![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজানা অদেখাকে জানতে জানাতে
যখন আমি আর থাকব না,
যখন তোমায় আর ভালবাসব না,
যখন তোমায় ভেবে আর আনমনা হবো না,
যখন তোমার জন্য আর অশ্রু ফেলব না,
যখন তোমার স্মৃতি নিয়ে আর হাসব না,
যখন তোমায় নিয়ে আর স্বপ্ন দেখব না,
যখন তোমায় নিয়ে আর কবিতা লিখব না,
যখন তোমায় ভালবেসে, তোমার ভালবাসার
জন্য আর উন্মাদ হবো না,
সেদিন কি তুমি বুঝবে;
বল! সেদিন কি তুমি বুঝবে।
ঐ আকাশের তারার মাঝে,
রিমঝিম ঐ বৃষ্টির মাঝে,
ঐ হারানো পথের মাঝে,
এই লাখো জনতার ভিড়ে,
ঐ অচেনা ঠিকানার মাঝে,
এই পৃথিবীর সীমানার শেষে,
এই মাটি থেকে ঐ আকাশে,
আমায় কি তুমি খুঁজবে;
বল! আমায় কি তুমি খুঁজবে।
নিল সাগরের ঢেউয়ের কাছে,
দূর আকাশের পাখির কাছে,
ঐ বাগানের ফুলের কাছে,
দখিনা ঐ হাওয়ার কাছে,
ঐ দুরন্ত পথিকের কাছে,
রাতের ঐ চাঁদের কাছে,
ঐ শিশির বিন্দুকনার কাছে,
ঐ আকাশের মেঘের কাছে,
রংধনুর ঐ রঙের কাছে,
আমার খবর কি জানবে,
বল! আমার খবর কি জানবে।
তোমার ভাবনার কল্পলোকে,
তোমার চিন্তার অন্তজালে,
তোমার মনের মণিকোঠরে,
তোমার হৃদয়ের মন্দিরমাঝে,
তোমার অন্তরের অন্তঃস্থলে,
তোমার সকল অনুভূতির মাঝে,
তোমার হৃদয় নিংড়ানো ভালবাসারটুকুর মাঝে,
আমায় কি তুমি রাখবে;
বল! আমায় কি তুমি রাখবে ।
সকল বাঁধা ছিন্ন করে,
সকল পথ অতিক্রম করে,
সকল তালা ভেঙ্গে-চুরে,
সকল আঘাত পায়ে মুড়িয়ে,
সকল ঝড় হাওয়া এড়িয়ে,
শত সমুদ্র পাড়ি দিয়ে,
আমার কাছে কি আসবে;
বল! আমার কাছে কি আসবে।
হয়তো, তখন আমি থাকবো না,
চোখটি মেলে তোমায় আর দেখব না,
তোমায় কাছে পেয়ে হাসব না,
তোমার চোখের জল মুছব না,
তোমার ভালবাসা পেয়ে জাগব না,
ঘুমিয়ে পড়ব শেষ ঘুমটি,
হারিয়ে যাব না ফেরার দেশে,
হারিয়ে যাব দূর অজানায়,
সেদিন কি আমায় ভালবাসবে;
বল! আমাকেই ভালবাসবে ।।
©somewhere in net ltd.