![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
তুমি জানবেও না কোনদিন,
কতোখানি কস্ট পেলে হৃদয় অসাড় হয়,
বৃষ্টিবতী নারী অহল্যা হয়ে যায়।
কতোটা ভালোবাসলে,
আঘাত আসবে জেনেও বারংবার বুক পেতে দেয়া যায়,
দাবানলে বিছিয়ে দেয়া যায় নোনাজলের শরীর।
তুমি চেয়ে দেখবেও না কখনো,
রক্ত মেখে হাসিমুখে পাশাপাশি
হেঁটেছে কেউ শুধুমাত্র ভালোবাসার জন্যে,
আঁচলে বেধেঁছে মেঘ,
কপালের টিপে লুকিয়েছে অন্ধকার।
তুমি জানবেও না কোনদিন,
কতোটা ভালোবাসলে নিজের স্বপ্নজালে নিজেই জড়ায় কেউ।
কতোটা অসহায় হলে নতজানু হয় সম্রাজ্ঞী,
মুকুট নামিয়ে রেখে যায় আকুল প্রার্থনা।
কখনো তো দেখিনি ভেবে কতোটা পুরুষ তুমি, কতোটা রোদন!!
তুমি জানবেও না
একদিন তোমার পাশে হাঁটবে ভালোবাসার শবদেহ।
© শিখা রহমান
(ছবিঃ Arya Chandra Choudhury)
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭
শিখা রহমান বলেছেন: নীল শুভরাত্রি। আমার গোলার্ধে এখন রাত ২টা।
হুউউউউ...আমি জানি আপনি কোথায় এই কবিতা পড়েছেন। আসলে এতো কবিতা লেখা হয় যে ব্লগে কখনোই টাটকা কবিতা দেয়া হয় না। দিনরাতের হেরফেরে আর কাজের ব্যস্ততায় ব্লগে সময় দেয়া কঠিন হয়ে যায়। ছবির কৃতিত্ব চিত্রশিল্পীর। ওনার ছবি ইন্টারনেট থেকে নিয়েছি, তবে ওনার আঁকা ছবিগুলো আমার প্রিয়।
সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য একরাশ ভালোলাগা ও মুগ্ধতা রইলো।
পাশে থাকার জন্য অন্তরিক ধন্যবাদ। শুভকামনা প্রিয় লেখক-গল্পকার।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯
শিখা রহমান বলেছেন: রাজীব মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনি সবসময় পাশে থেকে অনুপ্রাণিত করেন সেজন্য অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা প্রিয় ব্লগার।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০১
শিখা রহমান বলেছেন: লাইকের জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ। +++
ভালো থাকুন ভালোবাসায় সবসময়। শুভরাত্রি ও শুভকামনা প্রিয় কবি।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২০
ল বলেছেন: তুমি জানবেনা!! কভু বুঝবেনা
সেই মেয়েটি অতি গোপনে,খুব সন্তর্পণে
ভালোবাসার ১৪৪ ধারা, অসহযোগ আন্দোলন,
টানপোড়নন,কারফিউ উপেক্ষা করে-
সবুজ শাড়ির আঁচলে বেঁধে মেঘ,
কপালের টিপে মাখে গাঢ় অন্ধকার,
অন্তরজ্বলার খুবলে খাওয়া দাবানলে খুলে দেয় অন্তর্বাস ---
সেই মেয়েটি,
নিজেকে বারবার খুন করেও তোমার গেয়ে যায় গুণ।।।
ভালোবাসার শবদেহ জড়ায়ে রয়, তোমাকে পাবার প্রাথনা আকুল।।
হা হা।।।।।
কবি ও কবিতার শিখা রহমানম পড়লে দু লাইন এমনিতেই চলে আসে।
মুগ্ধ হলাম।।।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩
শিখা রহমান বলেছেন: ল আপনার মন্তব্যে ও কাব্যে বরাবরের মতোই মুগ্ধ করলেন।
"সেই মেয়েটি অতি গোপনে,খুব সন্তর্পণে
ভালোবাসার ১৪৪ ধারা, অসহযোগ আন্দোলন,
টানপোড়নন,কারফিউ উপেক্ষা করে-
সবুজ শাড়ির আঁচলে বেঁধে মেঘ,
কপালের টিপে মাখে গাঢ় অন্ধকার,..." --- কি যে সুন্দর কথাগুলো!!
আমার কবিতা পড়ে আপনি এতো সুন্দর কিছু শব্দ গেঁথেছেন দেখে সম্মানিত ও অনুপ্রাণিত বোধ করছি।
একরাশ মুগ্ধতা ও ভালোলাগা রইলো প্রিয় কবি। শুভকামনা সতত।
দেখা হবে অন্য কোন কবিতায়।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২২
ফয়সাল রকি বলেছেন: ঠিক এই মুহূর্তে শুনছি, মাইলসের গান- এক ঝড় এসে ভেঙ্গে দিয়ে গেলো (স্বপ্নভঙ্গ)!
যাই হোক, ভালোলাগা রইলো।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬
শিখা রহমান বলেছেন: ফয়সাল রকি অনেকদিন পরে লেখায় আপনাকে পেয়ে খুব ভালো লাগলো। ভালো আছেন আশা করি।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো। শুভকামনা সতত।
ভালো থাকুন গানে-কবিতায়-ভালোবাসায়।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কবিতাগুলোর ভেতর এত আকর্ষণ থাকে যে কোনভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। মনে করেছিলাম পরে সময় করে পড়ে তারপর মন্তব্য করব কিন্তু আকর্ষণটা এড়াতেই পারলাম না। দারুণ কবিতা! ভালবাসার এমন আকুতিপূর্ণ কথাগুলো হদয় তোলপাড় করে ফেলে। পৃথিবীর সব ভালবাসা জয়ী হোক! এমন কবিতা আরও লিখুন। শুভকামনা সতত!
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৩১
শিখা রহমান বলেছেন: সম্রাট এমন সুন্দর করে বললেন যে কবিতা লেখা সার্থক মনে হলো। মন্তব্যে অভিভুত ও মুগ্ধ হলাম।
বরাবরের মতোই সুন্দর সব শব্দমালায় ভীষণ অনুপ্রাণিত করলেন। আপনি ও আপনার মতো কেউ ভালবেসে পড়ে বলেই লিখতে ভালো লাগে।
শুভকামনা ও অশেষ ভালোলাগা কবিসম্রাট। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮
গোধুলী বেলা বলেছেন: আসলেই জানবেনা।
জীবন পাতার অব্যক্ত কথা।
জীবন টাই যেনো কবিতা।
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৩৫
শিখা রহমান বলেছেন: গোধুলী বেলা আমার লেখায় স্বাগতম!!
"আসলেই জানবেনা।
জীবন পাতার অব্যক্ত কথা।
জীবন টাই যেনো কবিতা।" --- খুব সুন্দর করে বললেন। কাব্যিক মন্তব্যে ভালোলাগা রইলো।
আশাকরি লেখায় আপনাকে পাবো। দেখা হবে অন্য কোন লেখায়, কবিতায়।
শুভকামনা নিরন্তর!!
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১
ফয়সাল রকি বলেছেন: আসলে অনেকদিন তো লগিন করতে পারিনি।
তবে ফেবুতে আপনাকে ফলো করি, সেখানেই টুকটাক কিছু পড়ি আর কি।
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৩৭
শিখা রহমান বলেছেন: ফয়সাল রকি আমিও ব্যস্ততা আর দেশে বেরাতে যাওয়ার কারণে ব্লগে বেশ অনিয়মিত ছিলাম। চেস্টা করছি ব্লগে এখন নিয়মিত লেখা দিতে। পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
আশাকরি লেখায় আপনাকে পাবো। দেখা হবে অন্য কোন লেখায়, কবিতায়।
শুভকামনা নিরন্তর!!
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১২
লর্ড ভ্যারিস বলেছেন: ভালো লাগলো পড়ে
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৩৯
শিখা রহমান বলেছেন: লর্ড ভ্যারিস আমার লেখায় স্বাগতম!! মন্তব্যে অনুপ্রাণিত হলাম
আশাকরি লেখায় আপনাকে পাবো। দেখা হবে অন্য কোন লেখায়, কবিতায়।
শুভকামনা নিরন্তর!!
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯
ইসিয়াক বলেছেন: সত্য ভালোবাসা এমনই তো হয় ।
যত দোষ ভুল ত্রুটি দৃষ্টির আড়ালে রয় ।
রহস্যময় ভালোবাসার তীব্র নেশায়,
প্রতি পলে নিজেকে উজাড় করে দেয় ।
অবুঝ প্রেমিক তবু ফিরে তো না চায় ,
গল্প শেষে অতৃপ্ত প্রেমিকার দেহটি মাটিতে লুটায়।।
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৩৯
শিখা রহমান বলেছেন: ইসিয়াক বাহ!! কবিদের সব কথাই কবিতা হয়ে যায়।
কাব্যিক মন্তব্যে একরাশ ভালোলাগা ও মুগ্ধতা রইলো।
ভালো থাকুন প্রিয় কবি। শুভকামনা সতত!!
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
ইসিয়াক বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে ।
সত্যি আপনি খুবই চমৎকার লেখেন।
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৪০
শিখা রহমান বলেছেন: ইসিয়াক কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া। মন্তব্যে অভিভূত ও অনুপ্রাণিত হলাম।
পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
মিথী_মারজান বলেছেন: বহুদিন পর এত সুন্দর একটা কবিতা পড়লাম।
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৪১
শিখা রহমান বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর।
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
আরোগ্য বলেছেন: আপু কবিতা বরাবরের মতোই ভালো লেগেছে কিন্তু আমি যে অহল্যা মানে জানি না।
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৪৮
শিখা রহমান বলেছেন: আরোগ্য ১৫ নম্বর মন্তব্যে কবি ইসিয়াক অহল্যার পরিচয় কুব সুন্দরভাবে লিখে দিয়েছেন।
কবিতায় অহল্যার নাম ব্যবহার করেছি কারণ একটি মতে গৌতমের অভিশাপে অহল্যা পাথর হয়ে যান। হৃদয় অসাড় হলে পাথর হয়ে যায় সে অর্থেই 'অহল্যা'কে নিয়ে এসেছি।
কবিতা ভালো লেগেছে জেনে মন আলো হয়ে গেলো। পাশে থাকার জন্য ভালোবাসা ও অফুরন্ত শুভকামনা।
ভালো থাকুন সবসময়।
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্যে প্লাস।
অহল্যা পুরান নামে কার জানি একটা বই আসছে আগামী মেলায়।
টি টুয়েন্টি মেলায় আপুর কি কোন বই আসছে?
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৫০
শিখা রহমান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। প্লাসের জন্য ধন্যবাদ।
বই প্রকাশ হলে ব্লগে জানাবো নিশ্চয়ই।
শুভকামনা নিরন্তর।
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
ইসিয়াক বলেছেন: অহল্যা একটি হিন্দু পৌরাণিক চরিত্র। অহল্যা ব্রহ্মার মানস কন্যা ও গৌতম ঋষির স্ত্রী ও শতানন্দের মা। দেবরাজ ইন্দ্র কর্তৃক ধর্ষিতা হওয়ার পর তিনি গৌতম কর্তৃক অভিশপ্ত হন। পরে রামচন্দ্রের পাদস্পর্শে তার শাপমুক্তি ঘটে। অর্বাচীন শ্লোকে তাকে প্রাতস্মরণীয়া পঞ্চকন্যার অন্যতমা বলা হয়েছে।
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৫২
শিখা রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে অহল্যার পরিচয় তুলে ধরার জন্য।
পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা প্রিয় কবি।
দেখা হবে আবারো অন্য কোন কবিতায়।
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৮:২৯
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৫৩
শিখা রহমান বলেছেন: প্রামানিক অনেকদিন পরে আপনাকে লেখায় পেয়ে ভালো লাগলো। ভালো আছেন আশা করি।
পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা সতত।
১৭| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১২
মুক্তা নীল বলেছেন:
শিখা আপা ,
কেমন আছেন ? অনেকদিন পর আপনাকে পেয়ে কী যে
ভালোলাগছে , তা লিখে বোঝাতে পারবো না । আপনাকে
ও আপনার গল্প এবং কবিতা কে অনেক মিস করি ।
আপনাকে পেয়ে এতটাই ভালো লাগছে মন্তব্য আর কি করবো
শুধু এতটুকুই বলি , পাষাণ এর কাছে ভালবাসার
শবদেহটি'র কোন মূল্যই নেই ।
অনেক ভালোবাসা ও অফুরান শুভেচ্ছা জানবেন ।
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:০১
শিখা রহমান বলেছেন: মুক্তা নীল আপনাকে লেখায় পেয়ে মন আলো মন ভালো হয়ে গেলো। আশা করি ভালো আছেন। আপনাকেও অনেক দিন পরে পেয়ে কি যে ভালো লাগছে সেটা শব্দে ধারণ করা সম্ভব নয়।
কাব্যিক মন্তব্যের জন্য একরাশ ভালোলাগা রইলো।
চেস্টা করছি ব্লগে নিয়মিত হওয়ার। আশা করছি আপনার সাথে দেখা হবে ব্লগের পথে গল্পে-কবিতায়।
অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা রইলো।
১৮| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৭
নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ!
পড়ে মুগ্ধ হয়ে গেলাম।
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:০২
শিখা রহমান বলেছেন: নুরহোসেন নুর আমার লেখায় স্বাগতম!! মন্তব্যে অনুপ্রাণিত হলাম
আশাকরি লেখায় আপনাকে পাবো। দেখা হবে অন্য কোন লেখায়, কবিতায়।
শুভকামনা নিরন্তর!!
১৯| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৭
নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ!
পড়ে মুগ্ধ হয়ে গেলাম।
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:০২
শিখা রহমান বলেছেন: নুরহোসেন নুর আমার লেখায় স্বাগতম!! মন্তব্যে অনুপ্রাণিত হলাম
আশাকরি লেখায় আপনাকে পাবো। দেখা হবে অন্য কোন লেখায়, কবিতায়।
শুভকামনা নিরন্তর!!
২০| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:২৮
জগতারন বলেছেন:
সুন্দর !
কবিতা পাঠে মুগ্ধ আমি।
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:০৩
শিখা রহমান বলেছেন: জগতারন পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোন লেখায়, কবিতায়।
শুভকামনা নিরন্তর!!
২১| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:২৮
জগতারন বলেছেন:
সুন্দর !
কবিতা পাঠে মুগ্ধ আমি।
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:০৪
শিখা রহমান বলেছেন: জগতারন পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোন লেখায়, কবিতায়।
শুভকামনা নিরন্তর!!
২২| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনি সবসময় পাশে থেকে অনুপ্রাণিত করেন সেজন্য অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা প্রিয় ব্লগার।
ধন্যবাদ বোন। ভালো থাকুন।
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:০৫
শিখা রহমান বলেছেন: রাজীব ফিরে এসে প্রতিমন্তব্য করার জন্য ভালোলাগা রইলো।
আপনিও ভালো থাকুন সবসময় প্রিয় ব্লগার।
২৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সকাল সকাল সুন্দর কবিতা পাঠ হলো।
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:০৬
শিখা রহমান বলেছেন: মোঃ মাইদুল সরকার পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনার সারাটাদিন সুন্দর কাটুক সে শুভকামনা থাকলো।
পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোন লেখায়, কবিতায়।
শুভকামনা নিরন্তর!!
২৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫০
বিজন রয় বলেছেন: আমার মনের অবস্থা কিভাবে জানলেন জানিনা! বিস্ময়কর মানবী'র পক্ষেই বোধহয় সম্ভব!!
সম্প্রতি আমার এমন কিছু ঘটেছে যার ফলশ্রুতিতে আমার মনে ঠিক আপনার এই কবিতার মতো দাবানল বা আর্তনাদ চলছে! ঠিক সময় মতো আপনি এই কবিতাটি ঠিক এভাবে লিখলেন, যা আমাকে আরো উত্তপ্ত করে তুলল। এই কবিতাটি এখন না লিখে কিছু আগে বা পারে তো হতে পারত। না তা হলো না। পারফেক্ট টাইমিং!!
আপনি সত্যিই প্রখর, উদ্দীপ্ত, উন্মুক্ত!!
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:১৪
শিখা রহমান বলেছেন: বিজন কবিতার সাথে আপনার মনের অবস্থা মিলে যাওয়াটা যে কাকতালীয় সেটা নিশ্চিত। এতে আমার কোন বিস্ময়কর ক্ষমতা কাজ করেনি আর তেমন ক্ষমতা আমার নেইও।
তবে কবিতাটা যে আপনার মনে অনুরণন তুলেছে তা বুঝতে পারছি। আশা করছি যে আপনার মনোবেদনার উপশম হবে। এই কষ্টের শেষ হবে আর ভালো থাকবেন ভালোবাসায়।
মর্মস্পর্শী মন্তব্যে অভিভূত হলাম। শুভকামনা সতত।
ভালো থাকবেন প্রিয় কবি ও ব্লগার।
২৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২১
ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: এই অবাধ তথ্য প্রবাহের যুগে এমন প্রেম অবাস্তব। সমাজ, রাজনীতি আর বাস্তবতা নিয়ে লিখুন। আপনার কবিত্বে প্রখরতা আছে, মাদকতাও। শুধু 'প্রেমফ্রেম' লিখে প্রতিভা নষ্ট করবেন না।
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:১৮
শিখা রহমান বলেছেন: ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা "এই অবাধ তথ্য প্রবাহের যুগে এমন প্রেম অবাস্তব। " --- এই কথার সাথে একমত হতে পারলাম না। প্রেম যে এমনটাই তা যে যুগেই বা যে বয়সেই হোক না কেন?
"সমাজ, রাজনীতি আর বাস্তবতা নিয়ে লিখুন। আপনার কবিত্বে প্রখরতা আছে, মাদকতাও। শুধু 'প্রেমফ্রেম' লিখে প্রতিভা নষ্ট করবেন না।" --- চেস্টা করবো অন্যান্য বিষয় নিয়ে লেখার। তবে কবিতা তো আর জোর করে লেখা যায় না। সামাজিক প্রেক্ষাপট মনে অন্দোলন তৈরী করলে তবেই কবিতা লেখা যায়।
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা নিরন্তর।
২৬| ০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪
তারেক ফাহিম বলেছেন: ভালোবাসার জয় হলেও কিছু জন দেখতে পায়না।
কবিতা পাঠে বরাবরের মত মুগ্ধ।
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:১৮
শিখা রহমান বলেছেন: তারেক পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোন লেখায়, কবিতায়।
শুভকামনা নিরন্তর!!
২৭| ০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪
তারেক ফাহিম বলেছেন: ভালোবাসার জয় হলেও কিছু জন দেখতে পায়না।
কবিতা পাঠে বরাবরের মত মুগ্ধ।
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:১৯
শিখা রহমান বলেছেন: তারেক পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোন লেখায়, কবিতায়।
শুভকামনা নিরন্তর!!
২৮| ০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬
অব্যক্ত কাব্য বলেছেন: ভীষন ভালো লিখেছেন কবি।
কবিতায় +
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:২০
শিখা রহমান বলেছেন: কাব্য পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম। প্লাসের জন্য এত্তো ধন্যবাদ।
পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোন লেখায়, কবিতায়।
শুভকামনা নিরন্তর!!
২৯| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১১
সোনালী ডানার চিল বলেছেন: কবিতা ভালো লাগলো-
শুভকামনা জানিয়ে গেলাম
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:২৩
শিখা রহমান বলেছেন: সোনালী ডানার চিল পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
জীবনবাবুর চিল...দেখা হবে নিঃসঙ্গ দুপুরে অন্য কোন কবিতায়।
শুভকামনা নিরন্তর কবি!!
৩০| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২২
জুনায়েদ বি রাহমান বলেছেন: তুমি জানবেও না কোনদিন
কতোটা ভালোবাসলে নিজের স্বপ্ন জালে নিজেই জড়ায় কেউ।
-
গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। কবিতায় মুগ্ধতা।
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০২
শিখা রহমান বলেছেন: জুনায়েদ বি রাহমান মন্তব্যে অনুপ্রাণিত হলাম। কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া।
শুভকামনা সতত কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
৩১| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনে সবকিছু জানা হয়তো সম্ভব হয় না। কিছু কথা থাকে সঙ্গোপনে।
গভীর ভালোবাসা অনেক সময় গভীরেই থেকে যায়। যেই ভিসুভিয়াসের উদগীরণ হয়তো বন্ধ থাকে কতকাল !
কবিতার কথাগুলো মনে বাজছে যেন !
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৬
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স "জীবনে সবকিছু জানা হয়তো সম্ভব হয় না। কিছু কথা থাকে সঙ্গোপনে।
গভীর ভালোবাসা অনেক সময় গভীরেই থেকে যায়।" --- ভালোবাসার চাইতেও হয়তো ভালোবাসার গভীরতা বোঝানো কঠিন।
সুন্দর কাব্যিক মন্তব্যে ভালোলাগা রইলো। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায় প্রাচীন পক্ষী।
৩২| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪
জাহিদ অনিক বলেছেন: বৃষ্টিবতী নারী অহল্যা হয়ে যায় দুর্দান্ত কবিতা শিখা আপু
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০
শিখা রহমান বলেছেন: জাহিদ অনিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
শুভকামনা সতত কবি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
কবিতা ভালো হয়েছে। এটা আমি আগে পড়েছিলাম। ছবি খুব সুন্দর হয়েছে।
হৃদয়ের জ্বলন্ত দাবানল কয়জন বুঝতে পারে?
কতটা কান্নার নোনাজল ঝড়ে পড়লে সেটা কারও বুকে কাঁপন ধরায়?
ধন্যবাদ।