নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডুবাইল

Nothing

Ali Khan Russell

িডজাইনার

Ali Khan Russell › বিস্তারিত পোস্টঃ

আমার মতো সহজ সরল ব্লগার এর সাথে সামু-র সমস্যা কি

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:০৯

তেমন উল্টা-পাল্টা কিছুই লিখিনা কিন্তু বার বার ব্লক কইরা দিতাছে।

আমার ভুলগুলা সামু-র কর্তপক্ষ-র কাছে জানতে চাই

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫০

তোমোদাচি বলেছেন: কৈ, এই পোষ্ট তো ঠিকই আছে ;)

২| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৯

ভিটামিন সি বলেছেন: আমারও আহসান২০২০ নিকটা চিরস্থায়ী ব্যান বন্দোবস্ত কইরা দিছে। জানি না কোন কালে জানাপুর সাথে ইভটিজিং করেছিলাম কিনা। জানাপুর যখন বয়স তখন তো আমি বাচ্চা, মনে হয় ইভটিজিং করি নাই।

৩| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬

তাসজিদ বলেছেন: ব্লক খাবার মাঝে ভিতামিন d আছে।

৪| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

দেশপ্রেমিক পোলা বলেছেন: আমি সামুতে আছি ২/৩ বছর। গত ২/৩ বছর প্রথম পাতায় এসেছে আমার লেখা। গত ২/৩ মাস থেকে যাই লিখি প্রথম পাতায় আসে না। কারণ বুঝলাম না। আমার প্রফাইলে যেয়ে দেখবেন শেষের দিকের ২/৩ টা পোস্ট কেউ পড়েনি, কারণ প্রথম পাতায় আসে না। জানা আপুর কাছে প্রশ্নটি করার ইচ্ছে ছিল, কিন্তু কোথায় করব বুঝতে পারছি না।

৫| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৭

গধযনঁন বলেছেন: আমার ব্লগ নাই করে দিছে ... খালি কমেন্ট করতে পারি X((

৬| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

জাহাজ ব্যাপারী বলেছেন: একটু জটিল, কূটিল হয়ে যান এইবার।

৭| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৭

বেলা শেষে বলেছেন: আমার মতো সহজ সরল ব্লগার এর সাথে সামু-র সমস্যা কি
আমরা কেউ জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.