নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিখার জন্য এসেছি, লিখার মতো জ্ঞান নেই বলে

জীবনের সবকিছুই অপুর্র্ রয়ে আছে, তাইতো আমি এক ছন্নছাড়া মানব

করিম বস

সর্বশক্তিমান আল্লা '

করিম বস › বিস্তারিত পোস্টঃ

কবরে গোলাম আযম ও ফেরেশতার সওয়াল জওয়াব (কাল্পনিক)

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৪

ফেরেস্তা:-আপনার রব কে?
গো -আযম :-ভুলে গেছি ওওওও আল্লা আল্লা
ফেরেস্তা :-আপনার দ্বীন কি?
গো -আযম:-আবার জিগ্যায়, এইটা নিয়ে কত ব্যবসা করছি! মনে থাকবনা আবার
ফেরেস্তা:-আপনার নবী কে?
গো -আযম:-(মুখ পসকে বের হয়ে গেল) মওদুদী! পৃথিবীতে মওদুদির আদর্শ প্রতিষ্ঠা করতে এতো বে -চেইন ছিলাম যে! কোন নবীর উম্মত তাও ভুলে গেছি হেহেহে ..

ফেরেস্তা: -শুনলাম জানাযায় নাকি প্রচুর মানুষ হইছে?
গো -আযম :-নেতা বলে কথা! একটু ইজ্জত আছে না তাচাড়া বাংলাদেশে বলে কথা ২/১শ দিলে কাঙ্গালের অভাব আছে!!
ফেরেস্তা :-কিন্তু পৃথিবীতে বহু সাহাবী যুদ্ধে মারা গেছে যাদের জানাযা হয়নি! ইমাম হাসান -হোসেনের জানাযায় তেমন লোক হয় নি!আলীর লাশ পযর্ন্ত খুজে যাওয়া যাইনি! জান্নাতের সর্দার ফাতেমা (আ) জানাযায় মাত্র হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিল!!
গো আযম :-ওইযে বললাম মওদুদী! মানুষকে ধুকা দিয়ে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় প্রয়োজন হলে চাঁন্দে জেন্ত মানুষ পাঠাই দিমুনে ..

ফেরেস্তা -আপনার নাকি ২১ পদের খাওয়ার আইটেম লাগে প্রতিদিন! না হলে জেলে ধর্মঘট দেন?
গো -আযম :-মাত্র ২১ পদ!! পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশএ এতো বৃহৎ ধর্মীয় ব্যবসায়ীক এজেন্ট খুললাম R ২১ পদের খানা বুঝি আমার মুখে মানায় না!!
ফেরেস্তা :-কিন্তু আপনি ইসলামী দল প্রতিষ্ঠা করতে চাচ্ছেন! মুহাম্মদ (স) তো প্রতিদিন কয়েকটি খেজুর খেয়ে চলতেন! ওমর (আ) জীবন কাহিনী শুনেননি! দেশের মানুষ না খেয়ে মরছে R আপনি খানার জন্য জেল চুপারের সাথে মানঅভিমান করেন!!
গো -আযম :- প্লিজ আর লজ্জা দিবেন না

ফেরেস্তা -তো আপনি নাকি পাকিস্তান কে বহুল প্যায়ার করেন! যুদ্ধের পর বাংলাদেশের নাগরিকত্ব R এইখানে অকৃতজ্ঞের মত পড়ে রইলেন কেন
গো -আযম :- আমি হইলাম "গুঁ " গুঁয়ের মত ভাসতে ভাসতে চলে আইছিলাম

ফেরেস্তা :- মুক্তিযুদ্ধের সময় আপনি নাকি বহু ধর্ষণ করছিলেন R পাইক্যাদের কাছে যুবতী মেয়ে সাফলাইয়ের কাজ করতেন!
গো -আযম :-আসলে তখন যৌবনের খুব যৌশ ছিলতো ধর্মীয় রীতিনীতি ভুলে গিয়েছিলাম! পরে অবশ্যই ধর্মকে বাঁচে থাকার হাতিয়ার হিসেবে নিছিলাম!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩১

ভূতের কেচ্ছা বলেছেন: :D :D :D :D :D

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৩

করিম বস বলেছেন: ওখে

২| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০০

নীল আকাশ ২০১৪ বলেছেন: এক কথা বার বার প্যাচাইতে কত ভাল লাগে? পচানোর নতুন কোন আইডিয়া নাই?

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২২

করিম বস বলেছেন: হুমমম

৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭

গোর্কি বলেছেন:
দুর্দান্ত হয়েছে ভাই। হাসতে হাসতে শ্যাষ। গুলাম ওরফে ইখো দে পুতা!! ভালো লিখেছেন। শুভকামনা।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২২

করিম বস বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.