![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজানা অদেখাকে জানতে জানাতে
যেই ছেলেটি আজ সবার কাছে প্লেবয় নামে পরিচিত, তার হৃদয়টার দিকে কি কেউ একটি বার চেয়ে দেখেছে কত বেদনা, কত কষ্ট, কত অপূর্ণতা তার হৃদয়ে জমে আছে। লোকে সাধারণত প্লেবয়দের খুব সুখি বলে ভাবে, কেউবা মনে মনে ধিক্কারও দেয়। কিন্তু তার অব্যক্ত কথাগুলো কেউ জানে না, জানতে চায়ও না। প্লে বয় হওয়াটা সহজ কিছু নয়, খুব কঠোর হৃদয়ের ব্যাক্তিরাই তা হতে পারে। যাকে ভালোবাসা যায় তার সাথে কাটানো মুহূর্তগুলো চাইলেই ভোলা যায় না, তার সাথে সেই আবেগী খুনসুটি, দুষ্টু প্রেমালাপ, মিষ্টি মধুর ঝগড়া তা হৃদয়ের কোণে ঠিকই জমা থাকে। তবু তখন সেই মেয়েটির কান্না ছেলেটির মন গলাতে পারে না। সবাই ভাবে, ছেলেটি হয়তো ভালবাসা কি তা আজো বুজতেই শিখেনি। কিন্তু কেউ জানেনা, এই ছেলেটিই একসময় কোনো এক মেয়ের জন্য পাগল ছিলো, তাকে একটু দেখার জন্য, একটু ছোঁয়া পাওয়ার জন্য ছেলেটি অধীর হয়ে থাকতো। রোদ-ঝড়-বৃষ্টি কোনো কিছুই ছেলেটিকে দমাতে পারতো না, সেদিন যদি মেয়েটি একবার ফোন করে বলতো , "তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে"।
মেয়েটি একটু রাগ করলে সে খাওয়া-দাওয়া , ঘর-বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে সারাদিন মেয়েটির বাড়ির সামনে পরে থাকতো তার রাগ ভাঙ্গানোর জন্য। আর মেয়েটির মন খারাপ হলে যেন ছেলেটির পাগল হওয়ার অবস্থা। ভালবাসায় ছেলেটি এতোই অন্ধ ছিল যে, কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি, কিন্তু আজ...........................
মেয়েটির চোখের জল ছেলেটি কখনই সহ্য করতে পারতো না, তার উপর যতই রাগ থাকুক না কেনো সে যদি এক বার কেদে ফেলতো ছেলেটি আর রাগ করে থাকতে পারত না; উপরন্তু বুকে জরিয়ে ধরে নিজেই বলতো "Sorry".
আর সেই মেয়েটিই কোনোদিন যখন ছেলেটিকে এসে বলে, " আমি তোমাকে ভালবাসি না, আমার জীবনে আর আসার চেষ্টা কর না"। তখন ছেলেটির কেমন লেগেছিল তা কেউ দেখেওনি, ভাবেওনি। বারবার মেয়েটির কাছে গিয়েও সে যখন প্রত্যাখ্যাত হয়েছিল তখন তার চোখের কোণ থেকে বেয়ে পড়া জলটাও কারো চোখে পড়েনি। নিকোটিনের ধোয়ায় যখন ছেলেটির রাত কাটে, অ্যালকোহল যখন ছেলেটির শিরায় উপশিরায় তখন কেউ ছেলেটির পাশে এসে বসেনি, আলতো করে তার হাতটিও ধরেনি, বুকে নিয়ে বলতে আসেনি, "আমি তোমাকে ভালবাসি"। তার ভালবাসার মুহূর্তগুলো, ভালবাসার স্বপ্নগুলো তারকাটার মত বুকে বিঁধে কিন্তু সেই রক্তক্ষরণ কেউ দেখতে পায় না। অনেক সহ্য করে ছেলেটি যখন নিজেকে সামলে নেয়, ভালবাসা যখন তার কাছে মূল্যহীন হয়ে পড়ে তখন সে কারো ভালবাসাকেই পাত্তা দেয় না। নারীদের উপরও জমে উঠে চরম ক্ষোভ। সত্যিকারের ভালবাসতে সবাই জানে, শুধু এজন্য সত্যিকার ভালবাসার মানুষ পেতে হয়।
©somewhere in net ltd.