![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
জানি তুমি অঙ্কে কাঁচা...
তারপরেও বুঝে নিও চাহনির অনুপাত,
কটাক্ষের সমকোণ, সূক্ষ্মকোণ...
ভুরুর বাঁক,
ঠোঁটের জ্যামিতি,
বুঝে নিও দৃষ্টি সরল নাকি বক্ররেখা।
বিন্দু ছুয়েঁ দিয়ে তুমি বৃত্ত একেঁ নিও,
ত্রিভুজের ভরকেন্দ্র,
উপত্যকার ঢাল,
গ্রীবার বাকেঁর উপবৃত্ত।
আকঁ কষে জেনে নিও উড়ন্ত চুমুর গন্তব্য!!
জোয়ার ভাটার হিসেবে বুঝে নিও
অভিমানে কতোখানি টাল খায়
বুকের নদীর গতিপথ,
জলজ গতিবেগে পাড়ের ভাংচুর;
শরীরেরা কতো কাছে এলে আকর্ষণে
ভেংগে পড়ে যৌনকাতর সাকোঁ,
মিলিয়ে নিও নিতম্বের ওঠানামার কম্পাংক।
সম্পর্কের প্রাসাদে সিড়িঁ গুণে
উঠো মনের চিলেকোঠায়,
চাওয়া পাওয়ার মধ্যাকর্ষণ সমীকরণে
ভালোবাসার ওজন বসিয়ে কষে নিও
পতনের ফলাফল।
জানি তুমি অংকে কাচাঁ...
তারপরেও জেনে নিও অপেক্ষা ভালোবাসার ব্যস্তানুপাতিক,
ভালোবাসা শূন্য হলে অপেক্ষা অসীম হয়ে যায়...
পারলে বুঝে নিও ভালোবাসলেই কেবল ১+১ =১ হয়!!
© শিখা রহমান
২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০১
শিখা রহমান বলেছেন: ইসিয়াক আপনার কবিতার মুগ্ধ পাঠক হিসেবেই বলছি আপনি এই চাইতেও ভালো লিখতে পারবেন জানি।
মন্তব্যে অভিভূত ও মুগ্ধ হলাম কবি। শুভকামনা সতত!!
২| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৯
মাস্টারদা বলেছেন: আঁক আঁকিয়ে ভালোবাসা নিবেদন
চমৎকার অনুভব, জুড়িয়েছে মন।
...বান ডেকে যায় কবিতায়
২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
শিখা রহমান বলেছেন: Masterda আমার লেখায় আপনাকে স্বাগতম!!
প্রথম মন্তব্যেই আপনি মন জুড়িয়ে দিলেন। আশা করি কবিতার এই পথচলায় আপনাকে পাশে পাবো।
মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম। শুভকামনা নিরন্তর!!
৩| ২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
বিবেকহীন জ্ঞানি বলেছেন: শামীম ওসমান সাহেব বলে ২+২=২২ আর আপনি বলছেন ১+১=১।
রাজনীতির চরন আর কবিতার চরন বুঝা বড় দায় গো!
২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
শিখা রহমান বলেছেন: বিবেকহীন জ্ঞানি আমার ব্লগে আপনাকে স্বাগতম।
রাজনীতিতে ভালোবাসা থাকলে আর ভালোবাসায় রাজনীতি থাকলে হয়তো সমীকরণ একই হতো। কিন্তু রাজনীতিতে ভালোবাসা নেই আর ভালোবাসায় রাজনীতি থাকলেই সমস্যা!!
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা সতত!!
৪| ২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
অংকের ফল মিলছে?
২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
শিখা রহমান বলেছেন: চাঁদগাজী ভালোবাসায় অংক কষতে হয়, হিসেবতো মেলার কথা নয়।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা সতত!!
৫| ২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কি অবলীলায় লিখে ফেললেন এমন একটি কবিতা! আপনার তুলনা আপনিই।
২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৫
শিখা রহমান বলেছেন: সম্রাট আপনি যখনই মন্তব্য করেন, ভীষণ অনুপ্রাণিত হই। সেই প্রথম থেকেই পাশে থেকে অনুপ্রেরণা দিয়ে আসছেন সে জন্য অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা কাব্য সম্রাট।
৬| ২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের মতই সুন্দর। ++
তবে আজ আপুর কবিতায় বেশ কিছু টাইপো রয়ে গেছে।
শুভেচ্ছা নিয়েন।
২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৯
শিখা রহমান বলেছেন: পদাতিক পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
"তবে আজ আপুর কবিতায় বেশ কিছু টাইপো রয়ে গেছে।" --- একটু যদি দয়া করে ধরিয়ে দিতেন তবে ঠিক করে দিতাম।
আপনাকেও অফুরন্ত শুভকামনা প্রিয় ব্লগার।
৭| ২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাণিতিক ভালবাসা !
অসাধারণ !!
২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১০
শিখা রহমান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা সতত!!
৮| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১১
সাইন বোর্ড বলেছেন: শব্দে, উপমায় অনন্য অনুভূতির প্রকাশ ! মুগ্ধপাঠ ।
২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১২
শিখা রহমান বলেছেন: সাইন বোর্ড মন্তব্যে অভিভূত ও অনুপ্রাণিত হলাম। কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া।
দেখা হবে অন্য কোন কবিতায় আবারো। ভালো থাকুন সবসময়, ভালোবাসায়। শুভকামনা কবি!!
৯| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৪
শিখা রহমান বলেছেন: রাজীব নুর বরাবরের মতো আপনার "সহজ সরল সুন্দর" মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভকামনা প্রিয় ব্লগার। ভালো থাকুন সবসময়।
১০| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শরীরেরা কতো কাছে এলে আকর্ষনে
ভেংগে পড়ে যৌনকাতর সাকোঁ,
মিলিয়ে নিও নিতম্বের ওঠানামার কম্পাংক।
...................................................................
এ যে দেখি ভালবাসার সাথে বিজ্ঞানের সংঘাত,
তাহলে কি বোকার ভালবাসা করতে পারবে না !!!?
.........................................................................
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩০
শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল বরাবরের মতোই সুন্দর একটা ছবি দিয়েছেন মন্তব্যে।
"শরীরেরা কতো কাছে এলে আকর্ষনে
ভেংগে পড়ে যৌনকাতর সাকোঁ,
মিলিয়ে নিও নিতম্বের ওঠানামার কম্পাংক।
...................................................................
এ যে দেখি ভালবাসার সাথে বিজ্ঞানের সংঘাত" ---- কোথায় সংঘাত? কম্পাঙ্ক মিলে গেলে সাঁকো বাস্তবেও ভেঙ্গে পড়ে।
"তাহলে কি বোকার ভালবাসা করতে পারবে না !!!?" --- প্রেমে পড়লে কিছুটা বুদ্ধিলোপ পায় বই কি! তবে বোকারাই যে প্রেমে পড়ে!!
সুন্দর মন্তব্যে ভালোলাগা ও মুগ্ধতা। শুভকামনা সতত!!
১১| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদা কম্পাস কি স্কেলের মাপজোক ছাড়াই কেবল কবিতা পড়ে চোখ বুজেই অনায়াসে বলে দেয়া যায় কবি আর তার কাব্যের ওজন কতটা! ঠমকি কবির কাব্যের সেকি রঙবাজি মাইরি!
হিসেব মিলুক আর না মিলুক তুমি কিবোর্ড ছুঁলেই সওওওব ধ্রুপদি!
অদ্ভুত সুন্দর উপমা আর শব্দের 'লাগ ভেলকি'!
তুমি মানেই শব্দের জাদু!
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৪
শিখা রহমান বলেছেন: কি করি আজ ভেবে না তোমার মন্তব্যের লোভেই ব্লগে পোস্ট ক্রতে ইচ্ছে করে জানো? তোমার কথাই যে তোমাকে ফিরিয়ে দিতে হলো "তুমি মানেই শব্দের জাদু!" এক্কেবারে 'লাগ ভেলকি' মন্তব্য সব!! মুগ্ধ ও অভিভুত।
সবসময় মন্তব্যে অনুপ্রেরণার জন্যে অশেষ কৃতজ্ঞতা। ভালো থেকো ভালোবাসায় আর ভালোবাসায় রেখো।
শুভকামনা নিরন্তর!!
১২| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অঙ্কেও কবিতা! চমৎকার সব শব্দ ব্যাবহারে কবিতাটি বহুগুনে আকর্ষিত। আপনার কবিতা বলে কথা। কবিতায় প্লাস।
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬
শিখা রহমান বলেছেন: মাহমুদুর রহমান সুজন লেখায় আপনাকে পেয়ে ভাল লাগলো। প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ।
পেশায় প্রকৌশলী বলেই হয়তো কবিতায় অংক চলেই আসে। গণিতও যে ভালোবাসি অনেক!!
মন্তব্যে অনুপ্রেরণার জন্যে অশেষ কৃতজ্ঞতা।
শুভকামনা নিরন্তর!!
১৩| ২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৪
নীল আকাশ বলেছেন: ভালোবাসার অংক মিলে যাক আবেগের শিহরণে আর প্রণয়ের আকুলতায়।
কবিতা ভালো লেগেছে।
শুভ সকাল আপু।
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৯
শিখা রহমান বলেছেন: নীল শুভ সকাল। অবশ্য আপনার গোলার্ধে এখন শুভ রাত্রি!!
কাব্যিক মন্তব্যে একরাশ মুগ্ধতা ও ভালোলাগা রইলো।
ভালো থাকুন সবসময়, ভালোবাসায়।শুভকামনা সতত!!
১৪| ২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪০
শিখা রহমান বলেছেন: সেলিম আনোয়ার মন্তব্যের জন্য ধন্যবাদ। ++
ভালো থাকুন কবি ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা নিরন্তর!!
১৫| ২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৬
মা.হাসান বলেছেন: আমার গণিত বড় দূর্বল, ১+১ বার বার শূন্য হয়ে যায়। কত স্বামী, কত গুরু খুজলাম , নিজের বাইরে যেতে পারি না।
ভালোবাসার লাইন গুলো এত সরল না, কেন যেন বেঁকে যায়।
বাস্তব জগতের সাথে কল্পনার জগতের মিল করাতে পারি না।
ছবির ভদ্রমহিলাটি মনে হলো অনেক দিনের চেনা। আপনার সাথে আলাপ থাকলে আমার কাছ থেকে শুভেচ্ছা পৌছে দিয়েন।
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৬
শিখা রহমান বলেছেন: মা.হাসান মন্তব্যে অভিভূত হলাম। বাপস!! আপনিতো দেখি জটিস সব আঁক আর হসেব কষেছেন।
"আমার গণিত বড় দূর্বল, ১+১ বার বার শূন্য হয়ে যায়।" --- শুণ্য কেন? নিজেকে ভালোবাসলেও ১ তো হওয়ারই কথা!!
"কত স্বামী, কত গুরু খুজলাম , নিজের বাইরে যেতে পারি না।" --- অংক শেখানোর জন্য মহিলা টিউটর রেখে দেখতে পারেন।
"ছবির ভদ্রমহিলাটি মনে হলো অনেক দিনের চেনা। আপনার সাথে আলাপ থাকলে আমার কাছ থেকে শুভেচ্ছা পৌছে দিয়েন।" --- অবশ্যই!! উনি আমারও খুব কাছের মানুষ। অনুমতি সাপেক্ষেই ছবিটা ব্যবহার করেছি।
পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা সতত!!
১৬| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্য আবার আসা আপু।
আপনি যে টাইপোগুলো চোখে পড়ল,
আকর্ষণে/আকর্ষনে,
মাধ্যাকর্ষণ/মধ্যাকর্ষন,
শূন্য/শুণ্য
মন্তব্যটি ডিলিট করে অনুরোধ রইল।
২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৮
শিখা রহমান বলেছেন: পদাতিক অসংখ্য ধন্যবাদ। দেখে ঠিক করে দিচ্ছি।
মন্তব্য থাকুক। ডিলিট করবো কেন? ভুল হয়েছে আর তা স্বীকারে লজ্জার কিছু নেই তো।
শুভকামনা আর শুভ রাত্রি প্রিয় ব্লগার।
১৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোন কথা নেই সরাসরি প্রিয়তে।
অনবদ্য লেখনী আপনার।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ মন্তব্যে মন আলো করে দিলেন কবি। লাইকের জন্য ও প্রিয়তে রাখার জন্য এত্তো ধন্যবাদ।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৭
ইসিয়াক বলেছেন: অসম্ভব রকমের সুন্দর কবিতা।
ইশ্শ্ আমি যদি এমন করে লিখতে পারতাম!