নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে যা কিছু প্রয়োজন ছিল আমার কখনে তা পাইনি আমি আর যা কিছু পাইছি কখোনো চাইনি । জীবন এমনই।:|

কওছার

এমনে আমি গলায় গলায়আর না হয় কানের তলায়

কওছার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে যৌন-কর্মিদের লাইসেন্স দেয়া্ হোক ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

বাংলাদেশে প্রতি রাতে রাস্তায় , ব্রিজে,ওভার ব্রিজে অনেক যৌন-কর্মিদের দেখতে পাওয়া যায়।

এ ধরনের কাজের জন্য অনেক সময় নামকরা পার্কও ব্যবহার করে।

যা দেখতে খুবই লজ্জাজনক ।

এটা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়।

বিদেশী দর্শনাথী যখন এই অবস্থা দেখে তখন তার ঘৃনার চোখে দেখে।





এছারা যখন আমার কিংবা আপনার মা-বোন রাস্তায় কাজে বের হয় তখন কখোনো কখোনো তদের বখাটেদের হাতে পরতে দেখা যায়।

কখোনো তাদের ধর্ষন হতে শুনও যায়।







যৌন আকর্ষন চাহিদা থেকেই হয়।

যার খেসারত দিতে হয় আমার মা-বোনকে।



তাই দেশের সরকারের প্রতি দৃষ্টি আকর্ষন করছি যদি যৌন-কর্মিদের লাইসেন্স দেয়া্ হয় এবং সেই সাথে তাদের এ ধরনের জায়গা করে দেয়া হোক।

জনবহুল জায়গা ব্যাবহার করে দেশের সম্মান নষ্ট করতে না পারে।



আমি জন্মের পর যেমন গৌরব নিয়ে জন্মেছি মৃর্তু যেন তেমনি করে হয়।



ব্রগারদের সমর্থন ও মন্তব্য কামনা করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.