নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক › বিস্তারিত পোস্টঃ

শুধুমাত্র ফেনী জেলা থেকেই প্রতি বছর যাকাত এর টাকা সংগ্রহ করে জামাত এর বায়তুল মাল এ প্রেরন করা হয় ৫ কোটি টাকারো বেশি।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭

শুধুমাত্র ফেনী জেলা থেকেই প্রতি বছর যাকাত এর টাকা সংগ্রহ করে জামাত এর বায়তুল মাল এ প্রেরন করা হয় ৫ কোটি টাকারো বেশি। ফেনীর মত ছোট শহরের চিত্র যদি এই হয় তো ঢাকা, সিলেট, চট্টগ্রামে বা সারা বাংলাদেশে গরিবের হক যাকাত এর বিশাল একটি অংশ চলে যাচ্ছে জামাত এর হাতে। এই টাকা দিয়ে তারা শপিং মল, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাংক, কোচিং সেন্টার, প্রমদতরী,শতকোটি টাকা ব্যায়ে টিভি চ্যানেল আর দৈনিক পত্রিকা, অত্যাধুনিক হাসপাতালের মত ব্যবসা প্রতিসঠিত করছে যার সেবা দরিদ্র মানুষ এর নাগালের বাইরে এবং এগুলো কম দামে সেবা দেয় শুধুমাত্র দলীয় পরিচয়ের সুত্রে।ধর্ম নিয়ে এই ব্যবসা কি ইসলাম অনুমোদন করে? না। ইসলামি রিতিমত ব্যবসা আর ইসলাম নিয়ে ব্যবসা এক নয়। যারা বলছেন, ইসলাম জীবন এর সবক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাদের বোঝা উচিত ইসলাম এর ব্যবহার আর ইসলামকে ব্যবহার এক নয়। আপনি কাউকে না ঠকিয়ে ব্যবসা করলেন, তো আপনি ইসলামি রিতিমত ব্যবসা করলেন। কিন্তু আপনি গরিবের হক জাকাত সংগ্রহ করে শপিং মল বানিয়ে ব্যবসা শুরু করলেন যেখানে দোকানে পুতুল( মূরতি) এর গায়ে শোভা পায় ২০, ০০০ টাকা দামের পাতলা কাপড়ের বিজাতীয় পোশাক। যেখানে প্রাইস ট্যাগ দিয়ে গরিব কে দেখিয়ে দিলেন এ যায়গা তোমার জন্য নয়। সেটাই ইসলাম নিয়ে ব্যবসা। জামাত ঠিক সেটাই করছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯

সাদা রং- বলেছেন: শহীদুল হক আপনি কি ভাবে এই ফেনীর হিসাব টা বের করলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.