![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
ভেবে দেখো ছেলে!!
ভালোবাসার আগে আরেকবার ভেবে দেখো...
তোমার শহরের পুরোটা জুড়ে ছড়িয়ে যাব আমি।
গলির মোড়ে রিক্সা থামিয়ে নিঃসংকোচে বলবো
"এইই ছেলে উঠে বসো পাশে..."
কৃষ্ণচূড়া ফোটা আগুন দুপুরে
পাশাপাশি পথ চলতে চলতে,
ভীড়ের চোখ উপেক্ষা করে
আচমকাই জাপটে ধরব তোমার হাত।
ট্রাফিক জ্যামে স্থবির রিক্সায়
চারপাশ অবাক করে দিয়ে
সপাটে তোমার গালে দেবো চুমু,
ঘোরলাগা সন্ধ্যায় আনমনা তোমার
শার্টের কলার টেনে সশব্দে বসিয়ে দেব
ঠোঁটের ওপরে ঠোঁট,
এক চুমুতে শুষে নেব টাটকা নিকোটিন
ওই পুরুষ্ট ঠোঁট থেকে।
টংয়ের দোকানে তোমার চায়ের কাপে
চুমুক দিয়ে নির্দ্বিধায় বলব
"তোমার ঠোঁটের নিকোটিন চায়ের সাথে বেশ লাগে..."
লাল পাঞ্জাবীতে সুবেশ সুঠাম তুমি আসতেই,
মুখে দু'আংগুল পুরে তুমুল শীষে
সচকিত করে দেব পুরো পাড়া।
মাতাল হয়ে শহরের অলিতে গলিতে
ঘুরবে তুমি,
চাওয়ার আগেই খুলে দেব বুকের ভাঁজ, চুলের আগল,
নাক ঘষবো ওই পুরুষালী বুকে,
পিষে ফেলার ঠিক আগমুহূর্তে
কানের কাছে ফিসফিসিয়ে বলে দেবো
"আমাকে চন্দনের সুগন্ধী আগুনে পোড়াও ছেলে..."
ভেবে দেখো ছেলে..
আমাকে ভালোবাসার আগে ভেবে দেখো!!
তোমার শহরের অলিতে-গলিতে,
মোড়ে-চৌরাস্তায়, ফুটপাতে-মাঠে
সর্বত্র ছড়িয়ে থাকব আমি...
ছড়িয়ে থাকবে আমার শব্দ, গন্ধ, স্পর্শ...
কখনো ছেড়ে গেলে তখনই জানবে তুমি,
কেবল তখনই জানবে,
কেন ঘুর্ণিঝড়ের নাম আমার নামে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর!!
© শিখা রহমান
(ছবি ইন্টারনেটে সংগৃহীত)
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪২
শিখা রহমান বলেছেন: ইসিয়াক মধ্যরাত্রে শুধু কবি ও কবিতা জাগে একা!!
এখনও জেগে আছেন কবি? প্রথম মন্তব্য ও লাইকের জন্য এত্তো ধন্যবাদ রইলো।
শুভকামনা ও শুভরাত্রি কবি।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫২
ইসিয়াক বলেছেন: বিস্তারিত সকালে মন্তব্য করবো । বাসায় ফিরতে হবে । বাসার কম্পিউটারে সমস্যা দেখা দিয়েছে ।
শুভকামনা রইলো ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৪
শিখা রহমান বলেছেন: ইসিয়াক সমস্যা নেই। যখন ইচ্ছে মন্তব্য করবেন। তবে মন্তব্যের জন্য অপেক্ষায় থাকবো।
শুভরাত্রি কবি।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৫
ঠ্যঠা মফিজ বলেছেন: বাহ! বেশ লাগল কবিতা ।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০০
শিখা রহমান বলেছেন: ঠ্যঠা মফিজ বহুদিন পরে আপনাকে লেখায় পেলাম।
কবিতা ভালো লেগেছে শুনে ভালো লাগলো খুব। লাইকের জন্য এত্তো ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর। ভালো থাকুন সবসময়।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০১
চাঁদগাজী বলেছেন:
ব্লগে অনেক নতুন ব্গার লাইন দিয়ে রেজিষ্ট্রেশন করছে দেখলাম।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৯
শিখা রহমান বলেছেন: চাঁদগাজী আপনার মন্তব্যটা বুঝতে পারিনি। শুভকামনা।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৭
ফয়সাল রকি বলেছেন: এমন নিবেদন হলে কোনো ছেলে কি ভাবার সুযোগ পাবে!
+++
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৭
শিখা রহমান বলেছেন: ফয়সাল রকি অনেকদিন পরে আপনাকে ব্লগে আর লেখায় দেখলাম। অবশ্য আমি নিজেই ব্লগে তেমন সময় দিতে পারি না।
"এমন নিবেদন হলে কোনো ছেলে কি ভাবার সুযোগ পাবে!" --- পাবে না কেন? আর এগুলোতো নিবেদন নয়, ঘূর্ণিঝড়ের সংকেত।
লাইক ও মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা প্রিয় ব্লগার।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪০
ফয়সাল রকি বলেছেন: ঘূর্ণিঝড়ই বটে!
যাইহোক, সময় পাই না আপু, নিয়মিত হতে চাই! ভালো থাকবেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০১
শিখা রহমান বলেছেন: ফয়সাল রকি তা তো বটেই...ভালোবাসা ঘূর্ণিঝড়ের মতোই লন্ডভন্ড করে দেয়।
আশা করছি মাঝে মাঝে ব্লগে এলে দেখা হবে। আপনিও ভালো থাকুন সবসময়, ভালোবাসায় ও কবিতায়।
শুভকামনা নিরন্তর!!
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৪
বিষাদ সময় বলেছেন: আপনার কবিতা গুলো পড়লে অতীতে ফিরে যেতে ইচ্ছে করে অথবা হৃদয় নিংড়ে এ রকম কবিতা লিখতে ইচ্ছে করে। বাস্তবে কোনটাই সম্ভব না............. কবিতায় অসম্ভব ভাল লাগা......
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০৪
শিখা রহমান বলেছেন: বিষাদ সময় মন্তব্যে একরাশ মুগ্ধতা রইলো।
"আপনার কবিতা গুলো পড়লে অতীতে ফিরে যেতে ইচ্ছে করে অথবা হৃদয় নিংড়ে এ রকম কবিতা লিখতে ইচ্ছে করে।" --- প্রথমটা সম্ভব না হলেও পরেরটা খুবই সম্ভব। লিখে ফেলুন কবিতা। অবশ্য কবিতা লেখা মানেই হৃদয় খুঁড়ে বেদনা জাগানো।
মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম। শুভকামনা সতত।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৬
ইসিয়াক বলেছেন: হৃদয়ের অলিগলিতে ,প্রেমের নানা মাত্রার চাহিদাতে, একটু আগ্রাসী মনে হলো কবিকে ......
এখানেই সেই ভালো লাগা ,যা চাই স্পষ্ট করে চাই , যা পাই একেবারে নিজের করে পাই ,এ চাওয়াতে কোন দ্বিধা নাই , নাই কোন সঙ্কোচ । প্রেম হোক তীব্র ,ভালোবাসা হোক চির অমলিন । তীব্র মাত্রার আক্রমনের ঝলকানিতে আছড়ে পড়ুক হৃদয়ের শহরে ,
লন্ড ভন্ড করে দিক সব ।
কবিতায় মুগ্ধতা।
সুপ্রভাত
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০৭
শিখা রহমান বলেছেন: ইসিয়াক শুভসকাল কবি। ভালবাসা আগ্রাসী বলেই কবিতা আগ্রাসী, কবি নয়।
"এখানেই সেই ভালো লাগা ,যা চাই স্পষ্ট করে চাই , যা পাই একেবারে নিজের করে পাই ,এ চাওয়াতে কোন দ্বিধা নাই , নাই কোন সঙ্কোচ । প্রেম হোক তীব্র ,ভালোবাসা হোক চির অমলিন । তীব্র মাত্রার আক্রমনের ঝলকানিতে আছড়ে পড়ুক হৃদয়ের শহরে ,
লন্ড ভন্ড করে দিক সব ।" --- কবিরা যা বলেন সবই কবিতা হয়ে যায়। মন্তব্যে একরাশ মুগ্ধতা রইলো।
ভালো থাকুন প্রিয় কবি। কবিতার শহরে ভালোবাসার সূর্য উঠুক প্রতিদিন।
শুভকামনা নিরন্তর।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ! সাধু সাধু সাধু।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩২
শিখা রহমান বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন মন্তব্যে অভিভূত হলাম।
অনুপ্রেরণার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। শুভকামনা সতত।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ! সাধু সাধু সাধু।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩২
শিখা রহমান বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন মন্তব্যে অভিভূত হলাম।
অনুপ্রেরণার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। শুভকামনা সতত।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
বলতে চেয়েছিলাম, এই ধরণের কবিতা যদি ব্লগে আসে, ব্লগে ব্লগারের সংখ্যা বেড়ে যাবে।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪
শিখা রহমান বলেছেন: চাঁদগাজী কাক আসলেও ব্লগে কাকতাড়ুয়াও আছে।
শুভকামনা নিরন্তর!!
১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫
শিখা রহমান বলেছেন: রাজীব পাশে থেকে উৎসাহ দেবার জন্যে আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা প্রিয় ব্লগার।
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২১
কনফুসিয়াস বলেছেন: ঘূর্ণিঝড়ের মতই কেপেঁ গেলাম। ভাল লাগল।
ছবিটা অসাধারন। ঘূর্ণিঝড় ভাব আছে
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮
শিখা রহমান বলেছেন: কনফুসিয়াস কবিতায় ঘূর্ণিঝড়ের আভাস পেয়েছেন শুনে মনে হলো লেখা সার্থক।
আপনি কি আগে ইংরেজীতে ছিলেন আর এখন বাংলায়?
ছবিটা আসলেই ভালোলাগার মতোই। মন্তব্যে একরাশ ভালোলাগা রইলো।
শুভকামনা নিরন্তর। দেখা হবে অন্য কোন কবিতায়।
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: টর্নেডো লাভ ভাবনার বিষয়। যে যাই বলুক লোকে কি বা যায় আসে তাতে?
সুন্দর। মনে হলো বসন্ত এলো
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
শিখা রহমান বলেছেন: সেলিম আপনি যে "সুন্দর। +" বাদ দিয়ে এত্তো বিশাল মন্তব্য করেছেন তাতেই বুঝতে পেরেছি যে ঘূর্ণিঝড়ের আভাস পেয়েছেন।
মন্তব্যে অভিভূত হলাম।
"মনে হলো বসন্ত এলো।" --- মনে চিরবসন্ত থাকুক। শুভকামনা নিরন্তর কবি।
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১১
নীল আকাশ বলেছেন: আগ্রাসী প্রেমের ঘূর্ণিঝড়ই আসছে! সবাই সাবধান!
আমি আর কি ভয়ংকর কবিতা লিখি! এই ধরনের শব্দের ঝংকার একমাত্র আপনার পক্ষেই সম্ভব!
ভালোলাগা রেখে গেলাম। ধন্যবাদ।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬
শিখা রহমান বলেছেন: নীল কবিতায় কিন্তু এমন ভয়ঙ্কর কিছু বলা হয়নি। একজন নারীর ভালোবাসায় চাওয়ার তীব্রতা থাকলেই তা ভয়ঙ্কর বুঝি?
পুরুষ কবিদের সংখ্যা বেশী আর উনারা এর চাইতেও ঝড়োয়া ও ভয়ঙ্কর কবিতা যুগে যুগে লিখে গেছেন, লিখে চলেছেন। ঐসব কবিতার তুলনায় এই কবিতা কিছুই নয়।
পাঠে ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা। শুভকামনা সতত।
ভালো থাকুন প্রিয় ব্লগার।
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১২
নীল আকাশ বলেছেন: চাঁদগাজী বলেছেন: বলতে চেয়েছিলাম, এই ধরণের কবিতা যদি ব্লগে আসে, ব্লগে ব্লগারের সংখ্যা বেড়ে যাবে।
ছেলে ব্লগার না মেয়ে ব্লগার আসবে?
ছবি কিন্তু অসাধারণ লেগেছে।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯
শিখা রহমান বলেছেন: নীল ব্লগের আদমশুমারীর দ্বায়িত্বে যিনি আছেন উনি বলতে পারবেন। সুত্রমতে আপনার কবিতারা ব্লগে আসার পরে নিশ্চয়ই ব্লগারের সংখ্যা বেড়েছে। পুরুষ নাকি নারী ব্লগার?
ছবিটা আসলেই খুব সুন্দর। শুভকামনা নীল।
ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায়।
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪
সেজুতি_শিপু বলেছেন: ঘূর্ণিঝড়ই চাই। মিনমিনে প্রেমের দিন শেষ হওয়াই দরকার। নতুন যুগের হাতছানি কবিতায়- ভাবতে ভালোই লাগে । সুন্দর লিখেছেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪
শিখা রহমান বলেছেন: সেজুতি_শিপু আমার কবিতায় আপনাকে স্বাগতম। মন্তব্যে এত্তো এত্তো ভালোলাগা রইলো।
তবে প্রেম কি আসলেই মিনমিনে? কখনোই না, প্রেম আগ্রাসী আর প্রেম দাবী করে সমস্তটা। কবিতা ও সাহিত্য লিঙ্গবৈষম্যের জন্যে আমরা নারীদের মিনমিনে প্রেম নিবেদনই দেখতে পাই। নারীরা বাস্তবে দুঃসাহসীই।
আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায়।
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এ যে দেখছি রীতিমত টর্নেডো কাব্য! কি দুর্দান্ত উচ্চারণ! আপনার কবিতা এইজন্যই এত ভাল লাগে। সবকিছু অকপট। কোন লুকোছাপা নেই। কবিতার মত কবিও কি এমনই অকপট?
দারুণ একটা কবিতা উপহার দিলেন! অসম্ভব ভাললাগা রেখে গেলাম।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭
শিখা রহমান বলেছেন: সম্রাট "এ যে দেখছি রীতিমত টর্নেডো কাব্য! কি দুর্দান্ত উচ্চারণ! আপনার কবিতা এইজন্যই এত ভাল লাগে। সবকিছু অকপট। কোন লুকোছাপা নেই। "--- কবিতার কাছে কি মিথ্যা বলা যায়নাকি বলা উচিত? যে কবিতা হৃদয়কে স্পর্শ করে, সেই কবিতা মিথ্যা বলে না।
আপনার মন্তব্যেও এত্তো এত্তো ভালোলাগা। অনেকদিন পরে আপয়াঙ্কে লেখায় পেয়ে অসম্ভব ভালো লাগলো।
শুভকামনা কবি সম্রাট। এমন টর্নেডো আসুক আপনার জীবনেও। ভালো থাকুন ভালোবাসায়।
১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০
হাবিব বলেছেন: আপনার কাছে সিগারেট খাওয়া পুরুষ মানুষ ভালো লাগে?
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮
শিখা রহমান বলেছেন: হাবিব স্যার কবিতা কেমন লেগেছে বলুন। আশা করি ভালো আছেন।
শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।
২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০১
হাবিব বলেছেন: নিকোটিন লাগানো লাইনগুলো বাদে অন্যান্য লাইন ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ৯ লাইন অস্থির হয়েছে
০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫
শিখা রহমান বলেছেন: হাবিব মন দিয়ে পড়ার জন্য বিশেষ ধন্যবাদ। পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫
বিজন রয় বলেছেন: শিরোনামটি ঝড়ের মতো হলো না।
বাকীসব ঝড়!
আবহাওয়া অধিদপ্তরকে ধন্যবাদ "শিখা' নামে একটি ঝড়ের নাম করনের জন্য।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭
শিখা রহমান বলেছেন: বিজন কবিতার শিরোনাম দিতে ভালো লাগে না। ব্লগে পোস্ট করতে শিরোনাম লাগে তাই হটজলদি বাধ্য হয়ে দেয়া।
চাই যে আমার কবিতা এমন হবে যেন পড়া মাত্রই পাঠক জেনে যাবে এটা আমার লেখা। কবিতা আর কবির নাম থাকবে না।
পারলে ঘূর্ণিঝড় কেন সব কবিতার নামও "শিখা" দিতাম। কারণ আমার কবিতারা আমাকেই আঁকে। আমিই কবিতা, আমার কবিতারাই আমি।
মন্তব্যের জন্য ও লাইকের জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার ও কবি।
২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮
বিজন রয় বলেছেন: চাই যে আমার কবিতা এমন হবে যেন পড়া মাত্রই পাঠক জেনে যাবে এটা আমার লেখা। কবিতা আর কবির নাম থাকবে না।............. দারুন! কথাটি মনে ধরেছে।
কারণ আমার কবিতারা আমাকেই আঁকে।............ নিজের জীবনকে দিয়ে যে অন্যের জীবনের গভীরতা মিলিয়ে নিতে পারে, সে অনেক বড় মানুষ।
অনেক ভাল লাগল।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৬
শিখা রহমান বলেছেন: বিজন মন্তব্যের প্রতিউত্তর দিতে লেখায় ফিরে এসেছেন দেখে ভালো লাগলো।
কবিতার সাথে এই পথচলায় পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
ভালো থাকুন প্রিয় ব্লগার-কবি সবসময়।
২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১
মনিরা সুলতানা বলেছেন: দারুণ !!
দুর্দান্ত শব্দচয়নে আবেশিত হলাম।
ভালোলাগা।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৭
শিখা রহমান বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।
২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চমৎকার+++++
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৮
শিখা রহমান বলেছেন: মোঃ মাইদুল সরকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার। ভালো থাকুন সবসময়।
২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: বাহ সুন্দর কবিতা।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০২
শিখা রহমান বলেছেন: মোস্তফা সোহেল আপনার ভালোলাগা মন ছুঁয়ে গেলো।
শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার। ভালো থাকুন সবসময়।
২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২
কানিজ ফাতেমা বলেছেন: একরাশ মুগ্ধতা আপু।
শুভ কামনা।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৩
শিখা রহমান বলেছেন: কানিজ তোমাকে ব্লগে আর আমার লেখায় দেখে খুব ভালো লাগলো। অনেকদিন পরে ব্লগে তোমাকে দেখছি।
তোমাকে একরাশ ভালোবাসা মিস্টি লেখিকা।
শুভকামনা সতত!!
২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঠোঁটের ওপরে ঠোঁট,
এক চুমুতে শুষে নেব টাটকা নিকোটিন
ওই পুরুষ্ট ঠোঁট থেকে।
..............................................................................
ভেবে দেখো মেয়ে !! ভেবে দেখো
তোমার কি হাল হবে !
সুন্দরবনের সেই ছেলে
রূখে দেবে আরেক বার,
তোমার চুম্বন আর দেহের উ ষ্ঞতা
ভেঙ্গে চুরমার !!!
.................................................................................................
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৫
শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল ছবিটা খুব সুন্দর!! কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন ভালোবাসার ঝড়-বৃষ্টি-রোদে।
শুভকামনা সতত প্রিয় ব্লগার।
২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
রাজিব হোসেন পানি বলেছেন: ভালো লাগলো.
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬
শিখা রহমান বলেছেন: রাজিব হোসেন পানি আমার ব্লগে স্বাগতম!!
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হলাম।
আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
শুভকামনা সতত। ভালো থাকুন সবসময়।
২৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি আগ্রাসী প্রেমরে বাবা !!
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৭
শিখা রহমান বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা নিরন্তর।
৩০| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৮
মুক্তা নীল বলেছেন:
শিখা আপু ,
কবিতাটি অগ্নিশিখার মতোই জ্বলন্ত হয়েছে।
তোমার শহরের অলিতে-গলিতে,
মোড়ে-চৌরাস্তায়, ফুটপাতে-মাঠে
সর্বত্র ছড়িয়ে থাকব আমি...
ছড়িয়ে থাকবে আমার শব্দ, গন্ধ, স্পর্শ...
----অসাধারণ হয়েছে কবিতা। শুভকামনা রইলো ।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৯
শিখা রহমান বলেছেন: মুক্তা নীল আপনার মন্তব্যটা আমার গোলার্ধে দিনের শুরুটা একদম ঝলমলে করে দিলো।
ভালো থাকুন প্রিয় ব্লগার। শুভকামনা ও শুভরাত্রি।
৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৮
নার্গিস জামান বলেছেন: আপু, ভীষণ সুন্দর
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২০
শিখা রহমান বলেছেন: নার্গিস জামান মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪০
ইসিয়াক বলেছেন: অসাধারণ