নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
যদি মন কাঁদে.........
তুমি চলে এসো...চলে এসো......
এক বর্ষায়......... ...
এসো ঝরো ঝরো বৃস্টিতে
জল ভরা দৃস্টিতে....... ..
এসো কোমল শ্যামল ছাঁয় চলে এসো...তুমি চলে এসো......
এক বর্ষায়....যদি মন কাঁদে.........
যদিও তখন আকাশ থাকবে বৈরী
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরী...
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজরী আলো... তুমি চলে এসো এক বর্ষায়...
যদি মন কাঁদে.........
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষনে
মেঘ মল্লার বৃস্টির মনে মনে......
কদম গুচ্ছ খোপায় জরায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে চলে এসো...চলে এসো......
এক বর্ষায়......... ......
যদি মন কাঁদে..........
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
কাউসার রানা বলেছেন: Humayun sir er ei ganta kub kub Valo lage amar.
Thanks.
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩
রাইসুল সাগর বলেছেন: বাহ। চমৎকার কাব্যে ভালো লাগা রেখে গেলাম।