নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্তব্যের খোঁজে নিরুদ্দেশ

সীমান্ত মুরাদ

গন্তব্যের খোঁজে নিরুদ্দেশ

সীমান্ত মুরাদ › বিস্তারিত পোস্টঃ

জাতির জনকের জন্মস্থানেও সুনীতির ঘাবলা

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫০

খুব সকালেই পত্রিকায় যে খবরটি পেলাম তা নিম্নোক্ত ঃ

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়
খালকে নদী দেখিয়ে চলছে
খনন কাজ। আর এ খননের
ফলে খালের দু’পাড়ের
শতাধিক বসতবাড়ি ভাঙনের
কবলে পড়েছে। অবিলম্বে এ
খনন কাজ বন্ধের দাবি
জানিয়েছে এলাকাবাসী।
সম্প্রতি বিআইডব্লিউটিএ
কর্তৃক বাস্তবায়নাধীন
‘মাদারীপুর-চরমুগুরিয়া-
টেকেরহাট-গোপালগঞ্জ
নৌপথ খনন’(দ্বিতীয়
সংশোধিত) প্রকল্পের
আওতায় নদীর নাব্যতা
বৃদ্ধির লক্ষ্যে মোস্তফাপুর
থেকে পয়সারহাট পর্যন্ত
ড্রেজিংয়ের জন্য টেন্ডার
আহ্বান করা হয়। টেন্ডারে
মোস্তফাপুর থেকে
পয়সারহাট পর্যন্ত খালকে
খননের জন্য দুটি অংশে
ভাগ করা হয়। এর একটি
অংশ বরিশালের
আগৈলঝাড়া উপজেলার
পয়সারহাট থেকে
গোপালগঞ্জের
কোটালীপাড়া উপজেলার
পীড়ারবাড়ি। অপর অংশটি
কোটালীপাড়ার পীরারবাড়ি
থেকে মাদারীপুর জেলার
মোস্তফাপুর পর্যন্ত।
টেন্ডারে অংশগ্রহণ করে
কোটালীপাড়ার পীড়ারবাড়ি
থেকে আগৈলঝাড়ার
পয়সারহাট পর্যন্ত খননের
জন্য এ্যাকোয়া মেরিন
ড্রেজিং কাজ পায়।
সরেজমিন গিয়ে রামশীল ও
মুশরিয়ায় দুটি ড্রেজিং
মেশিন বসিয়ে খাল খনন
করতে দেখা যায়। এ
ড্রেজিংয়ের ফলে রামশীল
ও মুশরিয়া গ্রামের শতাধিক
মানুষের বসতবাড়ি ভাঙনের
কবলে পড়েছে। মুশরিয়া
গ্রামের কৃষক আন্দ্রিয়
বাড়ৈ বলেন, এ খননের ফলে
আমার প্রায় দু’বিঘা জমির
একটি পুকুর ভাঙনের কবলে
পড়েছে। এরই মধ্যে পুকুরের
পশ্চিমপাড় ভেঙে খালের
গর্ভে বিলীন হয়ে গেছে।
একই গ্রামের লক্ষণ
মিস্ত্রির বাড়িও ভাঙনের
কবলে পড়েছে। তিনি বলেন,
অবিলম্বে এ খনন কাজ বন্ধ
করা না হলে আমাদের
এলাকার শতাধিক
পরিবারের বাড়িঘর ভেঙে
বিলীন হয়ে যাবে। রামশীল
গ্রামের সাবেক ইউপি
সদস্য সুভাষ হালদার বলেন,
‘আমাদের গ্রামের মধ্যে
দিয়ে প্রবাহিত ওয়াবদার
খালকে কুমার নদী দেখিয়ে
খনন কাজ করা হচ্ছে।
আমাদের এ খাল খননের
কোনো প্রয়োজন নেই।’
পীড়ারবাড়ি-পয়সারহাট
ওয়াপদার খালটি নদী না
খাল, জানতে চাওয়া হলে
বিআইডব্লিউটিএ’র উপ-
সহকারী প্রকৌশলী এরশাদ
জানান, এটি নদী না খাল
তা আমার জানা নেই। তবে
আমাদের সার্ভেয়াররা
এটিকে কুমার নদী
দেখিয়েছে। এ্যাকোয়া
মেরিন ড্রেজিং কোম্পানির
সাইড ইঞ্জিনিয়ার সাইফুল
ইসলাম বলেন, খননের ফলে
নদীর দু’পাড়ের কিছু কিছু
জায়গায় ভাঙন দেখা
দিয়েছে।


>>এখন মূল কথা হলো যেটি তা হলো শরীরের একটি অঙ্গে সমস্যা যেমন সারা শরীরকে বিকল করে দেয় তেমনি রাজধানীর দূর্নীতিপরায়নতা আজ সারা দেশে ছড়াচ্ছে ৷ নিস্তার নেই কারোর ৷ না আমার , না আপনার ৷ undefined

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৩

সীমান্ত মুরাদ বলেছেন: কি হলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.