নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
পরশুরামে যুদ্ধপরাধীদের বিচারে দাবীতে টানা দ্বিতীয় দিনের মত কাল ও চলেছে গন অবস্থান কর্মসূচি।কাল সকাল থেকে শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকে শত শত মানুষ।সবার মুখে ছিলো একটাই দাবি যুদ্ধপরাধীর ফাঁসি চাই।আর জনতার এই গন অবস্থান কর্মসূচিতে সমর্থন দিতে সেখানে অনেক বৃদ্ধ মুক্তিযুদ্ধারা ও উপস্থিত হয়।যুদ্ধপরাধীদের ফাঁসির দাবীতে তরুন সমাজের এই গন আন্দোলন কে তারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে উল্লেখ্য করেছেন।আর এই যুদ্ধে তরুণ সমাজের বিজয় সুনিশ্চিত বলে ও জানিয়েছেন।শহীদ মিনার চত্বরে আয়োজিত এই গন জাগন কর্মসূচিত আহ্বয়ক সাকের চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন যুদ্ধপরাধীদের বিচারের দাবী আজ ষোল কোটি মানুষের প্রাণের দাবীতে।তাই এই দাবী পূরণ না হওয়া পর্যন্ত তারা এই গন অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে।
©somewhere in net ltd.