![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
কোন কোন মৃত্যু
কেবলই হৃৎস্পন্দন বন্ধ নয়,
কোন কোন মৃত্যু আত্মার শবদেহ!!
প্রতিটা জখম বলে দেয়
কতোখানি চোট ছিলো আঘাতে,
বলে দেয় কতোখানি নপুংসক,
কতোটা ভীত সন্ত্রস্ত আততায়ী সব!!
কোন কোন মৃত্যু
জানিয়ে দেয় দমবন্ধের দৈর্ঘ্য,
ডুবুরি জেনেই যায় কতোটা অতলে সে,
এক পশলা বৃষ্টি যেমন
আচমকাই জানিয়ে দেয়,
কতোটা কাদা মেখেছে খোয়াড়ে শুয়োরের দল!!
কোন কোন মৃত্যু দেশলাইকাঠির মতো,
হঠাৎই আলো জ্বেলে বুঝিয়ে দেয় অন্ধকারের পরিমাপ,
পুড়ে নিঃশেষ হয়ে জানিয়ে দেয়
কি প্রগাঢ় অন্ধকারে নিমজ্জিত চারপাশ!!
কোন কোন মৃত্যু কেবলই মৃত্যু নয়,
কোন কোন মৃত্যু কবর থেকে জেগে ওঠা!!
© শিখা রহমান (৭ই অক্টোবর, ২০১৯)
(ছবি ইন্টারনেটে সংগৃহীত)
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৬
শিখা রহমান বলেছেন: অব্যক্ত কাব্য ভালো আছেন আশা করি। অনেকদিন পরে ব্লগে এলাম। সবাইকে অনেক মিস করেছি। অনেক চেস্টা করতে হয় নাকি? প্রথম বা শেষ সব মন্তব্যই আমার জন্য অনুপ্রেরণার খোরাক।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
২| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৭
আরোগ্য বলেছেন: প্রিয় শিখাআপু,
আজকে আর লগইন করার ইচ্ছা ছিলনা। শুধুমাত্র আপনার পোস্ট দেখে আসা। আশা করি ভালো আছেন। আপনার লেখা খুব মিস করি। প্রথম মন্তব্যকারী না হতে পারলেও প্রথম লাইক দিতে পেরেছি।
বাস্তবিকই কোন কোন মৃত্যু কবর থেকে জেগে ওঠা। আশা করি বাঙালি এবার জেগে উঠবে।
কবিতায় অজস্র ভালোলাগা রেখে গেলাম। ভালো থাকুন।
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০৩
শিখা রহমান বলেছেন: আরোগ্য কেমন আছেন? আপনাকে ও ব্লগের সবাইকে অনেক অনেক মিস করেছি। দেশে বেড়াতে যাওয়া ও অন্যান্য ব্যস্ততার জন্য ইচ্ছা থাকলেও ব্লগে আসা হয়নি।
আপনার মতো কেউ কেউ এমন ভালোবাসে বলেই ব্লগে আসতে ইচ্ছা করে। আপনার এই মন্তব্য যে আমার জন্য কি বড় পাওয়া তা ভাষায় লিখে বোঝানো কঠিন।
"বাস্তবিকই কোন কোন মৃত্যু কবর থেকে জেগে ওঠা। আশা করি বাঙালি এবার জেগে উঠবে।" --- তাই যেন হয়!! প্রানপণে চাইছি তাই যেন হয়। আশার মৃত্যু হলে যে আর কিছুই থাকে না।
আপনাকেও অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা। দেখা হবে আশা করি বারংবার কবিতায় ও ভালোবাসায়।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:০৫
ইসিয়াক বলেছেন: চমৎকার লেখা । দারুণ উপলব্ধি ।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো।
সুপ্রভাত
১৫ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৫৯
শিখা রহমান বলেছেন: ইসিয়াক অনেকদিন পরে ব্লগে এসে আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়েছি। আমার লেখায় স্বাগতম!!
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর কবি!!
৪| ১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:০১
নীল আকাশ বলেছেন: শুভ সকাল আপু,
আজকে সকাল বেলা ব্লগে ঢুকেই আপনার পোস্ট দেখে লগ ইন করলাম। ব্লগে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।
কবিতাটা আগেই পড়েছিলাম। আবরারের মৃত্যু সমস্ত বুয়েটিয়ানদের চেতনাকে নাড়া দিয়ে গেছে। স্তব্ধ শোকাহত আমরা সবাই। আমাদের চাওয়া একটাই, এরপর আর যেন এইধরনের আর কোন ঘটনা না ঘটে।
কবিতাটা খুব দারুন ভাবে বাস্তবতাকেই তুলে ধরছে।
ভালো থাকুন আপু, সব সময়।
ধন্যবাদ।
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:০৫
শিখা রহমান বলেছেন: নীল আপনাকে শুভ সকাল, যদিও আমার গোলার্ধে এখন সন্ধ্যা নামছে। ব্লগে তো ফিরে আসতামই। দেশে বেড়াতে যাওয়া আর অন্যান্য ব্যস্ততার জন্যে ব্লগে আসা হয়নি। আশা করছি এখন থেকে ব্লগে নিয়মিত হবো।
আপনি ঠিক বলেছেন। আবরারের মৃত্যু কেন যেন এখনো মেনে নিতে পারছি না আর তার ওপরে বুয়েটের গ্রুপে অন্যান্য নির্যাতনের ঘটনা শুনে কেন যেন প্রিয় ক্যাম্পাসটাকে খুব অচেনা মনে হচ্ছে। এই বুয়েটকে আমি চিনি না, এমন বুয়েট আমি কল্পনাও করতে পারি না।
ভালো থাকুন, নিরাপদ থাকুন। ভালো থাকুক প্রিয় মুখেরা, প্রিয়তম বুয়েট আর বাংলাদেশ।
৫| ১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন মৃত্যু দেখলাম আমরা যা রেশ রয়ে যাবে অনেকদিন।
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:০৮
শিখা রহমান বলেছেন: মোঃ মাইদুল সরকার কেমন আছেন? ব্লগে এসেই আপনাকে লেখায় পেয়ে ভালো লাগলো।
তবে এও ঠিক যে এমন মৃত্যু দেখলে ভালো থাকাটা কঠিন।
ভালো থাকুন সবসময়, নিরাপদ থাকুন। শুভকামনা নিরন্তর।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৬
বিজন রয় বলেছেন: আপনাকে ব্লগে দেখে ভাল লাগল।
আপনি তো দেশের বাইরে থাকেন, ওখান থেকে লগইন হওয়ার তো কোন সমস্যা ছিল না।
অনেক ব্যস্ত ছিলেন নিশ্চয়ই, যার জন্য ব্লগে সময় দিতে পারেন নি।
আশাকরি আবার আপনার লেখা কবিতা বা গল্প ব্লগে নিয়মিত পড়তে পারবো।
ভাল আছেন নিশ্চয়ই।
আন্তরিক শুভকামনা রইল।
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:১১
শিখা রহমান বলেছেন: বিজন অনেকদিন পরে ব্লগে এসে আপনাকেও লেখায় পেয়ে ভালো লাগলো। ভালো আছেন আশা করি।
"আপনি তো দেশের বাইরে থাকেন, ওখান থেকে লগইন হওয়ার তো কোন সমস্যা ছিল না।
অনেক ব্যস্ত ছিলেন নিশ্চয়ই, যার জন্য ব্লগে সময় দিতে পারেন নি।"--- দেশে ছিলাম অনেকদিন। তখন ব্লগে আসা সম্ভব হয়নি। আর ফিরে এসে একটু মানিয়ে নেয়া সেই রুটিনে বাঁধা জীবনের সাথে আর কাজের ব্যস্ততাতেও ব্লগে আসা হয়নি। আশা করছি এখন থেকে ব্লগে নিয়মিত হবো।
পাশে থেকে অনুপ্রেরণার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়, নিরাপদ থাকুন। শুভকামনা নিরন্তর।
৭| ১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৯
মা.হাসান বলেছেন: যখন বৃষ্টি থাকে না তখনও কিন্তু এই সমস্ত শুয়োরেরা নিজরা পিসু করিয়া তাহা দিয়া কাদা তৈরি করিয়া কাদা মাখিয়া থাকে।
যে সমস্ত কবিরা দেশের উন্নয়নের খবর না লিখিয়া এই সমস্ত উল্টাপাল্টা কবিতা লিখে, তাদের ক্রিকেটের স্ট্যাম্প দিয়া পিটানো দরকার।
জানুয়ারিতে কি দেশে আসিবেন নাকি ট্রাম্পের নির্বাচনি প্রচারকার্যে ব্যস্ত থাকিবেন?
আমি কিন্তু আপনার নতুন বইয়ের অপেক্ষায় থাকবো।
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:২২
শিখা রহমান বলেছেন: মা.হাসান আপনার মন্তব্যটা আমার এই লেখায় সেরা মন্তব্য।
"যে সমস্ত কবিরা দেশের উন্নয়নের খবর না লিখিয়া এই সমস্ত উল্টাপাল্টা কবিতা লিখে, তাদের ক্রিকেটের স্ট্যাম্প দিয়া পিটানো দরকার।" --- কবিরা যাই লিখিয়া থাকুক না কেন তাহাদের পিটানো দরকার। তাহাঁরা কি ছাইপাশ লিখিলো সেইটা পড়িয়া দেখে কে?
ট্রাম্পের নির্বাচনি প্রচারকার্যে ব্যস্ত থাকিবার কোন প্রয়োজন নাই। সে এমনিতেই নির্বাচিত হইবেক বলিয়া বোধ হইতেছে।
আমি সাধারণত গ্রীষ্মকালে দেশে আসিয়া থাকি। বইমেলা উপলক্ষ্যে আসিয়াছিলাম এই বছর ফেব্রুয়ারীতে। সামনের বইমেলাতে বই প্রকাশ হইলে অবশ্যই জানাইবো।
ভালো থাকিবেন, নিরাপদে থাকিবেন। শুভকামনা নিরন্তর।
৮| ১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৪
শিখা রহমান বলেছেন: রাজীব কেমন আছেন? ভালো আছেন আশা করি। আপনার মন্তব্য আর পোস্ট খুব মিস করেছি।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর !!
৯| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো আপু। চমৎকার দ্রোহ কাব্যে তুলে ধরেছেন। মা.হাসানভায়ের মন্তব্যটিও খাসা হয়েছে। পোস্টে লাইক।
শুভেচ্ছা নিয়েন।
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৬
শিখা রহমান বলেছেন: পদাতিক ভালো আছেন আশা করি। আপনার সিরিজ একদিন সময় করে পড়তে হবে।
লাইকের জন্যে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর!!
১০| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেকদিন পর। আগের মতই দুর্দান্ত!
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৮
শিখা রহমান বলেছেন: সম্রাট কেমন আছেন আপনি? ব্লগে এসেই আপনাকে লেখায় পেয়ে খুব খুব ভালো লাগলো।
পাশে থেকে সবসময় উৎসাহিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন কবি কবিতায় ও ভালোবাসায়।
১১| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোন কোন মৃত্যু কেবলই মৃত্যু নয়,
কোন কোন মৃত্যু কবর থেকে জেগে ওঠা!! অসাধারণ !
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৯
শিখা রহমান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা।
১২| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানো আপু
ভীষন আশায় ছিলাম যে অন্তত 'আবরার ট্রাজেডি'র পরে তোমায় ব্লগে পাবো। 'আবরার' কবি শিখাকে তাড়িত করবে না এ হতেই পারে না। যথারীতি পাঠকের মনের কথাসব তোমার জাদুকরি সব শব্দমালায় ধ্রুপদি হয়ে গেলো। ছুঁয়ে গেলো, কাঁদিয়ে গেলো, রাগিয়ে গেলো, ফুঁসিয়ে গেলো, আরো কি কি সব..................
প্লিজ এবার নিয়মিত হও,
সামু তোমায় বড্ড মিস করেছে
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৫
শিখা রহমান বলেছেন: কি করি আজ ভেবে না পাই তোমাকে আশাহত করিনি দেখে ভালো লাগলো। অনেকদিন পরে ব্লগে আসতেই লেখায় ছন্দের যাদুকরের মন্তব্যে অভিভূত হলাম।
"যথারীতি পাঠকের মনের কথাসব তোমার জাদুকরি সব শব্দমালায় ধ্রুপদি হয়ে গেলো। ছুঁয়ে গেলো, কাঁদিয়ে গেলো, রাগিয়ে গেলো, ফুঁসিয়ে গেলো, আরো কি কি সব.................." ---- তুমি আসলেই আমার ফ্যানাটিক ফ্যান!! তোমার এইসব দারুণ মন্তব্যের লোভেই ব্লগে লেখা দিতে ইচ্ছে করে।
আশা করছি ব্লগে এখন থেকে নিয়মিত হবো। আমিও যে সামু আর তোমাদেরকে খুব খুব মিস করেছি।
ভালো থেকো ভালোবাসায় আর কবিতায়। শুভকামনা নিরন্তর!!
১৩| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৫
নীল আকাশ বলেছেন: @ কি করি আজ ভেবে না পাইঃঃ শুধু আপনি নন এই ব্লগের সবাই উনাকে মিস করে। আমি ফেসবুকে যেয়েও আপুকে বলে এসেছি ব্লগের কথা। ধন্যবাদ।
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৯
শিখা রহমান বলেছেন: নীল আপনি আমাকে মনে রেখেছেন, ফেবুতে খুঁজে ব্লগে আসার জন্য বলেছেন। এই ব্যাপারটা আমি আজীবন মনে রাখবো। এমন ভালোবাসা উপেক্ষা করার শক্তি আমার মতো সামান্য লেখকের নেই। আমাকে যে ফিরে আসতেই হতো সামু ব্লগে, আপনাদের কাছে।
অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকুন সবসময়।
১৪| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫১
রাফা বলেছেন: কোন কোন মৃত্যু ,মৃত্যু’তো নয়-
অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ফিরে আসা মৃত্যু।
কোন কোন মৃত্যু অমরত্ব দান করার।
কোন কোন মৃত্যু-
বেচে থাকা মৃতদের জাগিয়ে দেয়া।
কেমন আছেন শি.রহমান ?
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪৩
শিখা রহমান বলেছেন: রাফা ভালো আছেন আশা করি। ব্লগে আছেন দেখে ভালো লাগলো। কাব্যিক মন্তব্যে একরাশ ভালোলাগা রইলো।
"কেমন আছেন শি.রহমান ?" --- ব্যস্ত ছিলাম, ব্লগ মিস করছিলাম। এখন ব্লগে এসে চেনা মানুষদের সাথে দেখা হয়ে ভালো লাগছে। আর আপনি এই প্রশ্নটা না করলে মন্তব্যটা অসম্পূর্ণ রয়ে যেতো। আপনার মন্তব্যে "শি.রহমান" সম্বোধন না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। দেখা হবে কবিতায়। শুভকামনা নিরন্তর!!
১৫| ১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:১৭
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: ইসিয়াক অনেকদিন পরে ব্লগে এসে আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়েছি। আমার লেখায় স্বাগতম!!
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর কবি!!
আমার কাছে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাবার ভাষা সত্যি জানা নেই!!
অফুরন্ত শুভকামনা রইলো ।
সুপ্রভাত
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪৬
শিখা রহমান বলেছেন: ইসিয়াক ভাষাহীন হলে চলবে কেন কবি? কবিতা লিখবেন আর আমরা পড়ে মুগ্ধ হবো। কবিদের কাছে কবিতার চেয়ে বেশী আর কেই বা কবে কি চেয়েছে?
আপনাকেও শুভ সকাল। আর আমার গোলার্ধ থেকে শুভ সন্ধ্যা। দেখা হবে নিশ্চয়ই কবিতায়।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। অফুরন্ত শুভকামনা!!
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩১
অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার কবিতা,
অনেক চেষ্টার পর প্রথম মন্তব্যকারী হতে পারলাম