নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস বি কে

খারাপ কপাল

অনেক আগ্রহ নিয়ে অখাদ্য লিখি :(

খারাপ কপাল › বিস্তারিত পোস্টঃ

এক মগ ঘাম..................

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৫১

গাড়ির এ সি ঠিক ভাবে কাজ করছে না।শিখরের মেজাজ চরমে।আব্বুকে গাড়ি সারানোর কথা বলা হচ্ছে না।আব্বুটাও না!নিজে বুঝেন না!শিখরকে গাড়িতে বসিয়ে রেখে এতক্ষণই বা কি করছে?

বিরক্তি দূর করতে শিখর তার ট্যব বের করে ফেবুর হোম পেইজ চেক করে নিল।মারাত্নক বোরিং!!

সবার "ইট ইজ সো হট" টাইপ স্ট্যটাস!! ফালতু!!

শিখরের বাবা অনেক বড় ঠিকাদার।শিখরকে নিয়ে আজ ঘুরতে বেড়িয়েছেন।কিন্তু পথিমধ্যে একটি জরুরী কল আসায় তাকে তৎক্ষণাৎ সাইটে আসতে হল।

শিখর ট্যবে আজকের তাপমাত্রা দেখল।

৩৭ ডিগ্রী সেলসিয়াস :-* :-*

এই গরমে নষ্ট এ সি তে বসে ওয়েইট করা,পুরো ভ্রু কুচকানো অবস্থা।সে গাড়ির গ্লাস নামিয়ে বাহিরের দিকটাতে একটু চোখ বুলিয়ে নিল।বর্ষার প্রথম দিনে এরকম রোদ মেনে নেয়া যায় না।গ্রীষ্মকালে টানা কয়দিন কি বৃষ্টিই না হল।বর্ষা কি ছয় ঋতুর সিরিয়ালে ফার্স্ট হতে চাইছে নাকি??বাঙ্গালীরা পহেলা বৈশাখ না পালন করে পহেলা বর্ষা পালন করবে।ললনারা খোপায় কদম ফুল গুঁজে রমনা বটমূলে যাবে বৃষ্টিস্নাত হয়ে নববর্ষ পালনের জন্যে।

আচ্ছা,পান্তা ইলিশের রেওয়াজ টার কি হবে??ইলিশ কি গ্রীষ্ম কালের মাছ?মানুষ পান্তা ইলিশ খায় কেন?গ্রীষ্মে কত ফল আছে সেগুলো খেতে পারে না!হুম,পহেলা বর্ষায় ফল উৎসব হতে পারে।

না চিন্তা করা যাচ্ছে না;কংক্রিট,বালু,সিমেন্টের মিশ্রণ তৈরির মেশিনটার শব্দ বিরক্তির উদ্রেক করছে।মেশিনটার নামটা কি??জানা দরকার।গুগলে সার্চ দিয়ে পাবার সম্ভবনা আছে??মনে হয় না।

একজন পয়ত্রিশোর্ধ মহিলা ঐ মেশিন থেকে মিশ্রণ মাথায় করে নিয়ে যাচ্ছেন।মহিলাটির চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট।মাথা থেকে অনবরত ঘাম ঝরে পড়ছে।পা দুটো যেন চলতে চাইছে না।



"সরি,লেইট......",ড্রাইভিং সিটে বসতে বসতে জাকারিয়া সাহেব বিনয়ের ভঙ্গিতে বললেন।

"ইটস ওকে..."

গাড়ি চলছে,নিরবতা ভেঙ্গে শিখর প্রশ্ন করলো"আচ্ছা আব্বু,কাজ যে করছে মহিলার বেতন কতো?"

"কি কাজ?"

"ওই যে মাথায় মিশ্রণ বয়ে নিচ্ছে"

"হঠাৎ এ প্রশ্ন!!৩০০-৩৫০ টাকা হবে মে বি..."

"না এম্নি।আজকে আর ঘুরতে ইচ্ছে করছে না,বাসার দিকে চলো"

"কেন?শরীর খারাপ?দেখি, জ্বর নাকি...

গা তো ঠাণ্ডাই আছে।মাইন্ড করলে নাকি???"

"না এম্নিতেই"

"চলো,ওয়েস্টিন হোটেলে যাই।সেখানে এখন ইতালির বিখ্যাত এক্সপ্রেসো এবং কাপুচিনো কফি পাওয়া যাচ্ছে।খেয়ে দেখ,ভালো লাগবে"

"ওকে,চলো"

ওরা দুজন হোটেলে বসে আছে,জাকারিয়া সাহেব তার ছেলের দিকে তাকিয়ে আছেন।শিখর কি যেন ভাবছে।ও বাবার দেরীতে বিরক্ত নয়তো!!

ওয়েটার কফি দিয়ে গেল।

শিখর কফির দিকে তাকিয়ে বাবাকে জিজ্ঞেস করলো,"আব্বু,কফির প্রাইস কত?"

"প্রাইস দিয়ে কি করবে?খাও"

"না এম্নি,বলোনা"

"সিঙ্গেল এক্সপ্রেসো কফির দাম পড়বে ৩৩০ টাকা"

"ও..."

তার মানে কফির প্রাইস ওই মহিলার পুরোদিনের পারিশ্রমিকের সমান,যার জন্য উনাকে কয়েক মগ ঘাম ঝরাতে হচ্ছে..কি আজব আমাদের জীবন ব্যবস্থা!!শরীর ছাঁকা ঘামের চেয়ে ছাকুনিতে ছাঁকা কফির মূল্য বেশী!!কথা গুলো বলতে গিয়েও থেমে গেল শিখর।আব্বুকে বলে কোন ফায়দা নেই,তার চেয়ে বরং ঘামের স্বাদটুকু টেস্ট করা যাক......

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫০

বটের ফল বলেছেন: একজনে খাটে , আরেকজনে খায়। ভালো লিখেছেন। তবে বানানের দিকে নজর দিলে আরও ভালো করবেন। যেমন-

গোগলে সার্চ দিয়ে পাবার সম্ভবনা আছে- গুগল।

ওয়েস্টিন হোটেলে যায়- যাই।

ভালো থাকবেন।

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৮

খারাপ কপাল বলেছেন: ভুলের জন্য দুঃখিত
আর শুধরে দেয়ার জন্য অনেক ধন্যবাদ :)

বানান সম্পর্কে ধারণা একটু কম ই। তার উপর তাড়াতাড়ি করে টাইপ করা।
নেক্সট টাইম বানানের দিক যতটুকু স্বম্ভব যত্নবান হবার চেষ্টা করব :) :)

২| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:০২

সোহানী বলেছেন: দারুন লিখার হাত আপনার। যতক্ষন পড়েছি খুব মনোযোগ দিয়ে পড়েছি ।+++

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:১১

খারাপ কপাল বলেছেন: লেখার হাত ভালো কিনা জানি না।
তবে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ :)

৩| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

সোহানী বলেছেন: দারুন লিখার হাত আপনার। যতক্ষন পড়েছি খুব মনোযোগ দিয়ে পড়েছি ।

৪| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব প্রাঞ্জল লেখা!!! শুভকামনা রইলো!!

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:১২

খারাপ কপাল বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.