![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
চল একদিন খুব ঝগড়া করি,
লুটোপুটি তোর হাতঘড়ি আর আমার চুলের ক্লিপ।
চিল চীৎকারে উড়ে যাবে কার্নিশের কাক,
একলা দুপুর ভেঙ্গে খানখান।
ভীষণ বাকবিতণ্ডা, কূটতর্ক,
গলা চড়বে উচ্চনিনাদে,
ইলেক্ট্রিকের তারে বসা হতচকিত জোড় শালিকের দল বেজোড় হবে।
সদ্য চোখফোটা চড়ুইপাখির ছানারা ওড়া শেখা ভুলে,
ঘুলঘুলি থেকে উঁকি দেবে ভয়ে ভয়ে।
আশপাশের বাড়ির জানালাতে জোড়া জোড়া কৌতুহলী চোখ,
বাড়ির সামনে পথচারী থমকে তাকাবে অবাক চোখে।
চীৎকারে ঘুম ভেঙ্গে পাড়ার বেড়ালেরা আয়েসী ভঙ্গীতে বিরক্ত হাই তুলবে,
গলির নেড়ি কুকুর দুটো বেজার মুখে থাকবে দাঁড়িয়ে চৌরাস্তার মোড়ে।
দুপুর রোদে ঝিমোনো শহর সচকিত আমাদের ঝগড়ায়,
তুই বলবি "আমিই ভালোবাসি বেশী..."
আর আমি বলব "ইশশ!। ভালোবাসি তোর চেয়ে ঢের বেশী..."
আদরে সোহাগে অভ্যস্ত বিছানা বালিশের রঙিন ফুলেরা বড্ড ম্রিয়মান,
রান্নাঘরে হাড়িপাতিলে, কাঁটাচামুচে কানাকানি,
কাঁচের গেলাস বাসনেরা ভাঙ্গার ভয়ে খুব সন্ত্রস্ত।
পাড়া বেড়ানো দখিন বাতাস ঝগড়া শুনে দিক ভুলে যাবে,
গরাদ বাওয়া মাধবীলতার ঝুমকো ফুলেরা মাথা নোয়াবে দুঃখে,
আর নারিকেলের চিরল পাতারা ঝামর দোলাবে হতাশায়।
চল একদিন দুজনে খুব ঝগড়া করি,
ভাংচুর হবে কাঁচের চুড়ি আর সিগারেটের বাক্স,
মুখোমুখি বিতর্কে আমার আল্লাদী আর তোর আদর।
অবান্তর অনর্থক অন্তবিহীন তুমুল তর্ক,
রাত গড়ালে ঝগড়া মুলতুবি ঠোঁটে ঠোঁট রেখে।
চল না প্রতিদিন এমন তুমুল ঝগড়া করি!!
© শিখা রহমান
(ছবি ইন্টারনেট থেকে কুড়িয়ে পাওয়া)
১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৭
শিখা রহমান বলেছেন: কবি এখনো রাত জেগে? অবশ্য মধ্যরাত্রে কবি ও কবিতা জাগে একা।
মন্তব্যে অনুপ্রাণিত ও আপ্লুত হলাম। প্রথম মন্তব্য ও লাইকের জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা প্রিয় কবি।
২| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৭
নীল আকাশ বলেছেন: আপনি জন্মগত কবি। এই কবিতা নিয়ে আর কিছু বলার নেই।
উপস্থাপনা মারাত্মক লেগেছে।
শেষ প্যারায় ঝগড়ার জায়গায় খুনসুটি হলেও একদম ম্নদ হতো না।
শুভ রাত্রী।
১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩১
শিখা রহমান বলেছেন: নীল ভালো আছেন আশাকরি। মাত্র আপনার গল্পের শেষ পর্ব পড়ে এলাম।
" আপনি জন্মগত কবি।" --- ইশশ!! তাই যদি হতাম। কবিতার কাছে হাত পেতে নতজানু হয়ে থাকি যদি সে ধরা দেয় কখনো।
আপনার মন্তব্যে অভিভূত ও অনুপ্রাণিত হলাম। লাইকের জন্য আশেষ ধন্যবাদ।
শুভকামনা সতত। শুভরাত্রি প্রিয় গল্পকার-কবি-ব্লগার।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩০
নীল আকাশ বলেছেন: ছবি খুব সুন্দর লেগেছে। এই রকম ছবি দেখলে নিজেরই কবিতা লিখে ফেলতে ইচ্ছে করে।
১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৪
শিখা রহমান বলেছেন: নীল আমি অনলাইনে থাকলেই আঁকা ছবি দেখি আর কবিতা পড়ি। আসলেই ছবিটা এত্তো সুন্দর। কবিতাটা আগেই লিখছিলাম। ছবিটা দেখে মনে হলো কবিতাটার জন্য পারফেক্ট!!
কবিতা লিখে ফেলুন প্লিজ!! আপনি কিন্তু গল্পের পাশাপাশি কবিতাও দারুণ লেখেন।
ভালো থাকুন প্রিয় ব্লগার।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৯
ইসিয়াক বলেছেন: একটা কবিতা লিখেছি পোষ্ট দেব কি দেবো না ভাবছি ..... আজ অনেক পড়েছি ।
১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৪
শিখা রহমান বলেছেন: বাহ!! পোস্ট করবেন না কেন? অবশ্য আপনার শহরে রাত নেমেছে।
আজ না দিলেও কাল অবশ্যই দেবেন। প্রিয় কবির কবিতা পড়ার অপেক্ষায় রইলাম।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৫
নীল আকাশ বলেছেন: কবিতা লেখা বাদ। হাসান ভাই হুমকি দিয়েছে। বাটি চালান দেবে গল্প বাদ দিয়ে কবিতা লিখলে। সেই আতংকে রাতে প্রায় ঘুমই আসে না। আর আপনি বলছেন কবিতা লিখতে!
১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫০
শিখা রহমান বলেছেন: নীল কবিতার ঝগড়ার মতো হাসানের হুমকিও ভালোবাসার হুমকি। আপনার গল্পকে উনি কবিতার চেয়ে ভালোবাসেন তাই এমন হুমকি। অথবা পেয়ারা-ডিমভাজি খেয়ে এমন বলেছেন।
গল্পের পাশাপাশি কবিতাও লিখবেন যদি ইচ্ছা করে। কবিতা কিন্তু সাথে সাথে না লিখলে হারিয়ে যায়।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
অপু তানভীর বলেছেন: আমি কবিতা একদম পড়ি না । কিন্তু আপনার এই কবিতা কেন জানি পড়লাম । একবার নয় বেশ কয়েকবার !
মাঝে মাঝে ইচ্ছে হয় খুব ঝগড়া করি কারো সাথে ! আপনার কবিতা পড়ে সেই ইচ্ছেটা আবার মাথা চাড়া দিয়ে উঠলো ।
১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৭
শিখা রহমান বলেছেন: অপু তানভীর আমার ব্লগে স্বাগতম!! আপনার গল্প মাঝে মাঝেই পড়া হয় যদিও মন্তব্য করা হয়্না।
মন্তব্য ও লাইকের জন্য কৃতজ্ঞতা। কয়েকবার পড়েছেন শুনে অনুপ্রাণিত হলাম। আমি কিন্তু আসলেই আপনার মন্তব্যে অবাক হয়েছি, কখনো কোন কবিতায় মন্তব্য দেখিনি বলেই হয়তো।
"মাঝে মাঝে ইচ্ছে হয় খুব ঝগড়া করি কারো সাথে ! আপনার কবিতা পড়ে সেই ইচ্ছেটা আবার মাথা চাড়া দিয়ে উঠলো ।" ---- হুউউউউ!! এমন আল্লাদী ঝগড়া শুধুমাত্র বিশেষ কারো সাথেই করা যায়। আমিতো ইচ্ছে হলেই ঝগড়া করে ফেলি।
শুভকামনা ও শুভরাত্রি। ভালো থাকুন প্রিয় গল্পকার-ব্লগার ভালবাসায় ও ঝগড়ায়।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫০
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল । শুভ রাত্রি ।
১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৭
শিখা রহমান বলেছেন: দৃষ্টিসীমানা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা ও শুভরাত্রি।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৫
মা.হাসান বলেছেন: আপনি এত ভালো গল্প লেখেন অথচ কবিতা লেখার মতো পচা কাজে সময় নষ্ট করেন বলে খারাপ লাগে। আরেকটু সময় বের করলে কি একটা গল্প লেখা যেত না? ঝগড়া হবে।
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০৯
শিখা রহমান বলেছেন: মা.হাসান আপনার জন্য একটা গল্প দেবো খুব শীঘ্রই!! ঝগড়া মুলতুবি রাখুন। তবে পেয়ারা-ডিমভাজি যদি ভালো না হয় তাহলে কিন্তু তুমুল ঝগড়া হবে।
ভালো থাকুন প্রিয় ব্লগার। শুভকামনা ও শুভরাত্রি।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪২
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপু, কবিতা পড়ে ভয় করতেছে।
ঝগড়া করতে করতে জিন্দেগি ভেঙ্গে ভেঙ্গে ভাঙ্গাচুরা হয়ে গেছে।
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১২
শিখা রহমান বলেছেন: জুনায়েদ ঝগড়া ভালোবাসা বাড়ায়। কবিতার মতো ঝগড়া হলেতো ভয় করার কথা নয়। ভালোবাসায় ডরে না বীর।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়।
১০| ১৫ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:১১
হাবিব বলেছেন: ই............ এইডা কোন ঝগড়া হইলো??? যদি হাড়ি পাতিলের ব্যবহারই না থাকে.......
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫
শিখা রহমান বলেছেন: হাবিব হাড়ি পাতিল ব্যবহার হয়নি কে বললো? রান্না করে দুপুরে খাওয়ার পরেই তো ভাতঘুম বাদ দিয়ে ঝগড়া শুরু। ঝগড়া শুরু করতে হয় ভরপেটে এনার্জি নিয়ে!!
শুভকামনা কবি। পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন ভালোবাসায়, হাড়ি-পাতিলের টুং টাং ঝনঝনে!!
১১| ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাত গড়ালে ঝগড়া মুলতুবি ঠোঁটে ঠোঁট রেখে।
চল না প্রতিদিন এমন তুমুল ঝগড়া করি!!
.................................................................
বাহ্ এমন ঝগড়া , মারহাবা মারহাবা
মিলাদের পর মিষ্টি নিশ্চিত !!!
অস্ট্রেলিয়া আছি ঝগড়া করতে আসতে হবে
কোথায় !!!
..................................................................
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৪
শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল মন্তব্য পড়ার আগেই ছবিটা দেখে মুগ্ধ হলাম। ছবিটা কি আপনার তৈরী? খুবই মনকাড়া।
"বাহ্ এমন ঝগড়া , মারহাবা মারহাবা
মিলাদের পর মিষ্টি নিশ্চিত !!!" --- ভালোবাসায় তো তেমনই হওয়ার কথা। যুদ্ধ হয় বলেই নতুন সব রাজ্য জয় করা হয়।
প্রশান্ত মহাসাগরের তীরে ঝগড়া করেই সময় কাটাচ্ছি। চলে আসুন বেড়াতে।
পাঠে ও দারুণ মন্তব্যে আন্তরিক ধন্যবাদ। একরাশ ভালোলাগা ও মুগ্ধতা রইলো।
শুভকামনা প্রিয় ব্লগার। ভালো থাকুন ভালোবাসায় ও ঝগড়ায়।
১২| ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩২
ল বলেছেন: নাহ - মানছি...
মাইরি --"" কবিতার শিখা ""
চমৎকার কবিতা।। বিনোদিত ঝগড়া চলুক।।।।
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৯
শিখা রহমান বলেছেন: ল মন্তব্যে আপ্লুত হলাম কবি। পাশে থাকার জন্য একরাশ কৃতজ্ঞতা ও ভালোলাগা রইলো।
শুভকামনা সতত। ভালো থাকুন ভালোবাসার যুদ্ধ ও সন্ধিতে!!
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৫
ল বলেছেন: মাঃ হাসান কবিতায় লাইক দেওয়াতে স্পেশাল ধন্যবাদ।।।
জয় হোক কবিতার।।
আপনার গল্প থেকে কবিতা পরিপুষ্ট হয়।। -
আমি কবিতা লেখা বাদ দিয়ে দিয়েছি---শুধু গল্প লিখবো বলে।।।।
পেয়াজময় স্বাদের কবিতা
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭
শিখা রহমান বলেছেন: ল "জয় হোক কবিতার।।
আপনার গল্প থেকে কবিতা পরিপুষ্ট হয়।। " --- কবির মন্তব্যে আপ্লুত হলাম।
"আমি কবিতা লেখা বাদ দিয়ে দিয়েছি---শুধু গল্প লিখবো বলে।।।।" --- আমি কিন্তু কবিতা লিখছি বলে গল্প লেখা মুলতুবী রেখেছি। আমার লেখালেখির শুরুই গল্প দিয়ে। প্রায় ৩০০ গল্প লেখার পরে ক্লান্ত হয়ে গেছি। গত একবছরে কেবল কবিতাই লিখছি। কবিতায় ক্লান্তি এলে হয়তো আবার গল্প লিখবো বা একসাথে দুটোই। আমি ভেবে লিখি না, যখন যা ইচ্ছে তখন। মন যা বলে তাই শব্দে সাজাই কেউ পড়বে বলে।
শুভকামনা প্রিয় কবি-লেখক। ভালো থাকুন শব্দখেলায় আর ভালোবাসায়।
১৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৪
মুক্তা নীল বলেছেন:
শিখা আপু ,
আপনার কবিতা মানেই অন্যরকম কিছু পাবা।
সত্যি কথাই তো ঝগড়া বিনা ভালোবাসা জমে উঠে না
অনেক শুভকামনা রইলো ।
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩
শিখা রহমান বলেছেন: মুক্তা নীল আপনার মন্তব্য মানেই একরাশ ভাললাগা।
লাইকের জন্য ও মনকাড়া মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। শুভকামনা ও ভালোবাসা নিরন্তর।
১৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০০
তারেক ফাহিম বলেছেন: প্রথমাংশে কি আর শেষাংশে কি
চলুক ঝগড়া।
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪
শিখা রহমান বলেছেন: তারেক ফাহিম ঝগড়ার শেষটা কি ভালো লাগেনি?
পাঠে ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা প্রিয় ব্লগার। ভালো থাকুন ভালোবাসায় ও ঝগড়ায়।
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৭
কিরমানী লিটন বলেছেন: ঝড়টা তবে আসুক
হৃদয়তটে উপকুলে
জ্বলোচ্ছাসে ভাসুক।
খুনসুটিদের শপথ
উপকুলে চোখ রাঙানো
দশ নম্বর- বিপদ !!!
বিমুগ্ধ ভালোলাগার কবিতা- মন ভরে গেলো কবি। অভিবাদন রইলো
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
শিখা রহমান বলেছেন: কিরমানী লিটন বাপস!! ছন্দে ছন্দে কাব্যিক উত্তরে মুগ্ধ ও অভিভূত হলাম কবি।
আপনার মন্তব্যে মন ভরে গেলো। কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া।
শুভকামনা প্রিয় কবি। ভালো থাকুন ভালোবাসায়-ঝগড়ায়-শব্দখেলায়।
১৭| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০২
শিখা রহমান বলেছেন: রাজীব পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।
আশাকরি বেড়ানো শেষে সুস্থ আছেন ও নিরাপদে দেশে ফিরেছেন।
১৮| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২
নার্গিস জামান বলেছেন: আপু, কি সুন্দর।
১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪
শিখা রহমান বলেছেন: নার্গিস জামান আমার ব্লগে আপনাকে স্বাগতম। মন্তব্যটা মন ছুঁয়ে গেলো। আপনার ভালো লেগেছে জেনে মন ভরে গেলো।
আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। শুভকামনা সতত!!
১৯| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: বিলাসী মনের ঝগড়ার প্রার্থনা!
যেন এক পসলা সোনা রোদ্দুরের হাতছানি।
কাব্যে-কথায় ভাল লাগা রেখে গেলাম।++
শুভকামনা আপু আপনাকে।
১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬
শিখা রহমান বলেছেন: পদাতিক আপনার কাব্যিক মন্তব্যে অভিভূত ও মুগ্ধ হলাম।
আপনাকেও একরাশ ভালোলাগা। লাইকের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। শুভকামনা সতত!!
২০| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮
আরোগ্য বলেছেন: আফসোস! আজ অবধি ঝগড়া করার মানুষটি খুঁজে পাইনি।
আহা! যদি থাকতো তবে রুটিন করে প্রতিদিন একদফা ঝগড়া করতাম।
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৭
শিখা রহমান বলেছেন: আরোগ্য আপনার মন্তব্যে পেলেই মন ভালো আর মন আলো। ঝগড়া করার মানুষ খুঁজে পাবেন নিশ্চিত।
"আহা! যদি থাকতো তবে রুটিন করে প্রতিদিন একদফা ঝগড়া করতাম। " ---- আমিতো তাই করি!!
পাঠে, মন্তব্যে ও লাইকের জন্য কৃতজ্ঞতা।
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন সবসময়। শুভকামনা ও শুভরাত্রি।
২১| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৬
সাইন বোর্ড বলেছেন: সব ঝগড়া কিন্তু দিন শেষে স্পর্শ পায় না, ঠোঁটে ঠোঁট তাে আরো পরের কথা, আর হাতাহাতির পর্যায়ে গেলে তো এ্যাম্বুলেন্সকে কল দিয়ে রাখতে হয় । তবু কবিতা বলে কথা, শেষ পর্যন্ত ভালবাসা থাক অম্লান...
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১০
শিখা রহমান বলেছেন: সাইন বোর্ড "সব ঝগড়া কিন্তু দিন শেষে স্পর্শ পায় না, ঠোঁটে ঠোঁট তাে আরো পরের কথা, আর হাতাহাতির পর্যায়ে গেলে তো এ্যাম্বুলেন্সকে কল দিয়ে রাখতে হয় । " -- সেটাতো আর ভালবাসার ঝগড়া নয়, যে নির্যাতন!!
কবিতাকে ভালোবাসার কাছেই সবসময় ফিরতে হয়, আর মানুষকেও। সেই ফেরার পথ দ্রোহের, যুদ্ধের নাকি খুন্সুটি-আল্লাদের হবে সেটা জীবন বলে দেয়।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর!!
২২| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঝগড়া রোমান্টিকতার ক্ষেত্র তৈরি করে। প্রিয় জনকে কাছ থেকে আরো কাছে নিয়ে আসে।
--এসো ঝগড়া করি।
১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬
শিখা রহমান বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) আপনি কবিতার ঝগড়ার কারণ ও ধরণ বুঝতে পেরেছেন ঠিক ঠিক।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা সতত।
ভালো থাকুন ভালোবাসায় ও ঝগড়ায়।
২৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইলেক্ট্রিকের তারে বসা হতচকিত জোড় শালিকের দল বেজোড় হবে।
দিলেন তো মাথায় ঢুকিয়ে। ধন্যবাদ , কাজে লাগবে।
কবিতা প্রিয়তে।
১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৮
শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ যখন কাজে লাগাবেন প্লিজ জানাবেন। আমি নিশ্চিত যে এই কন্সেপ্ট আপনি আমার চেয়ে অনেক ভালো কিছুতেই ব্যবহার করবেন।
কবিতা প্রিয়তে নেওয়াতে অভিভূত হলাম। শুভকামনা স্বপ্নবাজ কবি।
ভালো থাকুন ভালোবাসায় ও স্বপ্লে।
২৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৮
সুনীল সমুদ্র বলেছেন: "চিল চীৎকারে উড়ে যাবে কার্নিশের কাক .." দারুণ সুন্দর !
সেই সাথে - "ভীষণ বাকবিতণ্ডা, কূটতর্ক,/ গলা চড়বে উচ্চনিনাদে,/ ইলেক্ট্রিকের তারে বসা হতচকিত জোড় শালিকের দল বেজোড় হবে।/ সদ্য চোখফোটা চড়ুইপাখির ছানারা ওড়া শেখা ভুলে,/ ঘুলঘুলি থেকে উঁকি দেবে ভয়ে ভয়ে।" .....অন্তর্নিহিত ছন্দ ও কাঠামোয় কবি শামসুর রাহমান-এর কবিতা কাঠামোর ছোঁয়া যেন খুঁজে পাই বারবার ..। অন্যেরা ঠিকই বলেছেন। আসলেই আপনি জন্মগত কবি ! সেইসাথে বোঝা যায় .... সেরা কবিদের প্রচুর কবিতা পড়েছেন .... যা পাথেয় হয়েছে সমৃদ্ধ সুন্দর হৃদয়ছোঁয়া উপমা সাজাতে- সূচারু সুন্দর সব অনুপম কবিতায় !
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫
শিখা রহমান বলেছেন: সুনীল সমুদ্র আমার লেখায় স্বাগতম। আপনি এতো খুঁটিয়ে আমার কবিতা পড়েছেন দেখে কি যে ভালো লাগলো।
".অন্তর্নিহিত ছন্দ ও কাঠামোয় কবি শামসুর রাহমান-এর কবিতা কাঠামোর ছোঁয়া যেন খুঁজে পাই বারবার .." --- অভিভূত ও অনুপ্রাণিত হলাম।
আপনার মন্তব্যটা আমার দিনটা আলো করে দিলো। অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেরণা ও উৎসাহের জন্য।
আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা নিরন্তর।
২৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কাজে লাগিয়েছি !
ইলেক্ট্রিকের তারে বসা হতচকিত জোড় শালিক বেজোড় হল ।
২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩২
শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ ব্লগে সব্দিন আসা হয় না। মিস করে গেছি কবিতাটা। দেখে আসছি এক্ষুনি।
জানানোর জন্য ধন্যবাদ। শুভকামনা প্রিয় কবি।
২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৫৬
অভি চৌধুরী বলেছেন: সাংঘাতিক ব্যপার সেপার দেখি কবিতায়।
আপনার জন্মদিন নিয়ে একটা পোস্টের সুত্রে আসা। শুভ জন্মদিন।
পড়তে হবে আপনাকে আরো তারপর কথা
ধন্যবাদ
১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯
শিখা রহমান বলেছেন: অভি চৌধুরী আমার লেখায় স্বাগতম। কবিতা পড়েছেন দেখে ভালো লাগলো।
জন্মদিনের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।
পড়ে জানাবেন কেমন লাগলো আমার লেখা। অপেক্ষায় থাকবো মন্তব্যের।
অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেরণা ও উৎসাহের জন্য।
আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২২
ইসিয়াক বলেছেন: অসাধারণ