নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
ফেনীর মেয়ে ওয়াসফিয়া নাজরীন ইউরোপের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুস জয় করেছেন। গতকাল বাংলাদেশ সময় সকাল ৯টা ৫১ মিনিটে তিনি ওই চুড়ায় বালাদেশের
পতাকা উত্তোলন করেন। এলব্রুসের চূড়ায় বাতাসের তীব্রতা ও ঠান্ডায় কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বর্তমানে সেন্টাব্লাইন্ডনেসের চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন তার অভিযানের গাইড আন্না পেট্রোভা। ২০১১ সালে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশের সর্বোচ্চ ৭টি শৃঙ্গ জয়ের প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি। এ নিয়ে তার পঞ্চম শৃঙ্গ জয় হলো। তিনি একে একে জয় করছেন ২০১১ সালের ২রা অক্টোবর আফ্রিকার কিলিমানজারো, ১৬ ডিসেম্বর২০১১ দক্ষিণ আমেরিকার আকোনকাগুয়া শৃঙ্গ ও ২৬ মে ২০১২ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, গত বছরই জয় করেন আরেক পর্বত শৃঙ্গ অ্যান্টার্কটিকার ভিনসন ম্যাসিফ এবং এবার ২৮ মার্চ ২০১৩ ইউরোপের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুস।
ওয়াসফিয়া নাজরীন ২০১১সালে পৃথিবীর সাত মহাদেশের সাতটি চূড়া আরোহণের লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ কর্মসূচির ঘোষণা করেন। এভারেস্ট জয়ের মধ্য দিয়ে সাতটি পর্বত শৃঙ্গের মধ্যে ৫টি জয় করলেন ওয়াসফিয়া।ওয়াসফিয়া নাজরিনের অভিযানের নেশা ছোটকাল থেকেই।ওয়াসফিয়া নাজরীনের গ্রামের বাড়ি ফেনীতে। জন্ম ঢাকায়।এরপর থেকেছেন খুলনায়। বয়স যখন পাঁচ, তখন চট্টগ্রামে। ২০০০ সালে ওয়াসফিয়া চলে যান যুক্তরাষ্ট্রে। আটলান্টায় শুরু করেন পড়াশোনা। ওয়াসফিয়ার বাবা নাজমী জামান চৌধুরী বাংলাদেশে মার্কিন প্রতিষ্ঠান ফরএভার লিভিং প্রডাক্টসের কান্ট্রি হেড।মা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষিকা মালিহা এইচ চৌধুরীর।
২| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
মেটাল বলেছেন: আমরা বড়ই দুর্ভাগা ওয়াসফিয়ার জন্ম বাংলাদেশে হয় নাই , ফেনীতে হইসে । বাংলাদেশের মেয়ে হইলে , খুব গর্ব হইত ।
৩| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
সাদা রং- বলেছেন: অভিনন্দন ওয়াসফিয়াকে।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৩
নেক্সাস বলেছেন: ফেনীর মেয়ে হিসেবে গর্ববোধ করছি। এগিয়ে যাক ফেনীর সন্তানেরা