![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
এবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কাপড় ও পাটজাতসহ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।
শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।
তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে নভোসেবা বন্দর ব্যবহার করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে এই পণ্য রপ্তানিতে কোনো বিধিনিষেধ নেই।
তবে, এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালক অজয় ভাদু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়।
২| ০৯ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫৮
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১:৫০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: পশ্চিম বঙ্গকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিজিপি নামের জঙ্গি,সন্ত্রাসী দলটি । তাই বাংলাদেশের কথা বলে তারা মূলত শায়েস্তা করছে পশ্চিম বঙ্গকে । তাই বাংলাদেশের সাথে পশ্চিম বঙ্গের যে সকল ব্যবসা রয়েছে বেছে বেছে সেগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে । এতে বাংলাদেশের ক্ষতি না হলেও না খেয়ে মরার দশা হয়েছে পশ্চিম বঙ্গবাসীর । স্বাধীনতা ঘোষনা ছাড়া তাদের বাচার উপায় নাই ।