![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগিং ছেড়ে দিয়েছিলাম , আবার ফিরে এলুম ম ম ম ম ম
বালিয়াটী জমিদার বাড়ি থেকে বেড়িয়ে একটা রিক্সা ভাড়া করলাম। গৌরাঙ্গ মঠ , রামকৃষ্ণ মিশন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চবিদ্যালয় দেখার জন্য।
গৌরাঙ্গ মঠ
রামকৃষ্ণ মিশনের দিকে যেতে প্রথমেই পড়বে গৌরাঙ্গ মঠ । স্থানীয় জমিদার মনমোহন রায় চৌধুরী ১৯২৫ সালে তার সহধর্মিণী ইন্দুবালা এবং কন্যা সুনীতিবালার স্মৃতির উদ্দেশে এই মঠ প্রতিষ্ঠা করেন । বলা হয় , এটি ভারতের বিখ্যাত গদাই গৌরাঙ্গ মঠের স্বীকৃতিপ্রাপ্ত শাখা মঠ। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী পাথরের তৈরি গদাই গৌরাঙ্গ মূর্তিটি ধ্বংস করে ফেলে।
রামকৃষ্ণ মিশন :
বালিয়াটী জমিদারবাড়ির পাশেই রয়েছে এই রামকৃষ্ণ মিশন। ১৯১০ সালে বালিয়াটীতে জনৈক শ্রী রাধিকাচরণ চৌধুরী রামকৃষ্ণ মিশন দেবাস্রম প্রতিষ্ঠা করেন। এ দেবাস্রমে আছে উপাসনালয় ও একটি গ্রন্থাগার । ভারতের কেন্দ্রিয় রামকৃষ্ণ মিশন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ১০ টি মিশনের মধ্যে এটি একটি।
প্রবেশ দ্বার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চবিদ্যালয়
বালিয়াটী জমিদারবাড়ির কাছেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চবিদ্যালয়। জমিদার ঈশ্বরচন্দ্র রায়ের নামানুসারে এ স্কুলের নামকরণ করা হয় । ১৯১৫-১৬ সালে ঈশ্বরচন্দ্রের পুত্র হরেন্দ্রকুমার রায় চৌধুরী স্কুলটি প্রতিষ্ঠা করেন। হরেন্দ্রকুমার স্কুলটির পাকা ভবন নির্মাণ করতে তখনকার দিনে প্রায় ৫০০০০ টাকা ব্যয় করেছিলেন।
স্কুলের সামনের বিরাট মাঠ
আরও কিছু ফটু
ধন্যবাদ সবাইকে , ছুটির দিন দিনে গিয়ে দিনে ঘুরে আসতে পারেন। তবে অনুরোধ রইলো সাবধান থাকবেন , ঢাকা- আরিচা সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা।
>>সকল তথ্য সংগৃহীত ।
>> বানান ভুল ও গুরুচণ্ডালী দোষ মার্জনা করবেন।
বাংলার পথে (পর্ব ৩১) -- মানিকগঞ্জ (০১) বালিয়াটী জমিদার বাড়ি
=============================================
সাজিদ ঢাকা'র ভ্রমণ পোস্ট সংকলন
=============================================
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৯
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭
আরজু পনি বলেছেন:
ছবি, তথ্য মিলিয়ে অনেক ভালো পোস্ট। কিন্তু মনে হচ্ছে নির্বাচকদের চোখ এড়িয়ে গেছে!!!
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ আপু
, , , ইদানিং আমার অনেক ভালো পোষ্টিই ই ই ই এড়িয়ে যাচ্ছে
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
সাজিদ ঢাকা বলেছেন: ব্লগাররা কেবল নির্বাচিত পোস্ট ই পড়ে !! ! ! ! ! !!
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
সিদ্ধার্থ. বলেছেন: ++++++