![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
প্রিয় স্বদেশ!!
কোন না কোন যুদ্ধ অপেক্ষা করে আছে তোমার জন্যে,
কোথাও ছিঁড়ে যাওয়া পতাকা, অথবা ভাঙ্গা কম্পাস,
কোন না কোন বাক্সভর্তি বিস্ফোরণ।
শুধুমাত্র যুদ্ধজয়ই যথেষ্ট নয়,
মুক্তি-আনন্দ-আলো-প্রেম সেভাবে ছুঁয়ে যায়নি তো করতল।
কোন একটা সীমানা সেভাবে দেশ হয়ে ওঠেনি তো আজও।
উত্তরাধিকারই পর্যাপ্ত নয়,
চারপাশে ছড়ানো কেবলই অধিকার আর অধিকার,
অধঃপতনের অধিকার।
প্রিয় স্বদেশ!!
বিনির্মাণ অপেক্ষা করে আছে তোমার জন্য।
নিজেকে কেবলই গুছিয়ে রাখা সুদৃশ্য কাঁচের শোকেসে,
ভাবতে গেলেই কাদা উঠে আসে,
কাদায় বাঁচতে বাঁচতে প্রতিনিয়ত জিয়ল মাছ হয়ে ওঠা,
শান্তি নেই, স্বস্তি নেই,
কেবলই প্রেম-সঙ্গম-জন্ম জীবনের প্রতিহিংসাপরায়ণতায়।
প্রায় পাঁচ দশক হয়ে গেলো
তবুও ভাংচুর অপেক্ষা করে আছে,
আদর্শের হাতুড়ি দিয়ে মুখগুলোকে গড়েপিটে নেওয়া দরকার।
প্রিয় স্বদেশ,
তোমার জন্যে এখনো যুদ্ধ অপেক্ষা করে আছে।
©️ শিখা রহমান
ছবিঋণঃ ইন্টারনেট
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!!
১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩
শিখা রহমান বলেছেন: সৌরভ প্রথম মন্তব্য আর লাইকের জন্য এত্তো ভালোলাগা।
মন্তব্যে বরাবরের মতোই মন আলো করে দিয়েছেন কবি। অনুপ্রাণিত হলাম।
আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।
শুভকামনা নিরন্তর!!
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির প্রকাশ বাতাসের গায়ে যুদ্ধ
এখন রক্ত গন্ধ---------
১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫
শিখা রহমান বলেছেন: আলমগীর সরকার লিটন আমার ব্লগে স্বাগতম। চমৎকার মন্তব্যে ভালোলাগা রইলো।
আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা সতত।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনটাই যেন আজীবন ধরে যুদ্ধ !
বিজয়ের শুভেচ্ছা
১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স "জীবনটাই যেন আজীবন ধরে যুদ্ধ !" --- সে তো অবশ্যই। জীবনযাপন মানেই যুদ্ধ প্রতিনিয়ত।
মন্তব্য ও লাইকের জন্য এত্তো ধন্যবাদ।
বিজয় দিবসের শুভেচ্ছা প্রাচীন পক্ষী। শুভকামনা সতত।
ভালো থাকুন যুদ্ধ ও সন্ধিতে।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
ইসিয়াক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রইলো আপু ।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০২
শিখা রহমান বলেছেন: ইসিয়াক আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।
শুভকামনা নিরন্তর!!
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮
সেজুতি_শিপু বলেছেন: দারুন কবিতা! খুব ভালো লাগলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৫
শিখা রহমান বলেছেন: সেজুতি_শিপু মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা নিরন্তর!!
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯
ফয়সাল রকি বলেছেন: আদর্শের হাতুড়িটাও বোধহয় সেই অপেক্ষায় আছে।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৬
শিখা রহমান বলেছেন: ফয়সাল রকি মন্তব্যে ভালোলাগা রইলো।
বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা সতত প্রিয় ব্লগার।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৭
শিখা রহমান বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা নিরন্তর!!
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
দারুন আবেগময়।
সহজ সরল ভাষা।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৯
শিখা রহমান বলেছেন: রাজীব পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা প্রিয় ব্লগার।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা নিন। দারুণ কবিতা! খুব ভালো লাগল।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৩
শিখা রহমান বলেছেন: সম্রাট পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা।
আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা কবিসম্রাট।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯
আলমগীর কাইজার বলেছেন: খুব ভালো লাগলো। যুদ্ধ শেষ হোক। বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২১
শিখা রহমান বলেছেন: আলমগীর কাইজার আমার ব্লগে আপনাকে স্বাগতম।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আশা করি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা নিরন্তর!!
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লিখেছেন আপু।
শুভকামনা জানবেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২২
শিখা রহমান বলেছেন: পদাতিক মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৮
চাঁদগাজী বলেছেন:
লিপিষ্টিক মুছে, বুট টুট পরে, কালাসনিকফ হাতে লেগে যান
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৩
শিখা রহমান বলেছেন: চাঁদগাজী একটি অসাধারণ ট্রাম্পীয় মন্তব্যের জন্য ধন্যবাদ।
বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা নিরন্তর!!
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৪
নুরহোসেন নুর বলেছেন: ভালো লাগলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৪
শিখা রহমান বলেছেন: নুরহোসেন নুর পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা নিরন্তর!!
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কবিতায় প্রেম রয়েছে। ভালো লাগলো
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৬
শিখা রহমান বলেছেন: প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন কবিতায় দেশপ্রেম অনুধাবন করতে পেরেছেন দেখে আপ্লুত হলাম।
পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা নিরন্তর!!
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৬
হাবিব বলেছেন: কবিতার রাণী আর গল্পের বধূ আপনি
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
শিখা রহমান বলেছেন: হাবিব মন্তব্যে অভিভূত হলাম এবং অনুপ্রাণিত অবশ্যই।
আপনারা আমার লেখা ভালোবাসেন বলেই লিখতে ইচ্ছে করে।
বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।
১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
তারেক ফাহিম বলেছেন: পাঠে মুগ্ধতা।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০
শিখা রহমান বলেছেন: তারেক ফাহিম অনেকদিন পরে লেখায় আপনাকে পেয়ে ভালো লাগলো খুব।
পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার।
১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০১
রূপম রিজওয়ান বলেছেন: দারুণ লাগলো! মুগ্ধতা....
সালাম এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২১
শিখা রহমান বলেছেন: রূপম রিজওয়ান আমার ব্লগে আপনাকে স্বাগতম।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আশা করি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
আপনাকেও সালাম ও বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা নিরন্তর!!
১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২
শিখা রহমান বলেছেন: সেলিম ধন্যবাদ। +++
মন্তব্য ও লাইকে অনুপ্রাণিত হলাম।
বিজয় দিবসের শুভেচ্ছা। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সতর্ক হও প্রিয় স্বদেশ।
চমৎকার লাগলো। ++
বিজয় দিবসের শুভেচ্ছা।