| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শফিক১৯৪৮
শখ দেশভ্রমন বই পড়া আড্ডা মারা। বছরে এক দুবার বেড়াতে বিদেশ যাই ।
![]()
কলকাতার রামমনি আর রামলোচন দুই ভাই। বেশ বড়লোক। রামলোচনের কোন পুত্র ছিল না । তিনি তার ভাই রামমনির ২য় ছেলে দ্বারকা নাথকে দত্তক নেন। ১৮০৭ সালে রামলোচন মারা গেলে ১০ বছর বয়সেই দ্বারকানাথ কাকার বেশ বড় আকারের সম্পত্তি সহ বহরমপুর আর কটকের জমিদারী পেয়ে যান যেটা তিনি নিজ বুদ্ধি আ র মেধা শক্তির বলে আরো অনেকগুন বৃদ্ধি করেন।
ইনিই মানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরই হলেন কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর্দা বা দাদা।
১৮১১ সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বিয়ে করেন ৯ বছর বয়সী দিগম্বরী দেবীকে।
তাদের ১ মেয়ে আর ৫ ছেলে ছিল। তাদের একজন ছিলেন দেবেন্দ্রনাথ যিনি পরবর্তিতে কবিগুরুর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭-১৯০৫)।
![]()
প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পুত্র মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর ৮৭ বছর বয়সে মারা যান। তার সন্তানাদির নাম আর কিন্চিৎ পরিচয় ক্রমানুসারে নীচে দেখুন:
১। কন্যা: শিশুকালেই মারা যান।
২। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর: (১৮৪০-১৯২৬): পন্ডিত ।
৩। সত্যেন্দ্রনাথ ঠাকুর: (১৮৪২-১৯২৩): সরকারী আমলা।
৪। হেমেন্দ্রনাথ ঠাকুর: (১৮৪৪-১৮৮৪): বিজ্ঞানী।
৫। বীরেন্দ্রনাথ ঠাকুর: (১৮৪৫-১৯১৫):
৬। সৌদামিনী দেবী: (১৮৪৭- ১৯২০):
৭। জোতিরিন্দ্রণাথ ঠাকুর ১৮৪৮- ১৯২৫): পন্ডিত, নাট্য ব্যাক্তিত্ব।
৮। সুকুমারী দেবী: ১৮৪৯- ১৮৬৪):
৯। পুন্যেন্দ্রনাথ ঠাকুর ১৮৫০-১৮৫১):
১০। শরৎকুমারী দেবী। (১৮৫৬- ১৯২০):
১১। স্বর্ন কুমারী দেবী। (১৮৫৮- ১৯৩২):
১২। বনকুমারী দেবী। (১৮৫৯- ১৯৩৪):
১৩। সৌমেন্দ্রনাথ ঠাকুর: (১৮৬০-১৯২৩):
১৪। রবীন্দ্রনাথ ঠাকুর: (১৮৬১- ১৯৪১): নোবেল জয়ী বিশ্ব কবি।
১৫। বুধেন্দ্রনাথ ঠাকুর: (১৮৬৩- ১৮৬৪):
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২০
শফিক১৯৪৮ বলেছেন: সুন্দর জ্ঞানগর্ভ মন্তব্যের জন্য ধন্যবাদ।
২|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৩
সুমন ঘোষ বলেছেন: ২। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর: (১৮৪০-৯১২৬): পন্ডিত ।
দ্বিজেন্দ্রনাথ ঠাকুেরর মৃত্যুর ইংরাজীর বছর টি ভুল আছে -
মনে হয় - ওটা - ১৯২৬ হবে ।
০৮ ই মে, ২০১৩ রাত ৮:৫৭
শফিক১৯৪৮ বলেছেন: ক্ষমা চাইছি আর আন্তরিক ধন্যবাদ এই অমার্জনীয় ভুলটি ধরিয়ে দেয়ার জন্য। আবারও -- 'ধন্যবাদ'।
৩|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৩
সুমন ঘোষ বলেছেন: কবিগুরুর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭-১৮৫৮) ।
দেবেন্দ্রনাথ ইংরাজীর ১৮৫৮ সালে মৃত্যু হলে - নিম্নলিখিত ব্যক্তিগুলি কিভাবে জন্মালেন ?
তবু ধরে নেওয়া যায় - ১১ নং হতে পারে -
১১। স্বর্ন কুমারী দেবী। (১৮৫৮- ১৯৩২):
১২। বনকুমারী দেবী। (১৮৫৯- ১৯৩৪):
১৩। সৌমেন্দ্রনাথ ঠাকুর: (১৮৬০-১৯২৩):
১৪। রবীন্দ্রনাথ ঠাকুর: (১৮৬১- ১৯৪১): নোবেল জয়ী বিশ্ব কবি।
১৫। বুধেন্দ্রনাথ ঠাকুর: (১৮৬৩- ১৮৬৪):
লেখক ভাই কি ঠিক লিখেছেন ? ভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি
০৮ ই মে, ২০১৩ রাত ৮:৫৮
শফিক১৯৪৮ বলেছেন: ক্ষমা চাইছি আর আন্তরিক ধন্যবাদ এই অমার্জনীয় ভুলটি ধরিয়ে দেয়ার জন্য। আবারও -- 'ধন্যবাদ'।
হ্যাঁ, ভুলগুলো ঠিক করা হয়েছে।
৪|
০৯ ই মে, ২০১৩ রাত ৩:০২
অমৃত সুধা বলেছেন: বিশ্বকবির জন্মদিন
http://dhakajournal.com/?p=6301
০৯ ই মে, ২০১৩ সকাল ৮:৪৮
শফিক১৯৪৮ বলেছেন: চমৎকার লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ দুপুর ১:০১
আতা2010 বলেছেন: যেমন তার অশ্রুমতী : জ্যোতিরিন্দ্রনাথ নাটকসমগ্র, সাহিত্য সংসদ, কলিকাতা, ২০০২ গ্রন্থে উল্লেখ আছে, রুদ্রচ- প্রকাশের দু’বছর আগে জ্যোতিরিন্দ্রনাথ ১৮৭৯তে প্রকাশিত অশ্রুমতী নাটক উৎসর্গ করে অনুজ রবিন্দ্রনাথকে। রবিন্দ্রনাথ তখন প্রথমবারের মতো বিলাতপ্রবাসী। অশ্রুমতী নাটকের বিষয় প্রেম হলেও চরিত্র এসেছে রুদ্রচ- গীতিনাটকের পটভূমির ইতিহাস থেকে। পৃথ্বীরাজ, প্রতাপসিংহ, আকবর, মানসিংহ, সেলিম, অশ্রুমতী প্রমুখ এবং মুসলমান বিদ্বেষ যথারীতি বর্তমান। রবিন্দ্রনাথকে উৎসর্গ করা এই নাটকের সৈন্যগণ বলছে, ‘আজ আমরা যুদ্ধে প্রাণ দেব চিতোরের গৌরব রক্ষা করবো মুসলমান রক্তে আমাদের অসির জ্বলন্ত পিপাসা শান্ত করবো।’