![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বশক্তিমান আল্লা '
জামায়াতেইসলামের মুখোশ খুলে দিলেন বিএনপি নেত্রী পাপিয়া পান্ডে ।।
জামাতে ইসলাম থেকে ইসলাম নামটি তুলে দিতে হবে । কারণ ইসলাম কখনো বিপদগামী কে সমর্থন করে না.
বলা হচ্ছে জামাতে ইসলাম বিএনপি কে পরিচালিত করছে । চাঁপাইনবাবগঞ্জের মানুষকে নাকি জামায়াতে ইসলামীর কথায় নাকি উঠতে বসতে হবে ।
আমি স্পষ্ট করে বলতে চাই জামায়াতে ইসলামের নেতৃবৃন্দকে আপনাদের লজ্জা থাকা দরকার ঢাকা শহরে দাঁড়ি কেটে, টুপি পড়ে, জিন্সের প্যান্ট এবং গেঞ্জি পড়ে বিএনপির শেল্টারে খালেদা জিয়ার মিছিলে, খালেদা জিয়া কে নেত্রী মেনে তোমাদের কে মিছিলে যেতে হয় ।
চাঁপাইনবাবগঞ্জে তোমরা বিএনপি সম্পর্কে বড় বড় কথা বলে যে সমস্থ অপপ্রচার চালানো হচ্ছে ভবিষ্যতে কিন্তু সাবধান হতেই হবে ।
আজকে মা বোনেরা এই যে জামাতে ইসলামী আমি ১৯৮১ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জে আসি । এখানে সব সময় দেখি কোরআন ছুঁয়ে ছুঁয়ে ভোট চায় । মেয়েদের হাবিয়া ভয় দেখিয়ে বলে জামাতে ইসলামীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে ।
জামাতে ইসলামীর কাছে ভোট প্রতিকের সাথে সাথে বেহেশত পরিবর্তন হচ্ছে । আজকে জামাতে ইসলামী যদি এতই বেহেশতের মনঃপুত হয় তাহলে তারা কেন কাঁদের মোল্লার ফাঁসীটা বন্ধ করতে পারলো না । এই জিনিসটা মা বোনদের বুঝতে হবে ।
আজকে যারা কোরআন শরীফ নিয়ে আপনাদের শপত করাচ্ছে । তাদের কি ওযু ছিল? তারা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? এই জিনিসটা আপনারা একবারও প্রশ্ন করে দেখলেন না তাদের?
আজকে জামাতে ইসলাম গাঁজাখোর কে গাজা দিয়ে ভোট নিয়েছে । যারা মাতাল তাদের মদের পয়সা দিয়েছে । যারা সমাজে অপকর্ম করে তাদের অপকর্মের পয়সা দিয়েছে ।
আজকে বেহেশতে দিতে চায় তারা । মানে তারা আল্লাহ্র সাথে শিরক করে । মানে আল্লাহ্র চেয়ে তারা বেশী ক্ষমতাধর হয়েছে । মুসলমান থেকে তারা নামধারী মুসলমান হয়ে গেছে ।
যেসব জামাতি মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের বিভ্রান্ত করছে তারা কি জানে, তারা কি বেহেশতে যেতে পারবে?
আজকে জামাতে ইসলাম যেমন ইসলাম কে নিয়ে অপকর্ম করছে তেমনি আওয়ামীলীগ কোন ধর্মের মানুষদের শান্তিতে থাকতে দিচ্ছে না । একমাত্র বিএনপি ই সকল ধর্মের সবাইকে শান্তিতে বসবাস করতে দিতে অঙ্গীকার বদ্ধ ।
এই আপনারা সবাই দেলোয়ার হুসাইন সাইদির মুক্তির জন্য মোটর সাইকেলে ভোট দিয়ে দিলেন । এটাযে আপনারা কতো বড় বেইন্সাফি করেছেন তা আপনারা নিজেরা ও জানেন না ।
জামাতে ইসলামকে ভোট দিলে স্বামী কে ও যেন না বলে । এতেও নাকি জান্নাত পাওয়া যায় । দেখুন তারা কোরআনের অপব্যাখ্যা দিচ্ছে ।
আওয়ামীলীগ এবং জামাতের কাজ ই হচ্ছে বিএনপিকে বিসেদাগার করা । কোথায় আমরা দেশকে দজ্জাল আওয়ামীলীগের কাছ থেকে রক্ষা করবো । জামাত তা না করে নিজেদের স্বার্থ নিয়ে বেস্ত ।
জামাতে ইসলামের লোকেরা গরিব রিক্সা আলাদের কাছ থেকে পয়সা নিয়ে । আপনারা আজ এসি রুমের ভিতর আরাম করছেন। —
©somewhere in net ltd.