নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা কোন রকমে শেষ , , এখন আমি কর্পোরেট __ > সামুতে কেবল ভ্রমণ ব্লগ লিখি , না আসলে লিখতাম আবার লিখা শুরু করবো , , , শার্ট টাইয়ের নিছে বৈরাগী মনটা এখনও জীবিত আছে তাই মাঝে মাঝে সব কিছু তুচ্ছ করে বেড়িয়ে যাই বাংলার পথে থে থে থে থে থে

সাজিদ ঢাকা

ব্লগিং ছেড়ে দিয়েছিলাম , আবার ফিরে এলুম ম ম ম ম ম

সাজিদ ঢাকা › বিস্তারিত পোস্টঃ

ঘুরে আসুন জাতীয় বৃক্ষ মেলা - ২০১৩

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৪

যাবো যাবো করে ভুলেই গিয়েছিলাম । তুমুল বৃষ্টিতে একটু আরাম করতে গিয়ে যখন ক্লাস মিস হয়েই গেল , তখন বর্ষাকে স্বাগতম জানিয়ে সকাল সকাল রউনা দিলাম আগারগাঁ এর দিকে , সাবেক চীন মৈত্রী বর্তমান বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে জাতীয় বৃক্ষ মেলাতে , চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত। ( কোন প্রবেশ মূল্য নেই :) :) )



গতকাল আরজুপনি আপুও একটা পোস্ট দিয়েছিল । ♣তুমি কোন কাননের ফুল ... জাতীয় বৃক্ষমেলা থেকে সংগৃহিত ফুলের ছবি ব্লগ♣ মেলা এত বিশাল আর এত রকমের গাছ যে এক পোষ্টে শেষ করা অসম্ভব। এই ২টি পোস্ট দেখলে মোটামুটি মেলা দেখার স্বাদ পেয়ে যাবেন আশা করি।



এবার ছবি



প্রবেশ পথ









বসতবাড়িতে বাগান









আমাজন লিলি





লাল ইক্যালিপটাস





বুদ্ধ নারকেল





সাইকাস













ম্যাঙ্গো :P :P









চায়না বট





মূল্য ৩০০ - ৬০০ টাকা





জিংসেন মূল্য ১৫০০০০ টাকা





ফাইকাস , বয়স ৪০+ , মূল্য ৪,০০,০০০ টাকা









ড্রাগন ফল













হাইড্রেশন পদ্ধতি





ব্রাকের নার্সারি





বাগানের সরঞ্জাম





কিনতে পারেন বইও

ধন্যবাদ , মেলা ঘুরে আসলে অবশ্যই ভালো লাগবে। শুভ কামনা সকলের জন্য ।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++++


পরেরবারে এদিকে আসলে বাসায় আইসেন, দাওয়াত দিয়া রাখলাম

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:১০

সাজিদ ঢাকা বলেছেন: দাওয়াত সাদরে গ্রহন করিলাম , , :) :) খাইতে কিন্তু ওস্তাদ আমি , ভালো ভালো রান্না কইরেন

২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৯

সোহাগ সকাল বলেছেন: যেতে পারলে অনেক ভালো লাগতো! ছবিগুলো সুন্দর!

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:১৯

সাজিদ ঢাকা বলেছেন: চেষ্টা করে দেখুন , ধন্যবাদ :) :)

৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:১৯

এবং ব্রুটাস বলেছেন: পুরো মেলার একটা চিত্র পা্ওয়া গেল।
++++

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২৪

সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ :) :)

৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৫

গৃহ বন্দিনী বলেছেন: মেলা তো দেখি পুরা খা খা করছে । নাহ আসলেই মানুষের বৃক্ষ প্রেম এক্কেবারেই কমে গেছে ।

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৪

সাজিদ ঢাকা বলেছেন: যেই বৃষ্টি ছিল ও ও ও ও ও ......

৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:১০

ইউসুফ আলী রিংকূ বলেছেন: জাতীয় বৃক্ষ মেলা - ২০১৩ ভার্চুয়াল মেলা থেকে ঘুরে এলাম :)

ছবিগুলোর জন্য ধন্যবাদ ।

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৪

সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনাকেও :) :)

৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ইউসুফ আলী রিংকূ বলেছেন: জাতীয় বৃক্ষ মেলা - ২০১৩ ভার্চুয়াল মেলা থেকে ঘুরে এলাম

দারুন লাগল +++++++

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৭

সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ :) :)

৭| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

তুন্না বলেছেন: ইউসুফ আলী রিংকূ বলেছেন: জাতীয় বৃক্ষ মেলা - ২০১৩ ভার্চুয়াল মেলা থেকে ঘুরে এলাম।


ঘুরে ভালোই লাগলো, না যেতে পারলে আফসোস থাকবে না।

ধন্যবাদ, ভালো লাগলো।

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:০২

সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ :) :)

৮| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সুন্দর।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৫

সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ :) :)

৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৭

ফারজুল আরেফিন বলেছেন: :( :( :-P :-P

++++

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৩

সাজিদ ঢাকা বলেছেন: ফারজুল ভাই আপনি এখন আমার অনেক পোস্টই পড়েন না :( :(

১০| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩২

ফারজুল আরেফিন বলেছেন: এখন তো আমি নিজের ব্লগ পাতা ছাড়া আর কোথাও তেমন যাইনা। তোমার ব্লগে তো মাঝে মধ্যেই আসি।

পোস্ট দাও ভালো করে - পাঠকের অভাব তো দেখছিনা। আর আমি তো আছিই সবসময় তোমার সাথে। :)

২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সাজিদ ঢাকা বলেছেন: কিছু মানুষের উপস্থিতি সব সময়ই আশা করি :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.