![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগিং ছেড়ে দিয়েছিলাম , আবার ফিরে এলুম ম ম ম ম ম
২৮ আষাঢ় ১৪২০ (১২/০৭/২০১৩ ইং) শুক্রবার , ২য় রমজান , ঘুম থেকে উঠেই রউনা দিলাম কমলাপুর রেলগেটের দিকে। সবুজ শহরের জন্য এর আয়োজনে এবং ভ্রমণ বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এর সহযোগিতায় আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচীতে।
পুরো কর্মসূচী ৩ ভাগে বিভক্ত
১) কমলাপুর রেলগেট/স্টেডিয়াম থেকে আইসিডি এর পাশ দিয়ে দিয়ে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত রাস্তার ডিভাইডারে সকাল ০৮.০০ হতে সকাল ১০.০০ টা পর্যন্ত।
২) মতিঝিল ঘরোয়া হোটেল থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত রাস্তার ডিভাইডারে এবং সিটি সেন্টার হতে বলাকা চত্বর পর্যন্ত রাস্তার ডিভাইডারে সকাল ১০.৩০ হতে দুপুর ০১.০০ টা পর্যন্ত।
৩) সোবাহানবাগ কলোনির সামনের দেয়াল ও সংলগ্ন ফুটপাথের মাঝের ফাঁকা স্থানে বিকাল ৩.৩০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।
একটু আগেই চলে গেলাম , নজরুল ভাই ছাড়া আর কেও ই ছিল। ২ জনে মিলে কামলাদের দিয়ে গর্ত করানোর কাজ শুরু করে দিলাম।
রাস্তায় বসে ঝিমাচ্ছিলাম , হঠাৎ চমকে উঠলাম বকর ভাইয়ের আগমনে ।
একে একে আরও অনেকে আসলো। ৯ টার দিকে পিক আপ এলো। সাথে অনেক গাছের চারা আর গেঞ্জি ক্যাপ ব্যানার। পুরাই নতুন একটা আমেজ পেলাম কাজে।
সবাই কাজ শুরু করে দিয়েছি । কমলাপুর প্রাইমারি স্কুলের মোড় থেকে মুগদা স্টেডিয়াম , এর পর ডানে মোড় নিয়ে পেট্রোল পাম্প পর্যন্ত। কেও গর্ত করাচ্ছে , কেও চারা আনছে , কেও রোপণ করছে , আবার কেও বাঁশের কঞ্ছির সাথে বেঁধে দিচ্ছে। আমি ঘুরে ঘুরে ফটু তুলি আর সবাইকে উৎসাহিত করি।
পুলিশ ভাইরাও অংশ নিয়েছে ।
পরিবেশ পরিচ্ছন্ন রাখাও আমাদের কর্তব্য , পলিবেগ গুলো জমা করা হচ্ছে
সবশেষে পেট্রোল পাম্প থেকে ড্রামে পানি ভরা হচ্ছে
এবার মতিঝিলের দিকে রউনা দিলাম। সেখানে আমাদের সাথে যোগ দিলেন ২ বার এভারেস্ট জয়ী মোহিত ভাই এবং বাংলার ট্রেকারের দল
নামাজের পর সোবহান বাগের দিকে। যদিও আমি আর থাকতে পারি নি। কিছু সংগৃহীত ছবি দেয়া হল শামীম ভাইয়ের অ্যালবাম হতে ,
যোগ দেয় টিঙ্কু ট্রাভেলার
পরিবেশ পরিচ্ছন্ন রাখুন , রেখে আসবেন পদচিহ্ন নিয়ে আসবেন ফটোগ্রাফ। এই বর্ষায় গাছ লাগান । ধন্যবাদ
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২২
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
২| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা রইল অনেক।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০১
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৮
উলম্ভ বলেছেন: সবুজ শহরের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সবুজ আন্দোলনে সশরীরে উপস্থিত থেকে আন্দোলনকে বেগবান করার জন্য। অনেক অনেক ধন্যবাদ এই ছবি ব্লগটি লিখার জন্য।
১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকেও
৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৭
আরজু পনি বলেছেন:
শ্রদ্ধা জাগানো কাজ !
২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
সাজিদ ঢাকা বলেছেন: হা হা হা , , , রাস্তায় কত মানুষ যে গালাগাল দিসে , , ব্যাপক মজা পাইসি , , আবার এক বৃক্ষ প্রেমিক ও পেয়েছিলাম , সেও গালাগাল করসে , এই চারা গুলোর জন্য উপযুক্ত বেড়া না দেয়াতে , , ধন্যবাদ আপু , শ্রদ্ধা উদ্যোগতাদের জন্য
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫
মুহিব বলেছেন: আমিও ভ্রমন বাংলঅদেশের একজন নাম সর্বস্ব সদস্য। আপনাদের শুবেচ্ছা জানাই।