![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
- তুই নাক ডাকিস!!
- চুপ থাক...আমি মোটেও নাক ডাকি না...
- হি হি!! তুই যা বাজে করে নাক ডাকিস...চিকন সুরে ভয়ে ভয়ে...মনে হয় থেমে থেমে বিল্লী কাঁদছে...হি হি!!
নেহা খুব রেগে গেলো “সবসময় বানিয়ে বানিয়ে এমন আজেবাজে কথা বলিস ক্যান? তুই কিভাবে জানিস আমি নাক ডাকি কিনা? কোন প্রমাণ আছে তোর কাছে?”
- জানি বলেইতো বলছি। মনে আছে গতমাসে জিনিয়ার গায়ে হলুদের আগের রাতে আমরা সব বন্ধুরা ওর বাসায় ছিলাম। তখনই তো তোর এই বিল্লীমার্কা নাসিকা বাঁশরী শুনলাম...হি হি!!
- আরেহ!! সেরাতে কি গাদাগাদি করে মেঝেতে বন্ধুরা ঘুমালাম। আর আমার তখন ঠান্ডাও লেগেছিলো...নাক দিয়ে পানি পড়ছিলো...মনে নেই তোর?
- এখনতো এইসব অজুহাত দিবিই...স্বীকার করে নিলে কি হয়? নাকডাকা তো কোন ফৌজদারী দন্ডবিধিতে অপরাধ না...আর তোর নাকডাকাতো শিল্পের পর্যায়ে পড়ে। মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে আর তুই বাজাস বাঁশী...হি হি হি!!
- প্রমাণ ছাড়া স্বীকার করবো কেন? প্রমাণ দে!!
- তুইতো এখনো পর্যন্ত একা ঘুমাস...প্রমাণ দেবো কিভাবে? সামনের মাসে রাহুলের কাছে জেনে নিস...বৌয়ের নাসিকা গর্জনে বাসররাতে বরের ঘুম নষ্ট...হি হি!!
ফোনের ওপাশে লিমার হাসি শুনে নেহার রাহে গা জ্বলে যাচ্ছে। ও নাকি নাক ডাকে!! রাহুলের সাথে ওর বিয়ের কথাবার্তা মাত্র পাকা হলো। সামনের মাসে বিয়ের তারিখও ঠিক। নেহা পুরো দিব্য চক্ষে দেখলো বাসর রাতে রাহুল অবাক হয়ে উঠে বসে আছে আর ও হা করে বিশ্রী শব্দে নাক ডাকছে। ছি ছি!! নেহার খুব বাজে লাগছে।
- আচ্ছা শোন...আসলেই জানতে চাই নাক ডাকি কিনা!! প্রমাণ পেলে স্বীকার করে নেবো...কথা দিচ্ছি।
- তুই বরং খালাম্মাকে বল একদিন তোর সাথে রাতে ঘুমাতে...উনি শুনে জানাবেন।
- কি যে বলিস না!! মা বুঝি রাত জেগে আমার নাক ডাকা শোনার জন্য বসে থাকবে। বললে ভাববে আমার মাথা নষ্ট! আর রাতে বাবাকে ছেড়ে মা আমার সাথে থাকবে না। বাবার শরীরটা আজকাল ভালো নেই জানিসইতো...ডায়েবেটিসটা খুব বেড়েছে।
- আইডিয়া হ্যাজ!! তুই ঘুমানোর আগে ফোনের ভয়েস রেকর্ডার অ্যাপটা অন করে রাখ। সকালে উঠে শুনে নিবি...ব্যাস ঝামেলা শেষ। আর শোন রেকর্ডিংটা আমাকে শোনাবি কিন্তু। নাকডাকা প্রমাণ হলে খাওয়াতে হবে...
- ধ্যাত!! এর মধ্যে আবার খাওয়া আসলো কিভাবে? আচ্ছা যা...নাক ডাকলে ট্রিট পাবি!! এখন রাখি...রাত হয়ে যাচ্ছে...ঘুমাবো!!
ফোন রেখে মনে মনে লিমাকে ভেংচি দিলো নেহা। নাক ডাকা রেকর্ড হলেও ও স্বীকার করবে নাকি!! বাপরে তাহলে আর দেখতে হবে না। লিমাটা যে ফাজিল!! উঠতে বসতে এই কথা শুনাতে শুনাতে জীবন ছারখার করে দেবে। এসির টেম্পেরাচারটা ঠিক করে দিয়ে সাইড টেবিলে ফোনটা রেখে ভয়েস ভয়েস রেকর্ডার অ্যাপটা অন করলো নেহা। রাত বারোটা বেজে গেছে...ক্লান্ত লাগছে। টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়েই ঘুমের রাজ্যে তলিয়ে গেলো ও।
হঠাৎ করেই ঘুম ভেঙে গেলো...এলার্ম বাজেনিতো!! ঘুমঘুম চোখে সাইড টেবিলের ডিজিটাল ঘড়ির দিকে তাকালো নেহা। অন্ধকারে লাল চক্ষু সংখ্যারা জ্বল জ্বল করে জানান দিচ্ছে এখন সবে রাত পোনে তিনটা। তিনঘন্টাও হয়নি ঘুমিয়েছে। আশ্চর্য!! ঘুম ভাংলো কেন? পানির পিপাসা হচ্ছে। নেহা চাদরের ভেতর থেকে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের আলো জ্বাললো। উঠে বসে ল্যাম্পের সামনে রাখা পানির বোতল খুলে দু’তিন ঢোঁক খেলো। বোতলটা রাখতে যেতেই ফোনের দিকে চোখ পড়লো।
“আরেহ!! রেকর্ডিংটা শুনে দেখলে হয়।“ হাতে ফোন নিয়ে অ্যাপটা বন্ধ করে রেকর্ডিংটা স্পিকারে অন করলো নেহা। প্রথম দিকে আশেপাশের বাড়ি থেকে ভেসে আসা শব্দ, দূরের রাস্তার গাড়ির ঝাপসা শব্দ, এসির শোঁ শোঁ আওয়াজ!! নেহা রেকর্ডিংটা ফরোয়ার্ড করলো...প্রায় চল্লিশ মিনিট পরেও নাক ডাকার আওয়াজ নেই। ওর মুখ খুশী খুশী হয়ে গেলো...ও ঠিক জানতো!! লিমার যত্তোসব বানোয়াট কথা!!
অফ করে দিতে যেয়েও কি মনে করে নেহা রেকর্ডিংটা আরেকটু আগালো। একি!! হালকা একটা কিসের আওয়াজ? ওইতো শোনা যাচ্ছে...হালকা নাক ডাকার শব্দ, তালে তালে উঠছে নামছে। নেহার চোখে জল চলে এলো। ইশশ!! কি বিশ্রী করে নাক ডাকছে ও। আচ্ছা নাক ডাকা বন্ধ করার কি কোন উপায় আছে বা অষুধ? ভাবতে ভাবতেই হঠাৎ শোনে আরেকটা আওয়াজ। একি? এটা কিসের শব্দ? নেহার দমবন্ধ হয়ে গেলো। আরেকটা নাক ডাকার আওয়াজ? দু’জনের নাক ডাকা...তা কি করে হয়?
ভুল শুনেছে নিশ্চয়ই!! ফোনটা কানের কাছে নিয়ে এলো নেহা। নাহ!! এখনোতো একজোড়া নাসিকা গর্জনই...এ কিভাবে সম্ভব? আচমকা ফোনে একটা অচেনা শীতল কন্ঠ সাপের মতো হিসহিসিয়ে বলে উঠলো “বলেছিলাম না...তুমি নাক ডাকো!!”
নেহা ফোন ছুঁড়ে ফেলে দিলো। ওর বুক হাপরের মতো ওঠানামা করছে। ভয়ে আতঙ্কে ও নিঃশ্বাস নিতে পারছে না। মেঝেতে ফোনের দিকে তাকালো নেহা, চুরমার স্ক্রিণ!! ঠিক তক্ষুনি টেবিল ল্যাম্পের আলোটা দপ করে নিভে গেলো। আর...আর অন্ধকারে সেই অতিপ্রাকৃত স্বর নেহার কানের কাছে রক্ত জমাট করে হেসে উঠলো “হা হা হা...বলেছিলাম না...তুমি নাক ডাকো!!”
© শিখা রহমান
বিঃদ্রঃ আজ ৩১শে অক্টোবর। HAPPY HALLOWEEN!!
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪২
শিখা রহমান বলেছেন: রাজীব নুর টাইপো ছিলো। ঠিক করে দিলাম।
আপনি যে গল্পটা পড়েছেন এতেই আমি অভিভূত। পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
২| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৮
ইসিয়াক বলেছেন: মোটামুটি ভালো লেগেছে ।
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৯
শিখা রহমান বলেছেন: ইসিয়াক লেখাটা মোটামুটি মানেরই। ভৌতিক গল্প লেখা আমার আসে না। হ্যালুউইন উপলক্ষ্যে লিখেছিলাম গত বছরে। আজ মনে হলো ব্লগে দেই।
পড়ার জন্য ও লাইকের জন্য অশেষ ধন্যবাদ কবি। ভালো থাকুন সবসময়।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৩
আনমোনা বলেছেন: হ্যাপি হ্যালোইন
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫০
শিখা রহমান বলেছেন: আনমোনা হ্যাপি হ্যালোইন
শুভকামনা নিরন্তর।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটাকি ভুতের গল্প নাকি, বন্ধুর প্রতি ফাদঁ পাতা ফান ?
...............................................................................
আজকাল তো এই সমস্যা নাই, আধুনিক বিজ্ঞান এর সমাধান
দিয়েছে, নোজ ক্লিপ পড়ে ঘুমালে সমস্যা আর নাই।
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫২
শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল "এটাকি ভুতের গল্প নাকি, বন্ধুর প্রতি ফাদঁ পাতা ফান ?" -- আপনি যা ভাববেন তাই!! পাঠকই যে গল্পের পরিনতির নিয়ন্তা।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা সতত।
৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫১
আখেনাটেন বলেছেন: ভুই পাইছি!
হ্যাপি হালুয়া..............ইন।
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৬
শিখা রহমান বলেছেন: আখেনাটেন "ভুই পাইছি!" --- আমিই ভুই পাই নাই আর আপনি পেলেন কিভাবে? ভৌতিক গল্প লেখা আমার আসে না। হ্যালুউইন উপলক্ষ্যে লিখেছিলাম গত বছরে। আজ মনে হলো ব্লগে দেই।
"হ্যাপি হালুয়া..............ইন। " --- কেউ যদি এইদেশে হালুয়া বানিয়ে দিতো তাহলে আসলেই খুশী হতাম। ক্যান্ডি আমার ভালো লাগে না।
আপনি আসলেই মজার মানুষ। মন্তব্য পড়লেও মন খুশী হয়ে যায়।
এমন আনন্দেই থাকুন সবসময় সেই শুভকামনা রইলো।
৬| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ভয় পেয়ে ল্যাপটপ থেকে বেরিয়ে এলাম
০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:০৯
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স "ভয় পেয়ে ল্যাপটপ থেকে বেরিয়ে এলাম :-& " --- এখন কি ফোনে আছেন? নেহাকে এভাবে ভয় দেখানো আপনার উচিত হ্যনি কিন্তু।
পাঠে ও মন্তব্যে ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
৭| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিল্লীমার্কা নাসিকা বাঁশরী....
নাকডাকার ভাবনা নোহাকে বিপর্যস্ত করে তুলেছিলো, তাই এই ভৌতিক অবস্থার সৃষ্টি!
০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:২৯
শিখা রহমান বলেছেন: জুনায়েদ বি রাহমান অনেকদিন পরে আপনাকে লেখায় পেলাম। ভালো আছেন আশা করি।
"নাকডাকার ভাবনা নোহাকে বিপর্যস্ত করে তুলেছিলো, তাই এই ভৌতিক অবস্থার সৃষ্টি!" ---হতেই পারে। পাঠক যা ভাববে গল্পের পরিনতি যে তাই হবে।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়।
৮| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:১৩
মা.হাসান বলেছেন: এইটা অন্যায়। মানি না মানবো না। নাক ডাকার কথা বলে ভুতের ভয় দেখায়ে দিলেন নোটিশ ছাড়া, কিছু হয়ে গেলে তখন?
০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৪
শিখা রহমান বলেছেন: মা.হাসান ভূতের ভয় দেখালাম কই? গল্পের কোথাও তো বলিনি যে ভূত হেসেছে।
"নাক ডাকার কথা বলে ভুতের ভয় দেখায়ে দিলেন নোটিশ ছাড়া, কিছু হয়ে গেলে তখন?" --- নোটিশ দিয়ে ভয় দেখালে মজা কই? তবে ভয় যে বেশী পাননি বুঝতেই পারছি। সুস্থ মনে এমন সুন্দর একটা মন্তব্য করলেন।
ভালো থাকুন। মন্তব্য পড়ে মজা লেগেছে।
ধন্যবাদ পাশে থাকার জন্য।
৯| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:২৫
আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমম..... এখন ফোনে আছি
আপনি আমার কিছু লেখার লিংক চেয়েছিলেন। নিচে আমার কিছু সাধারণ কবিতা, গল্প ও প্রবন্ধের লিংক দিলাম। সময় পেলে পড়বেন
কবিতাঃ
আমি ভয় পাই যখন...
সময় নীরধি
জীবন
গল্পঃ
গালকাটা চান্দুর শেষ চুরি
শব্দ !
প্রবন্ধঃ
এক টুকরো লেখা....
০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৬
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স ধন্যবাদ লেখার লিঙ্কের জন্য। আপনি আগেও একটা পোষ্টে দিয়েছিলেন মনে আছে। তারপরে ব্লগে আসলে অনেকদিন আসাই হয়নি।
সময় করে আপনার লেখাদের পড়ে নেবো নিশ্চয়ই। ভালো থাকুন প্রাচীন পক্ষী।
শুভকামনা সতত!!
১০| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৮
আরোগ্য বলেছেন: প্রিয় আপু,
আজকে ব্লগে আসতে দেরি হয়ে গেল। কিন্তু দেরি হওয়াতে ভালোই হয়েছে। এমন গল্প বেশি রাতে পড়াই মজার। আমি কি আসলেই ভয় পেয়েছি।
সবাই আজ থেকে রাতে আয়াতুল কুরসী পড়ে ঘুমাবেন নয়তো নাকডাকা শুরু করে দিবেন।
০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪২
শিখা রহমান বলেছেন: আরোগ্য ব্লগে আসলেই আপনাকে মনে করি। আপনার মন্তব্য না পেলে লেখা বা পোস্ট অসম্পূর্ণ মনে হয়।
আপনি আসলেই ভয় পেয়েছেন শুনে লেখাটা একটু হলেও সার্থক মনে হচ্ছে।
"সবাই আজ থেকে রাতে আয়াতুল কুরসী পড়ে ঘুমাবেন নয়তো নাকডাকা শুরু করে দিবেন।" --- একদম ঠিক বলেছেন।
শুভকামনা ও শুভরাত্রি। ভালো থাকুন ভালোবাসায়।
১১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:০১
আরোগ্য বলেছেন: একটু টাইপো হয়ে গেছে। আমি কিন্তু আসলেই ভয় পেয়েছি হবে।
০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪৩
শিখা রহমান বলেছেন: আরোগ্য বুঝতে পেরেছি, বুঝে নিয়েছি।
শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।
১২| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:০১
উম্মে সায়মা বলেছেন: গল্পটা আগেও পড়েছিলাম। হ্যালোইন এলো আর সবাই ভয় পাওয়ানো শুরু করে দিল
সার্থক গল্প আপু!
০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪৯
শিখা রহমান বলেছেন: উম্মে সায়মা আবার গল্পটা পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভৌতিক গল্প আমি তেমন লিখতে পারি না। মাত্র দুটো লিখেছি আর কোনটাতেই তেমন ভয় দেখাতে পারিনি।
ভালো থেকো সায়মামনি। অনেক ভালোবাসা রইলো।
১৩| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:৩৩
ল বলেছেন: হ্যাপি হালুয়া.ইন.আনলিমিটেড.গল্প।
০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫২
শিখা রহমান বলেছেন: ল "হ্যাপি হালুয়া.ইন.আনলিমিটেড.গল্প।" ---
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা সতত প্রিয় কবি।
১৪| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ২:০৩
দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
শেষের অবাস্তবিকতা গল্পের ইন্টারেস্ট মেরে ফেললো!
আগামীতে আরো ভালো লেখো
০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৫
শিখা রহমান বলেছেন: দ্যা প্রেসিডেন্ট আমার লেখায় প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার যে গল্পে ইন্টারেস্ট তৈরী হয়েছিলো এতেই অভিভূত হলাম।
আপনি হয়তো আগেও অন্য নামে আমার লেখায় এসেছেন না হলে প্রথমবারেই আমাকে 'তুমি' সম্বোধন করার কথা নয়।
ভালো থাকুন। দেখা হয়েই যাবে ব্লগের পথে এই নামে বা অন্য কোন নামে।
১৫| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ২:২০
ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: আপনার গল্পশৈলী ভালোই। ঝটকা আছে। তবে শুধু 'প্রেমফ্রেম' জাতীয় ম্যাঁওপ্যাঁও বাদ দিয়ে আরো বিভিন্ন বিষয় নিয়ে লিখুন। কাজী ফাতেমাদের মরমিয়া বাণী শুনে শুনে কান ঝালাপালা। কবিদেরই হাল ধরতে হয়। নইলে কাকের রাজত্ব। পিগমি আর ডোডো পাখীতে সয়লাব।
০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৮
শিখা রহমান বলেছেন: ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা আমার ব্লগে আপনাকে স্বাগতম। যতোদূর মনে পড়ে যে আপনাকে আমার লেখায় আগে পাইনি।
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। চেস্টা করবো ব্লগে বিভিন্ন বিষয়ে লেখা দিতে। আশা করছি লেখায় মাঝে মাঝে আপনাকে পাবো।
শুভকামনা সতত। দেখা হবে অন্য কোন লেখায় আবারো।
১৬| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর টাইপো ছিলো। ঠিক করে দিলাম।
আপনি যে গল্পটা পড়েছেন এতেই আমি অভিভূত। পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
বোন আমি প্রচুর পড়ি। পড়ার চেয়ে আণন্দ আর কিছুতে নেই।
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪
শিখা রহমান বলেছেন: রাজীব নুর ফিরে এসে প্রতিমন্তব্যের জন্য ভালোলাগা রইলো।
"বোন আমি প্রচুর পড়ি। পড়ার চেয়ে আণন্দ আর কিছুতে নেই।" --- আসলেই পড়ার মতো আনন্দের আর কিছুই নেই।
ভালো থাকুন ভালোবাসা ও আনন্দের জগতে। শুভকামনা নিরন্তর।
১৭| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২০
কিরমানী লিটন বলেছেন: আমার কাছে গল্পটা ভিন্নমাত্রার লেগেছে। তাই বেশী ভালো লেগেছে। ভবিষ্যতে আরও সুন্দর গল্পের আশা করছি- আপনার কাছ থেকে। শুভকামনা জানবেন।
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭
শিখা রহমান বলেছেন: কিরমানী লিটন আপনার মন্তব্যে অভিভূত হলাম কবি। ভৌতিক গল্প লেখা আমার আসে না। আজ পর্যন্ত মোটে দুটো ভূতের গল্প লিখেছি, তাও আধা খেঁচড়া। আপনার ভালো লেগেছে জেনে মন আলো হয়ে গেলো।
"ভবিষ্যতে আরও সুন্দর গল্পের আশা করছি- আপনার কাছ থেকে। " --- চেস্টা করবো অবশ্যই।
আপনাকেও ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর।
১৮| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯
মার্কো পোলো বলেছেন: হ্যাপি হ্যালোইন
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯
শিখা রহমান বলেছেন: মার্কো পোলো আমার ব্লগে স্বাগতম। আপনাকেও হ্যাপি হ্যালোইন ও অফুরন্ত শুভকামনা।
১৯| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
ভুয়া মফিজ বলেছেন: শেষের টুইস্টটা ভালো হইছে।
আমার মনে হয়, রাহুল ওর নাক ডাকার প্রমান দেয়ার জন্য, আর বন্ধ করার জন্য কোন ভুতকে হায়ার করেছে। আবার বলবেন না, রাহুল কিভাবে জানলো......ধরে নিন, নেহারই কোন বান্ধবী জানিয়েছে! অথবা, নেহার এক্স মরে ভুত হয়ে গিয়েছে!!
হ্যালাউইনে চকলেট কালেকশানে বের হন নাই?
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩
শিখা রহমান বলেছেন: ভুয়া মফিজ আপনি আমার এই আধাখেঁচড়া ভৌতিক গল্প নিয়ে এতো ভেবেছেন দেখে মনে হচ্ছে গল্প লেখা সার্থক।
"আমার মনে হয়, রাহুল ওর নাক ডাকার প্রমান দেয়ার জন্য, আর বন্ধ করার জন্য কোন ভুতকে হায়ার করেছে। আবার বলবেন না, রাহুল কিভাবে জানলো......ধরে নিন, নেহারই কোন বান্ধবী জানিয়েছে! অথবা, নেহার এক্স মরে ভুত হয়ে গিয়েছে!!" --- বাপরে!! কি জটিলস্য প্লট দিলেন। আপনি এই গল্পের বাকীটা লিখে ফেলুন প্লিজ!! আমার এতো মাথা খেলে না।
"হ্যালাউইনে চকলেট কালেকশানে বের হন নাই?" --- ছেলেপেলে বড় হয়ে গিয়েছে। আপনি নিশ্চয়ই অনেক অনেক ক্যান্ডি পেয়েছেন আর মজা করে খাচ্ছেন।
ভালো থাকুন সবসময়। শুভকামনা সতত!!
২০| ০২ রা নভেম্বর, ২০১৯ ভোর ৪:২১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি?
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭
শিখা রহমান বলেছেন: জুনায়েদ বি রাহমান আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রবাসে থাকার কারণে দিন রাত ওলটপালট হয়ে যায়। উত্তর দিতে দেরী হয়ে গেলো।
ব্লগে নিয়মিত হওয়ার চেস্টা করছি। আশা করছি দেখা হবে অন্য কোন লেখায় আবারো।
শুভকামনা সতত। ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: এক জায়গায় লিখেছেন লেহা। লেহা হবে না। নেহা হবে।
গল্প বলতে হয় ধীরে ধীরে। তাড়াহুড়া করা যাবে না।