নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে যা কিছু প্রয়োজন ছিল আমার কখনে তা পাইনি আমি আর যা কিছু পাইছি কখোনো চাইনি । জীবন এমনই।:|

কওছার

এমনে আমি গলায় গলায়আর না হয় কানের তলায়

কওছার › বিস্তারিত পোস্টঃ

একটি শব্দ ইংরেজিতে বলে Jealous আর বাংলায় বলে ঈর্ষা ( একবার পরে দেখুন )

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩





********রিতুর ঈর্ষা রিপন এর উপর*****





***রিতু( ছদ্দনাম )***

আজকে বের হবা না ব্লু ড্রেস পরা মেয়েকে দেখতে যেতে।



***রিপন ( ছদ্দনাম )*** :

মানে ? কোনটা ? আর কে?



***রিতু***

হুম একন তো চিনেও না চেনার ভান

করবা। কাল যেটা তোমার দিকে তাকিয়ে ছিল ।



***রিপন***

হুম । দেখা যাক। না আজ মনে হয় আড্ডা দিতে কেউ বের

হবে না। যদি রিফাত ( ছদ্দনাম ) কল দেয় তবে বের হব।



***রিতু***

হুম কে ডাকবে তা আমার বুজা হয়ে গেসে।যাও যাও ভাল করে সেজেগুযে যাও ।আর তোমার না সাজলেও হয় এমনিতেই তো থাক যেও সাবধানে যেও।



***রিপন***

জি ম্যাডাম আপনাকে অসংখ্য থ্যাংকস।



***রিতু***

তার পরও তুমি আজকে বের হবা,আমি একা কি করবো যদি তুমি চলে যাও।যাও যাও ওই মেয়েকে যা খুশি তাই দিও।ওকে কিস কর জরিয়ে সব কর আমার কি তাতে।



***রিপন*** ওকে যাও বের হব না। এবার খুশি?



***রিতু*** হুম ।এইতো আমার সুইটু। আই লাভ ইউ।



***রিপন*** হাহাহা পাগলি লাভ ইউ ।















***রিপনের ঈর্ষা রিতুর উপর****



***রিপন***

তোমাকে আমি বলছিলাম না নতুন নাম্বারটা কাউকে না দিতে।



***রিতু***

আরে একটা জরুলি নোট নেওয়া দরকার ছিল তাই বাদ্য হয়ে দিতে হলো। ও ছেলেটা ভাল প্রভ্লেম নাই।



***রিপন***

তা থাকবে কেন ওর সাথে তোমার তো কথা বলতে ভালই লাগবে।



***রিতু***

এখানে ভাল কারাপ এর কি আছে? আমি তো দরকারে দিছি।



***রিপন***

হুম ভাল করছেন। এখন আপনারা কথা বলেন বাই।



***রিতু***

এই এই এই আমার পাগল টা নিয়ে যে কি করব আমি ও আল্লাহ !



***রিপন***

কিছু করতে হবে না তুমি ওর সাথে আড্ডা দাও এবার।



***রিতু***

প্লিস সুইটু আমার রাগ করিও না। ওকে আমি কাল ই সিম চেইনজ করবো, এবার এক্টু হাসও পিলিসসসস। (উউউউমমমমমমাহহহ ) *আই লাভ ইউ*



***রিপন*** আই লাভ ইউ টু পাগলি।











মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

আহসানের ব্লগ বলেছেন: হা হা হা

২| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৩

কওছার বলেছেন: :( ;) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.