![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
অবিশ্রাম হেঁটে চলা,
মরুভূমির বুকে বৃষ্টির স্বপ্ন
আর তোমার আঙুলগুলো!!
বাতাসে ভাসা উড়ন্ত চুমুদের
আংগুলে মেখে নিও।
নিয়নের ঝাপসা আলোয় মিশে থাকা
আমাদের সন্ধ্যার গল্পরা,
মাটির ভাড়েঁ চায়ের বাদামী উষ্ণতায়
খুঁজে নিও তাদের।
রাতজাগা সিগারেট,
নিকোটিনের মউ মউ গন্ধ মাখা
ছাইদানী,
আর হৃদয় পোড়ার গন্ধ!!
সাহস থাকলে ভালোবেসে দেখাও ছেলে,
জলদস্যুর মতো মাঝসমুদ্রে দখল নাও
গন্তব্যহারা জাহাজের।
সাহস থাকলে
ঘুমহারা কোন শহরের পানশালায়
নেশাতুর চোখে বলো
"রাজকন্যা শুধু আজ রাতে আমার হও...
বাজি ধরছি তোমাকে জিতে নেবো এক রাতেই ..."
সাহস থাকলে
আচমকাই ঠোঁট ডুবিয়ে দাও এই ঠোঁটে,
নিষ্পেষণে আর আলতো কামড়ে
শুষে নাও বুকের সব বাতাস...
জিহবায় মার্গারিটা নাকি চুমুর স্বাদ
বুঝে নেবার আগেই
টালমাটাল করে দাও আমায়।
বালক নয়, পুরুষ চাই আমার...
পারলে তুমুল চুমুতে
লুটপাট করে নাও আমাকে!!
শোন ছেলে...
ভালোবাসতে জানলে
হিসেব ভুলে
শিখে নাও জলপরীর শরীরের জ্যামিতি!!
© শিখা রহমান
(ছবিঋণঃ গুগল)
২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮
শিখা রহমান বলেছেন: ইমু সাহেব আমার ব্লগে আপনাকে স্বাগতম। সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা স্তত!!
২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি লিখলেন!!! +++
২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭
শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ মন্তব্যের জন্য ও প্লাসের জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
শুভকামনা কবি। পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪
ঋতো আহমেদ বলেছেন: বাহ্,, সবসময়ের মতো দারুণ হয়েছে! ভালোবাসার..লুটপাটের ভয়াবহ আহ্বান।+++
২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১২
শিখা রহমান বলেছেন: ঋতো আপনি যখন বলেন "ভালোবাসার..লুটপাটের ভয়াবহ আহ্বান" তখন বিশ্বাস করতেই হয় যে আহ্বান সার্থক হয়েছে। কবিরা যে সত্যিই বলেন!!
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন প্রিয় কবি। শুভকামনা নিরন্তর!!
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
শিখা রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন কবি। শুভকামনা নিরন্তর!!
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শিখা! শিখা! ও শিখা?
পোস্টে মাইনাস।
এমন অশ্লীল কবিতা লিখো কেন তুমি??? গিফ্টো(সজনে পাতা।)
২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯
শিখা রহমান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! কবিতা না বুঝলে এমনটাই মনে হয়। আর তুমিতো কবিতা পড়োইনি।
কবে থেকে নাম ধরে ডাকা শিখলে? যতোদূর জানতাম আমি তোমার শিখা আপু ছিলাম।
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
বাকপ্রবাস বলেছেন: ভালোবাসা জমা নেই দূরে থাকি তায়
তবুও স্বাধ জাগে যদি এমন আহ্বান পায়
-
কবিতা সুন্দর হয়েছে
২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩
শিখা রহমান বলেছেন: বাকপ্রবাস আপনাকে এমন আহ্বান করেছে নিশ্চিত কেউ কখনো। আপনার সমস্ত ভালোবাসা সেই জলপরীর কাছেই জমা থাকুক।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন প্রিয় কবি। শুভকামনা নিরন্তর!!
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের মতই দারুন হয়েছে । আহ্বান অত্যন্ত মানবিক ও হৃদয় ছোঁয়া। ছবিটা একটু অশালীন লাগছে...
শুভকামনা ও ভালোবাসা প্রিয় আপুকে
২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
শিখা রহমান বলেছেন: পদাতিক মন্তব্যের জন্য ভাললাগা জানবেন। কবিতাটা দারুন লেগেছে জেনে ভালো লাগলো।
আপনি যদি একটু ব্যাখ্যা করতেন যে ছবিটা কেন অশালীন তাহলে বুঝতে পারতাম। পোষ্টে লেখাটাই মুখ্য ও লেখার সমালোচনাই হওয়া কাম্য। কিন্তু ছবির কথা মন্তব্যে উল্লেখ করেছেন বলেই জানতে চাইলাম।
শুভকামনা সতত!! ভালো থাকুন সবসময়।
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর আহ্বান, চমৎকার কথামালা কবিতার। ভালো লাগলো আমার +++++
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭
শিখা রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন কবিদের মন্তব্য পেলেই মন ভালো হয়ে যায়। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
অশেষ শুভকামনা কবি।
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
আরোগ্য বলেছেন: বাপরে শিখা আপু লেখায় কী ধার। বলতে হবে। ধরা নি দিয়ে উপায় নেই।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০
শিখা রহমান বলেছেন: আরোগ্য ভালোবাসার মানুষকে ডাকতে হলে এমন ব্যাকুল হয়েই ডাকতে হয় যাতে ধরা দেয়।
সুন্দর মন্তব্যের জন্য ও পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ। শুভকামন্স সতত প্রিয় ব্লগার।
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
ইব্রাহীম আই কে বলেছেন: সব প্রমিকারাই কি এমন আহ্বান দেয়, নাকি এটা কবিদের জাগতিক ভাষা!
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪
শিখা রহমান বলেছেন: ইব্রাহীম আই কে সব প্রেমিকরা এমন আহ্বানের যোগ্য কিনা সেটাও তো বিবেচনায় আনতে হবে। প্রেম যদি তেমন গভীর হয়, ভালোবাসার কাছে যদি তেমন ভাবে সমর্পণ করা যায় তবে বাস্তবেই প্রেমিকারা এমন করে ডাকে। কবিতাতো জীবনেরই প্রতিফলন।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা সতত!!
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা,
বেশ সাহসী কবিতা আর সাহসী হবার আহবান অবুঝ প্রেমিকের জন্য এরচেয়ে আর বেশি কি দরকার??
ইব্রাহীম আই কে বলেছেন: সব প্রমিকারাই কি এমন আহ্বান দেয়, তাহলে তো এই দুনিয়ায় খবর ছিল!
সব কিশোর হয়ত হয়ে উঠত যুবক
কোথাও পাওয়া যেত না হৃদয় পোড়া ঘ্রান!
অবুঝ স্বপ্নগুলিকে আঁকতে চাইতো যথেচ্ছা
নাপাওয়া গুলিকে তাড়িয়ে দিত সহজলভ্যতার তুড়িতে
হৃদয়ের রঙতুলি নিয়ে খেলত দিবানিশী
নিকোটিনের গন্ধ হারিয়ে যেত
চিরচেনা প্রেমের অচেনা ঘ্রানে......
অন্যরকম কবিতা লিখলেন আজকে! মন্তব্য গুলিও পড়ে বেশ মজা পেলাম।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭
শিখা রহমান বলেছেন: নীল আমার শহরেও এখন রাত নেমেছে। শুভসন্ধ্যা আপনাকে!!
সুন্দর কাব্যিক মন্তব্যে একরাশ ভালোলাগা ও মুগ্ধতা রইলো। কবিতাটা খুব ভালো লেগেছে।
চেস্টা করি বিভিন্ন স্বাদের লেখা দিতে যাতে করে পাঠকেরা একঘেঁয়ে বোধ না করেন।
পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। শুভকামনা সতত প্রিয় ব্লগার।
১২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রক্তে আগুন ধরানো কবিতা !!!
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১
শিখা রহমান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন আপনাকে অনেকদিন পরে লেখায় নিয়মিত পেয়ে ভালো লাগলো।
কবিতায় ছত্রে ছত্রে প্রেমিকের রক্তে আগুন ধরাতেই চেয়েছিলাম। আপনার মন্তব্যে মনে হলো কবিতাটা সার্থক!!
পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।
১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪১
জাহিদ অনিক বলেছেন:
প্রেমের এমন উপুর্যপরি আহ্বানে সবাই সাড়া দিতে পারে না। কারও কারও হয়ত ইচ্ছে করে সাড়া দিতে- কেউ হয়ত উঁকি দিতে চায়, কিন্তু সাড়া কেবল সে-ই দেবে যে বালক নয় পুরুষ, যে আধোআধো নয় পুরোটা ভালোবাসা জানে।
কবিতার আহ্বান ভালো লাগলো শিখা আপু।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪
শিখা রহমান বলেছেন: জাহিদ "সাড়া কেবল সে-ই দেবে যে বালক নয় পুরুষ, যে আধোআধো নয় পুরোটা ভালোবাসা জানে।" --- কবি বলেই বলে দিলে কবিতার মর্মকথা এতো সহজে!!
মন্তব্য পেয়ে মন আলো হয়ে গেলো। প্রিয় কবির ভালোলাগা অনেক বড় পাওয়া।
সুন্দর মন্তব্যের জন্য একরাশ ভালোলাগা। এত্তো ভালোবাসা ও শুভকামনা কবি।
১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৯
ল বলেছেন: নিয়ন আলোয় ক্ষণিকের সুখ শুষে নেয় কামুক যুবক
সেখানে চরম দুঃসাহসী পুরুষ কে প্রেয়সীর নিস্পাপ আহবান।
আপনার কবিতা অসম্ভব ভালোলাগাথেকে
একটা কবিতা লিখবো -- যদি পারি ---
মুগ্ধ ++++
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮
শিখা রহমান বলেছেন: ল "নিয়ন আলোয় ক্ষণিকের সুখ শুষে নেয় কামুক যুবক
সেখানে চরম দুঃসাহসী পুরুষ কে প্রেয়সীর নিস্পাপ আহবান। " --- বাহ!! কবিতায় যে ভালোবাসার পুরুষকেই আহ্বান করা হয়েছে, ক্ষণিকের ভালোলাগার কাউকে নয় সেটা খুব সুন্দর করে বলেছেন।
আপনার কবিতাটা নীচের মন্তব্যে দেখেছি। আপনার কাব্য প্রতিভায় আমি মুগ্ধ!!
প্লাসের জন্য ও পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
শুভকামনা সতত কবি।
১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১৯
কাওসার চৌধুরী বলেছেন:
আপু, এমন একখান প্রেমিকা যদি মোর কপালে জুটতো? ++++
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১
শিখা রহমান বলেছেন: কাওসার অবশ্যই জুটে যাবে। কবি-গল্পকার-প্রাবন্ধিক এমন বহুমুখী প্রতিভার অধিকারীর সাথে পাল্লা দিয়ে প্রেম করা তো সহজ নয়। তাই হয়তো একটু বিলম্ব হচ্ছে। তবে তাকে পেয়ে যাবেন নিশ্চয়ই।
পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা প্রিয় ব্লগার।
১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫০
এস এম ইসমাঈল বলেছেন: অমর অনন্ত ভালবাসা,
পাবার ছিল বড় আশা
কিন্তু কিছুই পেলাম না,
কারো কাছে ছিলাম
আমি মস্ত বিড়ম্বনা,
কারো কাছে আমার
ছিল অনেক কিছু পাওনা।
কবিতা ভাল হয়েছে
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০১
শিখা রহমান বলেছেন: এস এম ইসমাঈল অনেকদিন পরে লেখায় আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
খুব সুন্দর কাব্যিক মন্তব্যে একরাশ ভালোলাগা রইলো। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
অশেষ শুভকামনা প্রিয় ব্লগার।
১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৮
মুক্তা নীল বলেছেন: এই আহবান বৃথা যাবেনা শিখা আপু,
যে ভালোবাসা মরুভূমির বুকে বৃষ্টি ঝরায়, নিয়ন নিয়ন সন্ধ্যাবেলার গল্পগুলো মেতে উঠে চা'য়ের ধোঁয়ায়, হ্রদয় পুড়িয়ে ফেলে ------ সে ভালোবাসার প্রতি বিশ্বাস রেখো।
এই ভালোবাসায় যতটুকু অবদান আছে , তা দিয়ে সে নিজের বিবেকের কাছে আটকে আছে .....
বিবেকের তাড়নায় তাঁর পৌরুষত্ব নিয়ে আসতে হবেই।
আপু, ভালো থাকুন সবসময়, শুভ সকাল।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪
শিখা রহমান বলেছেন: মুক্তা নীল আপনি এমন সুন্দর মন্তব্য করেন যে মনটা আলো হয়ে যায়।
"যে ভালোবাসা মরুভূমির বুকে বৃষ্টি ঝরায়, নিয়ন নিয়ন সন্ধ্যাবেলার গল্পগুলো মেতে উঠে চা'য়ের ধোঁয়ায়, হ্রদয় পুড়িয়ে ফেলে ------ সে ভালোবাসার প্রতি বিশ্বাস রেখো। " --- কি যে সুন্দর কথা গুলো!! হুউউউউ...ভালোবাসলে যে বিশ্বাস রাখতেই হয়। বিশ্বাস ছাড়া কি ভালোবাসা বাঁচে?
আপনিও ভালো থাকুন ভালোবাসায়। শুভ সকাল!! শুভকামনা নিরন্তর।
১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫
শিখা রহমান বলেছেন: রাজীব মন্তব্যের জন্য ও পাশে থাকার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন ভালোবাসায়। শুভকামনা প্রিয় ব্লগার।
১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৬
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: পাঠে মুগ্ধ হলাম।।শুভকামনা।।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬
শিখা রহমান বলেছেন: মোঃসালাহ্উদ্দিন আমার ব্লগে আপনাকে স্বাগতম। সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা সতত!!
২০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৭
আলমগীর জনি বলেছেন: ভালো লাগল। একটা সুন্দর সকালের উপযুক্ত ব্রেকফাস্ট।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮
শিখা রহমান বলেছেন: আলমগীর জনি আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনার সুন্দর সকালটাতে আমার কবিতা পাশে ছিলো জেনে ভালো লাগলো।
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
শুভকামনা সতত!!
২১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩২
সোহানী বলেছেন: এ যে দেখি উথাল পাতাল করা প্রেম শিখা
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১২
শিখা রহমান বলেছেন: সোহানী ভালোবাসা যে ততোক্ষণই ভালোবাসা যতোক্ষণ সে বেপরোয়া, বেহিসেবী, উথাল পাথাল দুঃসাহসী!!
মন্তব্যের জন্য ও পাশে থাকার জন্য এত্তো ভালোবাসা। শুভকামনা প্রিয় ব্লগার।
২২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৯
রাফা বলেছেন:
কবিতাটা মিউজিকের বিটের মত একেবারে নিচের স্কেল থেকে শুর। আর শেষে গিয়ে সর্বোচ্চ স্কেলের ঝড়ের মত।
বিপদ জনক আগ্রাসী আহ্বান -
ডুবিয়া মরিলাম ,না মরিয়া ডুবিলাম-
কোনটা ম্যাটার করেনা।
চ্যালেন্জের মধ্যে যত আত্মবিশ্বাসই থাকুকনা কেনো ,
জয়ী কিন্তু আমিই হবো।কারন ,আমি অগ্নিপুরুষ।
ধন্যবাদ,শি.রহমান।চমৎকার কবিতার জন্য।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২২
শিখা রহমান বলেছেন: রাফা বেলীফুল আমার খুব পছন্দের। ধন্যবাদ।
"কবিতাটা মিউজিকের বিটের মত একেবারে নিচের স্কেল থেকে শুরু। আর শেষে গিয়ে সর্বোচ্চ স্কেলের ঝড়ের মত।" ---- আবেগের ছন্দ বুঝতে পারার জন্য একরাশ ভালোলাগা।
আর হুউউউউ...প্রেমিককে জিতিয়ে দেবার জন্যেই যে এই আহ্বান। আহ্বানে সাড়া দিলে অবশ্যই অগ্নিপুরুষের জয় হবে।
আপনাকে ধন্যবাদ (আজ তিনবার, একটা এক্সট্রা বেলীফুলের জন্য) মন্তব্যের জন্য ও পড়ার জন্যে।
ভালো থাকুন অগ্নিপুরুষ ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা নিরন্তর!!
২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৩
রাফা বলেছেন: সংশোধন-শুর না শুরু হবে।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৩
শিখা রহমান বলেছেন: টাইপো বুঝতে পেরেছি রাফা। শুভকামনা।
২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭
মনিরা সুলতানা বলেছেন: তোমার শব্দের নিজেকে প্রকাশ করে অনিন্দ্য রূপে !
কী দারুণ মোহ।
ভালোবাসা শিখা রহমান।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬
শিখা রহমান বলেছেন: নীরা তোমার মন্তব্য পেলেই মন ভালো হয়ে যায়। তোমার মতো আমাকে আর আমার কবিতাদের আর কেই বা বোঝে!!
ভালোবাসা এত্তো কবিতার মেয়ে। শুভকামনা সতত!!
২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮
স্রাঞ্জি সে বলেছেন:
সাহসীকতার আহবানে দুর্দান্ত একটা কবিতা হয়েছে। তবে যেন এমন না হয় আহবান, ক্ষণিকের জন্য ভালবেসে টালমাটাল করার। হোক তা চিরদিনের জন্য।
কবিতায় +++
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭
শিখা রহমান বলেছেন: স্রাঞ্জি সে এই আহ্বান চিরন্তন ভালোবাসার জন্যেই, ক্ষণিকের ভালোলাগার জন্য নয়।
সুন্দর মন্তব্যের জন্য একরাশ ভালোলাগা রইলো। শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।
২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন করে বললেতো প্রেমিকরা পাগল হয়ে যাবে।
সুন্দর কবিতা ও উপামায়+++++++
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩
শিখা রহমান বলেছেন: মাইদুল প্রেমিকতো একজনই, যার চিরায়ত ভালোবাসার জন্যে এই আহ্বান।
সুন্দর মন্তব্যের জন্যে ও প্লাসের জন্যে এত্তো ধন্যবাদ। শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।
২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপু! আপু! ও আপু!
শিখা তো আমি মজা করে লিখেছি। প্রতিউত্তরে তুমি কী বলো সেটা দেখার জন্য...
## (পাঠকের প্রতিক্রিয়া ! কবিতা না বুঝলে এমনটাই মনে হয়। আর তুমিতো কবিতা পড়োইনি।)
.. পোস্টে আরেকটা মাইনাস.
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬
শিখা রহমান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! কবিতা না পড়ার জন্য একটা মাইনাস
কবিতা না বোঝার জন্যে আরেকটা মাইনাস
আর আপুকে নাম ধরে ডাকার জন্যে দশটা মাইনাস
মন্তব্যে মোট এক ডজন মাইনাস।
২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৪
অলিভিয়া আভা বলেছেন: সাহস থাকলে ভালোবেসে দেখাও ছেলে - খুভ সাহসী আহ্বান, ভীরু ছেলেরাও হয়ত বুকে কিছু বল পাবে।
প্রেমের কবিতা যেন ঠিক। শুভেচ্ছা রইলো। ভালো থাকুন কবি
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮
শিখা রহমান বলেছেন: অলিভিয়া আভা অনেক অনেক দিন পরে আপনাকে লেখায় পেয়ে খুব ভালো লাগলো।
ভালো আছেন আশা করি।
সুন্দর মন্তব্যের জন্য একরাশ ভালোলাগা রইলো। শুভকামনা সতত!!
২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: কিছু আহ্বান বড়ই মায়াবী.......
ক্ষণিকের জন্য মোহাচ্ছন্ন করে ফেলে......
যার টান উপেক্ষা করা বড্ড কঠিন.......
মূহুর্তের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বন্দর......
জীবনে নতুন রঙ যোগ হয়ে যায়.....
তবুও চলে এ ভালোবাসার ঝড়..... জীবন সমুদ্রে......
প্রচন্ড শক্তিশালী এ আহ্বানের কবিতায় মুগ্ধতা......
বাপরে বাপ..... এমন আহ্বান উপেক্ষা করা সম্ভব না
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আপনার চমৎকার মন্তব্য পড়ে প্রিয়তম কবি জীবনানন্দের 'ক্যাম্পে' কবিতার কিছু প্রিয় লাইন মনে পড়ে গেলো।
"আমার হৃদয় – এক পুরুষহরিণ –
পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে
চিতার চোখের ভয় – চমকের কথা সব পিছে ফেলে রেখে
তোমারে কি চায় নাই ধরা দিতে ?
আমার বুকের প্রেম ঐ মৃত মৃগদের মতো
যখন ধূলায় রক্তে মিশে গেছে
এই হরিণীর মতো তুমি বেঁচেছিলে নাকি
জীবনের বিস্ময়ের রাতে
কোনো এক বসন্তের রাতে ?" --- কখনো কখনো সব উপেক্ষা করে আহ্বানে যে সাড়া দিতেই হয়।
বরাবরের মতোই মন্তব্যে একরাশ ভালোলাগা ও মুগ্ধতা। পাশে থাকার জন্য এত্তো ভালোবাসা। শুভকামনা প্রাচীন পক্ষী।
৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪১
ল বলেছেন: জ্যামিতিক ভালোবাসা
--------------রহমান লতিফ -------
আমি হবো মারুভূমির উটের জকি,
অনায়াসে হেঁটে যাবো মুরুদ্যনে শত সহস্র ক্রোশ,
তপ্ত মরুর ঝরে লুন্ঠিত করবো ওগো প্রেমবতী
কামনার শ্লেষে উঞ্চ ঠোঁট এঁকে দেবো শীতলপাঠী।
আমি হবো জলদস্যুর সর্দার,
ভয়াবহ ঝড়ের মাঝে ছুঠবো ভূ-মধ্য সাগরে
রাজকীয় জাহাজ হতে ছিনিয়ে নিবো রাজস্বী
মৃত্যু ভয়ে রুদ্ধ হবে না ভালোবাসার রণতরী।
আমি হবো ঘুমন্ত শহরের পানশালায় নেশাগ্রস্ত মাতাল---
ঘোর নেশায় টালমাটাল হয়ে খামচে ধরেবো তোমার নিতম্ব সটান,
আচমকাই তোমার পুরুষ্টু ঠোঁটে ঠোঁট ডুবিয়ে হবো টালমাটাল!
আধো চোখে আড়ষ্টতায় শুষে হবে'ওয়ান নাইট ষ্ট্যাণ্ড'
আমি হবো পৃথিবী বিখ্যাত বাজীকর,
এক জীবন না হয় বাজী রেখে;তোমাকে জিতে নেবো দিগবালিকা,
দাবার চাল বুঝে নেবার আগে বাদামী উঞ্চতায় নিষ্পেষিত হবে জলকেলি,
তোমার চিবুকে নকশা গড়বো,জ্যামিতিক ভালোবাসা।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭
শিখা রহমান বলেছেন: ল কি দুর্দান্ত হয়েছে কবিতাটা। আমি মুগ্ধ ও অভিভূত। শেষের স্তবকটা অদ্ভুত সুন্দর!!
কবিতাটা আলাদা করে পোস্ট করে দেবেন আশাকরি যাতে সবাই পড়তে পারে। আর কিছু টাইপো আছে, ঠিক করে নেবেন প্লিজ!!
অনেক অনেক ধন্যবাদ কবি। আমার সামান্য কবিতা পড়ে আপনি এমন সুন্দর কবিতা রচনা করেছেন দেখে আমি অভিভূত ও অনুপ্রাণিত।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। অশেষ শুভকামনা প্রিয় কবি।
৩১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: শিখা
আহবানে সারা না দিয়ে আর পারলাম কোথায়???
সুন্দর।+
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯
শিখা রহমান বলেছেন: সেলিম কবিতার আহ্বানে কবিদের যে সাড়া দিতেই হয়। কবিতা কবিদের প্রথম ও শেষ প্রেম।
মন্তব্যের জন্য ভালোলাগা রইলো। শুভকামনা সতত কবি।
৩২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪
প্রামানিক বলেছেন: শোন ছেলে...
ভালোবাসতে জানলে
হিসেব ভুলে
শিখে নাও জলপরীর শরীরের জ্যামিতি!!
নারীর প্রেমকে মধুময় করে প্রকাশ করার চমৎকার কাব্য কথামালা। খুব ভালো লাগল শব্দ চয়ন এবং শব্দের গাঁথন। ধন্যবাদ
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯
শিখা রহমান বলেছেন: প্রামানিক অনেকদিন পরে আপনাকে লেখায় পেয়ে খুব ভালো লাগলো।
আপনার কোট করা লাইনগুলো আমার নিজেরও প্রিয়। মন্তব্যে একরাশ ভালোবাসা। অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায় প্রিয় ছড়াকার। শুভকামনা সতত!!
৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
হাবিব বলেছেন:
এভাবে ডেকো না আমায়
এতো ভালোবাসা আমি রাখবো কোথায়?
আমার বুকে যে অতো জায়গা নেই!
তাইতো আজ বসে গেছি......
ভালোবাসার একটি চাদর মুরি দিয়ে
কাটিয়ে দেব ভাগাভাগি করে.....
সেথা কে হবে কপোত কে বা কপোতী
৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩
শিখা রহমান বলেছেন: হাবিব কবিতা যখন লিখছেন তখন ধরে নিচ্ছি যে মন ভালো হয়েছে আপনার।
ভালোবাসা রাখার জায়গা সংকুলান না হলেতো সমস্যা!!
হটজলদি কবিতা কমেন্ট একরাশ ভালোলাগা। পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ কবি।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা নিরন্তর!!
৩৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান,
নারী শরীরে যেখানে যা থাকার তা সেখানে সৌন্দর্য্যমন্ডিত হয়ে থাকলেই যেমন শরীরি আহ্বান উঠে আসে, তস্করের মতো সে সৌন্দর্য্য যেমন দু'হাতে লুটেও নিতে হয়, তেমনি এক শরীরি আহ্বান কবিতার শরীরটা জুড়ে।
ভালোবেসে মাঝসমুদ্রে দখল নেয়া জাহাজের পালে যখন তুমুল চুম্বনের আহ্বান ঝাপটা মারে তখন পূর্ণিমা রাতের ভরা জোয়ারের মতো পুরুষের শুক্রও বৃদ্ধি পায়, কাম তাকে তাড়িত করে ফেরে ।
অপরূপ সুন্দর এই কবিতাটি পড়তে পড়তে পাশাপাশি এর বিপরীত মেরুতে দাঁড়িয়ে থাকা অশরীরি ভালোবাসার আর একটি উপাখ্যান মনে এলো। মানিক বন্দোপাধ্যায়ের "পদ্মানদীর মাঝি" উপন্যাসে ভালোবাসার চরম ও পরম আকুতি নিয়ে করা দু'টো লাইন -----
" শরীর.....শরীর! তোমার কি মন নাই কুসুম!"
এরকম অশরীরি ভালোবাসা নিয়ে অনেক বছর আগে লেখা আমার একটি অপ্রকাশিত কবিতার কিছু লাইনও মনে এলো এই মন্তব্যটি করতে গিয়ে -
......স্বয়মাগতা তোমাকে তাই
রেখেছি অসূর্য্যস্পর্শা করে
দেখিনি ছুঁয়ে কোমল করমচা ঘ্রান শরীরের,
উপলখন্ড ঘাম ঢেউভাঙা তটের, লুটিনি আঁজলা ভরে-
শুধু রেখেছি শুদ্ধতম করে ।
তাই তোমাকেই বললাম ‘প্রেম নয়,ভালোবাসি’
( প্রেম আর ভালোবাসা যে এক নয়, জানে ক’জনা ? )
অথচ তুমি এসেই বললে, যাই
আমি বললাম, ‘যাই বলতে নেই,বলো আসি’
চমৎকার ভাবাবেগে ভরা এই কবিতায় +++++
৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭
শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস আপনি মন্তব্যের যাদুকর!! প্রতিটা মন্তব্যে শব্দের মোহন বাঁশীতে সম্মোহিত করে দেন।
"নারী শরীরে যেখানে যা থাকার তা সেখানে সৌন্দর্য্যমন্ডিত হয়ে থাকলেই যেমন শরীরি আহ্বান উঠে আসে, তস্করের মতো সে সৌন্দর্য্য যেমন দু'হাতে লুটেও নিতে হয়, তেমনি এক শরীরি আহ্বান কবিতার শরীরটা জুড়ে।" --- খুব সুন্দর করে আহ্বানের মর্মকথাটা তুলে ধরেছেন।
"শরীর.....শরীর! তোমার কি মন নাই কুসুম!" --- আমার খুব পছন্দের লাইন।
আপনার কবিতার লাইনগুলো বরাবরের মতো মুগ্ধ করলো। "রেখেছি অসূর্য্যস্পর্শা করে
দেখিনি ছুঁয়ে কোমল করমচা ঘ্রান শরীরের,
উপলখন্ড ঘাম ঢেউভাঙা তটের, লুটিনি আঁজলা ভরে-
শুধু রেখেছি শুদ্ধতম করে ।" ---- দুর্দান্ত লেগেছে, বিশেষ করে "করমচা ঘ্রান শরীর" কথাটা!!
আপনাকেও আমার লেখা কবিতার কিছু লাইন দিলা্ম।
"কবিতা যদি হয় সত্যের সাধনা,
তবে কেন কবি?
কেন রক্তে মাংসে কেন এতো অনীহা তোমার?
শরীরের আছে কবিতার কাছে দেনা, আর
কবিতারও আছে শরীরের কাছে ঋণ।
কবি, কবিতায় ওই ঈশ্বরী হওয়ার চেয়ে
কুবেরের কপিলা হওয়া ঢের বেশী ভালো!!"
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। আপনার যাদুর মন্তব্যের অপেক্ষায় থাকবো।
শুভকামনা নিরন্তর!!
৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২
রাফা বলেছেন: Where is another thanks !
এত কৃপণ কেনো আপনি ? গুনে গুনে মাত্র তিনটা।
গান দিলাম,ফুল দিলাম।
দেইনি শুধু পাখীর কাকলি আর কবিতার ছন্দ।
কারন-কবিরা কবিতা দিয়ে কবি ও কবিতাকে ভালোবাসে তাই……
আবারো ধন্যবাদ,শি.রহমান-ইনফিনিটি।
৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০২
শিখা রহমান বলেছেন: রাফা আপনিতো খুব হিসেবী দেখছি। ধন্যবাদের খাতা খুলেছেন বুঝি?
এখন থেকে আপনাকে অফুরন্ত ধন্যবাদ দেবো।
খাতায় আমার নামের পাশে ইনফিনিটি লিখে রাখবেন কিন্তু।
ফিরে এসে মন্তব্যের জন্য ও গানটার জন্য ভালোলাগা রইলো।
শুভকামনা প্রিয় ব্লগার।
৩৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৬
সূচরিতা সেন বলেছেন: কবিতা অনেক ভালো লাগল দিদি।
৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪
শিখা রহমান বলেছেন: সূচরিতা সেন মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
৩৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬
আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান,
এই-ই তো সত্য যে, রক্তে মাংসে গড়া মানুষ কবির, কপিলাদের রক্তে মাংসে কোনই অনীহা থাকার কথা নয়। নারী, স্বর্গীয় ভাস্করের আঙুলে গড়া সুষমা মন্ডিত আদর্শ একতাল কর্দম । সে তো জাগতিক কবির কাছে ঈশ্বরী নয়, সে যে চিরকালের কপিলা! এ বোধ তো পদ্মা নদীর অদম্য স্রোতের মতোই কবির রক্তে বেগবান।
আসলে সব শীলা যদি শালগ্রাম হয় তবে আমরা হলুদ বাটি কিসে ? তাই শালগ্রামেশ্বরী হয়ে থাকার চেয়ে কুবেরের কপিলা হওয়া ঢের বেশী বাস্তব! আর তাতেই সেই কপিলা শরীর জড়িয়ে, লতিয়ে লতিয়ে ফেনায় কবিতা!
প্রতিমন্তব্যে আপনার অমন দুর্দান্ত কবিতাটির দেনা শোধ করতে আবারও ফিরে যেতে হয় আমার সেই অপ্রকাশিত কবিতার উঠোনেই, একজন মানুষ কবির মতোই বলতে ------
....এই সবকিছু ছেড়ে দিতে পারি যদি বলো –
আমাকেই চাও,
তাম্বুলরাঙা ঠোটের সব রস শুষে নিতে দাও
যদি, অঘ্রানী মেঘের পাহাড় দাও তুলে
কঠিন করতলে, যদি আদ্র ভালোবাসা ঢালো ।
তবে ভরন্ত সংসারও ছেড়ে যেতে পারি
দিয়ে দিতে পারি তামাম পৃথিবী,
জন্মাবধি বেড়ে ওঠা আয়ু তাও পারি দিতে ।
জঘনের গহীন স্রোতে ভেসে যেতে পারি,
সুউচ্চ আকাশ থেকে দিতে পারি ঝাঁপ
নেমে যেতে পারি নরকের অতল অবধি....
যে মন্তব্যের অপেক্ষায় ছিলেন, জানিনে তা পুষিয়ে দিতে পারলুম কিনা!
শুভেচ্ছান্তে।
৩৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭
শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস মাঝে মাঝে মন্তব্যে আপনার সাথে অকারণেই দ্বিমত পোষণ করতে ইচ্ছে করে জানেন? শুধুমাত্র আপনার আরেকটা যাদুকরী মন্তব্য পাওয়ার লোভে।
কিভাবে এমন করে লেখেন? আপনার এই মন্তব্যের প্রতিটা বাক্যই যে কবিতা।
আর আপনার এমন দুর্দান্ত কবিতাটা অপ্রকাশিত কেন বলুনতো? এমন কবিতা লিখে লুকিয়ে রাখা খুব অন্যায়। অন্যদের পড়ার সুযোগ দেয়া উচিত।
আমি আপনার মন্তব্যের অপেক্ষায় সবসময়েই থাকি, তা একই লেখায় হোক বা নতুন কোন লেখাতেই হোক। আপনার মন্তব্যেরা পুষিয়ে দেয়ার পরেও যে ভালোলাগায় ডুবিয়ে রাখে অনেকক্ষণ, অনেকদিন।
ভালো থাকুন মন্তব্যের যাদুকর। ব্লগে প্রাণ থাকুক আপনার লেখনীর যাদুর কাঠির ছোঁয়ায়।
৩৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮
ইসিয়াক বলেছেন:
ভালোবাসাতো চিরকাল এমনই হয়
অপ্রয়োজনীয় লুকোছাপা কাম্য নয়।
বোকারাই খোঁজে অন্য কিছু মানে,
ভালোবাসার দৈন্যতা প্রকাশ সেখানে।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯
শিখা রহমান বলেছেন: ইসিয়াক আমার নিজের প্রিয় একটা কবিতা পুরোনো পোস্ট খুঁজে পড়েছেন দেখে অভিভূত হলাম।
"ভালোবাসাতো চিরকাল এমনই হয়
অপ্রয়োজনীয় লুকোছাপা কাম্য নয়।
বোকারাই খোঁজে অন্য কিছু মানে,
ভালোবাসার দৈন্যতা প্রকাশ সেখানে।" --- বাহ!! কবিদের মন্তব্য মানেই কবিতা, কখনো ছন্দে, কখনো অন্তঃমিলে।
ভালোলাগা ও মুগ্ধতা প্রিয় কবি।
ভালো থাকুন দ্বিধাহীন সর্বগ্রাসী ভালোবাসায় ও কবিতায়।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪
ইমু সাহেব বলেছেন: অনিন্দ্য প্রকাশ ভঙ্গি , ভালোবাসার ঝড়তোলা আহ্বান ।