নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেশা সাহিত্য, পেশা শিক্ষকতা।

সুব্রত দত্ত

পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।

সুব্রত দত্ত › বিস্তারিত পোস্টঃ

তুমি দুঃখ

১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৮

তোমারে পথম যেদিন দেখলাম,
মনে হইলো তোমারে তো চিনি বহুত দিন,
তুমি যেন আমারই নিকট কেউ,
যেন আমারই বুকের পাঁজর দিয়া গড়া!
তুমি মুচকি হাসলা,
তুমি চোখ দিয়া কীসব যেন কইলা,
তারপর কাছে আইলা,
অতটা কাছে না, যতটা কাছ আইলে-
মাইনসে রবিঠাকুরের ল্যাহান কইয়া ওঠে-
"আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম",
বরং কিছুটা দূরে থাইকা, তুমি কাছে আইলা,
তুমি হাসলা,
তুমি হাসাইলা,
এরপর চইলা গেলা,
যেমনে চইলা যায় ভোরের শিশির,
সন্ধ্যার গন্ধ,
অমাবস্যার পূর্বক্ষণ বা পরক্ষণ,
তেমনি চইলা গেলা তুমি।
আমার জ্ঞান ফিরল,
আমি যেন ঘোর কাটাইয়া উঠলাম,
আমি তোমারে ঠিকই চিনলাম,
তুমি আমার বুকের পাঁজর দিয়াই গড়া-
আমার বুকটা, হিমালয়ের সমান দুঃখ দিয়া গড়া,
তাই দুঃখরে আমি ঠিকই চিনবার পারি
তুমি দুঃখ।
তোমার আরেকখান যে নাম-
ঐটা হগ্গলের লাইগা।
আমার লাইগা তুমি হইলা দুক্ষের ছদ্মনাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৫ ভোর ৫:৪৮

ঢাকার লোক বলেছেন: কবিতা অর্থই একটা ভাবের পরিচ্ছন্ন সুন্দর প্রকাশ, সুন্দর ভাষায় লিখলেই ভালো হতো !

২| ১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১১

সুব্রত দত্ত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রশ্ন একটাই- ভাষা কি কখনো সুন্দর বা অসুন্দর হয়?
একই ভাষার কত রূপ!
'সুন্দর'টা তো আমাদের নির্দিষ্ট 'মানদণ্ডে'- তাই নয় কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.