![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল ফেরদৌস নূর ( কন্ঠশিল্পী , অভিনেতা , লেখক ) ভালোবাসা তো - সেটাই হয় , যা শয়তানের মাঝেও মনুষ্যত্ব জাগায় , আর হিংসা , ঘৃণা , অহংকার তো সেটাই হয় , যা , মানুষকেও শয়তান বানিয়ে দেয় ।
একটি মেয়ে --
মহান আল্লাহর অন্যতম সেরা সৃষ্টি ।
তাকে অবহেলা , নির্যাতন ও ইভটিজিং করার আগে একবার ভাবা উচিত..
মেয়ে যখন আপনার মা , তখন আপনি তার প্রকৃত ভালোবাসা অনুভব করেন ।
মেয়ে যখন আপনার বোন , তখন আপনি তার প্রতি দায়িত্ববোধ ...অনুভব করেন ,
মেয়ে যখন আপনার বন্ধু , তখন আপনি তার প্রতি আবেগ অনুভব করেন ,
মেয়ে যখন আপনার প্রিয়তমা, তখন আপনি তার প্রতি অনুরাগ অনুভব করেন ,
মেয়ে যখন আপনার স্ত্রী , তখন আপনি তার প্রতি ত্যাগ ও ধৈর্য অনুভব করেন ,মেয়ে যখন আপনার সন্তান ,তখন আপনি তার প্রতি নিস্পাপতা ,কোমলতা অনুভব করেন ।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৮
করুণাধারা বলেছেন:
নারীর প্রতি আপনার এই শ্রদ্ধাবোধ যেন আল্লাহ আজীবন অক্ষুণ্ণ রাখেন।