![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সকালেই পত্রিকায় যে খবরটি পেলাম তা নিম্নোক্ত ঃ
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়
খালকে নদী দেখিয়ে চলছে
খনন কাজ। আর এ খননের
ফলে খালের দু’পাড়ের
শতাধিক বসতবাড়ি ভাঙনের
কবলে পড়েছে। অবিলম্বে এ
খনন কাজ বন্ধের দাবি
জানিয়েছে এলাকাবাসী।
সম্প্রতি...
গত বৎসর হয়তো ,
পৃথিবী যখন তার শেষ
ঘূর্ণনটি রেখেছিল ৷
প্রিয়ে একরাশ কু-
সংস্কারকে জোনাকির
আলোতে
করে নিয়ে এলে ৷
অপার সাগ্রহকে গলধকরণ
করে
দাড়িয়ে থাকা হয়েছিল
ঐচ্ছিক ঘনিষ্ঠতায় ৷
প্রিয়ার কন্ঠস্বরে কম্পিত
ধ্বনিত হয়নি বুঝি ?
শুভ জন্মদিন নামে !
শুভ জন্মদিন...
তামান্নার ফর্সা চেহারার
প্রেমে আজও শাহপরান
দিশেহারা ৷
একে আমি অসভ্যতা করেই
যৌনতা আখ্যা দিই ,
কিন্তু পাড়ার চায়ের
দোকানে
এটিই প্রেম বলে গৃহীত ৷
কিন্তু ঘষাঘষি কি স্বীকৃত ?
তবে মা আমি গেলাম ৷
দূর ঐ হাওয়ার পথে
মিথ্যের গড়া ভবিষ্যে ৷
ভবিতব এক অভিনব
যাওয়া হোক ,
জিব্রাঈলের পথ ধরে ৷
কি ভাবছেন আমি
নাস্তিক !
হতেই দোষ কী যখন
আপনিও তাবিজ
বেধেছেন গলে ,
এতে কি খোদার মহত্ত্ব
রয়েছে...
©somewhere in net ltd.