![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজানা অদেখাকে জানতে জানাতে
সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়েছে নতুন এক রোগের জীবানু নভেল করোনা ভাইরাস। এই ভাইরাসের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা পৃথিবী জুড়ে স্বাস্থ্য খাতে জরুরী অবস্থা জারি করছে ।
করোনা ভাইরাস শব্দটি ল্যাটিন করোনা শব্দ থেকে নেয়া হয়েছে, যার অর্থ "মুকুট"। কারণ বৈদ্যুতিক অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসটি দেখতে অনেকটা মুকুটের মতো। ১৯৬০-এর দশকে মুরগির সংক্রামক ভাইরাস হিসেবে প্রথম করোনা ভাইরাস আবিষ্কৃত হয়। পরবর্তীতে মানুষের সাধারণ সর্দি, কাশিতেও দুই ধরণের করোনা ভাইরাস পাওয়া যায়। মানুষের মধ্যে পাওয়া সেই করোনা ভাইরাস দুটি হিউমান করোনা ভাইরাস ( Human Corona Virus 229E) , হিউমান করোনা ভাইরাস (Human Corona Virus OC43) নামে নামকরণ করা হয়। এরপর ২০০৩, '০৪, '০৫ ও ২০১২ সালে এই ভাইরাসটির আরো বেশ কিছু প্রজাতি দেখা যায়। সর্বশেষ ২০১৯ সালের শেষের দিকে চীনে করোনা ভাইরাসের একটি নতুন জাত আবিষ্কৃত হয়। ভাইরাসের এই জাতটি এতোটাই নতুন যে, তখনো এর কোনো নামকরণ করা হয়নি। তাই একে বলা হয় নভেল করোনা ভাইরাস। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস পরিবারের এই নতুন সদস্যের নামকরণ করেছে ২০১৯ - nCoV। নভেল করোনা ভাইরাস সহ এখন পর্যন্ত মোট ৭ প্রকারের করোনা ভাইরাস শনাক্ত করা গেছে, যা মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। ২০০২ সালে SARS এবং ২০১২ সালে MERS নামে যে ধরণের ভাইরাস ছড়িয়ে পড়েছিল সে দুটিও ছিল এক ধরণের করোনা ভাইরাস।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের এই নতুন প্রজাতির সংক্রমণ দেখা যায়। ২০২০ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত মাত্র এক মাসের ব্যবধানে চীন সহ ১২টি দেশের প্রায় ১০ হাজারেরও বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে প্রায় দুই শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে এবং আক্রান্তদের সিংহভাগই চীনের নাগরিক। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে যে, উহান শহরের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে সাপের মাধ্যমে এই ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করেছে। উহানের ওই বাজারে কুকুর, বিড়াল, ইঁদুর, বাঁদুড়, সাপ সহ নানা ধরণের বন্য প্রাণী খাবার হিসেবে বিক্রি করা হয়। প্রথম দিকে করোনা ভাইরাসে আক্রান্তদের অনেকেই ওই বাজারে গিয়েছিলো বলে চিকিৎসকেরা ধারণা করেছেন ভাইরাসটি ওখান থেকেই ছড়াতে পারে। তবে ইসরাইলের সামরিক গোয়েন্দা বাহিনীর এক সাবেক কর্মকর্তার দাবি চীনের একটি জীবাণুঅস্ত্রের কারখানা থেকে নতুন করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। ভাইরাস নিয়ে গবেষণা ক্ষেত্রে চীনের সবচেয়ে উন্নত গবেষণাগারটি হচ্ছে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি। চীনা কর্তৃপক্ষ আগেই স্বীকার করেছিল যে, উহানের এই গবেষণাগারটিতে তারা মারাত্মক সব প্রাণঘাতী ভাইরাস নিয়ে গবেষণা করে। আর এখন এই উহান শহর থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।
তবে আশঙ্খার বিষয় হলো বর্তমানে ভাইরাসটি চীনের গন্ডি পেরিয়ে পৃথিবীর ১১৫ টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী প্রায় ১১৩০০০ মানুষ এই ভাইরাসে আক্রান্ত এবং ৪০০০ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। করোনা ভাইরাসের লক্ষণগুলো অনেকটা নিউমোনিয়ার মতো। এই ভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। রোগের লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সেই সাথে সর্দি বা শুকনো কাশি, মাথা ব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা সহ শ্বাসকষ্ট দেখা দিতে পারে। চীনা বিশেষজ্ঞরা বলছেন, মানুষের দেহে করোনা ভাইরাস সংক্রমণের পর ১-১৪ দিনের মধ্যে এর লক্ষণ দেখা দিতে পারে। তবে আক্রান্ত কোনো ব্যক্তির মধ্যে রোগের লক্ষণ প্রকাশের আগেও তার কাছ থেকে এই জীবাণু ছড়াতে পারে। সাধারণ ফ্লুর মতোই হাঁচি-কাশির মাধ্যমে নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। একেবারে নতুন আবিষ্কৃত হওয়াতে এই রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসা নেই। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে, সাধারণ সর্দি-কাশির মতো এমনিতেই এই রোগ ভালো হতে পারে। তবে ডায়াবেটিকস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দেয়ার আশংখা আছে।
২| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: করণা নিয়ে ব্লগে যত লেখা হয়েছে, তত লেখা পত্রিকাতেও লেখা হয় নাই।
আর আপনি যা লিখেছেন সব পুরাতন কথা। নতুন কিছুই নাই।
০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:০৬
রুজেল বলেছেন: আপনার কাছে পুরাতন হতে পারে, অনেকের কাছেই নতুন
৩| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্ট।+
০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:০৭
রুজেল বলেছেন: ধন্যবাদ
৪| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৬
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর উপস্থাপনা।
নভেল করোনা ভাইরাসে বাংলাদেশে এই পর্যন্ত ৩ জন আক্রান্ত হয়েছে।ধারনা করা হচ্ছে এই খবর প্রকাশিত হবার পর নরেন্দ্র মোদিজী বাংলাদেশ সফর বাতিল করেন।এটা কতটুকু যৌক্তিক?
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০২০ রাত ১০:১৬
নেওয়াজ আলি বলেছেন: পীড়াদায়ক ।