই হোক আগামীর সন্ধি----
বরাবরের মতোই চমৎকার ও মনভোলানে কবিতা প্রিয় কবি শিখা রহমান ----++++
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮
শিখা রহমান বলেছেন: ল চমৎকার মন্তব্যে একরাশ মুগ্ধতা।
"ইচ্ছেরা আজ লাগামছাড়া আদিম পুরুষের খোয়ারে বন্ধি ---
তার সাথে ই হোক আগামীর সন্ধি----" --- সন্ধি না করে আর উপায় কি? লাগাম যখন তার হাতেই!!
প্লাসে ও সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ।
শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায়, ইচ্ছে হয়ে থাকুন হৃদ মাঝারে!!
১০| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৯
হাবিব বলেছেন: আপু আপনি মনে হয় খুবই ব্যস্ত!!!!
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১
শিখা রহমান বলেছেন: হাবিব আপু সবসময়েই ব্যস্ত অনেক রাত ছাড়া ব্লগে আসার সুযোগ কমই হয়। আপনার শহরে দিন ঝলমল আর আমার শহরে নিকষ কালো অন্ধকার।
কাল যখন কবিতা পোস্ট করেছি তখন আমার গোলার্ধে রাত তিনটা। কবিতা দিয়ে বেশীক্ষণ থাকতে পারিনি ব্লগে। মন্তব্যের উত্তরগুলোও পরের দিন দিতে হচ্ছে। বিলম্বের জন্য দুঃখিত।
১১| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
হাবিব বলেছেন:
ইচ্ছেদের ঘুরতে দাও ইচ্ছামতো
মনের খোয়ারের দরজা খোলা আছে তোমার জন্য
সামাজিকতার দেয়াল টপকাতে না পারলে
ভেঙে ফেলাে, আমিও আছি তোমার সাথে
সকাল সন্ধ্যা রাতে!
কিংবা প্রাতকালে!!
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫
শিখা রহমান বলেছেন: হাবিব আপনার এই স্বতস্ফূর্ত কবিতারা আমাকে সবসময়েই মুগ্ধ ও আন্দোলিত করে।
খুব সুন্দর কবিতা কমেন্টের জন্য একরাশ মুগ্ধতা ও ভালোলাগা রইলো।
পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ। শুভকামনা কবি।
ভালো থাকুন ভালোবাসায়, ইচ্ছেদের সাথে নিয়ে!!
১২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০২
রাকু হাসান বলেছেন:
কেন ইচ্ছারা নিজের মতো হতে পারে না ? ইচ্ছেরা নিয়ে আসুক স্বর্গীয় সুখ ।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭
শিখা রহমান বলেছেন: রাকু অনেকদিন পরে লেখায় তোমার মন্তব্য পেলাম।
"কেন ইচ্ছারা নিজের মতো হতে পারে না ? ইচ্ছেরা নিয়ে আসুক স্বর্গীয় সুখ ।" --- ইচ্ছে পূরণেই সুখ!!
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা নিরন্তর!!
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮
শিখা রহমান বলেছেন: সেলিম ধন্যবাদ।+
শুভকামনা কবি।
১৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০২
মনিরা সুলতানা বলেছেন: একদম ঠিকঠাক যথার্থ হাতেই নিজেদের লাগম তুলে দিয়েছে তাহলে !
গঙ্গা ফড়িং ইচ্ছেরা আনন্দে থাকুক।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮
শিখা রহমান বলেছেন: নীরা শুধু তুমিই বুঝলে যে অবাধ্য ইচ্ছেদের কেবল সেই ঘোড়সওয়ারই লাগাম পরাতে পারে।
"গঙ্গা ফড়িং ইচ্ছেরা আনন্দে থাকুক।" --- হুউউউউ...তার সাথে আনন্দেই থাকার কথা।
কবিতার মেয়ে একরাশ ভালোবাসা। ভালো থেকো ভালোবাসায়, ইচ্ছে হয়ে থেকো হৃদমাঝারে!!
১৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১১
রাফা বলেছেন: হুমম…… ইচ্ছেরা কি একটু বেশি লাগামছাড়া হয়ে যাচ্ছেনা?
ইচ্ছেদের রাশটা একটু টেনে ধরা উচিত।তা না হলে পপাত-ধরণিতল হওয়ার সম্ভাবনা থাকে।
ধন্যবাদ,শি.রহমান।(আপনি সাধারনদের চাইতে অনেকটা বেশি আবেগপ্রবন)।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১
শিখা রহমান বলেছেন: রাফা ইচ্ছেদের রাশ এখন তো সেই ঘোড়সওয়ারের হাতে। তার ওপরে বিশ্বাস রাখছি। আশা করছি আমার ইচ্ছেগুলোকে সে পোষ মানিয়ে নেবে।
আপনাকেও সুন্দর ও সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। (আপনিও আমার আবেগপ্রবন লেখাগুলোকে গড়পড়তা পছন্দই করেন। মনে হচ্ছে আপনিও বেশ আবেগপ্রবন। )
পাশে থাকার জন্য ও মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য এত্তো ভালোলাগা। শুভকামনা নিরন্তর!!
১৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় শিখাপু ,
বেপরোয়া ইচ্ছেরা যে আজ তেপান্তরের মাঠে !! কখনো সে লাগামহীন আবার কখনো বা পোষমানা। ইচ্ছে নিয়ে ইচ্ছাপুরণের গান চলতে থাকুক....
উৎশৃংখল শব্দটা টাইপো আছে কিনা কাইন্ডলি একটু ভাবতে বলবো। প্লিজ ক্ষমার চোখে দেখবেন।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০
শিখা রহমান বলেছেন: পদাতিক আপনি এমন সুন্দর সব কথামালা উপহার দেন মন্তব্যে যে মন আলো হয়ে যায়। "ইচ্ছে নিয়ে ইচ্ছাপুরণের গান চলতে থাকুক...." --- হুউউউউ!! চলুক না হয়।
আপনাকে আগেও বলেছিলাম যে আপনি খুব মনোযোগ দিয়ে লেখা পড়েন। আসলেই টাইপো ছিলো। "উচ্ছৃঙ্খল" বানান ঠিক করে দিলাম। "উৎশৃংখল"ও ব্যবহার হয়। তবে আমার পুরোনো বানান রীতিতে "উচ্ছৃঙ্খল"ই ভালো লাগে। ক্ষমার কথা আসছে কেন?? আপনাকে অনেক ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেবার জন্য। প্লিজ পরবর্তীতে এমন কোন ভুল দেখলে নির্দ্বিধায় বলবেন।
আপনাকেও একরাশ ভালোলাগা ও শুভকামনা প্রিয় ব্লগার।
১৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এবারের কাব্যটা ব্যাতিক্রমী আবহে ও ঢংয়ে রূপায়ন করায় ধন্যবাদ।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২
শিখা রহমান বলেছেন: মাইদুল আপনি লক্ষ্য করেছেন যে আমার এই কবিতাটা অন্য কবিতাদের থেকে একটু অন্যরকম। অনেক ধন্যবাদ আমার লেখা এতো মনোযোগ দিয়ে পড়ার জন্য।
আপনাকেও একরাশ ভালোলাগা পাশে থাকার জন্য ও মন্তব্যে উৎসাহিত করার জন্য।
অশেষ শুভকামনা প্রিয় ব্লগার।
১৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩
শাহারিয়ার ইমন বলেছেন: ফ্রডয়ীও ভাব স্পষ্ট ।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫
শিখা রহমান বলেছেন: ইমন সুচিন্তিত মন্তব্যের জন্য ভালোলাগা। শুভকামনা সতত!!
১৯| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইচ্ছেরা বাড়ি ফিরে আসুক
সুন্দর হয়েছে
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬
শিখা রহমান বলেছেন: কাজী ফাতেমা ছবি ধন্যবাদ কবি। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা নিরন্তর!!
২০| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আবোল তাবোল ইচ্ছেরা
===================
ইচ্ছেরা ফিরে যাক যেখান থেকে এসেছিলো
মুক্ত হোক খোঁয়ার হতে
ইচ্ছেগুলো বড্ড বেহায়া, নড়ে চড়ে বসতে চায় মনে
উচ্ছ্বল প্রেম তরঙ্গে ডুবে ভেসে উঠতে চায়....
ইচ্ছেরা পাখনা মেলে উড়তে চায় খেয়ালে অথবা বেখেয়ালে;
ইচ্ছেগুলোর মূল্য দিতে গিয়ে সময়ের যাচ্ছে তাই অবস্থা
অত:পর ইচ্ছেরা ফিরে যাক।
মনের দেয়াল টপকে যে বন্যঘোড়া এসেছিলো
ইচ্ছেগুলোকে দুমড়ে মুচড়ে দেবে বলে,
সেই সুখ ঘোড়াও তো.....একদিন-রোজ রোজ
মোহ আবেশে জড়িয়ে শুনিয়েছিলো কত প্রেম কাব্য
ভালোবাসার গল্প আর মুক্ত ডানা মেলা ছন্দ;
ধরেছিলো হাত, ছুঁয়েছিলো অধর,
তৃপ্তিতে জ্বলজ্বল চোখের আয়নায় দেখা হয়ে গিয়েছিলো,
প্রেমের সহাবস্থান-
অথচ, সেই বন্যঘোড়া ইচ্ছেপূরণ শেষে ফিরে, ফের
আসেনি এখানে-বুকের মধ্যিঘরে।
ইচ্ছেরা আর না ফিরুক রাত নামলে, ফিরে যাক
ইচ্ছেরাও বন্য ঘোড়ার পিছু ছুটে যাক,
আমার নাগাল হতে বহুদূরে;
ইচ্ছেগুলো বিকিয়ে দিয়েছি মোহের দামে।
আমার সময় হোক পানসে,
ইচ্ছেদের দিয়ে দিয়েছি ছুটি-
ব্যস আমি একাকিত্বে কুঁড়োবো এবার
বিষণ্ণতা আর কিছু বিষাদ।
বেপরোয়া ইচ্ছেদের মুক্ত করে দিলাম
নৈ:শব্দের জগতে ইচ্ছেরা খাক লুটোপুটি
খেলুক কানামাছি সেই বন্যঘোড়ার সাথে,
স্বেচ্ছাচারি ইচ্ছেরা কেবল পুড়িয়ে মারতে জানে,
সে ইচ্ছেগুলো বন্দি করলেই,
বিপক্ষদল বলে উঠে ধুচ্ছাই ;
আলবিদা বলে হাঁটা ধরে উল্টো পথে,
তবে বলো-ইচ্ছেদের দাম কে দিতে পারে?
ইচ্ছে ছাড়াই আছি বেঁচে -আমার ইচ্ছে অন্যের বুকের খাঁচায় বন্দি
যেনো নাটাইয়ে সূতো বাঁধা এক ইচ্ছে ঘুড়ি আমি
অথবা লাগাম হাতে নিয়ে কেউ খেলছে শুধু আমার ইচ্ছেদের নিয়ে
যাক্ বাবা! এবার বেঁচে থাকি কেবল বেয়ারা ইচ্ছেগুলো ছাড়া;
তোমরা কী জানো-এবার আমার সুখের অসুখ হয়েছে,
আমি দু'বেলা বিষণ্ণতা গিলি, একবেলা গিলি বিষাদ
আর মধ্যরাতে কেবল দু:স্বপ্নের বড়ি চোখে পুরে
যাই অনন্ত সুখ নিদ্রায়।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮
শিখা রহমান বলেছেন: কবিতা ও ছবিতে মুগ্ধ ও অভিভূত করে দিলেন কবি। কবিতাটা অপূর্ব।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা সতত!!
২১| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন কেমন করা সব ইচ্ছেরা মাইরি
রাজকিয় সেই আদিম পুরুষের তরে দুই প্লাটুন ইর্ষা...
২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১
শিখা রহমান বলেছেন: কি করি আজ ভেবে না পাই বেপরোয়া বেয়াদব ইচ্ছেদের মন কেমন করা মনে হলো ছেলে?
রাজকীয় সেই আদিম পুরুষকে ঈর্ষা করার কিছু নেই। এইসব বুনো ইচ্ছেদের পোষ মানানো সহজ কাজ নয়।
বরাবরের মতো মজার মন্তব্যের জন্য ভালোলাগা রইলো।
শুভকামনা এত্তো। ভালো থেকো ছেলে।
২২| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @জাহিদ অনিকঃ খোকা শেষ দু'মাসে তুমি আরো আরো শাণিত হয়েছো।
আজকাল তোমাতে আমি মহামুগ্ধ
২৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫
তারেক ফাহিম বলেছেন: ইচ্ছে হল এক ধরনের আতশ বাজি
দিনটাকে সে রাত করে দেয় এমন ফাজি
কবির সুমনের গানটি মনে পড়ল।
২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩
শিখা রহমান বলেছেন: তারেক ফাহিম এই গানটা আমারও প্রিয়। মনে করিয়ে দেবার জন্য ভালোলাগা থাকলো।
পাশে থাকার জন্য ধন্যবাদ ও অশেষ শুভকামনা প্রিয় ব্লগার।
২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬
আর্কিওপটেরিক্স বলেছেন: সবকিছুতেই অনিশ্চয়তা বিদ্যমান...
তবুও ইচ্ছেরা বেঁচে থাকে, ডানা মেলে মনের আকাশে....
ভালোবাসা যেন এক লাগামহীন অনুভূতি.....
মানে না কোনো বাঁধা..... ডিঙিয়ে চলে বেড়াজাল......
জীবনে ইচ্ছেটাই হলো আসল.....
তাই ছুটুক ইচ্ছে ঘোড়া লাগামহীন ভাবে.....
ব্যতিক্রমী কবিতায় মুগ্ধতা.....
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৬
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আপনার মন্তব্য পেলেই ভাললাগা আর মুগ্ধতা আচ্ছন্ন করে।
"জীবনে ইচ্ছেটাই হলো আসল.....
তাই ছুটুক ইচ্ছে ঘোড়া লাগামহীন ভাবে....." --- খুব সুন্দর করে আমার মনের কথাটাই বলেছেন!!
পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময় প্রাচীন পক্ষী।
২৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫
খায়রুল আহসান বলেছেন: ইচ্ছেদের পিঠে ঘোরসওয়ার রাজকীয় এক আদিম পুরুষ- খুবই চমৎকার একটি কাব্যিক ভাবনা। সুন্দর একটা কবিতা লিখেছেন, অভিনন্দন!
গুগল আপনার মনের ভাষাটা আগাম পড়ে নিল কিভাবে? একেবারে যুৎসই একটা ছবি আগে ভাবেই যেন ঠিক করে রেখেছিল, কবিতায় বসানোর জন্য!
অনিন্দ্যসুন্দর কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।
২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭
শিখা রহমান বলেছেন: খায়রুল আহসান অনেকদিন পরে লেখায় আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
কবিতাটা আপনার এতো ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। আর ছবিটাও কবিতার সাথে মানানসই লেগেছে জেনে ভালো লাগলো।
প্লাসের জন্য ও বরাবরের মতোই সুচিন্তিত মন্তব্যের জন্য একরাশ ভালোলাগা রইলো।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা প্রিয় ব্লগার।
২৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেপরোয়া ইচ্ছেরা বেঁচে থাকুক।
ভালো লাগা নিন কবিতায়।
২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪
শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ সুন্দর মন্তব্যের জন্য একরাশ ভালোলাগা রইলো।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা প্রিয় ব্লগার।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ভালো লেগেছে চালিয়ে যান