নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস বি কে

খারাপ কপাল

অনেক আগ্রহ নিয়ে অখাদ্য লিখি :(

খারাপ কপাল › বিস্তারিত পোস্টঃ

পরোপকারের নিমিত্তে..............

০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

"মামা চারটা বেনসন চারটা গোল্ড লিফ দেন,সাথে একটা প্যকেট দিয়ে দিয়েন"

মাসের শেষে সাহারা মরুভূমির ন্যয় মানিব্যগ নিয়ে বেনসন খাবার মত বিলাসিতা আসলামের নেই।তার উপর সে সিগারেট খায় কালে ভদ্রে একবার।তার মেসের আশিক ভাই ফোন দিয়ে বললেন বৃষ্টির কারণে তিনি বের হতে পারছেন না,তার জন্য সিগারেট নিয়ে যেতে।কিছু কিছু মানুষ আছে যাদের জন্ম হয় মানুষের আদেশ পালনের জন্য।আসলাম নিজেকে সে গোত্রীয় ভাবে।তাই বড় ভাইদের অতি তুচ্ছ নির্দেশ ও আসলাম অমান্য করতে পারে না। রিক্সা দিয়ে মেসে ফেরা দরকার।২০০০ টাকার টিউশনিতে ১৫ টাকা করে রিক্সা ভাড়া দিয়ে আসা যাওয়া করার মত অবস্থা আসলামের নেই।কিন্তু এই ঝড় বৃষ্টি তে হেঁটে মেসে ফিরলে রাস্তায় মৃতপ্রায় জুতোজোড়ার ছিঁড়ে যাবার সম্ভবনা বেশী।তার আর জুতো এই এক জোড়াই।সামনের মাসে বাড়ি থেকে টাকা পাওয়া কিংবা টিউশনির বেতন পাবার আগ পর্যন্ত জুতা কেনাও সম্ভব নয়।রিক্সাতে উঠে আসলামের মনে পরলো ঐ দিন ফেইসবুকে একটা ছবি দেখেছিল এক লোক রিক্সায় উঠে ছাতা ড্রাইভারের মাথায় ধরে রেখেছে।আসলাম ও সে কাজটি করলো।কিন্তু ছাতা ধরতে গিয়ে মামার পলিথিন ধরে রাখতে মনে নেই।বাতাসে পলিথিন উড়ে গিয়ে রাস্তার ঐ পাশে গিয়ে পরলো।রাস্তার মধ্যে একটি সি এন জির চাকায় গিয়ে পরলো।সি এন জি পলিথিন টিকে চাকায় পেঁচিয়ে নিয়ে গেল।আসলামের ড্রাইভারের জন্য কষ্ট হচ্ছে।তার উপকার করতে গিয়ে সে লোকটির ক্ষতি করে ফেললো।সে মনে মনে ভাবল ড্রাইভারকে নামার সময় ভাড়া বাড়িয়ে দিয়ে দিবে,তৎক্ষণাৎ মনে পরলো তার কাছে ৭০ টাকা ছিল,৫৬ টাকার সিগারেট কেনায় এখন পকেটে ১৪ টাকা আছে।রিক্সা ভাড়ার ১৫ টাকাও তার কাছে নেই,রিক্সায় উঠার সময় সিগারেট কিনে যে টাকা শেষ হয়ে গেছে তা মনেই ছিল না।সে যে গলির ভেতরে থাকে সেখানে রিক্সা প্রবেশ করতে পারে না,তাই মেস থেকে টাকা এনে দেয়াও সম্ভব নয়!রিক্সা থেকে নেমে পকেট থেকে টাকা বের করবার সময় বেনসনের প্যাকেট বেড়িয়ে পরলো।সে ড্রাইভারকে ১৪ টাকা দিয়ে বলল,"মামা আর তো টাকা নেই।"

মামা বলল "বেনসন খাইতে পারেন আর ১৫ টেকা রিক্সা ভাড়া নিয়ে রিক্সায় উঠতারেন না!!"

আসলাম কোন উত্তর না দিয়ে ছাতি মাথায় দিয়ে চলে আসছে আর ভাবছে সৃষ্টিকর্তা এমন কিছু মানুষ সৃষ্টি করেন যারা ইচ্ছা করলেও মানুষের উপকার করতে পারে না।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৫১

এ্যাপোলো৯০ বলেছেন: ট্রাজিক ট্রুথ

২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :| :| :|

৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

আদার ব্যাপারি বলেছেন: রিক্সাওয়ালা কে একটা বেনসন সিগারেট দিতেন।

৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৫৮

নিষ্‌কর্মা বলেছেন: একেই বলে কুত্তার বাচ্চার জীবন, মানে কেবি'স লাইফ! :-B :-B :-B :-B :-B :-B :-B

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৪৬

খারাপ কপাল বলেছেন: :( :(

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৪৬

খারাপ কপাল বলেছেন: :( :(

৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:৩০

মাক্স বলেছেন: এরেই কয় খারাপ কপাল!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৪৬

খারাপ কপাল বলেছেন: আরে আমার নিকের সাথে মিলে গেছে দেখছি!!
এভাবে তো ভেবে দেখি নি!!

৬| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:০৮

ইকরাম বাপ্পী বলেছেন: :-< :-< :( :(( asholei onek somoy e emn hoy.....r nijeke tkn boka mone hoy kn jani..... Sathe sathe nijeke ovaga ovaga lage.......

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৪৬

খারাপ কপাল বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.