নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
ফেনীর পরশুরামের বিলোনিয়ার তালুকপাড়া ও বাউরথুমা সীমান্ত এলাকা থেকে বুধবার দুপুরে ৬ বাংলাদেশী শিশুকে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।
শনিবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফেনীর দাগনভূঞা জায়লস্কর ১৯ বিজিবি সদর দপ্তরের সি.ই.ও লেঃ কর্ণেল মোঃ সোহরাব হোসেন।
এদিকে ঘটনার তিনদিন পর শনিবার পর্যন্তও ওই ৬ শিশুকে ফেরত দেয়নি বিএসএফ।
জানা যায়, বুধবার দুপুরে ওই ৬শিশু (টোকাই) বিভিন্ন জিনিসপত্র খুঁজতে গিয়ে ভুলে ভারতীয় সীমান্তে চলে গেলে বিএসএফ তাদেরকে আটক করে।
আটককৃত শিশুরা হলো বাউরথুমা গ্রামের হারুনুর রশিদের মেয়ে নাজমা আক্তার (১০), পারুল আক্তারে মেয়ে সালমা আক্তার (১২), আব্দুল করিমের ছেলে নয়ন (৮), শাহ আলমের ছেলে সোহেল (১০), নূর নবীর ছেলে সুমন (১০) ও বড়ুয়ার ছেলে বাবু (৯)।
এ বিষয়ে পরশুরাম থানার ওসি আলী আশরাফ জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং এ বিষয়ে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবির) কে অবহিত করেছেন।
ফেনীর দাগনভূঞা জায়লস্কর ১৯ বিজিবির সদর দপ্তরের সি.ই.ও লেঃ কর্ণেল মোঃ সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শিশুদেরকে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফ ও বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে।
তিনি আরো জানান, শিশুদের অভিভাবকরা তাৎক্ষণিক বিষয়টি বিজিবিকে না জানানোর ফলে শিশুদের ফিরিয়ে আনতে বিলম্ব হচ্ছে।
©somewhere in net ltd.