নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
লিজা, এক মেয়ে। সাভারে ভবন ধসে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে এই মেয়ে। উনার সাথে আছে আরো এই রকম শত শত নারী ও পুরুষ, যারা জীবনের মায়া ত্যাগ করে মৃত্যুকূপের ভিতর থেকে বের করে আনছে শত-শত জীবিত মানুষকে। এরা মানুষের বিপদে এগিয়ে এসেছেন। কে নারী--কে পুরুষ, হিজাব পরেছে কিনা, পরপুরুষের সামনে এসে ইমান-আকিদা নষ্ট হয়েছে কিনা, নাস্তিক না আস্তিক, ধর্ম অবমাননা করেছেন কিন--এই সকল প্রশ্ন কেউই করেননি। করার দরকার মনে করেননি।
লিজা একজন মানুষ। বিপন্ন মানুষকে বাঁচাতে এগিয়ে এসেছেন।
সেল্যুট লিজা।
২| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২
বিষন্ন পথিক বলেছেন: এই নারীর নখের যোগ্য যদি দুই নেত্রী হতে পারতেন!
৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭
লাল চাঁন বলেছেন: লিজা সহ সকল উদ্ধার কর্মীদের সেল্যুট
৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯
সাদা রং- বলেছেন: সকল উদ্বার কর্মীকে স্যালুট।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০
কালো পতাকার খোঁজে বলেছেন: কে নারী--কে পুরুষ, হিজাব পরেছে কিনা, পরপুরুষের সামনে এসে ইমান-আকিদা নষ্ট হয়েছে কিনা, নাস্তিক না আস্তিক, ধর্ম অবমাননা করেছেন কিন--এই সকল প্রশ্ন কেউই করেননি। করার দরকার মনে করেনন।
কেবল আপনার মনেই আসলো ব্যাপারটা।
লাল চাঁন বলেছেন: লিজা সহ সকল উদ্ধার কর্মীদের সেল্যুট
৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭
ইলুসন বলেছেন: হাজার সালাম লিজা ও তার মত সকল মানুষকে।
৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮
মাথা ঠান্ডা বলেছেন: সকল উদ্ধারকর্মীদের স্যালুট ।
৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩
ভিটামিন সি বলেছেন: লিজাকে স্যালুট। গত ৫ দিন আমাদের মনে ছিল না উদ্ধারকারীদের কে ছাত্রলীগ, কে ছাত্রদল, কে জামাত-শিবির আর কে হেফাজত। এটাও মনে ছিল না কে রহি, বরকত আর কে বিশ্বজিত দাস আর কেই বা লিজা। একেকজনকে মনে হইছিলো আল্লাহ প্রদত্ত দুত যারা তার সৃষ্টিকে রক্ষা করার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছেন। আপনার কথায় এখন খুজতে হবে কে লিজা, কে বিশ্বজিত আর জামাত।
৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১
এম এম কামাল ৭৭ বলেছেন: লিজা সহ সকল উদ্ধারকর্মীদের স্যালুট ।
১০| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫
খাটাস বলেছেন: হাজার সালাম লিজা ও তার মত সকল মানুষকে।
১১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: হাজার সালাম লিজা ও তার মত সকল মানুষকে।
১২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫
মুহসিন বলেছেন: সকল উদ্ধারকর্মীদের স্যালুট ।
১৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
কেএসরথি বলেছেন: উনার হাসিমাখা ছবি ফেসবুকে দেখা যায় না কেন?? যেমন আমাদের এভারেস্ট জয়ী মুসা সাহেব কে দেখা গেছে!
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
রাজপুরুষ বলেছেন:
লিজা সহ সকল উদ্ধারকারীকে সেল্যুট।
আপনাদের ঋণ এ জাতী কোনদিন পরিশোধ করতে পারবেনা।
আপনাদের মানবতা থেকে শিক্ষা নেওয়া উচিত।
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
ইয়ার শরীফ বলেছেন: সকল উদ্ধারকর্মীদের স্যালুট ।
১৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২
অরন্য জীবন বলেছেন: আমাদের ধ্বসে যাওয়া দেশটাকে বাচাতে এগিয়ে আসুন। স্যালুট ম্যাডামকে।
১৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩
হাবিব০৪২০০২ বলেছেন: স্যালুট
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২
মায়াবী ছায়া বলেছেন: সেল্যুট