নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
শিরোপার দিক থেকে সফলতম দল ব্রাজিল। এ পর্যন্ত বিশ্বকাপে ১০৪টি ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ২২১টি গোল করার বিপরীতে গোল খেয়েছে ১০২টি।
এক নজরে:
দেশ: ব্রাজিল
ফিফা র্যাংকিং: ২।
বিশ্বকাপের গ্রুপ: 'ই'।
বিশ্বকাপে অংশগ্রহণ: ২০টি আসরে। সব বিশ্বকাপে অংশ নেয়া একমাত্র দেশ ব্রাজিল।
বাছাইপর্বে অংশগ্রহণ: ১২ বার।
প্রথম বিশ্বকাপ: ১৯৩০।
সবশেষ বিশ্বকাপ: ২০১৪।
বিশ্বকাপে সাফল্য: পাঁচ বার চ্যাম্পিয়ন- ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২। ৭টি ফাইনাল খেলার পাশাপাশি ১১ বার সেমিফাইনালে উঠেছে ব্রাজিল।
কোচ: তিতে (ব্রাজিল)।
অলটাইম ফিফা বিশ্বকাপ র্যাংকিং: ১, পয়েন্ট ২২৭।
অধিনায়ক: নেইমার।
তারকা ফুটবলার: নেইমার (প্যারিস সেন্ট জার্মেই) কৌতিনহো (বার্সেলোনা), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি)।
চূড়ান্ত স্কোয়াড:
গোলকিপার:
অ্যালিসন (ক্লাব- রোমা, বয়স- ২৫, জার্সি নম্বর- ০১)
এদারসন (ক্লাব- ম্যানচেস্টার সিটি, বয়স- ২৪, জার্সি নম্বর- ২৩)
কাসিও (ক্লাব- কোরিন্থিয়ান্স, বয়স- ৩১, জার্সি নম্বর- ১৬)
শুভ কামনা ব্রাজিল দলের জন্য....
চিত্রে থাকতে পারে: ৫ জন ব্যক্তি, ব্যক্তিগণ হাসছেন
২| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:০১
শাওন সাফা বলেছেন: শুভ কামনা।।প্রতিযোগিতায় ।।
৩| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: জানলাম।
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩
চাঁদগাজী বলেছেন:
জানার মতো বিষয়।
যদি নেইমারকে মেসি ও রোনাল্দোর মতো বল না দেয়া হয়, সমস্যা দেখা দিতে পারে।