নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিখার জন্য এসেছি, লিখার মতো জ্ঞান নেই বলে

জীবনের সবকিছুই অপুর্র্ রয়ে আছে, তাইতো আমি এক ছন্নছাড়া মানব

করিম বস

সর্বশক্তিমান আল্লা '

করিম বস › বিস্তারিত পোস্টঃ

ভদ্রতা দিয়ে সবকিছু জয় করা সম্ভব নয়! রাজ্জাকে ফিরিয়ে আনতে প্রয়োজনে আরও কঠোর থেকে কঠোরতর হতে হবে

২২ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪০

বেশ কয়েক মাস আগে বিদেশ গিয়েছিলাম (শীপ)! বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন জনকে ধরতে হয়েছে বিভিন্ন মাধ্যম অবলম্বন (দালাল) ধরতে হয়েছিল! দালালকে তার কন্ট্রাক অনুযায়ী সব পাওনা বুঝিয়ে দিয়ে গেলাম কিন্তুু দালাল আমার থেকে সব টাকা বুঝে পেয়েও ওই দেশের এজেন্ট কে তাদের চাকরি দেওয়ার কন্ট্যাকের টাকার ভাগ পাঠাইনি ফলে ১৫ দিন পর আমাকে দেশে পাঠিয়ে দেয়! দেশে এসে দালালের সাথে কন্ট্যাক করার চেষ্টা করলাম ধরা দেয়না! দালাল বলতেই চিটার বাটপার! চিন্তা করলাম থানায় মামলা করব কিন্তু পুলিশ!!! মামলা মিমাংসা করে আমার পাওনা টাকা আসতে আসতে টাকার ব্যাগটিও আর পাবনা! এইবার চিন্তা করলাম শান্তি বজায় রেখে ইউনিয়ন পরিষদ এ একটি মামলা করি দেখি টাকা কিছু বাহির করা যায় কিনা কিন্তু ঘটনা হইলকি হিতে বিপরীত মামলার ডেইট দেয় আমি যাই দালাল আসেনা এইভাবে ৩ /৪মাস তার পিছনে ঘুরছি ....(সংক্ষেপ)
পৃথিবীর সব কাজ আসলে শান্তি বজায় রেখে হয়না!কিছু কাজ পেশী শক্তি প্রয়োজনে যুদ্ধ করে চিনিয়ে নিতে হয়! মারধর করে নিলে খুব সহজেই নিতে পারতাম! শান্তি অক্ষুন্ন সমাজিক মার্যাদা বজায় রাখতে গিয়ে আজ ৬টা মাস তার পিছনে ঘুরছি..
এখন কথা হল সীমান্ত এলাকায় আমরা বরাবরই শান্তি বজায় রেখে চলছি কিন্তু পার্শ্ববর্তী দেশ গুলো যদি সেইটাকে দুর্বলতা ভাবে সেইটা তাদের মুর্খতা! মিয়ানমার সীমান্ত রক্ষিবাহিনী আমাদের জলসীমায় ডুকে আমাদের জওয়ানদের গুলি করে একজনকে তুলে নিয়ে যায়! আজ দেখলাম তার নাকে প্রচুর রক্ত শুকিয়ে আছে পরনে লুঙ্গি! একটা দেশের জওয়ান কে তুলে নিয়ে গিয়ে (৫দিন) তার উপর আবার অমানবিক অত্যাচার! সাধারণ চুরাই কারবারি হতে মেনে নেওয়া যেত অত্যাচার কিন্তু এইটা যে আমাদের সম্পদ, মেনে নেওয়া যায়না! স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিবৃতি দিয়েই পার! বিজিবি পতাকা বৈঠক করেই শেষ! একটা বাহিনীর লোক তোলে নিয়ে গেছে অথচ ওই বাহিনীর প্রধান এর কোন বৃব্রতি শুনলাম না এখনো!!! হয়তো কিছুদিন পর ওকে ফিরিয়ে আনা হবে! কথা ওইটা না কথা বাংলাদেশের সার্বভৌম ছোট করা বাংলাদেশের মানুষকে খর্ব করা! দেশে দুর্ঘটনায় যদি অনেক মানুষ মারা যায় ওইটা তেমন কিছু না হলেও ঘটনা যদি হয় ধনী একজন মুস্তাফিজকে ধাক্কা দিছে! ওই একজন মুস্তাফিজ (একজনের) জন্য যেমন যেমন দেশ গরম তেমনি একজন জওয়ানের অসম্মান ১৬ কোটি মানুষকে ছোট করা :(সীমান্ত এলাকায় এইটা প্রথম ঘটনা না এর আগেও বহু বার হয়েছে কিন্তু আমরা শান্তি বজায় রেখে চলছি! আজ ১জন গুলি খেয়ে গুরুতর আহত কিছুদিন পর নিরসংকোচএ ২ চার ১০ জনকে হত্যা করে বসবে! তাই বিজিবি র কাছে অনুরোধ আপনারা অন্তত নিজেদের মর্যাদার কথা চিন্তা করে আরএকটু গরম পদক্ষেপ নিবেদন! পৃথিবী এখন শক্তের ভক্ত নরমের জম! আমেরিকা যেমন যেমন রাশিয়া কে চেড়ে কথা বলেনা ভারত যেমন পাকিস্তানকে জাপান যেমন কুরিয়া কে! নিজ বাহিনীর মর্যাদা দেশের মর্যাদা রক্ষার্থে আরও সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.